শিঙালো ছড়া ১১

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ০৮/০৩/২০০৯ - ৯:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রীতিমতো বড়দের ছড়া। শ্লীলবায়ুগ্রস্তদের পাঠ নিষেধ। সংসারে এক সন্ন্যাসীর "কামরাঙা ছড়া" সিরিজ দিয়ে বহুলাংশে অনুপ্রাণিত। শিরোনামে আংরেজি HORNY কথাটার বাংলা অনুবাদের দুশ্চেষ্টা করা হয়েছে।

হিমেরিক ৩১

আন্টি বাসায় ছিলেন না তাই পরিস্থিতি ভিন্ন
হঠাৎ ফেরায় তোমার আমার ক্রীড়ার আবেশ ছিন্ন
হায়, হুঁশিয়ার একটু হতাম!
খোলাই ছিলো জামার বোতাম ...
তোমার মায়ের দুই চোখে তাই প্রশ্নবোধক চিহ্ন!

হিমেরিক ৬২

জুলেখাকে চেন? প্রতিবেশী এক ষণ্ডা ব্যাটার শালি সে,
একদিন ঘরে ফিরে দেখি শুয়ে আছে মাথা দিয়ে বালিশে।
থতমত খেয়ে শুধাই কুশল
শুনি ঘরে নেই প্যারাসিটামল
মাথাব্যথা নাকি দূর হতে পারে কেবলই আমার মালিশে!


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা হা
উত্তম জাঝা!

ইশতিয়াক রউফ এর ছবি

একদম জীবন থেকে নেওয়া! চোখ টিপি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ভাব তো নেন ইনোসেন্ট বালকের! তলে তলে অ্যাতো! অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইশতিয়াক রউফ এর ছবি

আমি তো হিমু ভাইয়ের জীবন থেকে নেওয়া বলেছি!

আর, আমারটা তো in-no-sense ঘরানার ইনোসেন্স। চোখ টিপি

সবুজ বাঘ এর ছবি

একদম যৌবন থিকা মেওয়া।

নুরুজ্জামান মানিক এর ছবি

গুল্লি গড়াগড়ি দিয়া হাসি
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

উত্তম হাহা হাসি

কিন্তু কথা হচ্ছে, আপনি কেন ধুগোর ভাগে হাত বাড়ালেন? অন্যের শালীর মাথা-মালিশ...! ধুগো কোথায়?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ফারুক হাসান এর ছবি

ধুগো এই সান্ত্বনা পেতে পারে যে কেবল মাথাই মালিশ...
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

শাহেনশাহ সিমন এর ছবি

গুল্লি
........................................................

শাহেনশাহ সিমন

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সবজান্তা এর ছবি

জুলেখার জায়গায় ইরিনা বসাইলে কি বাস্তবতা পাওয়া যাইতে পারে ? চিন্তিত


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি
ধুসর গোধূলি এর ছবি
পান্থ রহমান রেজা এর ছবি

সৈরম।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ব্যাপক...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আলমগীর এর ছবি

দারুণ।
ন কামের বশে টুপিটাতো পুরা খুলল না, কেমনে হবে?

ষন্ডা -> ষণ্ডা

(হিমুর পোস্টে বানান ভুল ধইরা বড় আরাম পাইলাম) দেঁতো হাসি

হিমু এর ছবি

চলুকচলুকচলুক

আমরা সবাই সবার বানান ভুল ধরিয়ে দেবার একটা গেইম খেলতে পারি। ভুলপ্রতি ১ পয়েন্ট। দেখি কার কত পয়েন্ট হয়। এতে করে সবারই বানান নিয়ে দক্ষতা বাড়বে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ইশতিয়াক রউফ এর ছবি

হায় হায়, আমার ফেব্রুয়ারি মাসের পয়েন্টগুলোর কী হবে তাহলে? রোলওভার নাই? খাইছে

রেনেট এর ছবি

হিমুভাই গত কয়েকদিন ধরেই ফর্মের চুড়ান্তে......রহস্যটা কি? দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কিছু পয়েন্ট কামাই এর ছবি

চুড়ান্তে = চূড়ান্তে

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

হি হি !

Lina Fardows

হাসিব জামান এর ছবি

মজাইলাম চোখ টিপি
-----------------------------------------
ভালবাসা তুমি - প্রেয়সীর ঠোঁটে প্রগাঢ় চুম্বন;
ভয়হীন তবু, দেখলে দেখুক না লোকজন।

নজমুল আলবাব এর ছবি
অনিশ্চিত এর ছবি

কিরম কিরম কতা কয়! কিডা জানি আবার টুপির কতাও কয়েছে।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

অতন্দ্র প্রহরী এর ছবি

জুলেখাকে চেন?
চিনি তো। আমার সুন্দরী চাইনিজ কলিগের নাম "জেসিকা", ওর সামনে ওর সম্পর্কে কথা বললে ও যেন বুঝতে না পারে, তাই ওর কোড নেম রাখা হয়েছে - "জুলেখা" দেঁতো হাসি

এরকম সবারই একটা করে কোড নেম আছে - লাইলী, আলেয়া, জংলী, সোনামনি, ইত্যাদি।

কিন্তু সবচেয়ে মজার কথা যেটা - আজ জুলেখার সত্যি সত্যি মাথাব্যথা করছিল জন্য হাফ ডে লীভ নিয়ে বাসায় চলে গেল আগেই খাইছে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আচ্ছা... এজন্যই প্রহরীরে পাওয়া যায় নাই?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অম্লান অভি এর ছবি

জুলেখা জেসিকা আরও কত কি..............সেসব থাক তোলা, তবে জব্বর হয়েছে বলা।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

স্বপ্নাহত এর ছবি

আহারে! কবে যে বড় হমু । আর কবে যে জুলেখারে চিনমু মন খারাপ

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

রণদীপম বসু এর ছবি

আমি কিন্তু পড়ি নাই ! তাই জিগাইলে কইতে পারুম না কী লেখছে !!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জি.এম.তানিম এর ছবি

কি দিলো রে... গড়াগড়ি দিয়া হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দুর্দান্ত এর ছবি

বোতামালিশ!

গৌতম এর ছবি

অসময়ে হিমুর বাসায় হাজির হওয়ার জন্য আন্টির আইপিসহ ব্যান চাই। তবে বুকের বোতাম খোলা দেখে শুধু চোখে প্রশ্ন ঝুলানোয় (এবং মুখ দিয়ে কিছু না বলায়) এবারের মতো ছাড় দেওয়া যেতে পারে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ইশতিয়াক এর ছবি

Horny এর বাংলা টা জটিল হয়েছে। হেহে। কবিতাও জটিল।তবে খেয়াল রাখবেন কোমল সম্ভার ধরণের বাংলা যেন তৈরি না হয় দেঁতো হাসি

সাইফুল আকবর খান এর ছবি

চলুক
দেঁতো হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

ভূঁতের বাচ্চা এর ছবি

দুইটা একদম ভিন্ন স্বাদের হইসে ভাইয়া !
মজা পাইসি।
-------------------

--------------------------------------------------------

মাল্যবান এর ছবি

জুলেখার যিনি দুলাভাই তিনি হন ষণ্ডা
লাগাইলো হিমুরে দুই চার গন্ডা
“দুলাভাই, আর নয়”
কাতর জুলেখা কয়
“বড় ভালো মাথা টিপে,দিছি ওরে মনডা”

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।