হাওয়াই মিঠাই ৬

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: মঙ্গল, ২৭/০৫/২০০৮ - ১০:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

বৈদেশে বসতি গাড়লে, কমবেশি সকলেরই পছন্দের চ্যানেল একটাই হয়, নাম তার ইউটিউব।

উপমহাদেশীয় চ্যানেলগুলায় এখন ট্যালেন্ট হান্ট জাতীয় সংগীত প্রতিযোগীতার ছড়াছড়ি। ঘরে ফিরে বউ তার জাগতিক সকল কর্ম ভুলে ইউটিউব খুলে নিয়ে বসে। এর মাঝে চ্যানেল আই সেরা শিল্পী নামের একটা অনুষ্ঠান খুব জাঁক জমক নিয়ে শুরু হয়েছে। ক্লোজআপ ওয়ানের মতই একটা প্রোগ্রাম, তবে এদের বাজনা বোধহয় আরো বেশি!

আমার আবার সময়ের টানাটানি। সারাক্ষণই নিজের জন্যে মাল্টি টাস্কিং ফর্মুলা চালাতে হয়। ডেস্কটপে কোন মুভি চালিয়ে দেখতে দেখতেই ল্যাপটপে হয়ত গুগল ডক খুলে হাওয়াই মিঠাই এর ড্রাফ্ট সেরে নিচ্ছি। অথবা সচলায়তনে ঢুকে টুক টাক মন্তব্য ঝেড়ে দিচ্ছি।
কিন্তু বউয়ের সেটা পছন্দ নয়!

সিনেমার বেলায় মুখ বুজে সহ্য করে। কিন্তু গানের এই প্রোগ্রামগুলোতে আমার হাংকি পাংকিতেও কাজ হয় না। এক দফা এক দাবী, পূর্ণ মনোযোগে সেই গান আমার দেখা চাই।

তা দেখি, কিন্তু ওর চোখ এড়িয়ে ল্যাপটপে নিজের কাজ চালাতেও ভুলি না। মাঝে মাঝে খুব ভাব নিয়ে বলি, "নাহ, এই জায়গাটা ভাল গায় নি, সুর কেটে গেছে।" অথবা, "বাহ, এ তো খুব ভাল গায়!"
সবসময় অবশ্য পার পাই না, মাঝে সাঝেই ধরা খেয়ে যাই। কারণ বউ প্রায়শই স্পট কুইজ নেয় আমার। "বলতো জাজ কি বলেছে মাত্র?" অথবা, "মেয়েটার এক্সপ্রেশানটা দেখলি?"
তো, এই ক্যুইজের ভয়েই আমার মনোযোগ বাড়িয়ে দিতে হয়, কি আর করা।

চ্যানেল আইয়ের প্রোগ্রামটা বেশ আটঘাট বেঁধেই করা হয়েছে। পরিকল্পনায় আছেন বোধহয় আফজাল হোসেন। স্টেজের জাঁকজমক দেখে চোখ ধাঁধিয়ে যায়। জাজ প্যানেল নিয়ে তো কোন কথাই হবে না, আমাদের একদম সেরা সব শিল্পীদের নিয়ে আসা হয়েছে সেখানে। কিন্তু ফারজানা ব্রাউনিয়া এরকম রোবট হয়ে গেল কেমন করে? ওর আগের কোন একটা স্ট্রিট শো জাতীয় কিছু একটা দেখেছিলাম, সারাক্ষণই দৌড় ঝাঁপ করে বেড়াত সেখানে। আহা, দেখতেও ভাল লাগতো। কিন্তু গানের অনুষ্ঠান যেমনটা হওয়া দরকার, ভীষণ প্রাণবন্ত, এখানে তার ছিটে ফোঁটাও নেই! একদম নিক্তি দিয়ে মেপে মেপে কথা বলছে, ভীষণ দৃষ্টিকটুভাবে একবার ডানদিকে ফিরছে আবার বাম দিকে, সত্যিই যেন রোবোকপ দেখছি! সেই প্রাণময়তা কোথা হারালো?
এর চেয়ে বরং ঐ মেয়েটাকেই উপস্থাপনায় নিয়ে এলে ভাল হতো- নাম ভুলে গেছি- দিহানের বোন- জেলায় জেলায় বাছাই পর্বগুলোয় যে উপস্থাপনা করছিলো। ও-ই বরং অনেক বেশি মানানসই। আফজাল বোধহয় অন্য দেশের ট্যালেন্ট হান্ট প্রোগ্রামগুলো খুব একটা দেখেন নি, নিদেনপক্ষে আমাদের দেশেরই এনটিভি আয়োজিত আগের দুটো ক্লোজআপওয়ান! দেখে নিলে ভাল হতো।

খুঁজে খুঁজে গানের অনুষ্ঠান দেখার বাতিক আছে আমাদের দুজনেরই। এরকম আরেকটা প্রোগ্রামেরও নিয়মিত দর্শক আমরা দুজন, আমারও গাইতে ইচ্ছে হলো। ফারাহ রুমার উপস্থাপনায় মূলত গীতিকার বা সুরকার যারা গানও করেন, তাদের নিয়েই এই অনুষ্ঠান। এটার ডেব্যু করেছিলাম অর্ণবকে দিয়ে, তাতেই আরো ভক্ত হয়ে গেছি। ফারাহ রুমার স্মার্টনেসও দেখবার মতন, সুন্দর বাংলায় উপস্থাপনা করে, খুব সহজেই বিজ্ঞাপন বিরতি নেয়, ব্রেক নেবার দরকার হয় না। কথাও বলে "দর্শক"দের উদ্দেশ্য করে, ভিউয়ার্সদের নয়। এইখানে নিশ্চয়ই পরিচালকের কিছু কারিগরি আছে, তারপরেও উপস্থাপিকাকে অনেক ধন্যবাদ আমাদের সহজ সুন্দর বাংলার শান্তি দেবার জন্যে।

এরকম আরেকটা অনুষ্ঠান দেখতে গিয়ে মজা হলো। নাম ভুলে গেছি সেটার, অতিথি হিসেবে এসেছিলেন বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন আর শ্রাবস্তী তিন্নি। বাপ্পা ইমন ঠিকাছে, কিন্তু গানের প্রোগ্রামে তিন্নিকে দেখে একটু বিষমই খেলাম। কাহিনি কি? খানিক কথাবার্তার পরে যখন শুনলাম তিন্নি গান গাইবে, এবারে সত্যিই নড়েচড়ে বসলাম। মোটামুটি নিশচিতই ছিলাম, আরও একটা ঘোড়ারোগের প্রকৃষ্ট উদাহরণ পাবো ও গলা খুললেই। আনন্দে আমার থাবা থেকে নখ বেরিয়ে গেলো, এইবার পাইছি!

কিন্তু ও গান শুরু করতেই অবাক হলাম! চমৎকার গলা, আর খুবই সুন্দর গায়কী। মিতালি মুখার্জীর বহু পুরনো একটা গান "হারানো দিনের মত, হারিয়ে গেছ তুমি" খুবই চমৎকার করে গাইলো। ভুল টুল ছাড়াই খুব চমৎকার করে সামলে নিলো গানের কারুকাজগুলো। আমি, প্রকারান্তরে মুগ্ধই হলাম বলা চলে।

ওই গানটা নেই, তবে তিন্নির আরেকটা গান পাওয়া গেছে নেট খুঁজে। এখানে তুলে দিলাম সেটা।
কদিন ধরে ঘুরেফিরেই শোনা হচ্ছে গানটা, ভালও লাগছে বেশ।

Vabe_Mon_Okaron_Sa...


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

ঠিক মতো টিভি দেখা হয়না অনেকদিন। খালি ফুটবল খেলা থাকলে যাই...আর কালেভদ্রে বাসায় গেলে বসে বসে বিজ্ঞাপণ দেখি। হাসি

তিন্নির গানের লিঙ্ক এর জন্য থ্যাঙ্কু। নেটের যেই স্পিড আল্লাই জানে ঠিকমতো শুনতে পার্বো কিনা...
---------------------------------

সবজান্তা এর ছবি

আর কিছু না হোক, এসব ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার ঠেলায় আমার মত সংগীত-অজ্ঞ মানুষ এখন সংগীতজ্ঞ হওয়ার পথে। বিশেষত ভারতীয় টিভি চ্যানেলেরগুলি দেখার পর, তার-সুর-লয় ইত্যাদি ব্যাপারে জাজদের মনোমুগ্ধকর-চুলচেঁড়া বিশ্লেষণে আমার জ্ঞান উপ্‌চে পড়ছে।


অলমিতি বিস্তারেণ

কনফুসিয়াস এর ছবি

ভারতীয় অনুষ্ঠানগুলো দেখতে খারাপ লাগে না। মোটামুটি পুরোটা সময়ই ফুর্তি ফুর্তি একটা আমেজ থাকে।
তাছাড়া, ইয়ে, মানে, মিনি মাথুরের আমি আবার বিশেষ ফ্যান কি না!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

mina এর ছবি

বাহ! আমিও জানতাম না তিন্নি গান গাইতে পারে। বেশ ভাল লাগল শুনে। অনেক ধন্যবাদ এত সুন্দর কন্ঠ কে পরিচই করিয়ে দেয়ার জন্য। আমাদের দেশের এই নতুনত্য ধরে রাখতে পারলে আশা করি ভালো গানের উপহার পাব ভবিষ্যতে।

~মিনা~

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

তিন্নি ছোটবেলা থেকেই গানের চর্চা করে... তবে আনুষ্ঠানিক ভাবে কখনও তার গান শোনা হয় নাই... টিভিতেও দেখা হয় নাই। বিভিন্ন আড্ডায় তার গুনগুনানি শুনছি...
বাপ্পাদার ষ্টুডিওতে মাঝে মাঝে গাইতেও শুনছি... কিন্তু সকলই আড্ডায়... আড্ডাতেই নজর... তার গানে নজর যায় নাই। আপনার লিঙ্কটাতে টোকা দিয়া রাখছি... নেটের স্পীড যা...
তবে তিন্নি কতটা ভালো গায় তা নিয়া আমার সন্দেহ আছে... উচ্চ ধারণা আমার নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কনফুসিয়াস এর ছবি

খারাপ গায় না বস, আমার কাছে বেশ ভাল লাগলো। শুনে দেখতে পারেন।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অমিত এর ছবি

অর্ণবের ঐ প্রোগ্রামটা সেদিন কৈ যেন দেখলাম। বেশ লাগল। এটিএন বাংলায় সুমন (ব্যাসবাবা) আনপ্লাগড নামে একটা প্রোগ্রাম করে। ঐখানে নোভার ফজলের মুখে আযম খানের গান শুনলাম সেদিন।

কনফুসিয়াস এর ছবি

সুমনের প্রোগ্রামটাও দেখেছি কয়েকটা।
কিন্তু এই ব্যাটা সারাক্ষণ সানগ্লাস পরে থাকে কেন স্টেজে? আজিব লাগে দেখতে!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাওয়াই মিঠা বরাবরের মতো।

তিন্নির গান প্রসংগেঃ
ওপস!!!

কনফুসিয়াস এর ছবি

ওপস ক্যা?
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মুশফিকা মুমু এর ছবি

আমার এ গানটা আছে, আমিও শুনে প্রথমে অবাক হয়েছিলাম, তিশা গান হায় জানতাম কিন্তু তিন্নি করতো জানতাম না। গানটা আমারও খুব ভালো লাগে আর ও গায়ও ভাল কিন্তু ওর গলা এতো মিষ্টি লাগল না।
-------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কনফুসিয়াস এর ছবি

না, মিষ্টি না, খানিকটা হাস্কি বরং।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

দ্রোহী এর ছবি

ক্লোজআপ ওয়ানে আমার সবচাইতে প্রিয় গায়ক:


কি মাঝি? ডরাইলা?

কনফুসিয়াস এর ছবি

হা হা হা!
এইটা তখুনি দেখছিলাম বস। কঠিন পাবলিক!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সুমন চৌধুরী এর ছবি
আলমগীর এর ছবি

একই অনুষ্ঠানে তিন্নি লাকী আখন্দের "আমায় ডেকো না" গানটাও গায়, এবং খুবই ভাল গায়।

কনফুসিয়াস এর ছবি

ও আচ্ছা। এটার কথা বলতে ভুলে গেছিলাম।
হু, এটাও ভাল গেয়েছে অনেক।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মুজিব মেহদী এর ছবি

নজরুল ভাইয়ের মতো আমিও চাপ দিয়ে রাখলাম, এর মধ্যে টাইমড আউটের খপ্পরে না পড়লে হয়ত শোনা হবে। দেখি কেমন গায় ও।

কিছুদিনেই বুঝে গেছি, আপনারা সংগীতপাগল দম্পতি এক। ভালো।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

তির এর ছবি

আপনারা মানে আপনি আর আপনার বউ কি তুই তোকারি করে কথা বলেন?->"মেয়েটার এক্সপ্রেশানটা দেখলি?"
! মজার !

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এর ধারাবাহিকতায় এখন কি মহান মানবের ইউট্যুব দেখেন? চোখ টিপি

পুনশ্চঃ মনের মুকুরে একটি অভিশাপ! মন খারাপ

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

কনফুসিয়াস এর ছবি

হা হা হা। নাহ, এখন একেবারে বেছে বেছে দেখি। এই লেখার পরে বয়স বেড়ে গেছে বারো বছর। এখন তাই সময়ের মূল্য দিয়ে চলি। হাসি

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হ, টাইম ইউ ওল্ড জিপসি ম্যান...

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।