গিরিগিটি জীবন

নীড় সন্ধানী এর ছবি
লিখেছেন নীড় সন্ধানী (তারিখ: শুক্র, ২৯/০৫/২০১৫ - ৩:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রথম জীবন.
প্রথম জীবনটা দারিদ্রক্লিষ্ট। খুব কষ্ট করে পড়াশোনা, তীব্র অভাব আর টানাটানি। টিউশানি করে পড়ার খরচ, একাংশ সংসারেও যায়। সমাজ ভাঙার স্বপ্ন দুচোখে। পড়াশোনার সাথে সমাজতান্ত্রিক ব্যবস্থার আন্দোলনে। নতুন সমাজ গড়ে তোলার আকাংখা। দেয়ালে দেয়ালে পোস্টার ছেয়ে যায় স্বপ্ন শ্লোগানে। সারা রাত চিকা মেরে ভোরবেলা ঘুম। উই শ্যাল ওভার কাম, উই শ্যাল ওভার কাম সাম ডে.... নতুন দিন একদিন আসবেই। পূর্ব দিগন্তে নতুন সূর্য।

দ্বিতীয় জীবন.
পড়াশোনা শেষ হলো চার বছরের সেশান জটের লেজে। চাকরীর সন্ধানে পথে পথে। ছাত্র ভালো, সরকারী চাকরীর ইন্টারভিউ বোর্ডে উৎরে যায়। দুঃস্বপ্নের রাত কেটে যায় নতুন চাকরীর সুরভিতে। আপাততঃ টিকে থাকার চেষ্টা। বেতনের টাকার পরিমান টিউশানীর চেয়ে খুব বেশী না হলেও নতুন পথের সন্ধান পেয়ে বিভোর তরুণ। বিয়ে করে সংসার সাজাতে শুরু করে একদিন। উন্নত জীবনের স্পর্শে আস্তে আস্তে ফিকে হতে থাকে সমাজবদল, বিপ্লবের স্বপ্ন, মিছিল মিটিং কবিতা চলে যেতে থাকে স্মৃতির ঘরে।

তৃতীয় জীবন.
আরো এক দশক পর সরকারী চাকরীতে পোক্ত। সমাজে নাম ডাকের পাশাপাশি ব্যাংক ব্যালেন্সও উপচে পড়ছে। বছর বছর বদলানো লেটেষ্ট মডেলের গাড়িগুলো সিনেমার রাজপুত্রদের কথা মনে করিয়ে দেয়। তরুণের দারিদ্র যাদুঘরে, সমাজতন্ত্র আস্তাকুড়ে, মগজ মার্কিন ডলারের ঘুর্নিপাকে। সেই নোংরা অতীত, সমাজতন্ত্রের স্বপ্ন, শোষণমুক্ত সমাজের অস্তিত্ব সবই ভুল প্রমানিত হতে থাকে। জীবনের প্রথম পর্বটা তামাশা হয়ে যায় এখানে এসে।

এটা কেবল একটা মানুষের গল্প নয়। অনেক মানুষের সম্মিলিত অবস্থান, ভিন্ন ভিন্ন অবস্থানে থাকা মানুষের দলবদ্ধ পরিবর্তন।। মানুষের জীবন এরকমই। গিরিগিটির মতো কেবল রঙ বদলাতে থাকে। যখন যে বর্ণ ধারণ করে তখন সেই বর্ণের প্রতি যুক্তি ধরতে থাকে। মানুষকে নিয়ে চিরস্থায়ী কোন মোহ থাকতে নেই।


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আড়ালে কেন, নীড়ুদা?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নীড় সন্ধানী এর ছবি

ভয়ে চাল্লু

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

অতিথি লেখক এর ছবি

মোহ আর থাকে কই..…..…।দারিদ্রতা জাদুঘরে গেলেও মানুষের প্রতি মোহ থাকে না।মোহ স্থান দখল গভর্ণরের সাক্ষরে।
এ্যানি মাসুদ

অতিথি লেখক এর ছবি

প্রলম্বিত প্রথম জীবনেও থেকে যায় কেউ কেউ। অতি অল্প।

মানুষ মরে গেলে পঁচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়- এটাই সত্য।

ভালো লাগলো। লেখার কোথাও যেন ব্যাথার সুর।

স্বয়ম

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।