যতবার তোমার ঠোঁট

হাসান মোরশেদ এর ছবি
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ০১/০৮/২০০৭ - ৮:২৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto



যতবার তোমার ঠোঁট তুলে নেই
আমার ঠোঁটের ভেতর-
দীর্ঘ বিরহের পর ,

ততবারই মনে হয় যেনো এক
প্রেমের চিঠি পোষ্ট করেছি-
লাল ডাকবাক্সের ভিতর ।।

*** পুরনো লেখা,
স্থানান্তর প্রক্রিয়াধীন ।


মন্তব্য

তারেক এর ছবি

দারুন!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হাসান মোরশেদ এর ছবি

যাক, নিদারুন নয় তাহলে ।
ধন্যবাদ দিয়ে আপনাকে আর বড় করলাম না স্যার চোখ টিপি

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

হাসান মোরশেদ এর ছবি

যা নেই ভান্ডে,তা নেই ব্রম্মান্ডে @ কবি ইমরুল
-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

বৎস, বড়ই নিদারুন কমেন্ট।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অচেনা এর ছবি

অফ টপিক:
গুরুজি, একুশে বইমেলায় বই প্রকাশের কাজ কতটুকু এগিয়েছে? আমি কিন্তু ২০ কপি বুকিং দিয়া রাখলাম।

-------------------------------------------------
আমি ভালবাসি বিজ্ঞান
আমি ঘৃণা করি জামাত॥

সৌরভ এর ছবি

ছোট বাক্যে কতকিছু!


আবার লিখবো হয়তো কোন দিন

তারেক এর ছবি

অচেনা ভাই, কমেন্টের ঘরে ছবি দেখতে ভাল্লাগতেসে না।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অচেনা এর ছবি

জো হুকুম স্যার।

-------------------------------------------------
আমি ভালবাসি বিজ্ঞান
আমি ঘৃণা করি জামাত॥

আরিফ জেবতিক এর ছবি

আর কতো খাইবারে মানিক
লইয়া উগার তাকি?
হাওন মাস যায় গি বইয়া
আল বাইবার বাকি।

(অনুবাদ:হে কৃষক,আর কতো জমা করা শষ্য ভাঙিয়ে খাবে?এখন একটু চাষবাস করো)

-----------------------------------
কিস্তিমাতের যুদ্ধ শেষে,সাদাকালো ঘুটিগুলো এক বাক্সেই ফেরত যাবে...

ঝরাপাতা এর ছবি

স্বাদ নিলাম আবার।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসান মোরশেদ এর ছবি

অনটপিকঃ
আপনার আদেশ শিরোধার্য । কিন্তু ক্লান্তি যে আমাকে ক্ষমা করেনা,বড়ভাই @অচেনা


আরিফ জেবতিকঃ

আগন গেলো,কাতি গেলো,বছর গেলো গইয়া
হাছন মুর্শেদ ভবে রইলো জ্যান্তে মরা অইয়া...

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অপালা এর ছবি

হমমম

মৃন্ময় আহমেদ এর ছবি

বেশ বেশ।
_________________________
"ধূলি উড়ে যায়, দেখা দেয় শব্দরাশি"

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

হযবরল এর ছবি

খামে,ঠিকানা ভুল হওয়া চলবে না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।