ছবিব্লগঃ আমার উত্তরবাংলা -১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০৪/০৮/২০১৩ - ২:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

না কোন আলাদা রাজ্য নয়। বরং বাংলা, মানে পশ্চিমবঙ্গের মধ্যেই উত্তর দিকের জেলাগুলো নিয়ে অশোকস্তম্ভের ছাপমারা সরকারী দপ্তর কিংবা ঘেমো আম আদমির প্রাত্যহিক আলাপচারিতা – সবেতেই হাজির উত্তরবঙ্গ। প্রথমেই বলে রাখা ভালো, আজকের প্রবল গ্লোবাল ঝড়ে ভাসতে ভাসতেও যেখানে জন্মেছি, বড় হয়েছি, কাজকম্ম করে বেচে বর্তে আছি, মন ভালো লাগলে বা খারাপ লাগলে যে পথ, জনপদ বা পাহাড়ে ছুটে যাই বারংবার, একটু সফট কর্ণার থাকবে না সে জায়গার প্রতি, বলুন? তাইতো নিজের অজান্তেই ক-খানা আধাখ্যাচড়া ছবি নিয়ে করা, গড়া ব্লগের শিরোনাম লিখতে গিয়ে কী-বোর্ডে কি করে যেন লিখে ফেললাম ‘আমার উত্তরবাংলা’, নিজের অজান্তেই।

তবে এই পর্বের ছবিগুলো জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে তোলা। বড় বৈচিত্রময় এই জেলা। বর্ণময় পাহাড়, উপত্যকা, গভীর-গহন অরণ্য, সবুজে মোড়া চা-বাগান, পিঠে ঝুড়ি নেওয়া শ্রমিক, ছোট-বড় পাহাড়ী জনপদ, ক্রমহ্রাসমান বণ্যপ্রাণ... লিস্ট টা বড্ড বড় হয়ে যাচ্ছে, তাই না। তবে লিস্টে বাদ পড়ে যাওয়া আরো অনেক- অ নে ক নাম না জানা তুচ্ছ লতা, গুল্ম, গাছগাছালি, সহজ-সরল মানুষজনদের গভীর ক্লোজ আপ কিংবা গ্রুপ ফটো এবং আরো অজানা সব্বাই দল বেধে যেন পেছন থেকে জামা টেনে ধরে বলছে, ওমা আমরা দুধ ভাত, তাই না? দাঁড়াও দেখাচ্ছি মজা।

তাই অনেক সময় কেমন ভ্যাবলা মেরে যাই। দেখার চোখ আর ক্যামেরা বাবাজির চোখের পার্থক্য গুলিয়ে ফেলি। কখন বা শাটার টেপার কথাটা বেমালুম ভুলে কেলেঙ্কারি কান্ড। কখনো আবার ক্যামেরা সোনা ব্যাগেই পরে থাকে। মনে হয় ধুস, আগে তো দেখে নি। কিন্তু কখনো শেষ হয় কি দেখার পর্ব? জানি না।

১) উপত্যকাঃ
IMG_0347

২) বৃষ্টি বিলাস ১:
IMG_0281

৩) বৃষ্টি বিলাস ২:
IMG_0302

৪) বৃষ্টি বিলাস ৩:
IMG_0315

৫) ফুলে ফুলেঃ
IMG_0345

৬) অচেনা অতিথিঃ
IMG_0304

৭) দৃশ্যপট ১:
IMG_0373

৮) দৃশ্যপট ২:
IMG_0358

৯) পাহাড়ী ঝোরাঃ
IMG_0309

১০) চা বাগিচাঃ
IMG_0428

১১)মেঘ-রোদ্দুরঃ
IMG_0410

১২)দৃষ্টিপাতঃIMG_0327

১৩) হঠাৎ দেখাঃIMG_0402

১৪) ধাপচাষঃ
IMG_0397

১৫)অন্তহীনঃ
IMG_0426

(চলবে?)
************************************

# দীপালোক


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

দৌড়বে! আরো চাই।
ক্লাস থ্রি-ফোর-ফাইভ কাটিয়েছিলাম উত্তরবঙ্গে। সে একটা অন্য জীবন যেন!
- একলহমা

দীপালোক এর ছবি

চলে আসুন আরেকবার। একটু মিলিয়ে দেখুন, কতটা বদলেছে, আর কতটা সেই আগের মত।
হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

ছবিগুলো দারুণ ! আর এ ধরনের ছবিব্লগ থেক আঞ্চলিক সংস্কৃতিরও একটা আভাস পাওয়া যায়। চলুক

দীপালোক এর ছবি

ঠিকি বলেছেন। আসলে শুধু প্রাকৃতিক বৈচিত্র নয়, বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর বাস এই উত্তরবাংলায়। বর্ণময় তাদের জীবণযাত্রা। তবে একেবারে বিশ্বায়নের প্রভাবমুক্ত হয়ে থাকাটা এই সময়ে দাঁড়িয়ে কিছুটা অলীক কল্পনাও বটে, তাই না?

অতিথি লেখক এর ছবি

দারুন। বই এর কল্যাণে জলপাইগুড়ি আপন হয়ে আছে সেই কবে থেকে। চলবে না মানে?

স্বয়ম

দীপালোক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তীর্থ চক্রবর্তী এর ছবি

চলুক
নতুন করে ভাল লাগল উত্তরবঙ্গকে...ছবিগুলো মন ভরিয়ে দেয়, চোখকে শান্তি দেয়...চলুক...

দীপালোক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

শুভায়ন এর ছবি

উত্তম জাঝা! চলুক লেখা -গুড়- হয়েছে

দীপালোক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো .... অনেক! চলুক .... চলতে থাকুক চলুক

.....জিপসি

দীপালোক এর ছবি

হাসি

অতিথি লেখক এর ছবি

উত্তম জাঝা!

চলবে না মানে! তাড়াতাড়ি আনুন পরের ছবিগুলো।

-এস এম নিয়াজ মাওলা

দীপালোক এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
হাসি

তারেক অণু এর ছবি

যাব আশা রাখি, শীঘ্রই

দীপালোক এর ছবি

ওয়েলকাম, ওয়েল্কাম। হাসি

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

দাদা - বেশ জমেছে। পরের পর্বের প্রতীক্ষায় রইলাম

দীপালোক এর ছবি

ইয়ে, মানে, কেচে যাবে না তো... চিন্তিত

তাপস শর্মা এর ছবি

পরের পর্ব কোথায়? তাড়াতাড়ি দেন মশাই হাসি

দীপালোক এর ছবি

দিন দিন চরম আইলসা হয়ে যাচ্ছি ... চিন্তিত

তীর্থ চক্রবর্তী এর ছবি

এইটা অজুহাত... হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।