স্বপ্নের মৃত্যু চাই

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: সোম, ০৭/০২/২০১১ - ২:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দুর্গম পথ ধরে হেঁটে আসা স্বপ্নগুলো, কষ্টগুলোকে আঁকড়ে ধরে পৌছাতে চায়
ঘরের ঐ ছোট্ট বিছানায়, যেখানে অবিন্যস্তভাবে ছড়ানো তোমার এলোকেশী চুল;
সন্ত্রস্তভাবে তারা গুটি গুটি পায়ে আগানোর অব্যর্থ চেষ্টা চালায়, কিন্তু ব্যর্থ হয়।
ব্যর্থ তো হবেই, কারণ এখানে জড়িয়ে রয়েছে কত শত সহস্র ব্যথাতুর সব ভুল।
বৃষ্টিস্নাত চোখের পলকে ঝাপসা দৃষ্টিতে দেখেছিলাম আমাদের ভবিষ্যত, আকাশের
মেঘগুলো সরে পড়লেই আমরা ঘর বাঁধব, ঘর বেঁধেছি ঠিকই, কিন্তু কালো মেঘগুলো
রয়ে গেছে ধ্রুবরাশিমালার মত, সাথে করে নিয়ে এসেছে অজস্র নোনা বোবা অশ্রু।

জীবন যখন, তখন তেমন; এমনই ভাবতাম আমরা,
কিন্তু কেমন কেমন করে যে এমন হয়ে গেল, তা আমি
এখন, তখন কখনও ভাবিনি, হয়তো তুমিও না...
সাদা সাদা সাদাসিধে কথাগুলো কিভাবে যেন ধোঁয়ার মত পেঁচিয়ে,
রাবণের দশমাথা দিয়ে দীর্ণ বিদীর্ণ করে চিরে ফেলে চারিদিক।
হাসিগুলো আজ মুছে গেছে, উড়ে চলে গেছে স্বর্গোদ্যানে ফানুস হয়ে,
আর এখানে পড়ে আছি কাদামাটির আমরা, কাদা মাখামাখি করে বিদগ্ধ।

শুরুটা ছিল কী উচ্ছ্বাসমুখর ঘোর লাগা শান্তির স্বপ্ন পূরণের অদম্য প্রচেষ্টায়,
আজ সেই স্বপ্নগুলোই আমাকে তোমাকে কুঁড়ে কুড়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে,
যা যাওয়ার তা তো পুরোপুরি নিঃশেষ হয়ে একেবারে চিরতরে গেছে,
তারপরেও, স্বপ্নগুলোকে গলা টিপে মেরে আবার নতুন করে বেঁচে থাকা যায় না???

- হিমাগ্নি

ছবি: 
24/08/2007 - 2:03am

মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

জীবন যখন, তখন তেমন; এমনই ভাবতাম আমরা ,
কিন্তু কেমন কেমন করে যে এমন হয়ে গেল, তা আমি
এখন, তখন কখনও ভাবিনি, হয়তো তুমিও না.........

চলুক

অতিথি লেখক এর ছবি

হাসি

হিমাগ্নি

রোমেল চৌধুরী এর ছবি

এই তো এখানে অনেক দুঃখ! আহা এখানে যদি একটা কুড়েঘর তোলা যেত! সারারাত পান করা যেতো দুঃখের কালো নোনা জল!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

অতিথি লেখক এর ছবি

আমারটার থেকে অনেক ভাল হইছে... হাসি

হিমাগ্নি

অতিথি লেখক এর ছবি

তারপরেও, স্বপ্নগুলোকে গলা টিপে মেরে আবার নতুন করে বেঁচে থাকা যায় না???

স্বপ্নহীন বেঁচে থাকাকে কি বেঁচে থাকা বলা যায়?

-অতীত

অতিথি লেখক এর ছবি

তারপরেও, স্বপ্নগুলোকে গলা টিপে মেরে আবার নতুন করে বেঁচে থাকা যায় না???

এই উপলব্ধির আগ পর্যন্ত যে পরিস্থিতি, তাতে মনে হয় স্বপ্নগুলোই বেঁচে থাকাকে কঠিন করে তুলেছে... স্বপ্ন দেখেই তো এই পরিণতি , তাহলে স্বপ্নগুলোকে বাদ দিয়ে বাঁচতে ক্ষতি কী?

হিমাগ্নি

অতিথি লেখক এর ছবি

এই প্রথম আপনার লেখা পড়লাম। ভাল হয়েছে। -রু

অতিথি লেখক এর ছবি

এই প্রথম আমার লেখা সচলে এসেছে... ( আরও ৮ মাস আগের থেকে চেষ্টার সূচনা হয়েছিল ) ... হাসি

ভাল লাগার জন্য ধন্যবাদ... হাসি

হিমাগ্নি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।