হলুদ রাতের নিঝুম কথা

প্রদীপ্তময় সাহা এর ছবি
লিখেছেন প্রদীপ্তময় সাহা [অতিথি] (তারিখ: সোম, ২০/০২/২০১২ - ১১:৫৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখন রাত প্রায় মাঝামাঝি
তিনশো বছরের হট্টগোলের এই শহর
নিঝুম ঘুমে তলিয়ে আছে কয়েক ঘণ্টার জন্য ।
দিনভর ক্লান্তির পর
যেমন মড়ার মত পরে থাকে
স্টেশনের কুলি, অফিসপাড়ার সরবতওয়ালারা –
কিংবা ঐ তিনজন রিক্সাওয়ালা ।
স্যাঁতস্যাঁতে গলির হলুদ আলোআবছায়ায়
চাকায় চাকা ফেলে
ঘুমিয়ে আছে তিনটে রিক্সা ।
কে জানে,
ওদের অন্ধকার বুকে শুয়ে আছে কিনা
পাড়ার নেড়ি, হুলো আর ইঁদুরেরা !

মাঝে মধ্যে একটু আধটু খুঁটখাঁট,
খসে পড়ল কি মুখুজ্যেদের কার্নিসের প্লাস্টার ?
এ বাড়ির বট, ও বাড়ির অশ্বত্থেরা যেন
এখন একটু বেশিই কাছাকাছি ।
ওদের নিঃশ্বাস-প্রশ্বাসে যেন
জন্ম নিচ্ছে কিছু ছায়া ।

আজ থেকে অনেক আগে ফুরিয়ে গেছে
যে মানুষগুলো,
তারা যেন পা টিপে টিপে হেঁটে বেড়ায়
এ গলি, ও গলি ।
বহু আলো বয়ে গেছে এ গলি দিয়ে,
সে কোন কালের কথা –
গাঁয়ের থেকে পালকি এসে নেমেছিল বা
মিত্তিরদের দোরগোড়ায়,
সেজে উঠেছিল চারপাশ,
বেজে উঠেছিল সানাই ।

বর-কনে আজ মিলিয়ে গেছে –
ছাই থেকে – আলো হয়ে –
হারিয়ে গেছে ইতিহাস বইয়ের পাতায় ।

তবু জেগে আছে কিছু কল্পনা,
পাতালপথের ম্যানহোল ঘিরে –
সেই
একই ভালবাসার আলপনা ।

---------------------------------------------------------------------------------

কবিতা - প্রদীপ্তময় সাহা
ছবি - কুণাল দাস

ছবি: 
08/24/2007 - 2:03পূর্বাহ্ন

মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
প্রদীপ্তময় সাহা এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে ।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।

কাজি মামুন (অতিথি লেখক) এর ছবি

অসাধারণ প্রদীপ্তদা! আপনার কবিতা স্মৃতির দুয়ারে টোকা দিয়ে যায়; আমাদের বোধ, কল্পনা ও বাস্তবতার এক সার্বজনীন সত্য তুলে ধরে চোখের সামনে।

এ বাড়ির বট, ও বাড়ির অশ্বত্থেরা যেন
এখন একটু বেশিই কাছাকাছি ।
ওদের নিঃশ্বাস-প্রশ্বাসে যেন
জন্ম নিচ্ছে কিছু ছায়া ।

খুব ভাল লেগেছে এই চরণগুলি। প্রকৃতি মানব অনুভূতির একটা অন্যতম অনুষঙ্গ।

গাঁয়ের থেকে পালকি এসে নেমেছিল বা
মিত্তিরদের দোরগোড়ায়,
সেজে উঠেছিল চারপাশ,
বেজে উঠেছিল সানাই ।

আমি এই লাইনগুলো পড়ে মিত্তিরদের দোরগোড়া দেখতে পেয়েছি চোখের সামনে; আমার ছোটবেলায় দেখা অনেক বিয়ের দৃশ্য, রঙ্গিন উৎসব, এবং ক্রমাগত ফিকে হয়ে যাওয়া জীবনও চোখের সামনে দেখতে পেলাম।

তবু জেগে আছে কিছু কল্পনা,
পাতালপথের ম্যানহোল ঘিরে –
সেই
একই ভালবাসার আলপনা ।

মনে পড়ছে, জীবনানন্দের লাইন:

সেইসব গল্প বেঁচে রবে চিরকাল
এশিরিয়া ধুলো আজ, ব্যাবিলন ছাই হয়ে আছে

কবিতার শেষে দেয়া ছবিটি কবিতার কল্পনাকে আরো তাতিয়ে দিয়েছে। উদ্যোগটা সত্যি অভিনব ও প্রশংসনীয়।

কাজি মামুন (অতিথি লেখক) এর ছবি

একটা ভুল সংশোধনঃ
জীবনানন্দের লাইনদুটি হবেঃ

পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল;
এশিরিয়া ধুলো আজ-ব্যাবিলন ছাই হয়ে আছে।

ভুলের জন্য দুঃখিত!

প্রদীপ্তময় সাহা এর ছবি

হাসি অনেক ধন্যবাদ মামুন ভাইয়া ।
আপনার মন্তব্য আমাকে, বলা ভাল আমাদের (আমি ও কুণাল), আরেকটু সাহস জোগাল ।

আমরা চেষ্টা করছি এরকম একটা সিরিজ করার ।
এখন দেখা যাক সচলায়তনের গুণমানে কতগুলো উত্তীর্ণ হয় ।

ভালো লাগা লাইনগুলো 'উদ্ধৃতি' করে দেওয়ার জন্যে আরেকবার ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

শুভেচ্ছা ।

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তাপস শর্মা এর ছবি

চলুক দারুন হল। খুবই ছুঁয়ে যাওয়া সব অনুভূতিগুলি। একটা নিত্যদিনের কায়ক্লেশের পর যেন দীর্ঘশ্বাস দিয়ে যায়।

প্রদীপ্তময় সাহা এর ছবি

অনুভূতিগুলো লিখে জানাবার জন্যে অসংখ্য ধন্যবাদ তাপসদা ।

ভালো থাকবেন ।
শুভেচ্ছা ।

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

পরিবর্তনশীল এর ছবি

চলুক

উদ্ভট রাকিব এর ছবি

শুধুই দীর্ঘশ্বাস।

প্রদীপ্তময় সাহা এর ছবি

এটা কি আমার লেখার সাপেক্ষেই বলা । বোধহয় ।
ভালো থাকবেন ।
ধন্যবাদ ।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

প্রদীপ্তময় সাহা এর ছবি

অনেক ধন্যবাদ দাদা ।
ভালো থাকবেন ।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

প্রদীপ্তময় সাহা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্যে ।

খুব ভালো থাকুন ।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অরফিয়াস এর ছবি

বেশ ভালো লাগলো, পুরনো কিছু স্মৃতি মাথাচাড়া দিলো,

বর-কনে আজ মিলিয়ে গেছে –
ছাই থেকে – আলো হয়ে –
হারিয়ে গেছে ইতিহাস বইয়ের পাতায় ।

চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

প্রদীপ্তময় সাহা এর ছবি

হাসি

অনেক ধন্যবাদ অরফিয়াস ভাই ।
ভালো থাকবেন ।

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ঝরাপাতা এর ছবি

ভালো লাগলো খুব........


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

প্রদীপ্তময় সাহা এর ছবি

অসংখ্য ধন্যবাদ আপনাকে ।

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

খুব ভালো থাকুন।
শুভেচ্ছা।

তারেক অণু এর ছবি

চমৎকার লাগল, খুবই ব্যতিক্রম, স্বচ্ছ কবিতা।
চলুক

প্রদীপ্তময় সাহা এর ছবি

অনেক অনেক ধন্যবাদ দাদা ।
আপনাদের সকলের মন্তব্যে বুকে একটু বল পেলাম ।

খুব ভালো থাকুন ।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

সত্যপীর এর ছবি

কবিতা বুঝিনা তবু ভারি ভালো লাগল। ছবিটিও মানিয়েছে চমৎকার। হাততালি

..................................................................
#Banshibir.

প্রদীপ্তময় সাহা এর ছবি

মন খারাপ
ভুল করে মন্তব্যে লিখে ফেললাম, জবাবে না লিখে ।

এত 'কমেন্ট' দেখে উত্তেজিত হবার ফল । ইয়ে, মানে...

রণদীপম বসু এর ছবি

কবিতা বুঝতেই হবে এমন কথা নেই, উপলব্ধিটাই আসল।

কবিতা বিষয়ে একটা উৎবচন ছিলো, যা এবার প্রকাশিত 'উৎবচন' বইটিতে অন্তর্ভুক্ত করেছি, সেটা হলো-

১৫৮
কবিতায় রসের খোঁজ পায় তারা, যারা
তার অর্থ বুঝতে উঠেপড়ে লাগে না, শুধু উপলব্ধি জাগিয়ে তোলে।
আর কবিতার ম্যাজিকটা বুঝে ফেলে তারাই যারা এর অর্থহীনতা
আবিষ্কার করে।
দুর্ভাগা মানুষের কাছে কবিতা অর্থহীন।

তাছাড়া প্রকৃত কবিতার লক্ষ্য কোন গল্পচিত্র অংকন নয়, বরং একটা অনুভবকে জাগিয়ে দেয়া। এই পোস্টের কবিতাটা বোধ করি সেক্ষেত্রে সাফল্যের দাবি করবে।
অনেক ধন্যবাদ। চলুক।।।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সত্যপীর এর ছবি

ধন্যবাদ রণদা। উৎবচন ভালো লাগলো। কবিতাটি আসলেও চমৎকার।

..................................................................
#Banshibir.

প্রদীপ্তময় সাহা এর ছবি

পীর দাদা,
আপনাকে আবার আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

প্রদীপ্তময় সাহা এর ছবি

উৎবচন দারুন লাগল ।
এত সুন্দরভাবে কথাটা বুঝিয়ে দেবার জন্যে অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য আমাদের সাহস জোগাবে ।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

প্রদীপ্তময় সাহা এর ছবি

পীর দাদা, অসংখ্য ধন্যবাদ ।

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

একটা কথা আপনাকে বলি তাহলে ।
কবিতা ব্যাপারটা আমিও ভাল বুঝিনা । সত্যি বলছি ।
কিন্তু মাঝে মাঝে এমন কিছু ভাবনা তৈরী হয় যেগুলো অন্য কোন ভাবে লেখা যায় না ।
তাই কবিতার আশ্রয় নেওয়া ।

এই ছবিটা সচলায়তনের একজন নীরব পাঠক কূণাল দাসে এর তোলা ।
তাঁর তোলা ছবিটা আমাকে ঘাড়ে ধরে এই কবিতাটা লিখিয়েছে । দেঁতো হাসি

খুব ভাল থাকুন ।

সত্যপীর এর ছবি

কিন্তু মাঝে মাঝে এমন কিছু ভাবনা তৈরী হয় যেগুলো অন্য কোন ভাবে লেখা যায় না ।

এইটাও একটি কবিতার লাইন হয়ে গেল। ভারি চমৎকার। লিখা থামাবেননা যেন।

আর নীরব পাঠক কুনাল দাস, আপনার ছবিটি অসাধারন হয়েছে। আমি বছর তিনেক অনিয়মিত নীরব পাঠক থাকার পর হঠাত লিখে সচল ফ্লাড করে দিচ্ছি, আপনিও এমন চট করে একদিন শুরু করে দিন।

..................................................................
#Banshibir.

কুমার. এর ছবি

প্রদীপ্তময়দা, কবিতা তেমন বুঝিনা, কিন্তু ছবিটা আমার খুব ভালো লাগলো।

প্রদীপ্তময় সাহা এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে ।
আর রণো দা বললেন না, ওটাই আসল কথা । 'বেশি বুইঝ্যা কাম নাই' ।
ভাল লাগা দিয়ে কথা । হাসি

ছবিটি যে ফোটুরে তুলেছে এবারে সেই নীরব পাঠককে একটা মন্তব্য করাতেই হবে ।

খুব ভাল থাকবেন ।
শুভেচ্ছা ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।