আদ্রতা ও সান্দ্রতা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২২/০৬/২০১১ - ৯:৫৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বনানী বাসস্ট্যান্ড
দুপুর একটা চার

আপনি কি শুধু এস. এস. সি পাশ? ঘরে বসে কিংবা চাকুরী/ব্যবসা করে পেতে পারেন এইচ. এস. সি সার্টফিকেট। আজই যোগাযোগ করুন।
বছরে ২০ দিন। শুধুমাত্র শুক্রবার।

বছরে যে শুক্রবার ২০ দিন এই প্রথমবারের মতো জানলাম! ইন্টারেস্টিং! প্রথমে তো ভেবেছিলাম ঘরে বসেই চাকুরি ব্যবসা একটা কিছু দিয়ে দেবে। দ্বিতীয়বার, পড়ে ধরতে পারলাম, নাহ! আসলে পড়াশুনার কথা হচ্ছে।

তবে আজ শুক্রবার না। রোববার। গ্লুমি সান ডে।

Sunday is gloomy
The hours are slumberless
dearest the shadows
I live with are numberless

Little white flowers
will never awaken you,
not where the dark coach
of sorrow has taken you

Angels have no thought
of ever returning you
would they be angry
if I thought of joining you?

খুব জোরে ছুটে গিয়ে সামনে’র কোন গাছের সাথে ধাক্কা খেয়ে মাথাটা ফাটিয়ে ফেললে কেমন হয়? F = ma বল এ গিয়ে ধাক্কা দিলাম? আমি শুকনা শাকনা মানুষ m দিয়ে খুব একটা কাজ হবে না... ‘a’ টাই বাড়াতে হবে। আমি অবশ্য বেশ ভালোই ছুটতে পারতাম, স্কুলে থাকতে একবার দৌড় প্রতিযোগিতায় থার্ড হয়েছিলাম। এখন আর পারি কি না জানি না। অবশ্য এখানে শুধু ma চিন্তা করলেই হবে না, ইমপ্যাক্ট ফোর্সটাও মাথায় রাখতে হবে। ধাক্কা খেয়ে কতদূরে ছিট্‌কে পরে স্হির হলাম সেটাও জানতে হবে। ওয়ার্ক-এনার্জি প্রিন্সিপাল অনুযায়ী,

W = (final 0.5mv^2 - initial 0.5mv^2) … ইমপ্যাক্ট ফোর্সটা হবে f = (∆ 0.5 mv^2 / x )

x টা হলো ছিটকে পড়া দূরত্ব।

'শালার যেখানে মাথাটাই ফাটিয়ে ফেলছি, সেখানে ইমপ্যাক্ট ফোর্স মাথায় রাখা'!

হাহ হাহ হা... মাথা ফেটে ভিতর থেকে কার্টুনের মতো Id = Is^(Vd⁄nVT)- Is ... Tb = .05π φzI (P/A)…. I = ImaxcosѲ …. শাই ফাই....এই সব সমীকরণ গুলো এদিক ওদিক বের হয়ে পড়ছে কল্পনা করেই কেমন হাসি পেয়ে গেল।

মাথা ফাটিয়ে পড়ে থাকলেও মনে হয় না এখানে খুব বেশি একটা ‘ইমপ্যাক্ট’ হবে আশেপাশে। সবাই এখানে বাস দৌড়ে ব্যস্ত। বাসও দৌড়াচ্ছে 'বাসুরে'রাও দৌড়াচ্ছে। কৌতুহলী চোখে তাকিয়ে ‘কি হলো কি হলো’ বোঝার চেষ্টা করতে করতেই বাসে উঠে যাবে। তারপর কোন মতে সিটে বসতে পারলেই,

কান মে হেডফোন, মু ম্যা জান...লড়কে লেঙ্গে গুলিস্তান!

সবচেয়ে বেশি টেনশনে পড়ে যাবে চা’য়ের দোকানের মহিলাটা, একটু আগেই যার কাছ থেকে টাকা বাড়িয়ে দেবার কথা বলে, চা’য়ের মধ্যে কফিগুড়া একটু বেশি করে চেয়ে নিয়েছি। অবশ্য আমার সাথে যে ব্যাগটা আছে তার মধ্যে ক্যানন এর একটা ‘পয়েন্ট এন্ড শুট’ ক্যামেরাও আছে। মাথা ফাটানোর সাথে সাথেই ব্যাগটাও নিশ্চই চিচিং ফাক হয়ে যাবে।

আবারো হাসি পেয়ে গেলো। সম্ভবত একটু জোড়েই হেসে উঠলাম। হাহ হা হা।

হাসির দমকে হাত থেকে পড়ে জ্বলন্ত সিগেরেট টা

টুপ করে নিভে গেল।

আকাশ জুড়ে মেঘবালিকার একে অপরের গা ঢলাঢলি করে এগিয়ে আসছে, আরো ঘন থেকে ঘন হয়ে উত্সুক মুখে ভীড় করে এই মধ্যদুপুর কে বানিয়ে দিচ্ছে এক বিষন্ন বিকেলের মতো, কি এক নতুন যাত্রাপালার শেষাঙ্কের দৃশ্য উন্মোচন হতে যাচ্ছে কিছুক্ষনের মধ্যেই।

[বৃষ্টির জলে থকথকে কালো রক্ত গুলো ধুয়ে যাচ্ছে তার শরীর থেকে। পরম যত্নে কেউ যেন ধুইয়ে দিচ্ছে তাকে গভীর আবেগে। অতটুকু লেখাই পেয়েছিলাম লোকটির পাশে ভিজে যাওয়া পাতাটায়, নাম পরিচয় এখনো অজ্ঞাত।]


মন্তব্য

দ্রোহী এর ছবি

ঘাবড়ায়া গেলাম! অ্যাঁ

অপ্রকৃতিস্থ১ এর ছবি

মন্তব্য গুলো দেখে....আমিও.. ইয়ে, মানে...

-------------------------------------------------------------------------
[url=http://www.sachalayatan.com/guest_writer/39480 ]জলজ্যান্ত জল, [/url] কুকুর, বেড়াল ও বেওয়ারিশ লাশ

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

যাত্রাপালার শেষাঙ্কটা ভাষাহীন করে দিলো...

অপ্রকৃতিস্থ১ এর ছবি

সাধারণত আমার যেটা হয় না...লেখার পর নিজেরই কেমন জানি মন খারাপ হয়ে গিয়েছিলো

পড়ার জন্য ধন্যবাদ হাসি

-------------------------------------------------------------------------------
[url=http://www.sachalayatan.com/guest_writer/39480 ]জলজ্যান্ত জল, [/url] [url=http://www.sachalayatan.com/guest_writer/39429 ]কুকুর, বেড়াল ও বেওয়ারিশ লাশ[/url]

মর্ম এর ছবি

সাইন্স ডরাই!

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

অপ্রকৃতিস্থ১ এর ছবি

থেটা শাই ফাই ..... শিকারের গন্ধ পাই.... খাইছে

[খালি কি বোর্ডটা ভাল না বইলা নাস্যিক্য স্বরে বলতে পারলাম না...]

-------------------------------------------------------------------------------
[url=http://www.sachalayatan.com/guest_writer/39480 ]জলজ্যান্ত জল, [/url] [url=http://www.sachalayatan.com/guest_writer/39429 ]কুকুর, বেড়াল ও বেওয়ারিশ লাশ[/url]

আশালতা এর ছবি

ও আল্লা !! অ্যাঁ

----------------
স্বপ্ন হোক শক্তি

অপ্রকৃতিস্থ১ এর ছবি

দেখেন....আপনিই বলছেন আমার লেখার মধ্যে একটা 'শক্তিশালী এনার্জি' আছে... ঠিক মতো 'কাজে' লাগাতে পারলে দারুন জিনিস তৈরী হবে..... তাই পুরা কাজ-শক্তি উপপাদ্য টাই চালায় দিছি.... দায়-দ্বায়িত্ব আপনার দেঁতো হাসি

পুনশ্চ: বাচ্চারা কি মাঝে মাঝে বড়দের ভয় দেখাবে না? খাইছে

----------------------------------------------------------------------------------------------------
জলজ্যান্ত জল, [url= http://www.sachalayatan.com/guest_writer/39429 ]কুকুর, বেড়াল ও বেওয়ারিশ লাশ[/url]

আশালতা এর ছবি

অ্যাঁ !! মেরি বিল্লি মুঝিসে ম্যাঁও !! চিন্তিত

----------------
স্বপ্ন হোক শক্তি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ডরাইছি... লেখকের নাম কী?

______________________________________
পথই আমার পথের আড়াল

অপ্রকৃতিস্থ১ এর ছবি

দু:খিত। নামটা দিতে মনে ছিলো না।

আমার নিক - অপ্রকৃতিস্থ
তড়িত্‌-চিঠি -

ডর দেখাইতে পাইরা বেশ ভাল লাগতাছে... >:)

----------------------------------------------------------------------------------------------------
জলজ্যান্ত জল, [url= http://www.sachalayatan.com/guest_writer/39429]কুকুর, বেড়াল ও বেওয়ারিশ লাশ[/url]

অসমাপ্ত এর ছবি

চরম!!!

অপ্রকৃতিস্থ১ এর ছবি

দেঁতো হাসি

----------------------------------------------------------------------------------------------------
জলজ্যান্ত জল, [url= http://www.sachalayatan.com/guest_writer/39429]কুকুর, বেড়াল ও বেওয়ারিশ লাশ[/url]

মৌনকুহর. এর ছবি

চলুক

অপ্রকৃতিস্থ১ এর ছবি

লাইকে লাইক!

----------------------------------------------------------------------------------------------------
জলজ্যান্ত জল, [url= http://www.sachalayatan.com/guest_writer/39429]কুকুর, বেড়াল ও বেওয়ারিশ লাশ[/url]

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চিন্তিত

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অপ্রকৃতিস্থ১ এর ছবি

আসলে...এই আলতু ফালতু লেখাটায় সবার এইরকম ভয়াবহ রি-অ্যাকশনাল কমেন্ট দেখে আমিও বেশ টেনস্‌ড... ইয়ে, মানে...

----------------------------------------------------------------------------------------------------
জলজ্যান্ত জল, [url= http://www.sachalayatan.com/guest_writer/39429]কুকুর, বেড়াল ও বেওয়ারিশ লাশ[/url]

নাম নাই এর ছবি

সচলদের সবার বয়স জানি না। কিন্তু তবু মনে হচ্ছে আপনিই বুঝি সচলায়তনের কনিষ্ঠতম সচল হবেন।
আপনার জন্য শুভকামনা। নিয়মিত লিখবেন। অনুশীলন আর প্রতিভা এক হলেই সাফল্য আসে।

অতিথি লেখক এর ছবি

ঠিক এক বছর পর.....

আমার সাফল্য আসে নাই হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।