প্যারাডক্স

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১১/০৪/২০১৩ - ১১:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

এখন জানি মানুষ কেন
মনের সাথে আপোষ করে
ভালবাসার রুমাল যখন
পড়ে থাকে , পাপোষ- ঘরে

বাড়িয়ে দেয়া হাতের যখন
ছাড়িয়ে নেবার তাগিদ বড়ো
ভয় পাওয়া এই হৃদয় বলে
"বাঁচবি না তুই" আপোষ করো

... অপেক্ষার সব প্রহর শেষে
যখন বোঝে আর হবে না
বাঁচার জন্য তোমার কাছেই
অল্পকিছু আপোষ কেনা।

০৮/০৪/১৩

১২:৫৪ রাত

- অপ্রকৃতিস্থ

কুকুর, বেড়াল ও বেওয়ারিশ লাশ

আদ্রতা ও সান্দ্রতা

জলজ্যান্ত জল


মন্তব্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

চলুক

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অপ্রকৃতিস্থ এর ছবি

অনেক ধন্যবাদ ত্রিমাত্রিক কবি! কি এক বিষম লজ্জায় পরে গেছিলাম এই কবিতা দিয়ে। মনে হচ্ছিলো শূন্য মন্তব্যেই যাবে পোস্টটা :/ . এই যাত্রায় বেঁচে গেলাম!!

মৃন্ময় আহমেদ এর ছবি

আপোষে বিবশ এ সময়। বিদ্রোহে কেবল বিশৃংঙ্খলা সর্বত্র।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

অপ্রকৃতিস্থ এর ছবি

হুম!!

মাসুম এর ছবি

নাইস চলুক

অতিথি লেখক এর ছবি

আপনি এটাও পড়েছেন!! অনেক ধন্যবাদ!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।