অতলান্তিক

আশালতা এর ছবি
লিখেছেন আশালতা (তারিখ: রবি, ০৫/০৬/২০১১ - ১১:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দুঃস্বপ্নের চোখে চোখ রেখে শুধোই, ভালবাসা কি ভুল ছিল ?
হা হা করে হেসে উঠে বলে, ছিল, ছিল । ভুল অঙ্কই করিস কেবল ! বুঝিস নাতো কিছু । মাথা নেড়ে স্বগতোক্তি করে, এ খুকিটা কিচ্ছু বোঝে না মা, এ যে ভারী ছেলে মানুষ ! হা হা হা ...।
সে হাসিতে নীল বিস্ময়ে বোধ পাথর হয় কেবল । বুকের ভেতরের লোনা জলে থর থর কাঁপন ওঠে । ওরা ঢেউ হতে চায় । আমি বলি, আহা, রোস না বাপু । অত ব্যস্ত হলে কি চলে ? কোন একদিন এক সমুদ্দুর হাওয়া এনে দেব, সেইদিন প্লাবন হয়ে আছড়ে পড়িস দুচোখ বেয়ে; কেবল আজ নয় ।

মনকে খুশি করতে তাই প্রাণপণে মনের ভেতর হাতড়ে চলি । খুঁজে ফিরি লুকোনো সেই স্বপ্নটাকে । না পেয়ে তাকিয়ে দেখি অজান্তে সেটা হাত গলে পড়ে গেছে কখন । পায়ের কাছটায় লুটিয়ে আছে, ভেঙ্গে খান খান । সাদা কালো বালিতে মিশেছে ভাঙ্গা স্বপ্নের রঙিন মিহি গুঁড়ো । আলো পড়ে থেকে থেকেই ঝিকিয়ে উঠে জানান দিয়ে যাচ্ছে । আহ্‌, সে আলো যে বড্ড চোখে লাগে । সূর্য টাকে আজ নেবাও না একটুখানি ।

ধু ধু প্রান্তরের বুক চিরে চলা সেই মেঠো পথ বেয়ে আবার পথ হাঁটি আমি । সার দেয়া বাবলা গাছের ছায়ায় হাঁটু মুড়ে বসে যাই ধুলো মেখে । আকন্দ ফুলের ওপর প্রজাপতির তির তিরে ডানা, কাঠ বেড়ালের ছোটাছুটি কিংবা হুটটিটির প্রলম্বিত টিইই টিই ই কেবল আমাদের সমান্তরালে ওদের আশ্চর্য জীবনের কথা গুন গুন করে বলতে থাকে । আনমনে শুধোই, তোদের জীবনেও কেউ কি সুখ হারায় ?

ওখানে খয়েরি বিকেল শেষে ঘুঘুর নরম পালকের মত ছায়া ঘনায় চুপে । আঁধার বেয়ে মুছে যায় পথের রেখা । মুঠো ভরে ফুঁ দিয়ে ওড়াই জোনাকি । প্রান্তর ভরে যায় নীলচে আলোর কণায় । জোনাক মন কেবল নীল হয় শুধু, পথ পায়না খুঁজে । তরাসে কেঁপে উঠতেই দুঃস্বপ্ন এসে অভয় দেয় । বলে, ভয় কি ? এই তো আমি আছি । এস, আমার হাত ধর ।

আমি অবলীলায় দুঃস্বপ্নের হাত ধরি । তার বাড়ান ছড়ান কর ছুঁয়ে প্রহর গুনি । সেই ধুলো পথে আবার পথ হাঁটি আমি । সাথে থাকে অতলান্তিক সেই শূন্যতা ।

আশালতা


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অতি চমৎকার লেগেছে! আপনি একদিন অনেক বড় লেখক হবেন।

আশালতা এর ছবি

আশীর্বাদ শিরোধার্য । হাসি

কবি-মৃত্যুময় এর ছবি

বাহ দারুণ তো!!! সুন্দর লেখেন আপনি!!! চলুক

আশালতা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ দেঁতো হাসি

অপছন্দনীয় এর ছবি

হুম...

আশালতা এর ছবি

হুম্‌ম্‌... চিন্তিত

ধৈবত(অতিথি) এর ছবি

অসাধারণ দিদি। আপনি বড় হয়ে ভালো লেখক হোন....

আশালতা এর ছবি

ধন্যবাদ ধৈবত । বড় লেখক ?!... কে জানে বাপু, জোনাক মন সূর্য ছুঁতে চায় না তো...

অতীত অতিথি এর ছবি

ভয়ংকর সুন্দর......আপনার ভক্ত হয়ে গেলাম।

অতীত

আশালতা এর ছবি

ভয়ংকর আনন্দিত হলাম অতিথি ।

নীড় সন্ধানী এর ছবি

লেখার প্রতিটি বাক্য সাধারণ গদ্যের কাতারে পড়ে না, অন্যরকম এক ভাবের নির্যাস। শব্দ চয়নের মাধূর্যতায় মুগ্ধ হলাম।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

আশালতা এর ছবি

এত সুন্দর করে সুন্দর বললে কি বলব খুঁজে পাইনা ।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ ।

রিসালাত বারী এর ছবি

ভোটাধিকার প্রয়োগ করতে পেরে আনন্দিত।

আশালতা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

আয়নামতি1 এর ছবি

আমার ভোট দেবার অধিকার নেই! তাই কেবল শব্দেই মুগ্ধতা জমা রেখে গেলাম হাসি

আশালতা এর ছবি

আয়নামতি বুঝি ভোট দেবার মত বড় হয়ে ওঠেনি এখনও ? ঠিক আছে, কোন অসুবিধে নেই । শাব্দিক মুগ্ধতাতেই আমি অভিভূত ।

অনার্য সঙ্গীত এর ছবি

খুব সুন্দর।
কিন্তু সর্বনাশা দুঃখ টাইপের ব্যাপার! এতো দুঃখ কীসের!!!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আশালতা এর ছবি

কী যাতনা বিষে, বুঝিবে সে কিসে,
কভু আশীবিষে দংশেনি যারে ?

অনার্য সঙ্গীত এর ছবি

হো হো হো নিশ্চিত হচ্ছেন কিভাবে!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আশালতা এর ছবি

'এতো দুঃখ কীসের!!!' যে উচ্চারন করতে পারে তাকে এ ছাড়া আর কিইবা বলা যায় বলুন ? আর তাও যদি দংশন কনফার্ম করেন সেক্ষেত্রে বলতেই হয় যে সেটা বোধকরি ঢোঁড়া সাপ ছিল ! খাইছে

----------------
স্বপ্ন হোক শক্তি

অনার্য সঙ্গীত এর ছবি

ঢোঁড়ার দংশনেই না কেউটের কামড় খাওয়ার আতঙ্ক জাগবে! নির্বাণ হলে ডাইনোসরের কামড় খেয়েই হবে! চোখ টিপি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

আশালতা এর ছবি

ঢোঁড়ার সাধ্য কি তীব্র কালকেউটের আস্বাদ দেয় ! আর ডাইনোসরের কামড় খেয়ে বড়জোর তার পেটের ভেতর অনু পরমাণুতে বিভক্ত হয়ে বৃহদন্ত্র বেয়ে বাইরে এসে কড়া রোদে শুকিয়ে ঘুঁটে হওয়া যায়; তাকে যদি নির্বাণ বলেন তো আমার বলার কিছু নেই।

----------------
স্বপ্ন হোক শক্তি

আসমা খান, অটোয়া। এর ছবি

আপনার শব্দচয়ন খুব চমৎকার! খুব ভালো লাগলো।

আশালতা এর ছবি

কদিন আগের আপনার একটা লেখা পড়ে মনে হল আপনি অসুস্থ, তার মাঝেও সময় করে লেখা পড়ছেন আবার মন্তব্যও করছেন... আপনাকে ধন্যবাদ দিলে বোধ হয় অনুচিত কাজ হয়ে যাবে ।
ভালো থাকুন সব কিছুর মাঝে ।

দময়ন্তী এর ছবি

চলুক

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আশালতা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লেগেছে

______________________________________
পথই আমার পথের আড়াল

আশালতা এর ছবি

ধন্যবাদ নজরুল ইসলাম । হাসি

তাসনীম এর ছবি

খুব সুন্দর।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

আশালতা এর ছবি

জেনে ভালো লাগল তাসনীম ।

কৌস্তুভ এর ছবি

সুন্দর লাগল। বেশ একটা তুলিদির লেখার মত স্টাইল। হাসি

আশালতা এর ছবি

অ্যাঁ!!! তুলিদির মত !!! বলেন কি !!? অ্যাঁ

মৌনকুহর. এর ছবি

চলুক

আশালতা এর ছবি

মনে হয়েছিল বিনয়ে বীতশ্রদ্ধ হয়ে বুঝি আমার লেখা পড়াই ছেড়ে দেবেন... মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো
মৌনকুহর হাসি

sumima yasmin এর ছবি

বাহ্, শব্দের চমৎকার বুনন!

সুমিমা ইয়াসমিন

আশালতা এর ছবি

কিন্তু... লেখাটা কি শুধুই শব্দকেন্দ্রিক হয়েছে ? অনেকেই শব্দের কথা বলছেন তো... তাই ওতে প্রাণপ্রতিষ্ঠা হল কিনা বুঝতে পারছিনা...
যাহোক, ধন্যবাদ সুমিমা ।

কল্যাণF এর ছবি

চিন্তিত

আশালতা এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

----------------
স্বপ্ন হোক শক্তি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।