পৃথিবীর সব মানুষ মৃত, শুধু দাভিদ আর গলাইয়াথ মুখোমুখি

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ১৭/০১/২০০৯ - ৩:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পৃথিবীতে প্রতিদিন ঘুম থেকে উঠে বাড়ি ছাড়ছে মৃত মানুষেরা। সন্ধ্যেবেলা বাড়ি ফিরছে মৃত মানুষের সারি। নির্লিপ্ত চায়ের কাপে নির্লিপ্ততর চুমুক দিয়ে খবরের কাগজ পড়ছে, টিভি দেখছে, ব্লগ লিখছে মৃত মানুষের দল।

জীবিত শুধু দাভিদ আর গলাইয়াথ। সময়ের মোয়বিয়াস স্ট্রিপে হেঁটে দাভিদ আজ পলেস্টীয়দের শিবিরে, গলাইয়াথ জন্ম নিয়েছে যিহোবার লোকদের ঘরে। অসংখ্য মৃত লোককে দর্শক রেখে গলাইয়াথ হত্যা করছে দাভিদের সন্তানদের।

হায় ইসরায়েল, তোমার কোন সন্তান কি তালমুদ ইয়ারশলমি উল্টেও দেখে না? সানহেদ্রিন ৪ এর এক, ২২ক কেউ আর আবৃত্তির জন্যেও উচ্চারণ করে না?

যে একটি আত্মা ধ্বংস করে, সে যেন একটি বিশ্বকে ধ্বংস করে। যে একটি প্রাণকে রক্ষা করে, সে যেন একটি বিশ্বকে রক্ষা করে।

ঈশ্বর চুপচাপ লোম ছিঁড়ছেন। নিচে মুখোমুখি দাভিদ আর গলাইয়াথ। আর বাকি পৃথিবী উপচে পড়ছে মৃত দর্শকে।


মন্তব্য

দ্রোহী এর ছবি

সেদিনের সেই পৃথিবীতে ঈশ্বর দাভিদের পক্ষ নিয়েছিলেন। আজকের পৃথিবীর ঈশ্বর মৃত মানুষদের দলে।

মুশফিকা মুমু এর ছবি

মন খারাপ আর কতদিন ওদের ওপর গজবের জন্য ওয়েট করতে হবে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কষ্ট হয়, ভীষণ কষ্ট।

ভূঁতের বাচ্চা এর ছবি

উদ্ধৃতির কথাগুলো খুব গভীর ।
আর হিমু ভাইয়ার লেখার মানে আরো বেশি।
এসব হত্যাযজ্ঞের বন্ধ চাই !!!

-------------------------------

--------------------------------------------------------

কল্পনা আক্তার এর ছবি

কতদুর হেটে গেলে এই রক্তাক্ত পথ, মৃত মানুষের সারি শেষ হবে......

............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

বিপ্রতীপ এর ছবি

.......................

সিরাজ এর ছবি

না হিমু, মানুষ সব মরে যায়নি এবং ঈশ্বরও চুপচাপ লোম ছিঁড়ছেন না, তাহলে আপনিও এ লেখাটি লিখতেন না, প্রকৃতিপ্রেমিকও এত কষ্ট পেত না আর পরী শিশু মুমুও গজবের জন্য ওয়েট করত না। আমরা যারা বেঁচে আছি ন্যায় অন্যায় বোধ নিয়ে এবং আমাদের সবার বিবেক যেখানে প্রক্ষেপিত হয়, সেখানেই ফুটে উঠে ঈশ্বরের মূখচ্ছবি, ঈশ্বর বাস্তবিকভাবে কোন অপার্থীব শক্তি নয়।

১ম স্যমুয়েল ১৭:৪৫ - ৪৭ এ ডেভিড ফিলিস্টিনদের তাই বলে:
"You come against me with sword and spear and javelin, but I come against you in the name of the LORD Almighty, the God of the armies of Israel, whom you have defied. 46 This day the LORD will hand you over to me, and I'll strike you down and cut off your head. Today I will give the carcasses of the Philistine army to the birds of the air and the beasts of the earth, and the whole world will know that there is a God in Israel. 47 All those gathered here will know that it is not by sword or spear that the LORD saves; for the battle is the Lord’s, and he will give all of you into our hands."

আজ শুধু পক্ষ পরিবর্তিত হয়েছে মাত্র কিন্তু বিজয় ন্যায়েরই হবে, শক্তির নয়...

ফেসবুকে একটি cause খুলেছিলাম, মাত্র কয়েক দিনেই জমেছে প্রায় হাজার দেড়েক সদস্য কোন প্রচেষ্টা ছাড়াই, এর মানে হচ্ছে মানুষ সত্যিই ক্ষুব্ধ ও ব্যাথিত.
http://apps.facebook.com/causes/184790?m=8c3a5226&recruiter_id=37931360

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

:.:::....:..::..:.::...:.:.:...:.:..:..:::....::..:...:..:.:.:....:..:.:.:.:.
To see Photos Visit: www.sirajul.com

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

জালুত আর তালুতের রেষারেষিতে তৃতীয় কোন শক্তি ছিল বলে জানা নেই। মানুষগুলো তখনো মনে হয় মৃতই ছিল। নয়তো একা দাউদকে প্রবল শত্রুর বিরূদ্ধে দাঁড়াতে হয়েছিল কেন? তাঁর সাথীরা তখন কার্যতঃ নিষ্ক্রিয়ই ছিলেন। এখনতো সাথে প্রবল ক্ষমতাধর নির্লজ্জ তৃতীয় শক্তি আছে। ঈশ্বরের ভূমিকা তিনিই নিয়েছেন। আর প্রাক্তন ঈশ্বর! তিনি কোথায়?

ঈশ্বর সম্ভবতঃ পেনশন নিয়েছেন,
নয়তো আজকাল আর অলৌকিক কোন ঘটনা ঘটেনা কেন?
ঈশ্বর সম্ভবতঃ পেনশন নিয়েছেন,
নয়তো এতো প্রার্থনাতেও তার সারা পাওয়া যায় না কেন!



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

ধ্রুব হাসান এর ছবি

ঈশ্বর সম্ভবতঃ পেনশন নিয়েছেন,
নয়তো আজকাল আর অলৌকিক কোন ঘটনা ঘটেনা কেন?
ঈশ্বর সম্ভবতঃ পেনশন নিয়েছেন,
নয়তো এতো প্রার্থনাতেও তার সারা পাওয়া যায় না কেন!

ঈশ্বর বিশ্রামে আছেন, বেশী জোড়ে চেচাঁমেচি করবেন না প্লিজ......!
যদি অলস ঈশ্বরকে জাগাতে চান তবে পেলেষ্টাইনের শেষ জীবনটির সুরক্ষার দ্বায়িত্বের সিকি অংশ নিজের হাতে নিন। পৃথিবীর সর্ব বৃতহৎকারাগারে বন্ধী মানুষগুলোর জন্ম পক্রিয়া বহমান রাখতে যে যেখান থেকে পারুন সাহায্যের হাত বাড়িয়ে দিন।

গতরাতে প্রমোটা বানাতে গিয়ে অনেকদিন পর হাত কাপঁছিলো! কি নীচে নেমেছি আমরা সবকিছুই বিকাতে হয়! এমন এক চক্র যেখান থেকে বেরুনোর পথ হারিয়ে গেছে বহুকাল আগে!

ধ্রুব হাসান এর ছবি

ঈশ্বর সম্ভবতঃ পেনশন নিয়েছেন,
নয়তো আজকাল আর অলৌকিক কোন ঘটনা ঘটেনা কেন?
ঈশ্বর সম্ভবতঃ পেনশন নিয়েছেন,
নয়তো এতো প্রার্থনাতেও তার সারা পাওয়া যায় না কেন!

ঈশ্বর বিশ্রামে আছেন, বেশী জোড়ে চেচাঁমেচি করবেন না প্লিজ......!
যদি অলস ঈশ্বরকে জাগাতে চান তবে পেলেষ্টাইনের শেষ জীবনটির সুরক্ষার দ্বায়িত্বের সিকি অংশ নিজের হাতে নিন। পৃথিবীর সর্ব বৃতহৎকারাগারে বন্ধী মানুষগুলোর জন্ম পক্রিয়া বহমান রাখতে যে যেখান থেকে পারুন সাহায্যের হাত বাড়িয়ে দিন।

গতরাতে প্রমোটা বানাতে গিয়ে অনেকদিন পর হাত কাপঁছিলো! কি নীচে নেমেছি আমরা সবকিছুই বিকাতে হয়! এমন এক চক্র যেখান থেকে বেরুনোর পথ হারিয়ে গেছে বহুকাল আগে!

পরিবর্তনশীল এর ছবি

মাঝে মধ্যে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। নিজের অসহায়ত্বের জন্য। মানুষের অসহায়ত্বের জন্য।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সৌরভ এর ছবি

ঈশ্বর বসে বসে কার্টুন অথবা পর্নো দেখছেন।


আবার লিখবো হয়তো কোন দিন

রায়হান আবীর এর ছবি

হুম।
=============================

অতিথি লেখক এর ছবি

ঈশ্বর কার্টুন বা পর্নো কোনটাই দেখছেন না, কেননা যে ধর্মগ্রন্থগুলো ঈশ্বরের আইডিয়া দিয়েছে তাতে বলা নেই যে তিনি যথাক্রমে শিশু অথবা কামার্ত নারী/পুরুষ।

পুরাকালে দিনে ঈশ্বরের বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের কারণ তখন মানুষের সীমিত জ্ঞান আর ক্ষমতা। একালে মানুষ সবকিছুকে জয় করছে, তাই ঈশ্বরের কি প্রয়োজন? এত্ত জ্ঞান, উদ্ভাবনী, আর সৃজনশীলতার "বিষ্ফোরণের" যুগে একটি বিপন্ন ও বিলীয়মান জনগোষ্ঠীকে বাঁচাতে ঈশ্বরের করুণার জন্য হাঁটু মুড়ে বসে থাকা বা তাঁর প্রতি বিষোদগার কি খুব ভাল দেখায়?

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে

সৌরভ এর ছবি

হ।
কী এক্টা কমেন্ট করসিলাম। মুইছা দিলাম।
হুমায়ুন আজাদ স্যাররে মনে পড়তেসিলো, তাই। বাঙালি খাইতারেনা, ধর্মানুভূতি নিয়া টানাটানি করে।

অফটপিক
প্রফাইল ভাই/আপু
সাহারা খাতুন রে নিয়া নতুন লেখা দেন। কোকোর আম্মারে স্বরাষ্ট্রমন্ত্রী বানানোর জন্যে আন্দোলনে নামন যায় তাইলে।


আবার লিখবো হয়তো কোন দিন

অতিথি লেখক এর ছবি

কোকোর আম্মারে স্বরাষ্ট্রমন্ত্রী বানানোর জন্যে আন্দোলনে নামন যায় তাইলে।

ক্ষেপেছেন কেন মশাই? আমি যদি আপনার ত্রুটি দেখতে না পাই ত' ভাল বন্ধু হব কি করে?

দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থেকে আগড়ম বাগড়ম অথবা ভাঁড়ামি মানায় না। এগুলো করে অতীতে অনেকে নিন্দিত হয়েছেন। ভাল যে সাহারা দ্রুত শুধরে নিচ্ছেন, এবং ক্রমশ যোগ্য করে তুলছেন নিজেকে। তিনি সম্প্রতি একজন মন্ত্রীর সীমাবদ্ধতা স্বীকার করে নিয়েছেন। আমার প্রধান যুক্তি ছিল কেউ যদি থানার ওসি-র মত কথা বলেন তাহলে তার স্বরাষ্ট্রমন্ত্রী হবার যোগ্যতা নেই।

প্রফাইল

....................................................................................................................
এভাবেই স্থবির ঘর একদিন উড়ে যাবে
উড়ে উড়ে যাবে

বকলম এর ছবি

- একটু রয়ে সয়ে। বিতর্কিত এবং বিশ্বাসে আঘাত করে কথা বলাই প্রগতিশীলতার পরিচয় নয়। বিশ্বাস মানুষের অধিকার।অন্যের অধিকারে আঘাত করার অধিকার কারও নেই এবং তা কারও মঙ্গল বয়ে আনে না।

সৌরভ এর ছবি

হ।
কী এক্টা কমেন্ট করসিলাম। মুইছা দিলাম।
হুমায়ুন আজাদ স্যাররে মনে পড়তেসিলো, তাই। বাঙালি খাইতারেনা, ধর্মানুভূতি নিয়া টানাটানি করে।


আবার লিখবো হয়তো কোন দিন

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

@ বকলম

বিশ্বাস মানুষের অধিকার।অন্যের অধিকারে আঘাত করার অধিকার কারও নেই

"ঈশ্বর বসে বসে কার্টুন অথবা পর্নো দেখছেন" শুনলে/পড়লে ধর্মবিশ্বাসীর মনে আঘাত লাগে, সেটাই তো বলতে চাইছেন? তাহলে বলি, আমি যখন শুনি/পড়ি "আল্লাহ মহান", আমার বিশ্বাসও কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারে। সেটা তো কখনও ভেবে দেখেননি বা প্রয়োজনবোধ করেননি ভেবে দেখার, কারণ আমি এবং আমার সমমনারা সংখ্যালঘু। বুঝে পাই না, ক্ষেত্রে-অক্ষেত্রে, কারণে-অকারণে ঈশ্বরের সপক্ষে সোচ্চার উচ্চারণ বিশ্বাসীদের অধিকারভুক্ত হলে ঈশ্বরবিরোধী বক্তব্য উচ্চারণের অধিকার ঈশ্বর-অবিশ্বাসীদের থাকতে পারবে না কেন?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমি ভোট দিতে পারতেছি না ক্যান? কাহিনী কী?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দৃশা এর ছবি

এসব জিনিস আর পড়তে ইচ্ছা করে না...এসব জিনিস আর দেখতেও ইচ্ছা করে না। কারন যতবার এদের মুখোমুখি হয় নিজেকে ধিক্কার দেওয়া ছাড়া আর কিছুই করার থাকে না। সৃষ্টিকর্তা যদি আমাদের সৃষ্টি করে থাকেন তবে কেন আমাদের এতোটা করুন পরিণতি, কেনই বা তিনি এতোটা সবলের পক্ষপাতী, আর কেনই বা আমাদের এতোটাই অক্ষম করে বানানো।
----------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

এই বিভীষিকাময় হত্যাযজ্ঞ থামবে কবে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

প্রকৃতিপ্রেমিক এর ছবি
সাকিব [অতিথি] এর ছবি

যে একটি আত্মা ধ্বংস করে, সে যেন একটি বিশ্বকে ধ্বংস করে। যে একটি প্রাণকে রক্ষা করে, সে যেন একটি বিশ্বকে রক্ষা করে।

যখন ইহুদি দের উপর ধ্বংসযজ্ঞ নেমে আসে তখনই শুধু উপরিউক্ত বানী আবৃতি করা হয় মনে হচ্ছে......... শিন্ডলার'স লিস্ট এর শেষ দিকে তাই মনে হচ্ছিল।

আর যখন ইহুদিরা ধ্বংসযজ্ঞ চালায় তখন তারা মনে হয় চায় উপরের বানী টা ভুলে যেতে.........এখন যা মনে হচ্ছে।

ilajar   islam এর ছবি

Nice post. May be we can`t do much about them @ this moment apart some table storm . but we can do boycott this israeli brands & leave the job if u are working under some of this companies হাসি, wich might help EFFECTIVELY.

KIMBERLY-CLARK
COCA-COLA
NESTLE
INTEL
SARA LEE
DISNEY
Auchan
Biotherm
Banana Republic
Bb
Hugo Boss
Calvin Klein
Buitoni
CocaCola
J.Crew
Carrefour
DANONE
Clinique
DIM
Disney
DonnaKaran
GAP
LA MER
Garnier
HR
Jo Malone
LOREAL
Marks&Spencer
Organics
MAYBELLINE
Maggi
Nestle
LA roche-Posay
Pryca
REDKEN
Ralph Lauren
Vichy
SelfRidges&cq
TOMMY HILFIGER
GONSON & GONSON
Revlon
KIWI
NOKIA
WonderBra
GEorgia Lighting
SChweppes
Sunkist
TIME
ICQ
FANTA
Sprite
IBM
STAR
20th century Fox
National Geographics
SUN
Daily Telegraph
STAR TV chnnls
Intel
Gossard
Lancom
Estee Lauder

and next time u use gonson & gonson, just remm some snaps u saw early.

রানা মেহের এর ছবি

ইসরায়েল একটা কলঙ্কের নাম
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সাইফুল আকবর খান এর ছবি

মন খারাপ

মৃত মানুষ মৃত্যুরও গভীর দুঃখ নিয়ে মৃত সহ-ব্লগারকে ব'লে যায়- লেখা অনেক গভীর ভালো হয়েছে।

মন খারাপ

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

সময়ের মোয়বিয়াস স্ট্রিপে হেঁটে দাভিদ আজ পলেস্টীয়দের শিবিরে,
গলাইয়াথ জন্ম নিয়েছে যিহোবার লোকদের ঘরে।

দারুণ উপমা! মোয়াবিয়াস স্ট্রিপে আবদ্ধ সময়ে দাভিদ আর গলাইয়াথ কেবলই পাল্টে চলেছে শিবির। দর্শকেরাই কেবল নিশ্চল।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।