নিজ্ঞাপন ০২

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ১০/১২/২০০৭ - ৩:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাঝে মাঝে মাথায় উদ্ভট বিজ্ঞাপনের কাহিনী আসে। ভাবছি সবার সাথে শেয়ার করবো কিছু কিছু।

ক্রিকেট মাঠ। খেলা চলছে।

ব্যাটসম্যান একের পর এক আউট। কেউ স্টাম্পড, কেউ বৌলড, কেউ এলবিডব্লিউ। প্রতিপক্ষের ক্যাপ্টেন শুধু হাসে, মুহাহাহাহাহা।

এমন সময় টিঙটিঙে রোগা এক ব্যাটসম্যান নামে মাঠে। পেছন থেকে দেখানো হবে তাকে, জার্সিতে লেখাঃ


ছোলায়মান!

অমনি মাঠে হর্ষধ্বনি ওঠে দারুণ।

দর্শকদের সারিতে এক ছম্মাকছল্লো তরুণী ছটফট করে হাত কামড়াতে থাকবে।

ছোলায়মান মাঠে নেমেই প্রথম বলে ছয়। এক তরুণী প্ল্যাকার্ড দোলাচ্ছে, "তোমার জান, আমার জান, ছোলায়মান, ছোলায়মান!"

তার পরের বলে চার। প্ল্যাকার্ড হাতে আরেক তরুণী, সেখানে লেখা, "মার শালারে, মার, ছক্কা নাইলে চার!"

এবার ছম্মাকছল্লো ব্যাগ থেকে একটা কলম বার করবে, তারপর আরেকজনের প্ল্যাকার্ডের পেছনে খসখস করে কিছু একটা লিখে সেটা উঁচিয়ে ধরবে।

ছোলায়মান এবার ব্যাগ থেকে পকেট থেকে বিনোকিউলার বার করে সেই তরুণীর লেখা পড়বে। দেখা যাবে সেখানে লেখা, "ম্যারি মি ছোলায়মান!"

পরের দৃশ্যে দেখা যাবে ছোলায়মান মুখে রুমাল দিয়ে গ্যালারির ভেতরে ঢুকছে, পেছনে দুই দলের খেলোয়াড়রা বরযাত্রী।

সবশেষে নিজ্ঞাপনের হুঙ্কার, "গুল্লি মার্কা জেলপেন! লিখলে কাজে দেয়!!"


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

জাঝা



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

ছোলায়মান রে ছোলাইছে
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

কনফুসিয়াস এর ছবি

আইডিয়া গ্রেট। জেল পেনের কোম্পানী খুইলা ফেলতে পারি উৎসাহের চোটে!
তবে দূরবীণের বদলে স্কোর ডিসপ্লে বোর্ড ব্যবহার করা যাইতে পারে।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আইডিয়াবাজ গোয়েন্দা কবিকে জাঝা না দিয়ে পারা গেল না হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- ম্যারি মী-র জায়গায় 'কিস মী' করে দেয়া যায় না?
তাইলে পাবলিক চইদ্দগুণ বেশী উৎসাহ পাইতো।
_________________________________
<সযতনে বেখেয়াল>

টুটুল এর ছবি

কিস মী কইলে মনে হয় ছোলায়মান ভাই ব্যাট ফালাইয়া তরুনীর দিকে দৌড় দিতারে
___________________________
"LOVE ME... IF YOU CAN"

মাহবুব লীলেন এর ছবি

কলম বেশি বিক্রি হবে যদি তাতে মেয়েদের পটানোর কৌশল যুক্ত করতে পারেন তাহলে

যেমন :


এক ক্রিকেটার অটোগ্রাফ দিচ্ছে। একটি বক্কিঝক্কি মেয়ে তার পরনের টিশার্টসহ এগিয়ে এলো অটোগ্রাফের জন্য
ক্রিকেটার যেই কলম নিয়ে মেয়েটির বুকের দিকে এগোলো অমনি মেয়েটি সরে গেলো- অসম্ভব যেই সেই কলম দিয়ে আমার বুকে কিছু লিখতে দেই না আমি

তখনই অন্য দিক থেকে ছোলাইমান এগিয়ে এলো আপনার গুল্লিমার্কা কলম দোলাতে দোলাতে। সাথে সাথে স্টেডিয়ামের সবগুলো মেয়ে তাদের বুক এগিয়ে (ইউরোপ-আমেররিকার ভার্সনে বুকের কাপড় খুলে চামড়া-মাংস এগিয়ে) ধরছে ছোলায়মানের দিকে
সাথে সাথে বিজ্ঞাপনের পে-অফ লাইন- বুকে আর অন্তরে নাম লিখতে হলে চাই গুল্লিমার্কা বল পেন'

০২

ব্যাটসম্যান ছোলাইমানকে যে বলার আউট করল সে এগিয়ে গেলো একটি সাধারণ কলম নিয়ে একটি মেয়েরে দিকে। কিন্তু মেয়েটি ঘৃণায় সরে গেলো
(ভয়েজওভার: শুধু ম্যান অব দ্যা মেচ হলেই হয় না। ম্যান অব দ্যা ড্রিম হতে হলে চাই আরো অনেক কিছু)
অন্য দিক থেকে বোল্ড আউট ছোলাইমান এগিয়ে এলো একটি গুল্লিমার্কা কলম দোলাতে দোলাতে। সঙ্গে সঙ্গে স্টেডিয়ামের সবগুলো মেয়ে বুক খুলে কিংবা বুক এগিয়ে এসে ঘিরে ধরলো অটোগ্রাফের জন্য
পে অফ লাইন: একমাত্র গুল্লিমার্কা বলপেনই আপনাকে বানাতে পারে তরুণীদের ম্যান অব দ্যা ড্রিম...

সুমন চৌধুরী এর ছবি

আপনাকেও জাঝা



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

বিপ্লব রহমান এর ছবি

বিপ্লব @ হিমু!
বিপ্লব স্কোয়ার @ মাহবুব লীলেন !!... চোখ টিপি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হিমু এর ছবি

ছেড়ে দে শয়তান, বুক পাবি, হৃদয় পাবি না!


হাঁটুপানির জলদস্যু

কেমিকেল আলী এর ছবি

জাঝা

দ্রোহী এর ছবি

আইডিয়া ঠিকাছে - যথারীতি হিমুময়। তবে দুরবীণ নিয়ে ব্যাট করতে নামার কারণটা বুঝতে পারলাম না। ছোলায়মান ভাইয়া কি গার্ডের বদলে জায়গামত দুরবীণ বাইন্ধা লয় নিকি?


কি মাঝি? ডরাইলা?

বিপ্রতীপ এর ছবি

আইডিয়া ভালো...তবে কনফুসিয়াসের সাথে একমত...দূরবীনের বদলে ডিসপ্লে ব্যবহার করলে ভালো হবে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কলমের বদলে ছোলার নিজ্ঞাপনও হতে পারতো।
ছোলায় মান। ছোলায় ছক্কা।
সেভেন হর্স ব্র্যান্ড ছোলা।
দেয় অফুরান শক্তি।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ছোলায়মান ভালো খেলছে সেটা ফোকাস করতে তাদের দলের সবাই খারাপ খেলছে এটা দেখানো জরুরী মনে হয়নি। তাছাড়া ভালই লেগেছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

ওরে পামর, ভুলে যাসনে, ছোলায়মান বাংলাদেশের ক্রিকেটার!


হাঁটুপানির জলদস্যু

জি.এম.তানিম এর ছবি

দূরবীনের মধ্যে বাস্তবতার অভাব থাকলেও একটা "ভাবিস্টিক" ব্যাপার আছে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দৃশা এর ছবি

বাহ বাহ মচেৎকার... পুরা বাংলাদেশী বিজ্ঞাপনের মতই হইছে হিমু ভাইসাবের নিজ্ঞাপন। এ্যাড শেষ হওয়ার আগ পর্যন্ত বুঝা যায় নাই আসলে কিসের এ্যাড হইতাছে... আপনারে দিয়াই হইব... বাংলাদেশরে এতিম বানাইয়া আপনার বিদেশ যাওয়া খুবই অন্যায় হইছে।
আপনার পরবর্তী নিজ্ঞাপনের অপেক্ষায় রইলাম।

দৃশা

মুজিব মেহদী এর ছবি

হিমু-লীলেন মিলে বাংলাদেশে একটা অ্যাডনির্মাণের দোকান খুলে নিলে এখানকার বাঘা বিজ্ঞাপন-নির্মাতারা অন্য পেশা অবলম্বনে বাধ্য হবেন বলে মনে হচ্ছে।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হিমু এর ছবি

হুমমমমম। নারীবক্ষই হবে আমাদের বিশেষত্ব। আলকাতরা থেকে শুরু করে দিয়াশলাই, ১১কেভির ট্র্যান্সফর্মার থেকে শুরু করে স্ট্যাপলার, সব কিছুর বিজ্ঞাপনেই পালে পালে উদ্ভিন্নযৌবনা মডেল নিয়ে আসা হবে। পরিস্থিতি এমন দাঁড়াবে যে লোকজন নিজ্ঞাপনের ডিভিডি কিনে রাতে ছেড়ে দেখবে।


হাঁটুপানির জলদস্যু

মাহবুব লীলেন এর ছবি

আপনাদের কথায় মনে হচেছ আমাকে অন্তত আর না খেয়ে মরতে হবে না
অপার সম্ভাবনাময় অন্ধকার ভবিষ্যত রয়েছে আমার

লুৎফুল আরেফীন এর ছবি

ঝাক্কাস
আরেফীন

পরিবর্তনশীল এর ছবি

দারুণ...
নিজ্ঞাপন আর আসেনা ক্যান?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।