প্রবাসে দৈবের বশে ০৪৬

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ০৬/০৮/২০০৮ - ৪:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

probashe

১.
হোগা বাঁচানোর জন্যে ছুটছি। প্রাণপণে। কষে দম নিয়ে। তবে গোল পথে। পেছনে ছুটে আসছে শত্রু, মতলব ভালো না। তবে যদি খুব জোরসে ছুটতে পারি, আমিই ওর পেছনে গিয়ে পৌঁছুতে পারবো। তারপর ... । হাম্মুরাবির নীতি অনুসরণ করবো তারপর। চোখের বদলে চোখ, পোঁদের বদলে পোঁদ। শিকারই শিকারীর ইয়ে মেরে একশা করে ছাড়বে তখন। কেউ বাঁচাতে পারবে না। মুহাহাহাহাহাহা।

মুশকিল হচ্ছে, দম নাই। বুইড়া হয়ে যাচ্ছি দিনকেদিন। মাঝেমাঝেই শ্লথ হয়ে পড়ছি, শত্রু এসে হোগা মেরে দিচ্ছে সাথে সাথে। শত্রুরও নানা কিসিম। আর্থিক শত্রু, সামাজিক শত্রু, সাংস্কৃতিক শত্রু, রাজনৈতিক শত্রু, মানসিক শত্রু, শারীরিক শত্রু ... লাইন ধরে আসছে চুদিরভায়েরা। একটাকে কাবু করলে আরেকটা ঘাড়ে উঠে বসে। তবে একদিন, হ্যাঁ, একদিন সব কয়টাকে গুণে গুণে সব হোগামারা আমি ফিরিয়ে দেবো। কাউকে ছাড়বো না। পৃথিবীর সমস্ত বানর একদিন মারা যাবে।

২.
লাবোরপ্রাকটিকুম চললো এক হপ্তা ধরে, একদিন পর পর। সৌরতাপবিষয়ক নানা মাপজোকের ওপর হাতে কলমে শিক্ষালাভ। লাবোরইনজেনিয়ুর হের নয়মান মহা কড়া লোক, আমি আর আমার হাঙ্গেরীয় ল্যাবমেট তামাশ শুরুতেই তার পাল্লায় পড়ে কাবু হলাম। পান থেকে চুন খসলেই নয়মান এসে বকা দেয়। আমাদের সাথে বাকি চারজন, একটা ডরোথে আর তিনটা কাথারিন মহা ফূর্তিতে ল্যাবের কাজ করে, আর আমরা দুই বেচারাম ঝাড়ি খাই।

৩.
আমার হলের নেট গত এক হপ্তা ধরে বিচ্ছিন্ন ছিলো। বিশ্ববিদ্যালয়ের গণনাকেন্দ্রে অভিযোগ করতেই সংশ্লিষ্ট চুদির্ভাই জানালেন, মানুষকে ধৈর্য ধরতে হয়। ইচ্ছা করছিলো বলি, যে চোকের সামনে সুনাডা ফলছে আমার, কিন্তু চেপে গেলাম। চুষনি কাঠির মতো ধৈর্যকে পাকড়ে ধরে কয়েকটা দিন কাটালাম।

নেটবিহীন জীবন সুখপ্রদ নয়। নানারকম সমস্যা হয়। দিনটাই মোটামুটি নষ্ট হয়। বিশ্ববিদ্যালয়ের পুলে বসে বহুকষ্টে কিছু কাজ শেষ করলাম, হের চৌধুরীর বাড়িতে উৎপাত করলাম কিছু। আজ দুপুর বারোটায় কম্পিউটার ছেড়ে দেখি পরিস্থিতি আবার স্বাভাবিক।

৪.
আমার পড়শি, চুদির্ভাইশিরোমণি জনাব ফারনান্দেজ বিদায় জানিয়েছেন। যাবার আগে কয়েকবার আমার সঙ্গে মৃদু খিটিমিটিও করেছেন। তার শাস্তিও তাকে দিয়েছি। তবে যাবার সময় তার নানা অস্থাবর সম্পত্তি তিনি ভোনহাইমের জন্যে ওয়াক্ফ করে রেখে গেছেন। স্যামুয়েল ছিলো মাটির মানুষ, উগো ছিলো একটা পাজির পা ঝাড়া, তাই খুব দুশ্চিন্তায় আছি, এর পরে যে আসবে সে শয়তানের আঁটি না হয়েই যায় না। তবে হয়তো সত্যিই ঈশ্বর বলে কেউ আছেন, এবং হয়তো সত্যিই আমার পাশের ঘর আলো করে কোন নির্বান্ধব তন্বী চেক বা শ্লোভাকিয় সুন্দরী এসে দুলকি চালে উঠবে, আমারও কিসমৎ রওশন হবে। বলুন আমিন।


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আমিন!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

ঈশ্বর নেই। থাকলেও নিশ্চিতভাবে তিনি আপনার বিপক্ষেই আছেন। না হলে এতোদিনে পাশের ঘরের কোন নির্বান্ধব তন্বী চেক বা শ্লোভাকিয় সুন্দরীর গায়ে কামড়ের দাগ ঠিকই পড়তো।


কী ব্লগার? ডরাইলা?

দ্রোহী এর ছবি

তারপরও আমিন বললাম।


কী ব্লগার? ডরাইলা?

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

সুম্মামীন দেঁতো হাসি
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...

আলমগীর এর ছবি

হোা বাঁচান, চেক শ্লোভাক কারো জন্য চোখ টিপি
আমেন।

নজমুল আলবাব এর ছবি

খালি বদ চিন্তা।

আল্লাহ তুমি তাহার পাশের ঘরে কোন এক কামেল তাবলিগিকে পাঠাও, যেন সে হেদায়েত প্রাপ্ত হইতে পারে।

ভুল সময়ের মর্মাহত বাউল

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফারুক ওয়াসিফ এর ছবি

আহা রে পাশের ঘর! পাশের বাড়ি! পাশের সিট! পাশের ডেস্ক.....আশা তবে পাশেই থাকে।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

হিমু এর ছবি

মন্তব্যে জাঝা।


হাঁটুপানির জলদস্যু

অছ্যুৎ বলাই এর ছবি

আল্লাহ তুমি তাহার পাশের ঘরে কোন এক কামেল তাবলিগিকে পাঠাও, যেন সে হেদায়েত প্রাপ্ত হইতে পারে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

রায়হান আবীর এর ছবি

মজা পাইলাম আপনার ...গা মারার এবং বাঁচানোর কাহিনী পড়ে।

আমিন।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

খেকশিয়াল এর ছবি

আমি একটি ছড়া বলব, ছড়াটার নাম চুদির্ভায়া, লিখেছেন জনৈক চুদির্ভাই,

চুদির্ভায়া চুদির্ভায়া করছ তুমি কি
এই দেখো না কেমন তোমার হো.. মেরেছি

আরেকটা বলি,

দুনিয়াজুড়া চুদির্ভাই
সবার ...গাই মারতে চাই

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি

ভালো হয় নাই। নানা খারাপ কথা থাকা সত্ত্বেও।


হাঁটুপানির জলদস্যু

খেকশিয়াল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
খারাপের দিকে ভাল হয় নাই ? নাকি ভালর দিকে খারাপ হইসে?

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

আমি হিমু ভাইর জন্য ইকটু খোদর দরবারে প্রার্থনা করতে চাই -
ইয়া মা'বুদ ইয়া রহমানুর রাহিম! আমগো নিঃসঙ্গ হিমু ভাই'র জন্য তুমি জান্নাতের বাগিচা হইতে একজন রশ্মি নির্মিত হুর পাঠাইয়া দিও আর ইয়া মা'বুদ সাথে একজন গেলমান ফ্রি দিও। আমিন! সুম্মা আমিন!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

খেকশিয়াল এর ছবি

ও গেলমানরা তাইলে চুদির্ভাই? গড়াগড়ি দিয়া হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

নুরুজ্জামান মানিক এর ছবি

ছুম্মা আমিন ।
ইন্নামা উসরি ইউসরা ফা ইন্নামা উসরি ইউসরা ।

নুরুজ্জামান মানিক
*******************************************
A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ভূঁতের বাচ্চা এর ছবি

আইজকার লেখায় বেশি গালাগালি করলেন দেহি, মেজাজ-মর্জি বহুত খারাপ আছিল কইবার পারি।
যেই আসুক আপনার লগে যেন চেক বান্ধবীডারে শেয়ার করে সেই দোয়ায় কইতাছি, আমিন !

--------------------------------------------------------

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমিন সাহেব লোকটা কে? তাকে নিয়ে সবাই এতো আলাপ করছে কেন?

ক্যামেলিয়া আলম এর ছবি

মন্তব্য পাঠাতেও ভয় লাগছে------না জানি আবার নিজের নামের সাথে কি দেখি এখানে? আপনার মেজাজ ঠিক হয়েছে?
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

নিরিবিলি এর ছবি

বুঝতে পারছি না মন্তব্য কি মন্তব্য হওয়া উচিত।

অতন্দ্র প্রহরী এর ছবি

আমিন! হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।