চুলোচুলি

কনফুসিয়াস এর ছবি
লিখেছেন কনফুসিয়াস (তারিখ: রবি, ০৪/১১/২০০৭ - ৯:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রতিবার চুল কাটাতে গিয়ে যখন সেলুনের চেয়ারে বসি, হাসিমুখে প্রশ্ন শুনি, কিভাবে কাটাবেন? আমি তখন ভীষণ বিপদে পড়ে যাই।

আমি আলাভোলা মানুষ নই। যদিও রঙ চং পছন্দ করি না, শুধু খানিকটা পরিপাটী থাকি। তবে সেই পরিপাটীত্বের সিলেবাসে আমার চুল নেই। চুলের জন্যে এমনকি চিরুনিও একটা বিলাসিতা যেন আমার কাছে, গোসলের পরে দু হাতের দশটা আঙুল দিয়েই কাজ চলে যায়। আলাদা ভাবে কখনোই ভাবা হয় না তাই চুলের চেহারা বা নক্সা কেমন হবে। আর সে জন্যেই প্রতিবার চুল কাটাতে গেলে কিভাবে কাটাবো, এই বহু পুরাতন প্রশ্নে আমি বারবারই নতুন করে বিপদে পড়ি।

কপালের ওপরে চুলের শেষ সীমানায় আমার একটা লুকোনো ঘূর্ণি আছে। চুল ছোট রাখি বলে বুঝা যায় না। ব্যাপারটা জিনেটিক, সন্দেহ নাই, কারণ আমার বাবা আর ভাইয়ের মাথায় ঘূর্ণিগুলো স্পষ্ট। আমারো চুল খানিকটা বড় হলেই এই ঘূর্ণির কল্যাণে চুলে নানারকম ঢেউ খেলে যায়। এই ব্যাপারটা এড়ানোর জন্যে ছোটবেলা থেকেই সিঁথি করি ডানদিকে, ঐ ঘূর্ণির অনুকুলে। মাথায় চুল খানিকটা বড় হলেই আমার তাই অস্থির লাগা শুরু হয়। গত কদিন যেমন হচ্ছিল, ঘাড়ের কাছে আর কানের ওপরে চুলবুল করছিলো, বুঝছিলাম সময় ঘনিয়েছে। আরও নিশ্চিত হলাম যখন আমার সহকর্মী পাঞ্জাবী ছেলেটা অবলীলায় আমার আঁকাবাঁকা চুল দেখে ঘোষণা দিয়ে বসলো, তোমাকে একদম অমিতাভ-যুগের সিনেমাগুলোর ভিলেনের মত লাগছে!

আমি সেদিনই সেলুনে দৌড়ালাম। এবং গিয়ে সেই পরিচিত প্রশ্নের উত্তরে বললাম প্রায় দেড় যুগের অভ্যাসে তৈরি হওয়া উত্তর, পেছনে আর দু'পাশে অনেক ছোট, আর সামনে অল্প ছোট।
হু, এটাই আমার এক ও অদ্বিতীয় চুলের কাট।

আমার জন্যে অবশ্য এই অভ্যাসটা কখনোই কষ্টকর হয়ে ওঠে নি। বরং সেভেনে উঠে যখন হস্টেলে চলে গেলাম, সেখানে নিয়ম ছিলো, মাসে দু'বার মাথায় বাটি বসিয়ে চুল ছেটে ফেলা হবে। সত্যি সত্যিই বাটি বসানো হতো না অবশ্য। তবে কলেজ থেকে ঠিক করে দেয়া নাপিতদের হাতের দক্ষতা ছিলো ঈর্ষণীয়। বাটি না বসিয়েই তারা মাথার চারপাশে ঠিক সেরকম একটা ছাঁট করে দিতে পারতো।
auto
জুনিয়র ক্লাশে থাকতে সেসব নিয়ে আমাদের আপত্তি ছিলো না, আপত্তির সুযোগও ছিলো না অবশ্য। তবে খানিকটা সিনিয়র হবার পরেই আমাদের মধ্যে চেষ্টা ছিলো, চুল কেমন করে খানিকটা বড় রাখা যায়। ছুটি শেষে কলেজে ফিরবার সময় কর্তৃপক্ষকে লুকিয়ে কিছু টাকা নেয়া হতো, তার একটা অংশ অবশ্যই বরাদ্দ থাকতো সেই নাপিতের জন্যে।
সরকারী কর্মচারীকে ঘুষ দেয়ার অভ্যাসটা অনেকে ছোটবেলায়ই রপ্ত করে ফেলেছিলাম আমরা!
মাঝে মাঝে টাকা পয়সার টানাটানি থাকলে শ্যাম্পুর বোতল অথবা আধ-ব্যবহৃত আফটার শেভ দিয়েও কাজ চলে যেত।

আরেকটু বড় ক্লাশে উঠার পরে আমরা আরো বেশি সাহসী হয়ে উঠেছিলাম। আমাদের ক্লাশের দুজন কেমন করে যেন এক ছুটিতে বাসায় গিয়ে চুল কাটাবার ট্রেনিং নিয়ে এলো। ব্যস, তখন আর আমাদের পায় কে? লুকিয়ে চুরিয়ে একটা চুল কাটাবার মেশিনও চলে এলো। তারপর থেকে চুল কাটাবার সময় এলে আমরা নিজেরা আলাদা একটা রুমে ঐ দুই বন্ধুর হাতেই চুল কাটিয়ে ফেলতাম।
auto

সবসময়েই যে পার পেয়ে যেতাম এমন নয়, তবে যে কবার যেতাম, সেটুকুই লাভ ছিলো!
ঐ ছয়বছরে আমাদের চুল কাটা নিয়ে হাজারখানেক আনন্দ বেদনার স্মৃতি, লিখতে গেলে মহাকাব্য হয়ে যাবে নির্ঘাৎ।

চুলের প্রতি অবহেলার অভ্যাসটা পাকাপোক্ত হয়ে উঠেছিলো সেই সময়েই। হোষ্টেলে যাবার সময় আর সব জিনিসের সাথে একটা চিরুনীও কিনতে হয়েছিলো মনে আছে, কিন্তু ছ'বছর শেষ করে যখন চলে আসি ওখান থেকে, তখনও সেই চিরুনী ছিলো নতুনের মতই ঝকঝকে!

চুল নিয়ে সর্বশেষ কান্ড ঘটলো বছরখানেক আগে।
এক সপ্তাহ পরেই আমার বিয়ে। হবু বউ চুল নিয়ে আমার উদাসীনতা বিষয়ে পুরোপুরি ওয়াকিবহাল। তাই বিবাহ-পূর্ব চুল কাটানোর যখন প্রয়োজন দেখা দিলো, আমি পাড়ার মোড়ের কোন সেলুনটা সবচেয়ে দ্রুত এই ঝামেলা শেষ করে সেই খোঁজ নেয়া শুরু করলাম, কিন্তু আমার হবু বউ জানালো, অসম্ভব, এবারের চুল কাটাতে হবে হাবিব পারসোনায়, এবং তার অত্বাবধায়নে থাকবেন কর্ত্রী স্বয়ং!
মূর্খ আমি, হাবিব শুনেই বুঝি এক হাবিবুল বাশার। সে বেচারার চুল কি রকম থাকে মনে করতে পারলাম না, তার নাম দিয়ে বানানো সেলুন কেমন হবে? কিন্তু এ কথা আর বাড়ানো গেল না, তার আগেই বউয়ের ঝাড়ির সহযোগে আমি জেনে গেলাম, এই হাবিব হাবিবুল নয়, আরো হাবিব আছে।
তো গেলাম চুল কাটাতে। ওদের ঝকমকি চেহারা দেখেই বুঝে গেছি, লম্বা সময় আমাকে নাপিতের ছুরির নিচে মাথা পেতে রাখতে হবে। দীর্ঘশ্বাস গোপন রেখে অবশেষে বসলাম চেয়ারে। আর তারপরে শুনলাম সেই অমোঘ প্রশ্ন, কিভাবে কাটাবেন?
আমি আমতা আমতা করে কিছু বলবার আগেই দেখি আমার বউ এসে হাজির। উনি আধা-গম্ভীর আধা-হাসি মুখে যেই নির্দেশনা দিলেন, তাতে আমার আক্কেলগুড়ুম! কোথায় কিভাবে কেমন কাট হবে, তার উপসংহার টানা হলো এভাবে, ' মানে, স্বদেশ সিনেমায় শাহরুখ খানের যেমন কাট ছিলো, সেরকম আর কি!'

আমি লজ্জায় চেয়ারের সাথে মিশে গেলাম প্রায়। কিন্তু আমার বউ দেখি একেবারে নির্লিপ্ত, এমনকি ওই নাপিত সাহেবও। বুঝলাম, এইরকম উচ্চাভিলাসী নির্দেশ তারা গরবিনী হবু-বউদের কাছ থেকে নিয়মিতই পান।
চুল কাটা শুরু হলো। এত ধীর তার গতি আর এত মোলায়েম স্পর্শ যে অচিরেই আমি ঝিমুনিতে আক্রান্ত হলাম। লম্বা সময় বাদে যখন একটা প্রায় সফল ঘুম শেষ করে এনেছি, তখন জানলাম আমার চুল কাটাও শেষ। নাপিত আর হবু বউয়ের মুখের বিস্তৃত হাসি দেখেই বুঝলাম ব্যাপারটা তাদের একদম মন মত হয়েছে। তাই হোক, আমার এত মাথাব্যাথা নেই, শেষ হলেই আমি খুশি।
আয়নার দিকে আমার কেমন জানি একটু সন্দেহ হলো। না, ঠিকই আছে, পুরোনো সিনেমার ভিলেন থেকে আমি রাতারাতি শাহরুখ খান হয়ে যাই নি, তবে কোথাও কি যেন গোলমাল আছে। ঠিক ধরতে পারছি না।
ভালো করে তাকাতেই হঠাৎ টের পেলাম, কি সাঙ্ঘাতিক, ব্যাটা আমার সিঁথি বদলে দিয়েছে!! ডানের বদলে বাম দিকে জ্বলজ্বল করছে সিঁথি!
আমার মেজাজ খারাপ হয়ে গেলো। এটা কোন কথা? আরে একবার আমাকে জিজ্ঞেসতো করবি?
আমি কড়া গলায় জানালাম, কেন এরকম হলো? নাপিত সাহেব মিনমিন করে কি যেন বললেন, আমার কানে গেলো না। আমি রাগে ফুঁসছি। বউ অবশ্য খুশি, চুলের নকশা তার পছন্দ হয়েছে, সে-ই আমাকে টেনে নিয়ে এলো।

লিফটে করে নীচে নামা পর্যন্ত দাঁত মুখ খিচে অপেক্ষা করলাম। সিএনজি ট্যাক্সি ডাকতে ডাকতে যেটুকু সময় লাগে, ওটায় চড়ে বসে আর দেরি করলাম না। 'ধ্যুত্তোর নিকুচি করি' - এই বলে দুহাতের আঙুল ঘ্যাচ ঘ্যাচ করে চালিয়ে প্রায় ঘন্টাখানেকের শিল্পের বারোটা বাজিয়ে দিলাম। দশ সেকেন্ডের চেষ্টায়ই আমার চির অনুগত চুল কথা শুনলো, সিঁথি ডানদিকে চলে এলো নিমেষেই!
পাশে বসা আমার হবু বউ আহত দৃষ্টিতে তাকিয়ে রইলো আমার দিকে, তার চোখে কিং খানকে হারানোর বেদনা!
'আমি নিজেও খুব দুঃখিত'- মুখে এরকম একটা ভাব এনে তাকে বোঝাতে বোঝাতে চললাম। আর খানিক বাদে বাদেই আড়চোখে ট্যাক্সির রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে সেই চিরচেনা ডান দিকে সিঁথিওয়ালা আমাকে দেখতে পেয়ে মনে মনে বলছিলাম, আহ, কি শান্তি!


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

ছবি একঃ
নারায়ন দা' ও তার সহকর্মের ছুরির নীচে বন্ধু নাঈম ও রনী। মাঝে সদ্য চান্দিছিলা হয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছি আমি।

দুইঃ নিজেদের রুমে চুল কাটা অভিযান। দাঁড়িয়ে আছি শরীফ, আমি ও রানা। নাপিতের ভূমিকায় অনবদ্য ফেরদৌস ও আশেক। আর গিনিপিগ হিসেবে বসে আছে চপল।

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মজা পাইলাম। এই চুল কাটা নিয়া আমার ভয়াবহ কিছু গল্প আছে। লিখতে হবে একদিন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মাহবুব লীলেন এর ছবি

সব বুঝলাম
কিন্তু একটা বিষয় বুঝলাম না
তা হলো আপনি কি এখন চুল কাটাতে যান নাকি টাক পরিচর্যর করতে যান
(যাদের টাকে ৮/১০টার বেশি চুল নাই তারাও সেলুনে গিয়ে বসাকে চুল কাটাতে যাওয়া বলে)
আপনার সাম্প্রতিক তোলা দুই কপি পিপি সাইজে ছবি সত্যায়িত করে দেনি (বৌ এর সত্যায়ন গ্রহণযোগ্য নয়)
দেখি চুল বেশি না টাক বেশি

কনফুসিয়াস এর ছবি

লীলেন ভাই ঠিকই ধরছেন, মাথার চুলের সংখ্যা সাহারা মরুভূমিতে গাছের মতন।
খুব বিপদে আছি।

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মুহম্মদ জুবায়ের এর ছবি

জীবনের সবচেয়ে বড়ো অপছন্দের কাজগুলির একটা হলো এই চুল কাটানোর নামে নিজের মাথা অন্যের কাছে খানিকক্ষণের জন্যে জমা দেওয়া। উপায় কী? নিজে নিজে তো আর কাজটা করা যায় না।

চুল বিষয়ে একটা পুরনো কথা মনে পড়লো। আমাদের খোকন ভাইয়ের মাথার চুল এক হাতের আঙুলে গোনা যায়। অথচ সবসময় তাঁর প্যান্টের পেছনের পকেটে একটা চিরুনি মজুত থাকে এবং কিছুক্ষণ পর পর তা ব্যবহারও করেন জনসমক্ষেই। একদিন খুব গোবেচারা মুখ করে তাঁকে জিজ্ঞেস করি, ‌'খোকন ভাই, আপনি কি চুল আঁচড়ান, না মাথা?' বুঝতে তিনি কয়েক মুহূর্ত সময় নিয়েছিলেন, ততোক্ষণে আমি তাঁর হাতের নাগালের বাইরে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

কনফুসিয়াস এর ছবি

জব্বর কাহিনি!
চুল নিয়ে সবারই দেখি অনেক কাহিনি আছে।
যাযাদি-রে অবশ্য এটা জানানো যাবে না, ওরা তাহলে চুল কাটা নিয়ে একটা চটি সংখ্যা বের করে ফেলবে!

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ইশকুল পাস দেওনের পর থিকাই বড় চুল রাখা শুরু। এইচএসসির প্র্যাকটিক্যালে প্রথম প্রশ্ন ছিলো মাস্তানী করি কি না... পত্রিকায় লেখি শুইনা... (এবং সৌর্ভাগ্যক্রমে আমার দুএকটা লেখা তিনি ততদিনে পইড়া ফেলছিলেন!!!) তার উল্টা ভক্তি... পুরা মার্কস জুটল কপালে।
বড় চুল রাখনের কিছু হ্যাপা আছে... সামাজিক হ্যাপার কথা লেখলে অনেক বড় হইবো... তাই নাপিতিয় হ্যাপাই বলি... যেসব নাপিত এইরকম চুলের মর্তবা অনুধাবন করতে পারে সেইসব নাপিতের কাছেই যাইতে হইতো। তাই গরীব আমিও হাজির হইলাম হেয়ারোবিক্সে... তবে সেই যে ('৯৪-'৯৫এর দিকে) নাপিত ফিক্সড হইলো... তারপরে আমি হেয়ারোবিক্সেরই বাসিন্দা... নাপিত পাল্টাইছে দুইবার... কিন্তু সবাই চেনাজানা হওয়াতে বলতে হয়নাই কেমন কাট চাই... তারাই বুইঝা শুইনা ঠিকঠাক কইরা দিছে। এখন আমি হেয়ারোবিক্সে যাইনা... কারন আমার ফিক্সড নাপিত গুড্ডু এখন ফেস ওয়াশে... মাস শেষ হইলেই সে আমারে ফোনে মনে করায় যে আমার চুল বড় হইছে। আমি উত্তরা থেকা ধানমন্ডি ছুটি চুল কাটাইতে।

______________________________________
পথই আমার পথের আড়াল

সৌরভ এর ছবি

মজা হৈছে।


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

ধুসর গোধূলি এর ছবি

- হাবিব পারসোনাল হেয়ার কাটিং টা কোন জায়গায়?
ঠিকানাডা নিয়া রাখা আরকি! অন্যকিছু না।
_________________________________
<সযতনে বেখেয়াল>

কনফুসিয়াস এর ছবি

ধানমন্ডি ২৭ এর আশপাশে কোথাও। আমি ভুলে গেছি।
পারসোনার ঠিকানা নিয়া আর কি করবেন, সময় আসুক, ঠিকানা আপনাতেই জেনে যাবেন। হাসি

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রুমন ভাইয়ের ফ্যান এর ছবি

রুমন ভাইয়ের বিয়ে নাকি?
দাওয়াত দিয়েন ভাইয়া। হাসি

ভাস্কর এর ছবি

হাবিব @ পারসোনা গুলশান এক নাম্বারে...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হাবিব @ পারসোনা গুলশান ১ নম্বরে আর ২৭ নম্বরে হইলো পারসোনা এ্যাডামস।

______________________________________
পথই আমার পথের আড়াল

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হাসি

ধুসর গোধূলি এর ছবি

- খাইছে।
এতো জায়গায় চুল সাইজ করতে গেলেতো হাত বুলাইবার লাইগাও কোন কিছু অবশিষ্ট থাকবোনা মাথায়!
_________________________________
<সযতনে বেখেয়াল>

কারুবাসনা এর ছবি

মজা পাইসি।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।


----------------------
বিড়ালে ইঁদুরে হলে মিল, মুদির কিন্তু মুশকিল ।

পটলবাবু [অতিথি] এর ছবি

ছোটোবেলায় একবার নিজে শখ করে ইটালিয়ান সেলুনে চুল কেটেছিলাম।

ইতাবুয়াসা।

রাস্তার ওপরে ইঁট পেতে...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।