চোখ - হৃদয়ের আয়না

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ১১/০৬/২০১১ - ৬:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মানুষের চোখ নাকি মনের কথা বলে। কবিরা চোখ নিয়ে লিখে গেছেন কত কাব্য । এক চোখের মাঝেই রাগ, কষ্ট, আনন্দ, প্রেম, বেদনা, ভয় সহ দুনিয়ার সব অনুভুতি ফুটে উঠে, একজন মানুষের ভিতর কি চলে তা হাজার চেষ্টা করেও চোখ থেকে লুকাতে পারেনা। প্রেম করার দিনগুলাতে প্রেমিক-প্রেমিকার চোখের দিকে তাকিয়ে পার করে ফেলে কত ঘণ্টার পর ঘণ্টা ...মুখে কোন কথা না হলেও চোখে চোখেই গাথা হয়ে যায় জীবনের কাব্য।
চোখের অনুভূতিগুলো আজ ছবির মাধ্যমে আপনাদের সামনে কিছুটা তুলে ধরার চেষ্টা করবো।

এখানে বলে রাখা ভালো যে আমার ছবিগুলা ৫০মিমি লেন্স এ তোলা বেশিরভাগ (২০০মিমি টেলি থাকলে candid ছবি তোলা সহজ হয়ে যায় ) ফলে অনেক challenging ছিল অনুভূতি গুলা ধরা। আর আপনাদের অনেকেই ফটোগ্রাফির টেকনিক্যাল ব্যাপারগুলো জানতে চান তাদের বলছি আমার ছবি গুলা মূলত AV mode এ তোলা। বিস্তারিত জানতে ছবির উপর ক্লিক করে flickr এ গিয়ে ডান এ ক্যামেরা মডেল এ ক্লিক করলে সব সেটিং দেখতে পারবেন ,আর ২/৩ টা ছবি ছাড়া বাকি সব কয়টায় তোলার পর basic correction ছাড়া Photoshop র তেমন কোন কেরামতি নাই। আসুন ছবি দেখি
১।
:-)
২।
The looks
৩।
I'm Back with my new Canon EOS 450D
৪।
freshness all around
৫।
scared eyes
৬।
Sad eyes
৭।
The looks 4
৮।
Fear
৯।
Mystery in her eyes
১০।
চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলো নাহিরে
১১।
the looks 5
১২।
Cleft Palate – Broken Smiles, Wounded Hearts
১৩।
Mother & Child
১৪।
Street is a theater IV
১৫।
The looks 2
১৬।
Angry 2
১৭।
Angry
১৮।
Faith 5
১৯।
lost in his thought
২০।
Neither all closed eyes are sleeping, nor all open eyes can see

Neither all closed eyes are sleeping, nor all open eyes can see

মোঃ আরিফুর রহমান


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ... দারুণ... দারুণ

______________________________________
পথই আমার পথের আড়াল

বন্দনা- এর ছবি

অসাধারন লাগলো।।

আশালতা এর ছবি

হাততালি

The Reader এর ছবি

ছবি গুলো অসাধারণ । ধন্যবাদ আপনবাদ। আপনার জন্য চাহনির তাৎপর্য নিয়ে ভাবার একটা অবকাশ পাওয়া গেল । ভাল থাকবেন ।

কবি-মৃত্যুময় এর ছবি

২, ৫, ৯, ১৪, ১৫, ২০ বেশ লাগল। চলুক

ফাহিম হাসান এর ছবি

আপনি খুব সুন্দর ও অর্থবহ ছবি তুলেন। ফ্লিকারে আপনার ছবি মন দিয়ে দেখি, ভালো লাগে। টেকনিকের কথা বাদ দিয়ে আমি বরং অন্য দু-একটা কথা বলি:

আপনার এই পোস্টে ছবির সংখ্যা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। সবগুলো ছবিই সুন্দর, কিন্তু ঐ যে বলে না, একবারে সব ভালো জিনিস একসাথে পাওয়াটা ভালো না। এত ছবি একসাথে দেখলে মনে দাগ কাটার সম্ভাবনা কম। বরং আরেকটু বর্ণনা থাকলে ভালো হত। কাদের ছবি এগুলো, কবে তুলেছেন, কোথা থেকে তুলেছেন, ছবির পাত্রপাত্রীদের সাথে আপনার কী সম্পর্ক, কোন বিশেষ মুহূর্তে এই ছবিগুলো তোলা হয়েছে কি, ইত্যাদি। তাহলে ছবিগুলো পাঠকদের সাথে আরো ভালোভাবে ইন্টার‍্যাক্ট করতে পারবে।

শুভেচ্ছা।

তিথীডোর এর ছবি

ইয়ে.. আমি আবার সবসময় মানুষের চোখ দেখি গভীর মনোযোগে, বিশেষ করে মেয়েদের। খাইছে
চলুক
৯ নং ছবিটা সবচেয়ে বেশি ভাল লাগলো।

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

_চতুর্বর্গ এর ছবি

অসাধারণ সব চোখের ছবি! আপনার দেখার চোখের শংসা না করলেই নয়। আর ফাহিম ভাইয়ের সাথে গলা মিলিয়ে বলতে চাই, ছবিগুলোর পেছনের কাহিনিগুলোও আমাদের জানান। বিশেষ করে যারা ফ্লিকারে আপনার ছবিগুলোতে নিয়মিত ঢুঁ মারে তাদের জন্যে ছবির পেছনের গল্প ছবিগুলোতে নতুন করে দেখতে সাহায্য করবে।

choturborgo_চতুর্বর্গ এর ছবি

অসাধারণ সব চোখের ছবি! আপনার দেখার চোখের শংসা না করলেই নয়। আর ফাহিম ভাইয়ের সাথে গলা মিলিয়ে বলতে চাই, ছবিগুলোর পেছনের কাহিনিগুলোও আমাদের জানান। বিশেষ করে যারা ফ্লিকারে আপনার ছবিগুলোতে নিয়মিত ঢুঁ মারে তাদের জন্যে ছবির পেছনের গল্প ছবিগুলোতে নতুন করে দেখতে সাহায্য করবে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।