নীল নয়নে নীল বৃষ্টি।

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ১৬/০১/২০১১ - ১০:৫৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছলাৎ ছলাৎ মনটা তোমার
চরের সাথে আটকে গেলো।
উড়ু উড়ু পাখির স্বভাব
জালের ফাঁদে ধরা খেলো।
কবে তোমার সবুজ বনে
হলুদ রঙের আবাস হলো।
দৃষ্টি কাড়া নীল নয়নে
মেঘের পালে বৃষ্টি এলো।

মুক্ত মনে অবাধ চলা
চৌকাঠেতে আটকে গেলো।
ফড়িং ফড়িং দূরন্ত দিন
বন্দী হয়ে একলা হলো।
কবে তোমার ইচ্ছে গুলো
ঝরা পাতায় মিশে গেলো।
দৃষ্টি কাড়া নীল নয়নে
মেঘের পালে বৃষ্টি এলো।

লাল টুকটুক রাঙ্গা চরণ
মাটির থেকে বিদায় নিলো।
জঙ্গলী ফুলের বেশ ভূষণ
সোনা রূপায় বদলে গেলো।
কবে তোমার চাঁদ বদনে
সূর্য গ্রহণ নেমে এলো।
দৃষ্টি কাড়া নীল নয়নে
মেঘের পালে বৃষ্টি এলো।


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

বাহ্ ! চমৎকার লাগলো !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। অন্তত একটা লেখা আপনার ভালো লাগলো। দোয়া করবেন যেন আরো ভালো লিখতে পারি।

অতিথি লেখক এর ছবি

কবে তোমার ইচ্ছে গুলো
ঝরা পাতায় মিশে গেলো।

চমৎকার লিখা।

-অতীত

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ। আপনাদের ভালো লাগাই আমার সামনে চলার পথ দেখায়। ভালো থাকবেন।

রোমেল চৌধুরী এর ছবি

মিষ্টি তোমার পদ্যখানি
মনের দুয়ার রাঙিয়ে দিল!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

"তাইতো আমার হৃদয় মাঝে
খুশীর মৃদু জোয়ার এলো।------------ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। ভালো থাকবেন।

অতিথি লেখক এর ছবি

চলুক

---আশফাক আহমেদ

অতিথি লেখক এর ছবি

আশফাক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার আগের লেখাটাও (কেনো এমন বদলে যাওয়া) পড়েছিলেন। আপনাকে আবারও ধন্যবাদ। আপনার উৎসাহ আমার চলার পাথেয়। ভালো থাকবেন।

পান্থ রহমান রেজা এর ছবি

মিষ্টি মিষ্টি পদ্য!

অতিথি লেখক এর ছবি

সুন্দর, খুব।
কিন্তু নিজের নাম লিখলেন না কেন ভাই? নাম ছাড়া গালাগাল দিব কিভাবে ? দেঁতো হাসি

--------
সাত্যকি

--------

তুলিরেখা এর ছবি

আরে কবির নাম কই?????

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অতিথি লেখক এর ছবি
অতিথি লেখক এর ছবি

সুন্দর কবিতা। ভাল লেগেছে

বিপ্লবী স্বপ্ন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।