বনফুলের গল্পসমগ্র-

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: মঙ্গল, ২৮/১০/২০০৮ - ৮:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

কলিকালে এক ডাক্তার জন্মিয়াছিলেন বাঙালাদেশে। তাঁহার পসার ছিলো, সেই সাথে প্রাণের ভিতরে সাহিত্য করিবার প্রেসারও ছিলো। নিজের দাওয়ায় বসিয়া তিনি প্রেসক্রিপশানে রুগীদের কষ্টের হিস্টরী লিখিতেন। আর তাহাদের সহিত আলাপের অবসরে, মনের ভিতরের কোন এক খাতায় নানা প্রকারের নোট লইতেন, সংস্পর্শে আসা নানাবিধ জীবন আর তাঁহাদের কাছ হইতে পাওয়া এই সব অলৌকিক গল্প তিনি কোন দিন লিখিয়া উঠিবেন এই আশায়। সেই সব প্লটগুলান তিনি একখানা খাতায় লিপিবদ্ধও করিয়া ফালাইলেন, ভবিষ্যতে সেগুলা পূর্ণতা পাইবে, ইহাই ছিলো কামনা।
কিন্তু তিনি ব্যস্ত‌ মানষ‌। মোটের ওপরে, তেমন করিয়া আর সময় করিয়া উঠিতে পারিলেন না। তখন ভাবিলেন, প্লটগুলান এই রূপেই গল্প হিসেবে ছাড়িয়া দিলে কিরূপ হয়? তো তিনি তাহাই করিলেন। এবং, নিজের অজান্তেই তিনি সৃষ্টি করিলেন গল্পের এক নতুন ধারা। গল্পিকা, গল্প-কণিকা বা আদিরূপ ছোটগল্প ঘুরিয়া অদ্যকার কলিযুগে সকলে যাহাকে অণুগল্প হিসাবে চেনে।
*
একটু হাসফাঁস লাগলো এইটুকু লিখতেই। তবে ব্যাপারটা ইন্টারেস্টিং। চলিত ভাষায় লিখতে গেলে সম্ভবত একটু বর্ণনার প্রয়োজন পড়ে বেশি, সাধুতে সেটা অল্প কথায় সেরে ফেলা যায়!
বলে রাখা ভাল, উপরের চিত্রটি পুরোপুরিই আমার কল্পনা। বাস্তবে এমনটাই ঘটেছিলো কিনা জানা নাই।
যাকগে, কথা সেটা না। ডাক্তার মশায়ের লেখা গল্পগুলো পড়ছিলাম কদিন ধরে, সেই নিয়েই কিছুক্ষণ আলাপ পাড়বো বলে বসলাম আজ।
ডাক্তার মশায়ের নাম ছিলো বলাইচাঁদ মুখোপাধ্যায়। কিন্তু ভদ্রলোক তাঁর গল্পের মতই নামেরও অণু-করণ করে ফেলেছিলেন। বাংলা সাহিত্যের পাঠকমাত্রই তাঁকে বনফুল নামে চেনে।
অল্প-বিস্তর কিছু গল্প আগেই পড়া ছিলো, এইবারে হাতে পেলাম পুরো গল্পসমগ্র! এবং গত কদিন ধরে বেশ চেটে-পুটে পড়লাম সেটা।

সবচেয়ে যেটা মজা লেগেছে, বইটার নাম "বনফুলের গল্প সমগ্র"। সোজা সাপ্টা "গল্প"ই, আগে পিছে কোন ছোট বা অণু নেই। এমনকি বইয়ের শেষের যুক্ত নানাজনের আলোচনায় বনফুলের গল্পের আকার অনুযায়ী এদের গল্পিকা বা গল্প-কণিকা বলে যে মত আছে, নামকরণে সেটা পেলাম না। অবশ্য, একটা কারণ হতে পারে, এই সংকলনে বনফুলের বেশ কিছু দীর্ঘ্য, মানে কেবল বনফুলের অনুপাতেই নয়, সত্যি সত্যিই লম্বায় বেশ কিছু দীর্ঘ্য গল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধুই গল্প সমগ্র বলার সেটাও একটা কারণ হতে পারে।
তবে কথা সত্য, বনফুলের বড় গল্প আছে জানতে পারাটা আমার জন্যে একটা আবিষ্কারই বটে।

বরাবরের মতই সবার আগে আমার নজর কাড়লো এর ভূমিকাটুকু। এবং মজা হলো টেনেটুনে তিন প্যারার এই ছোট্ট ভূমিকাটুকুতেই বনফুলের রসিক মনের বেশ সুন্দর পরিচয় পাওয়া যায়। আমি শুধু প্রথম প্যারাটুকু তুলে দিচ্ছি এখানে-
" আমার গল্প যাঁহারা ভালবাসেন তাঁহাদের কাছে আমার লেখা সম্বন্ধে ভূমিকা নিষ্প্রয়োজন। যাঁহারা ভালবাসেন না তাঁহাদের কাছে আরও নিষ্প্রয়োজন। যাঁহারা আমার লেখার সহিত পরিচিত নহেন তাঁহারা গল্পগুলি পড়িলেই আমার স্বরূপ জানিতে পারিবেন। তাঁহাদের উদ্দেশ্যেও আমার বিশেষ কোন নিবেদন নাই। "
এই না হলে বনফুল!

তা সত্যিই, তাঁর স্বরূপ জানা গেছে বেশ।
এই সাইজের গল্পয় যেটা হয়, গল্পের শেষ হতে হবে অবশ্যই একটা চমকের সাথে। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় গল্পের শেষ লাইনটুকু। প্রথম বেশ কিছু গল্প পড়ার পরে মনের ভেতর এমন একটা অনুভূতি হলো আমার, যে, পরবর্তীতে যে গল্পটাই শুরু করতে যাই, আপনাতেই তার শেষ লাইনটুকুর জন্যে অপেক্ষা করি। কারণ, জানি যে ঐ লাইনটাতে এতক্ষণের সব ছবি উল্টে-পাল্টে যাবে।

কদিন আগেই আমরা অণুগল্পের একটা সংকলন করলাম সচলায়তন থেকে। সেই সময়ে অণুগল্প কী বা কেমন, এই নিয়ে বিস্তর আলাপ হয়েছিলো। একেবারে চুড়ান্ত কোন সংজ্ঞা শেষ অবদি পাওয়া যায়নি বলেই মনে পড়ছে, তবে তারপরেও একটা রূপরেখা আন্দাজ করা গিয়েছিলো।
বনফুলের গল্পগুলো পড়তে গিয়ে টের পেলাম, অণুগল্পের বর্তমান ধারা বা ধারণা থেকে সেসব একেবারেই আলাদা।
আমরা যেটা বুঝেছিলাম, এই আকৃতির গল্পের ক্ষেত্রে পুরো কোন ছবি তুলে আনা যাবে না, বরং একটা জীবনের ছোট একটা অংশের উপর তাৎক্ষণিক আলো ফেলার মত করে গল্প বর্ণিত হবে। তো এই বইটা পড়ে মনে হলো, অণুগল্পের গুরুমশায় এসবের ধার ধারেন নি। মাঝে মাঝে দু থেকে তিন লাইনের ভেতরই একটা জীবনকাল তিনি বর্ণনা করে ফেলেছেন!
অবশ্য বড় গল্পগুলোয় তিনি অনেক বর্ণনা টেনে এনেছেন, তবে তার মধ্যেও কোথায় যেন অল্প কথায় সেরে ফেলার মত একটা সুর সারাক্ষণই বাজছিলো।

গল্পগুলো ভাবায় বেশ। এরকম নয় যে পড়লাম, আকারে ছোট, তাই চট করে ভুলে গেলাম। উহুঁ, তার উপায় নেই। বেশ খানিকক্ষণ মনের ভেতরে টুংটাং করে বাজে এসব গল্প।
আরেকটা ব্যাপার খেয়াল করলাম, চমক আনতে গিয়ে প্রায়শই এমনভাবে গল্পগুলোর সমাপ্তি ঘটছে, যেটা হয়তো পুরোপুরি স্বাভাবিক নয়। চট করে ভুলে যেতে না পারার এটাও একটা কারণ হতে পারে।

বনফুলের এই সমগ্রতে বেশ কিছু স্যাটায়ারও খুঁজে পাওয়া গেলো। এবং, বলতেই হয়, স্যাটায়ারে তাঁর দক্ষতা রীতিমতন ঈর্ষনীয় ছিলো।

তবে, বিশেষ করে একদম ছোটগল্পগুলো পড়ে আমার সত্যিই মনে হচ্ছিলো, যেন এগুলো তাঁর খেরোখাতায় টুকে রাখা কোন গল্পের প্লট। মানে অনেকেই যেমনটা করেন, গল্পের আইডিয়া মাথায় এলে নোটবুকে লিখে রাখেন দুএকটা শব্দ বা লাইন, বা গল্পের একটা মানচিত্র, অনেকটা যেন সেরকমই বনফুলের গল্পেরা। তবে, এ কথা অবশ্য স্বীকার্য, খেরোখাতায় টুকে রাখা প্লটের মত অসম্পূর্ণ নয় মোটেই তাঁর গল্পেরা। বরং একদম শতভাগ পরিপূর্ণ।

হার্ড কাভারে বাঁধাই করা গল্পসমগ্র-র প্রথম খন্ডটি প্রায় ৪৬৫ পৃষ্ঠার, কলকাতার গ্রন্থালয় প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। প্রথম প্রকাশের তারিখ দেখাচ্ছে পৌষ ১৩৮৭। মূল্য সেই আমলেই একশত টাকা।
গল্পের আকৃতিগুলো এতই লোভনীয় যে আমার বেশ কবার ইচ্ছে হচ্ছিলো বেশ কিছু গল্প এখানে কম্পোজ করে তুলে দিই। কিন্তু এই মুহুর্তে তা সম্ভব নয়। আপাতত একটা গল্পের কিয়দংশ আপনাদের সাথে শেয়ার করা যাক । গল্পের নাম- বিধাতা।
------
বাঘের বড় উপদ্রব। মানুষ অস্থির হইয়া উঠিল। গরু বাছুর, শেষে মানুষ পর্যন্ত বাঘের কবলে মারা পড়িতে লাগিলো। সকলে তখন লাঠি সড়কি বর্শা বাহির করিয়া বাঘটাকে মারিল। একটা বাঘ গেল- কিন্তু আরেকটা আসিল। শেষে মানুষ বিধাতার নিকট আবেদন করিল-
"ভগবান, বাঘের হাত হইতে আমাদের বাঁচাও।"
বিধাতা কহিলেন- আচ্ছা।

কিছু পরেই বাঘরা আসিয়া বিধাতার দরবারে নালিশ জানাইলো- " আমরা মানুষের জ্বালায় অস্থির হইয়াছি। বন হইতে বনান্তরে পলাইয়া ফিরিতেছি। কিন্তু শিকারী কিছুতেই আমাদের শান্তিতে থাকিতে দেয় না। ইহার একটা ব্যবস্থা করুন। "
বিধাতা কহিলেন, - " আচ্ছা।" (.....)
সুশীল পরীক্ষা দিবে। সে রোজ বিধাতাকে বলে, "ঠাকুর, পাশ করিয়ে দাও।"
আজ সে বলিল, "ঠাকুর, যদি স্কলারশিপ পাইয়ে দিতে পার, পাঁচ টাকা খরচ করে হরির লুট দেব--"
বিধাতা কহিলেন, - "আচ্ছা"
হরেন পুরকায়স্থ ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হইতে চায়। কালী পুরোহিতের মারফত সে বিধাতাকে ধরিয়া বসিল- এগারোটা ভোট আমার চাই। কালী পুরোহিত মোটা রকম দক্ষিণা খাইয়া ভুল সংস্কৃত মন্ত্রের চোটে বিধাতাকে অস্থির করিয়া তুলিল। ভোটং দেহি-- ভোটং দেহি--
বিধাতা কহিলেন, আচ্ছা, আচ্ছা--।( ....)
কৃষক দুই হাত তুলিয়া কহিল, "দেবতা, জল দাও --"
বিধাতা কহিলেন, আচ্ছা। (......)
দার্শনিক কহিলেন- "হে বিধাতা, তোমাকে বুঝিতে চাই-"
বিধাতা কহিলেন, - "আচ্ছা"
চীন দেশ হইতে চীৎকার আসিল, "জাপানীদের হাত হইতে বাঁচাও প্রভূ"।
বিধাতা কহিলেন, - "আচ্ছা"

একটু ফাঁক পড়িতেই বিধাতা পার্শ্বোপবিষ্ট ব্রহ্মাকে জিজ্ঞাসা করিলেন, " আপনার বাসায় খাঁটি সর্ষের তেল আছে?"
ব্রহ্মা কহিলেন, "আছে, কেন বলুনতো?"
বিধাতা- আমার একটু দরকার। দেবেন কি?
ব্রহ্মা (পঞ্চমুখে) " অবশ্য, অবশ্য।"
ব্রহ্মার বাসা হইতে ভাল সরিষার তৈল আসিল। বিধাতা তৎক্ষণাৎ তাহা নাকে দিয়া গাঢ় নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন।
আজও ঘুম ভাঙে নাই।


মন্তব্য

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

বেশ রস পেলুম!
চলুক
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

কনফুসিয়াস এর ছবি

হুম, আপনি বেশ রসিক বোঝা যাচ্ছে। হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

আকতার আহমেদ এর ছবি

জটিলস্য,
পাঠ পূর্বক রসাস্বাদন করিয়া তৃপ্তি পেলুম !
ধন্যবাদ কনফু ভাই চমত্কার এই লেখার জন্য

কনফুসিয়াস এর ছবি

এইবার রসসমৃদ্ধ একখানা ছড়া নামিয়ে ফেলেন।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

নিঘাত তিথি এর ছবি

আহা আহা, একেবারে খাঁটি সরিষার তৈল এবং কুড়মুড়ে চানাচুরের সহিত সদ্য ভাজা মুচমুচে মুড়ি মাখা খাইবার মতন স্বাদ পাইলাম।
বনফুল গত হইয়াছেন বহুকাল হইলো, তাহাকে ধন্যবাদ দিয়া আর বিশেষ লাভ কি? তাহার চাইতে আমাদের কনফুকেই অভিবাদন জানাই। বলুন জনাব, আগামীকালের মেন্যুতে কি কি খাইতে ইচ্ছুক?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

কনফুসিয়াস এর ছবি

আপনার সদয় আচরণে আমি যার-পর-নাই আহ্লাদিত! অনেক ধন্যবাদ।
আগামীকালের ভোজনপর্ব না হয় আমরা অমিত আহমেদের নামেই উৎসর্গ করি। মেন্যুটাও ওনার সৌজন্যেই রাখা হউক। দেঁতো হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অমিত আহমেদ এর ছবি

কী তোমরা পাইছোটা কী? নেহায়তই মাঝে মহাসাগরের বাঁধাটা আছে বলে...


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

ধুসর গোধূলি এর ছবি

- এখনো সচলায়তনে কী করেন মিয়া? উল্টা সাঁতার দেন জলদি। বেশিক্ষণ তো লাগে না একটু জোরে সাঁতরাইলে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

নজমুল আলবাব এর ছবি

খুবি দরকারি একটা আলোচনা। পড়ে ভালো লাগলো। লোকাটা আমার প্রিয় বটে। অনেকেই বলে তার আসর নাকি আমার উপরে আছে, যদিও আমি বেশ বুঝদার হয়ে তার পাঠ নিয়েছি।

বাঙলা সাহিত্যের অবশ্যপাঠ্যে বনফুল আছে, থাকবে সবসময়।

কনফুকে ধন্যবাদ এই আলোচনাটার জন্য।

ভুল সময়ের মর্মাহত বাউল

কনফুসিয়াস এর ছবি

আলবাব ভাই,
এইটা দরকারী হইছে কি না জানিনা, তবে আলোচনা হয় নাই। ইহা একটি ব্লগর ব্লগর পোস্ট। আপনি পড়েছেন বলে ধন্যবাদ।
বনফুলের আছর নিয়া আরেকটু খোলাসা করে আলাপ চালাতে হবে, দাঁড়ান।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

পরিবর্তনশীল এর ছবি

তারেক ভাই, জটিল আলোচনা। বনফুলকে নিয়ে আলোচনা বনফুলীয় হইছে। হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

রাফি এর ছবি

আপনার লেখা বইয়ের রিভিউ পড়ে পড়া বইগুলোও আবার পড়তে ইচ্ছে করে। আফসোস বনফুল গল্প সমগ্র ধারে কাছে নেই। মন খারাপ

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

শিক্ষানবিস এর ছবি

আলোচনা পড়ে খুব মজা পেলাম।

আরিফ জেবতিক এর ছবি

বনফুলকে স্মরণ করায় কনফু(ল)কে শুভেচ্ছা ।

তবে তথ্যগত একটি বিভ্রান্তি তৈরীর অবকাশ আছে ।
কনফু লিখেছেন :
হার্ড কাভারে বাঁধাই করা প্রায় ৪৬৫ পৃষ্ঠার এ বই, কলকাতার গ্রন্থালয় প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত। প্রথম প্রকাশের তারিখ দেখাচ্ছে পৌষ ১৩৮৭। মূল্য সেই আমলেই একশত টাকা।

উৎসাহী পাঠকদের অবগতির জন্য নোক্তা দেই যে , ১৩৮৭ সালে বনফুলের গল্প সমগ্র- ১মখন্ড প্রকাশিত হয় বলে আমার ধারনা ।

১৩৯১ তে দ্বিতীয় খন্ড , ১৩৯২তে ৩য় খন্ড , এবং ১৩৯৯ তে ৪র্থ খন্ড প্রকাশিত হয় । তারপরে ৫ম খন্ড প্রকাশিত হয়েছে কি না দুর্বল স্মরণ শক্তিতে মনে করতে পারছি না ।

প্রতিটি খন্ডই ৪৬৫ পৃষ্ঠার কাছাকাছি এবং প্রতিটির দামই মনে হয় একশ টাকা করেই ছিল ।

বলাইবাবু ব্লগ না লিখলেও কম লিখতেন না বটে । হাসি

কনফুসিয়াস এর ছবি

আরিফ ভাই,
অনেক ধন্যবাদ। বিভ্রান্তি যে হতে পারে এটা মাথায় ছিলো না। আমি ঠিক করে দিচ্ছি ওপরে। হাসি
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অমিত আহমেদ এর ছবি

কনফুর এমন লেখাগুলো ভাল্লাগে পড়তে। নিজের স্বল্পজ্ঞান প্রকট ভাবে উন্মোচিত হয়ে যায়। ফলে অনুশোচনা লজ্জায় ফাঁকতালে বেশ কিছু লেখা পড়া হয়ে যায়।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ঘোর কৈশোরে পড়েছিলাম বনফুলের বেশ কিছু ছোটগল্প। পড়া ছিলো আপনার উদ্ধৃত অসাধারণ গল্পটিও। আপনার লেখা পড়ে গল্পগুলো আবার পড়ার ইচ্ছে জেগে উঠলো।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

আমি বনফুলের গল্পসমগ্র ১ম ও ২য় খন্ড পড়েছি। কিন্তু সেটা কোত্থেকে প্রকাশিত তা জানি না, আর যতদূর জানতাম দুই খন্ডেই গল্পসমগ্র শেষ।


হাঁটুপানির জলদস্যু

তুলিরেখা [অতিথি] এর ছবি

বিভিন্ন রং নিয়ে গল্পটা বলবে? সেই যে লাল থেকে কালো পর্যন্ত?

দেবোত্তম দাশ এর ছবি

অসাধারন।
আচ্ছা, বাংলায়, অনুগল্প কি প্রথম বনফুলই লেখা শুরু করেন ? আর কে কে প্রথম অনুগল্প লেখা শুরু করেন? প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি নিজের অজ্ঞতার

------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পান্থ রহমান রেজা এর ছবি

আগে বনফুলকে ছাড়া ছাড়া ভাবে পড়েছি। মাসকয়েক আগে বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশিত বনফুলের গল্পসমগ্র পড়লাম। পড়ে যা আনন্দ পেয়েছি, তা বলবার নয়। বনফুলকে আলোচনে নিয়ে আসার জন্য কনফু ভাইকে ধন্যবাদ।

Sumy এর ছবি

Thank you for the nice writeup, Bonoful is one of my most favorite writer-his "Nimgach" made me cry like a baby!
Beautiful discussion.

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার লেখা চলুক

একজন [অতিথি] এর ছবি

বনফুলের নিমগাছ গল্পটি সুমন চাটুজ্জে সুর দিয়েছিল। একমাত্র ছোট গল্পে সুর দেয়া গান।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

গল্পটার কথা মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।
লেখা চমৎকার লাগলো, কনফু ভাই। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বনফুল না পড়লে তো জীবনটাই বৃথা!!
আহ্... আমার বড় প্রিয় একজন।

বনফুলের গল্প কখনো পুরান হয় না। বোরিং হয় না। সবসময় পড়া যায়।

ধন্যবাদ কনফু...
আমার ইচ্ছা আছে কিছু বই নিয়ে আলাপ করার... সময় যে কই পাই মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।