Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

মকবুল-জগলুল ছড়া (২)

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ০৬/০৫/২০০৯ - ৪:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এটা একটা অনিয়মিত ছড়ার সিরিজ। চরিত্র দু'টি, মকবুল আর জগলুল। এদের ভূমিকা পাল্টাবে। বাস্তবের সাথে মিল কাকতালীয়, ছড়াকার বা আর কেউ দায়ী নন।

মকবুল মডারেটু, জগলুল বুনো
মকবুল আধাপাকা জগলুল ঝুনো।
মকবুল বাঁধাধরা, জগলুল খোলা
দুইজনে একই জল রোজ করে ঘোলা।
মকবুল ধেনো খায়, জগলুল কফি
মকবুল পানও খায়, জগলুল টফি।
মকবুল ঘ্যাঁচাঘ্যাঁচ, জগলুল ঠাঠা
মকবুল গরু কাটে, জগলুল পাঁঠা।
মকবুল কাটেছাঁটে, জগলুল ঢালে
দুইজনে ফোঁসফাঁস হাওয়া দেয় পালে।
মকবুল দ্যাখেশোনে, জগলুল কয়
মকবুল তাল গোণে, জগলুল লয়।
মকবুল মডারেটু, জগলুল হাওয়া
ফাঁকতালে ছাগু ভাজে কী গরম তাওয়া!


মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

মজা পাইলাম! দেঁতো হাসি

স্নিগ্ধা এর ছবি

হিমু, তার মানে পেট ঠান্ডা হইসে? দেঁতো হাসি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

আমার আশঙ্কা ভুল প্রমাণ করে দিয়ে মকবুল-জগলুলের দ্রুত দ্বিতীয়-আগমন হলো বলে আমি বেজায় খুশি হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আলমগীর এর ছবি

শেষের লাইনের স্বত্ব দিতে হইবেক।

এনকিদু এর ছবি

ছড়ায় মজা পেয়েছিলাম, কিন্তু ভাবার্থ ভাবিয়ে তুলল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ... ঘটনা সত্যি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অবাঞ্ছিত এর ছবি

চ্রম হইসে

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিকআছে।

কীর্তিনাশা এর ছবি

সুতিব্র ছড়া !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দ্রোহী এর ছবি

[পরে কমু]

রেনেট এর ছবি

ছড়ার সাথে মকবুল আর জগলুলের কার্টুন হইলে মন্দ হয় না
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

লুৎফুল আরেফীন এর ছবি

সময়োপোযোগী ... ..

একটা ও-কার কোথায় জানি বেশী হইলো, বুঝতেছি না। থাক কারো ঠিক করা লাগবে না...ঐরকমই থাকুক!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

সাইফুল আকবর খান এর ছবি

হ, প-য়ের মধ্যে ওকারটা নাই।
বাদ দিয়া দেন না!
হাসি

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

মামুন হক এর ছবি

অক্করে সৈরম হইছে জনাব!

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

মজারু

নুরুজ্জামান মানিক এর ছবি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

এনকিদু এর ছবি

ওরে খাইছে রে । পোস্টের চাইতে কমেন্টে দেখি বেশি পাওয়ার খাইছে


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

নজমুল আলবাব এর ছবি

মানিক ভাই দ্রষ্টব্য।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

বিপ্লব রহমান এর ছবি

ব্যাপক! চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সাইফ এর ছবি

হা হা হা, মজার

সাইফ এর ছবি

আহা, ২ লম্বরের আমদানী হইছে, ধন্যবাদ।

সাইফুল আকবর খান এর ছবি

হাসি
ইশারা হি কাফি হ্যায়!
মুসকুরানা ভি!

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।