'কার হগদায় খাওগো বান্দি,ঠাকুর চিনোনা'

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: সোম, ২১/০৭/২০০৮ - ৮:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.

১।।
সুখপুকুরিয়া গ্রামের ভজন মিয়ার ছেলে জয়নাল আবেদীন ও নজির আহমেদের ছেলে রেজাউলের কোন ছবি বাংলাদেশের পত্রিকা ঘেঁটে পেলাম না ।
পাওয়ার কথা ও নয় অবশ্য,দুজনের মৃতদেহই বাপুজীর দেশের সীমান্তরক্ষীগন গুলী করে হত্যার পর নিয়ে গেছেন
অবশ্য ঘাতকেরা নিয়ে না গেলেও যে এই গেঁয়োলোক গুলোর লাশের ছবি রাজধানী পত্রিকায় ছাপা হতো,তেমন কোন ভরসা ও পাওয়া যায়না যেহেতু এইসব তেমন অভূতপুর্ব নয় , হরহামেশাই ঘটে ।
বাপুজী দখলদারদের বিরুদ্ধে ও অহিংস ছিলেন আর তার সন্তানগন ক্ষুদ্র প্রতিবেশীর বিরুদ্ধে সশস্ত্র টার্গেট প্রাকটিস করেন ।
নিহত দুজন ফেনসিডিলের চোরাচালানী ছিলেন, ফেনসিডিল নিয়ে তারা ভারত থেকে ফিরছিলেন । কিন্তু একজন চোরাচালানীকে ও গুলী করে মেরে ফেলা যে আন্তর্জাতিক আইনে চুড়ান্ত অপরাধ সেটা কি জানেনা '!!!শাইনিং ইন্ডিয়া!!!'?

অবশ্য আমাদের নন্দিত নরকের লেখক ও ফতোয়া জারী করেছেন- কুৎসিত লেখার অপরাধে হুমায়ূন আজাদকে কুপিয়ে হত্যা করা জায়েজ ছিলো ।



২।।
তুলনায় ভাগ্যবান আব্দুল হান্নান সরকার ও কৃষ্ণপদ দাস ।
খুন হয়ে তাঁরা ছবি হয়েছেন পত্রিকার পাতায় । ফেনসিডিল ব্যবসায়ী দুজন 'শহীদ' না হলেও বাহিনীর এ দুজন ' শহীদ' অভিধা ও পেয়ে গেছেন । তাঁদের পরিবার ও নিশ্চয় আর্থিক ক্ষতিপুরন পাবেন । এই দুর্মুল্যের বাজারে এটা আসলেই দরকার তাঁদের পরিবারের জন্য , মৃত ফেনসিডিল ব্যবসায়ীদের পরিবার ও নিশ্চয়ই উপোস করে থাকবেনা-সন্তান কিংবা ছোট ভাই জড়িয়ে পড়বে আবার একই ব্যবসায়

আব্দুল হান্নান সরকার কিংবা কৃষ্ণপদ দাস 'শহীদ' হলে অবশ্য আরো কারো কারো ভিন্ন তরীকার প্রাপ্তিযোগ হয় ।
এই আবডালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করা যায় । পিটুনি খাওয়ার পর নাকিকান্না ও শুরু করা যায়-- 'ভারতীয় দালালদের কাজ!'

প্রশ্ন তোলা যায় ক্ষমতার অংশীদারীত্বের পাঁচবছরে কোথায় ছিলো ভারত বিরোধীতা? রতন টাটাকে বাংলাদেশে জমিদারী দান করতে যখন মাহমুদুর রহমান জিকির তুলতে তুলতে বাপের নাম ভুলে যাচ্ছিল তখন কোথায় ছিলো জেহাদী জোশ?

না,এই সব প্রশ্ন তোলা যাবেনা ।
নানা বর্ণের রাজনীতিবিদ,নানা ঢংয়ের সুশীলবৃন্দ , সমর নায়ক এমনকি যুদ্ধাপরাধী ঘাতক দালালেরা ও কেবল শুনিয়েই যাবে ইতং-বিতং ।

কাউকে কোন পালটা প্রশ্ন করা যাবেনা ।

তবু ইহা নাকি পিপল'স- দের রিপাবলিক !


৩।।

পিপলস রিপাবলিকে জানতে চাওয়া যাবেনা ৩৭ বছরে কতোটাকা খরচ হলো সীমান্ত রক্ষা আর সামরিক নিরাপত্তার নামে ।
বড় হুজুরেরা দুদিন আগে নতুন তালিকা প্রকাশ করেছেন-ঝুঁকিপূর্ন দেশের তালিকায় এই দেশ বারো নম্বরে । যে কয়টি বিষয় বিবেচনা করা হয়েছে তার মধ্যে একটি রাষ্ট্রীয় নিরাপত্তা ।
আমাদের নিরাপত্তা কি হুমকীর সম্মুখীন কিংবা আমরা কি আমাদের নিরাপত্তা বজায় রাখতে সক্ষম নই?

কেউ নাগরিককে আশ্বস্ত ও করবেনা যে ভয় পাওয়ার কিছু নেই, আমরা সক্ষম আমাদের মানচিত্রকে টিকিয়ে রাখতে ।

চোরাচালানীর দল বিদেশী সশস্ত্রদের গুলী খেয়ে মরুক,ক্ষতি নেই -কিন্তু আমাদের নিরাপত্তা হিরো যাদের পেছনে বছরে বছরে স্বাস্থ্য,শিক্ষার চেয়ে বেশী টাকা খরচ হয়, কৃষকের বীজের দামে ভর্তুকী না দিলেও রাষ্ট্র যাদের নামমাত্র মুল্যে খাবার যোগান দেয়- তারা যে এবার 'শহীদ' হওয়া শুরু করলেন ?

তারা তো 'শহীদ' হলে হবেনা, তাদের কে 'গাজী' হয়ে থাকতে হবে । বিদেশী খুনীদের গুলি থেকে নিজ দেশের মানুষকে বাঁচাতে না পারলে ও জাতির ক্রান্তিলগ্নে ক্ষমতা দখল করে নতুন আশার আলো তো তাদেরকেই দেখাতে হবে ।

আর আমরা জয়নাল আবেদীন ও রেজাউলের ভাই কিংবা সন্তানেরা ও মহামান্য গাজীদের নামে উচ্চারন করবো জয়ধ্বনি ।


মন্তব্য

Shakha Nirvana এর ছবি

The article is sharp utterance of truth but too much passimistic. Side by side try to mention some positive things of our system as a whole.
Thanks

হাসান মোরশেদ এর ছবি

কি করবো বলুন-আশার কথা লিখা গেলে তো ভালোই লাগে । পাইনা যে খুঁজে মন খারাপ
-------------------------------------
"এমন রীতি ও আছে নিষেধ,নির্দেশ ও আদেশের বেলায়-
যারা ভয় পায়না, তাদের প্রতি প্রযোজ্য নয় "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দিগন্ত এর ছবি

খুব সত্যি লিখেছেন ... ভাল লেখা ... কিন্তু সমস্যার সমাধানসূত্র কিছু পাচ্ছি না ... আমার তো মনে হচ্ছে এখন এইরকম ঘটনা অনেককাল চলবে ...


হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

হাসান মোরশেদ এর ছবি

অনেক কাল ধরেই তো চলে আসছে @দিগন্ত
ওদিকে ও ইন্দরকুমার গুজরাল টিকেনা বেশিদিন, এদিকে ও কোমর সোজা করে দাঁড়ায়না কেউ কোনদিন ।
-------------------------------------
"এমন রীতি ও আছে নিষেধ,নির্দেশ ও আদেশের বেলায়-
যারা ভয় পায়না, তাদের প্রতি প্রযোজ্য নয় "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রাফি এর ছবি

লেখাটা পড়ে খুব খারাপ লাগল, নিজেদের খারাপ অবস্থাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলে সবারই লাগে বোধহয়.
আচ্ছা ভাই
'কার হগদায় খাওগো বান্দি,ঠাকুর চিনোনা'
এর অর্থটা কী?
এটা আমি আগে কখনো শুনিনি।

--------------------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

হাসান মোরশেদ এর ছবি

'কার হগদায় খাওগো বান্দি,ঠাকুর চিনোনা'
এর অর্থটা কী?
এটা আমি আগে কখনো শুনিনি।

এটা একটা সিলেটী প্রবচন ।
'হগদা' মানে 'করুণা/দয়া'-- বাকীটুকু মিলিয়ে নিন এবার হাসি

-------------------------------------
"এমন রীতি ও আছে নিষেধ,নির্দেশ ও আদেশের বেলায়-
যারা ভয় পায়না, তাদের প্রতি প্রযোজ্য নয় "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সৌরভ এর ছবি

এইসব প্রশ্ন তুলতে নেই।
এইসব কথা বলতে নেই।
এই দেশে এখন বিব্রত উটপাখির মতন বালিতে মাথা গুঁজে দিনযাপনের সময় এসেছে।


আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?


আবার লিখবো হয়তো কোন দিন

আহমেদুর রশীদ এর ছবি

রাস্ট্রের দায় নেই
দায় বোধ শুধু অসহায় রাস্ট্রবাসীর

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

আহমেদুর রশীদ এর ছবি

রাস্ট্রের দায় নেই
দায় বোধ শুধু অসহায় রাস্ট্রবাসীর

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

আহমেদুর রশীদ এর ছবি

রাস্ট্রের দায় নেই
দায় বোধ শুধু অসহায় রাস্ট্রবাসীর

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এসব মিমাংসা হয়ে যাবে তলে তলে... রাস্ট্রীয় সমঝোতা হবে... আমাদের এবং এমনকি শহীদ গাজীদেরো এসব নিয়ে চিন্তা করতে হবে না!!!

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

স্নিগ্ধা এর ছবি

যে সব খবর পড়ে খারাপ লাগে, কিন্তু কিছুই করি না সেই খারাপ লাগাটাকে নিয়ে বা তার জন্য, অনেক সময়ই দেখি সময়মতো আপনি ঠিক ঠিক সেই খবরগুলো সে সব যথাযথ অনুভূতি সুদ্ধই চারদিকে ছড়িয়ে দিয়েছেন ! ধন্যবাদ সেজন্য!

সবজান্তা এর ছবি

কি জানি বাপু ! আজকাল তো এর'ম লেখা ভালো হয়েছে বলতেও ভয় লাগে। পাছে হঠকারী মন্তব্যের প্যাঁচে পরে যাই হাসি


অলমিতি বিস্তারেণ

নিরিবিলি এর ছবি

কেউ নাগরিককে আশ্বস্ত ও করবেনা যে ভয় পাওয়ার কিছু নেই, আমরা সক্ষম আমাদের মানচিত্রকে টিকিয়ে রাখতে ।

ধুসর গোধূলি এর ছবি
ঝরাপাতা এর ছবি

ধুর, আমরাও আবার মানুষ। আমাদের জীবনেরও আবার দাম!

আর কতো মানুষ মরলে বলবে তুমি শেষে,
সত্যিকারের অনেক মানুষ গেছে বাণের জলে ভেসে?


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
------(আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।