হাসিনা' কে ঘিরে কিছু ব্যক্তিগত স্মৃতিময়তা ।। পর্ব ১

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: মঙ্গল, ১৭/০৭/২০০৭ - ১:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের পারিবারিক,বিশেষ করে নানার বাড়ীর পরিমন্ডল বাঁমঘেষা আওয়ামী লীগ । নানীর বড়চাচা আব্দুল হক চেয়ারম্যান ছিলেন বৃটিশ আমলের জুরী বোর্ডের সদস্য । সামন্ত পরিবারের একজন হলেও মুসলিম লীগের বদলে তিনি সক্রিয় ছিলেন প্রথমে কৃষকপ্রজা পার্টি ও পরে আওয়ামী লীগে ।

সুনামগঞ্জের ভাটি অঞ্চলে শেখ মুজিবুর রহমানের খুব কাছের কয়েকজন ছিলেন যাদের সহযোগীতায় গড়ে উঠেছিলো আওয়ামী লীগের বিশাল ভোট ব্যাংক- আব্দুল হক চেয়ারম্যান ছিলেন তাঁদের একজন । মামাতো ছোট ভাই আব্দুস সামাদ'কে রাজনীতিতে প্রতিষ্ঠার প্রধান পৃষ্ঠপোষক ও ছিলেন তিনি ।এই আব্দুস সামাদই বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রানপুরুষ 'আব্দুস সামাদ আজাদ '।

প্রথমতঃ আব্দুল হক চেয়ারম্যান ও পরে আব্দুস সামাদ আজাদের প্রভাবে নানার বাড়ির প্রায় সকলের মাঝে দেখেছি শেখ মুজিবুর রহমানকে ঘিরে তীব্র প্যাশন । আমার বড় মা (নানীর মা) মারা গেছেন ৯০ বছর বয়সে('৯৬ সালে) । তাঁর মতো এতো আধুনিক ও অসাম্প্রদায়িক মানুষ আমি আমার এ জীবনে দেখিনি কোনোদিন । ভীষন ধার্মিক ছিলেন । সারাদিন নামাজ পড়তেন আর সারা বছরই ছিলো চলতো তাঁর কোরান খতম ।

ছোটবেলার একটা ঘটনা মনে পড়ছে । গ্রামের সরকারী হাসপাতালে বদলী হয়ে এসেছে এক স্বাস্থ্যকর্মী । পুজারী হিন্দু, হরিপদ । হাসপাতালে থাকার ব্যবস্থা নেই । অন্য কোনো বাড়িতে ও রাখা যাচ্ছেনা । বড় মা নিজ থেকে প্রস্তাব দিলেন হরিপদ কে তার ঘরে জায়গা দিতে ।
আমার শৈশব ঋদ্ধ হয়েছে এমোন দৃশ্য দেখে- সত্তোরোর্ধ একজন বৃদ্ধা মাথার ঘোমটা টেনে কোরান শরীফ পড়ে যাচ্ছেন ঘরের এক কোনে, আরেক কোনে একজন পুজারী ব্রাম্মন পুজা সারছে ।

এই ছবিটা আমার চোখে আটকে আছে অন্তঃত ২৫ বছর । কোনো এক ব্লগ সাইটে গতবছর তুমুল তর্ক বিতর্ক হয়েছিলো যখন একজন প্রবাসী আধুনিকা(!) ইসলামিকা(!!)ফতোয়া জারি করেছিলেন- 'হিজাব ইসলামের প্রায় মৌলিক একটা বিষয়'
আমি আঁতকে উঠেছিলাম । আমার এমন ধর্মপ্রান বড় মা- মারা যাবার দিন ও যিনি অজু করে কোরান শরীফ পাঠ করেছেন তিনি কি তবে মুসলমান? ইসলামের প্রায় মৌলিক একটা বিষয় হিজাব- মানতে যে কোনোদিন দেখিনি তাকে?

বড় মা এর কথা মনে পড়লো প্রাসংগিকভাবে । আগষ্টমাস আসলে তাকে মনে করিয়ে দিতে হতো । এ মাসে শেখ মুজিবুরের নিহত আত্নার জন্য দোয়া প্রার্থনা করে তিনি কোরান খতম করতেন আর ১৫ই আগষ্ট রোজা রাখতেন । তাঁর বড় নাতী ঢাকায় প্রতিষ্ঠিত । অনেক বার জোরাজুরি করেছেন তাকে ঢাকায় নেবার জন্য । শেষবার একটা লোভ দেখিয়ে তাকে নেয়া সম্ভব হয়েছিল । শেখ মুজিবুরের বাড়ি দেখাতে নেয়া হবে!

এরকম তীব্র প্যাশন ছিলো আমার নানু'র ও । তাঁর নিজের ভাই বোনদের বিশাল একটা গ্রুপ ছিলো । গ্রুপ লিডার ছিলেন তিনি নিজে । বিয়ে শাদী থেকে শুরু করে জায়গা জমি বিষয়ক সিদ্ধান্ত গ্রহন তাঁকে ছাড়া সম্ভব হতোনা । তার বিশাল বাড়ীর চৌহদ্দীতে দাঁড়িয়ে শেখ মুজিবের সমালোচনা করার মতো বুকের পাটা কারো ছিলোনা ।
সুরঞ্জিত সেন গুপ্ত নানু'দের প্রতিবেশী । ৭০ এর নির্বাচনে সাংসদ হন । এরপর ও আরো কয়েকবার । ৯২ এর আগ পর্যন্ত তীব্র আওয়ামীবিরোধী । তো ভদ্রলোক একবার এক পারিবারিক অনুষ্ঠানে এসে শেখ মুজিবকে নিয়ে বেশ আপত্তিকর মন্তব্য করছিলেন । উপস্থিত কেউ ভদ্রতাবশতঃ প্রতিবাদ করছিলেন না । একে প্রভাবশালী নেতা , তার উপর আমন্ত্রিত অতিথি । না, আমার নানু সম্মানিত নেতাকে কথা শুনাতে দ্বিধা করেননি ।
চমৎকার হাতের কাজ জানতেন নানু । বাঁশবেতের কাজ করতেন, মাটির শো-পিস বানাতেন । বসার ঘরে তাঁর নিজের বানানো একটা মাটির নৌকা আর শেখ মুজিবের প্রতিকৃতি আঁকা বেতের পাটি সাজানো ছিলো ।

নানু মারা গেছেন,সে প্রায় বছর পাঁচেক । হারিয়ে গেছে সেই মাটির নৌকা আর মুজিবরের প্রতিকৃতি আঁকা বেতের পাটি ।

(চলতে পারে, আরো এক পর্ব)
--------------------
এ একেবারেই নিজস্ব স্মৃতিকাতরতা । রাজনীতি নয়, মনে পড়ছে মানুষের কথা ।


মন্তব্য

ঝরাপাতা এর ছবি

অবশ্যই চলবে। আচ্ছা বস, মাদার তেরেসার ভাগ্যে কি আছে কন তো? বেহেস্ত নাকি দোজখ?


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

এতো সুফীবাদি সালসা, ঝরা ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত এর ছবি

শুধু ১ পর্ব কেন ? আরও চাই।
_______ ____________________
suspended animation...

হাসান মোরশেদ এর ছবি

বেশী লিখলে, লোকজন না আবার দালাল বানিয়ে দেয় :)@অমিত
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অমিত এর ছবি

______ ____________________
suspended animation...

ইশতিয়াক রউফ এর ছবি

খুব ভাল লাগলো পড়ে। আমরা ভাগ্যবান বঙ্গবন্ধুর মত নেতা পেয়েছি দেখে, আমরা ভাগ্যাহত তাঁর মূল্যায়ন করতে পারিনি দেখে।

হাসান মোরশেদ এর ছবি

সেই ।
অদ্ভূত লাগে যখন তাঁর সাংগঠনিক দক্ষতার কথা ভাবি । ৬৬-৭০ এই সময়ে সারা বাংলাদেশে শেখ মুজিব যে সংগঠন গড়ে তুলেছিলেন, সেটাকে পুঁজি করেই এই দল চলছে ৪০ বছর থেকে । স্বাধীনতার পর এই দলের আর নতুন রিক্রুটমেন্ট হলো কই?
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আড্ডাবাজ এর ছবি

ভোট দিলাম সুপাঠ্য হিসেবে।

উৎস এর ছবি

সুপাঠ্য আসলেই। আর দালাল হওয়া না হওয়ার কি আছে।

সুজন চৌধুরী এর ছবি

ঐ মিয়া যতখুশি দিল খুইলা লেখেন।
আমি আছি দেহি ক্যাডা কি কয়?
তারপর দেহন যাইবো।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

আপনার নাম লিখুন এর ছবি

choluk....amra readers ra kintu porthasi tikoi....

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আরো কয়েক পর্ব নামান।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পড়তে চাই। পুরোটাই।

??? এর ছবি

চলুক চলুক। আচ্ছা... আবদুস সামাদ আজাদ কি আওয়ামী লীগ করার আগে সিপিবি করতেন?

এস্কিমো এর ছবি

ভাল লাগলো...
আচ্ছা শেখ মুজিব আর শেখ হাসিনা পরিচয় কি শুধুই রাজনৈতিক ...ওরাওতো মানুষ ছিলেন।

আরো পড়তে চাই।

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

মুহম্মদ জুবায়ের এর ছবি

না লিখলে বা কেটেছেঁটে লিখলে আমরা দালাল বলবো। এখন আপনার সিদ্ধান্ত কোন প্রকারের দালাল হবেন। হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

কেমিকেল আলী এর ছবি

চলুক

অপালা এর ছবি

দুই ছাড়েন না কেন?

অচেনা এর ছবি

শেখ মুজিবের দালাল বলুক না অসুবিধা কি। আপনার জাতির ইতিহাসের সর্বশেষ্ঠ মানবের দালালি আব্যাহত রাখুন।

-------------------------------------------------
যত বড়ো হোক ইন্দ্রধনু সে সুদূর আকাশে আঁকা,
আমি ভালোবাসি মোর ধরণীর প্রজাপতিটির পাখা॥

নজমুল আলবাব এর ছবি

এক দিনে এত স্মৃতি একসাথে উসকে দিলে? আমার যে এখন মনোয়ারা মঞ্জিলের কথা মনে পড়ে গেল। জগদলের জলবর্তি সেই বাড়িটার কথা মনে পড়লো। বক পাখির পালকের মত সফেদ সেই মানুষটাকে মনে পড়লো... আর মনে পড়লো কুচকুচে কালো গানবাজ মানুষটারে।

হাসান মোরশেদ এর ছবি

কৃতজ্ঞতা,সর্বজনাব সম্মানিতগন ।

সুমন রহমানঃ
না, আব্দুস সামাদ আজাদ সিপিবি করতেন না কখনো । ছাত্রজীবনের শুরুতে বরং মুসলিম লীগের ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলেন ।
ভাষা আন্দোলনকে ঘিরে অন্য অনেকের মতো তাঁর ও রাজনৈতিক মেরুকরন ঘটে
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি

আলবাব মামুঃ
সেই মানুষ গুলো নেই । সেই বাড়ী ও আর সেরকম নেই । জগদলের সেই নদীবর্তী বাড়িতে ৩০ লক্ষ টাকা ব্যয়ে দালান উঠেছে কিন্তু মুখ থুবড়ে পড়েছে সঙ্গীত বিদ্যালয় । এমনই হয়, এমনই হচ্ছে আমাদের ।

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

আপনার বড় মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা। ভাল লাগছে লেখাটা... আরো চাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নিঘাত তিথি এর ছবি

অনেকই দেরি হলো, কিন্তু ধরে ফেলেছি শেষমেশ। বড় মা'র কথা জেনে খুব বেশি ভালো লাগলো।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।