কাবিন

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: বিষ্যুদ, ১৪/০২/২০০৮ - ৫:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:


এই খাণ্ডবে এসো পুষ্পিতা আদিম কালের মৌলিক নারী
ইস্রাফিলের শিঙ্গার চোখ বুড়ো আঙুলে অন্ধ বানাও
ঝুড়ির তলার বাকি সঞ্চয়ে হবে না সদাই সব দরকারি
তাই ফেলে রাখো হিসেব নিকেশ; পাই-কানাকড়ি কৃপণ বাজার
যা কিছু সময় আছে আগুনের খেয়ে যেতে এই নশ্বর দেহ
তারি মাঝে এসো সাজাই দুজনে স্বচ্ছ সত্য প্রেমের মাজার

মেরো না সস্তা প্রশ্নের তীর ক'রো না প্রাচীন কিশোরী কসম
কোনো লেনদেন কোনো দর-দাম কোনো আয়োজন থাকবে না আজ
আজ সন্যাস; ঘর বাড়ি ছেড়ে লজ্জার গায়ে পশুর পশম
শ্রীকৃষ্ণ রাধা হয়েছে অমর না করে কবুল বিবাহের বিষ
বিশুদ্ধ প্রেম এই সুরে তোলে বাঁশের বাঁশিতে ঘর-ছাড়া টান
মনের বাগানে সঙ্গত করো অতিথি পাখির মৌসুমী শিষ

চেয়ো না দলিল ধর্ম কিংবা সমাজের নামে নোংরা চুক্তি
আমাদের মাঝে ধরে রাখো নারী আদি পৃথিবীর প্রেম প্রযুক্তি
১৯৯৫.০১.৩০ সোমবার


মন্তব্য

ফকির ইলিয়াস এর ছবি

খুব চমৎকার লাগলো।

চেয়ো না দলিল ধর্ম কিংবা সমাজের নামে নোংরা চুক্তি
আমাদের মাঝে ধরে রাখো নারী আদি পৃথিবীর প্রেম প্রযুক্তি

আপনার বাঁক ফেরা খুব ভালো লাগলো প্রিয় কবি ।

লুৎফুল আরেফীন এর ছবি

অসাধারণ!!!

___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"

সুলতানা পারভীন শিমুল এর ছবি

তুই কেমন করে যাবি
পা বাড়ালেই পায়ের ছায়া
আমাকেই তুই পাবি......

........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দ্রোহী এর ছবি

ছবিটা কার?


কি মাঝি? ডরাইলা?

অতিথি লেখক এর ছবি

অতিশয় উত্তম জিনিস! তৃপ্তি পেলাম।

-জাহিদ হোসেন (নির্বাসিত)
_______________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

দ্রোহী এর ছবি

ছবি দেখে না কবিতা পড়ে?


কি মাঝি? ডরাইলা?

ধ্রুব হাসান এর ছবি

ভালো দাদা ভালো, চালিয়ে যান আদি ও অকৃত্রিম পেম যতদিন পারা যায়...!!

গীতা দাস এর ছবি

সচলায়তন এর খোঁজ পেয়েছি মুক্তমনা থেকে । এ জন্য মুক্তমনার অভিজিত রায়কে ধন্যবাদ। এ তত্থ্যটি আমার মন্তব্যের সাথে সংযোজন করার অনুরোধ রইল।

তাপস শর্মা এর ছবি

লেখাটা ৯৫ এর লেখা? উফ! তখন আমি ছড়া কাটি। হাসি

চমৎকার লাগলো। বিশেষত শেষ দুটি লাইন -

চেয়ো না দলিল ধর্ম কিংবা সমাজের নামে নোংরা চুক্তি
আমাদের মাঝে ধরে রাখো নারী আদি পৃথিবীর প্রেম প্রযুক্তি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।