বোরহান নগর থেকে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ১৭/১০/২০১৮ - ১১:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সুতপা’র একটা চিঠি পেয়েছিলাম।
চৈত্রের তারিখটা মনে নেই।
ও লিখেছিল-

“জানিস এপ্রিলের আগে হয়তোবা পরে অথবা মার্চের শেষেই
ওরা মানে পাষন্ডগুলো, কী জানি নি দোষ পেয়েছিল বাবার,
তাঁর বলিষ্ঠ দেহটাকে মেরে খাক করে ফেলেছিল, ফুটন্ত পানিতে ডুবিয়ে রেখেছিল বাবাকে।
উহ কি নির্মম অত্যাচার সহ্য করেছিলেন বাবা!
ওপার থেকে শুনে যখন ছুটে এলাম
তখন তাঁর মৃত, দগ্ধ দেহটাকে মাটি চাপা দিয়ে রেখেছিল কেবা কারা।
ভাইয়া মাটি খুঁড়ে, ধুইয়ে, জানাজা পড়িয়ে আবার রেখে দিয়েছিল কবরে।
হয়তোবা ইতিহাসে লেখা থাকবেনা আমার বাবার কথা।
জনতা দিয়েছে রেলস্টেশন তাঁরই নামে নাম।”

খন্দকার রেহানা সুলতানা
(৮ জানুয়ারি, ১৯৭৭)


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

১৯৭৭ এ লেখা! ভালো লেগেছে খুব।

---মোখলেস হোসেন

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

"রেলওয়ে একটি পরিসংখ্যান থেকে জানা গেছে, রেলওয়ের পশ্চিমাঞ্চলে ১২৮টি স্টেশন বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকে। ............... এছাড়া লালমনিরহাট ডিভিশনে বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো হচ্ছে কাঞ্চিপাড়া, আনন্দবাজার, ভরতখালী, নশরতপুর, অন্নদানগর, মন্মথপুর, চৌধুরানী, কিসমত, রুহিয়া, নয়নীগুরুজ, পাঁচপীর মাজার, বালাবাড়ি, টগরাইহাট, সিঙ্গার ডাউরিহাট, শহীদ বোরহাননগর, সুলতানপুর স্কুল, বাজনাহার, রমনাবাজার ও রাজারহাট।" (দৈনিক সংবাদ, মঙ্গলবার, ০৭ মার্চ ২০১৭)


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।