ফাঁসপাতাল

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: রবি, ১১/০৭/২০১০ - ১:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

আরোগ্য-বণিকের ডেরায় নতুন এক যন্ত্রের আমদানি হলে রক্তের মধ্যে বিষের অভিযোগে স্বাস্থ্য-পুলিশেরা আমাদের ধরে নিয়ে মেশিনে ঢোকায়। হাতে গ্লাভস লাগিয়ে সে যন্ত্রবান্দর আমাদের রক্তে উকুন খুঁজে- হাড্ডিতে খাদ খুঁজে- হৃৎপিণ্ডে পোকা খুঁজে- পায়খানায় পাথর খুঁজে ছাপার অক্ষরে জানায় চোখের মধ্যে বালি ছাড়া আর কোনো সমস্যা নাই আমাদের...

তারপর কুঁচকিতে ঘা- মাথায় খুশকি- বৌয়ের সাথে রাগারাগি সব কিছুর জন্যই আমরা সেই মেশিনে ঢুকে জানতে পাই আন্তর্জাতিক বাজারে আমাদের পেশাবের রং সম্পূর্ণ প্রতিযোগিতামূলক...

তালের মধ্যে তাল দিয়ে লাফ দিলে তারে বলে নাচ; চিৎকারের সুরে চিৎকার বাঁধলে হয় গান তাই বান্দর মেশিনকে ঘিরে ডাক্তার আর হাসপাতাল নেচে নেচে গায়- লাভেরে লাভ... আর ওদিকে মেশিনে-বণিকে-ডাক্তারে সুর হারিয়ে তাল পাই না বলে আমাদের সব লাফই হয় খিঁচুনি- সব চিৎকারই আর্তনাদ....

২০১০.০৭.১১ রোববার


মন্তব্য

গৌতম এর ছবি

চোখের মধ্যে বালি ছাড়া আর কোনো সমস্যা নাই আমাদের...
অদ্ভুত সুন্দর!

এটা আপনার সেরা লেখাগুলো একটা।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মাহবুব লীলেন এর ছবি

এটা আপনার সেরা লেখাগুলো একটা।

মাইচ্চেরে
না বুঝে লিখ্যা ফালাইলাম?

বাউলিয়ানা এর ছবি

দারুন বলেছেন লীলেন'দা।

একটা নতুন শব্দ-

স্বাস্থ্য-পুলিশ

সাধারন পুলিশ ছুঁলে আঠারো ঘা, আর স্বাস্থ্য পুলিশে ছুঁলে ছত্রিশ ঘা!!

মাহবুব লীলেন এর ছবি

এখন ছত্রিশ না। সাবসিডিয়ারি ঘা মিলে ছত্রিশ দুগুণে বাহাত্তর ঘায়ের কম না

০২

হাসপাতাল নাকি ক্যাটাগরির দিক থেকে হোটেল ম্যানেজমেন্টের (হসপিটালিটি) মদ্যে পড়ে

তাই এখন হাসপাতালগুলার মধ্যেই স্টা সিস্টেম

হোটেলে যেখানে মানুষ পয়সা পকেটে নিয়ে তারপর স্টার খোঁজে হাসপাতালের ক্ষেত্রে গর্তে পড়ে জানতে পায় এইটা অত স্টার। এখানে সিটের ভাড়া অত। পানির দাম তত...

বাউলিয়ানা এর ছবি

হোটেলে যেখানে মানুষ পয়সা পকেটে নিয়ে তারপর স্টার খোঁজে হাসপাতালের ক্ষেত্রে গর্তে পড়ে জানতে পায় এইটা অত স্টার। এখানে সিটের ভাড়া অত। পানির দাম তত...

হো হো হো

হাসান মোরশেদ এর ছবি

ফাঁস-আকাশ-পাতাল!
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মাহবুব লীলেন এর ছবি


কয়েকদিন আগে ইন্ডিয়াতে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ক এক কলেজের প্রিন্সিপালের সাথে আড্ডা দিতে দিতে জানলাম বাণিজ্যে নাকি হোটেল আর হাসপাতাল একই জিনিস। একই ধরনের সেবা

ওটা শুনেই বুঝলাম কেন হাসপাতালগুলাই বর্তমানে দেশের সবচে বিলাসবহুল দালান

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সময়াভাবে নেটে ঢোকাই হয় না। আধাঘন্টার জন্য ঢুকেই পেয়ে গেলাম আপনার লেখা... স্রেফ অসাধারণ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

ধইন্যবাদ

দ্রোহী এর ছবি

এই জিনিস বোঝার মাথা আমার হয়নি। মন খারাপ

আমার মত গরীবদের জন্য বঙ্গানুবাদ ছাড়েন মালিক।

অফটপিক: আমি নিজের জন্য শুদ্ধ বানান সংগ্রহ করছি বেশ কিছুদিন ধরেই। আমি কিন্তু আপনার লেখা যাচাই বাছাই ছাড়াই শুদ্ধ হিসাবে কপি মারি। হাসি


কি মাঝি, ডরাইলা?

মাহবুব লীলেন এর ছবি

বঙ্গানুবাদ না হয় চেষ্টাইলাম
কিন্তু অফটপিক দিয়ে তো ভড়কে দিলেন

চেষ্টা করি বানান শুদ্ধ করে লেখার। কিন্তু প্রথমমতো টাইপো আর দ্বিতীয়ত কম ব্যবহৃত বানানগুলোতে যে ভুল থাকবে না তার নিশ্চয়তা কেম্নে দেই?

কিছু চোখে পড়লে ধরিয়ে দেন না স্যার
ঠিক্করে নেই

নাশতারান এর ছবি

খুব বেশি ভালো লাগল।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

মাহবুব লীলেন এর ছবি

বানান ভুল কী কী আছে?

নাশতারান এর ছবি

আপনিও বানান ভুল করেন? জানতাম না তো!

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

আনন্দী কল্যাণ এর ছবি

ধুর, কিছু কিছু মানুষ এত বেশি ভাল লেখেন...

মাহবুব লীলেন এর ছবি

ধুর, কিছু কিছু মানুষ এত বেশি ভাল লেখেন...

ধইর মাইর দেওন দর্কার

প্রকৃতিপ্রেমিক এর ছবি

নিদারুণ!

মাহবুব লীলেন এর ছবি

নিদারুণ! = নির্দয়ভাবে দারুণ না নিঃসন্দেহে দারুণ?

এই শব্দটার অর্থ নিয়ে আমি বেশ ঝামেলায় থাকি

বোহেমিয়ান এর ছবি

যতটুকু এন্টেনায় ধরল... দারুণ!
_________________________________________

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

মাহবুব লীলেন এর ছবি

এন্টেনা পেট্রোলে চলে না গ্যাসে?

শুভাশীষ দাশ এর ছবি

আসলেই

-----------------------------------------------------------
অভ্র আমার ওংকার

মাহবুব লীলেন এর ছবি

বিষয়টা মাথায় ঘুরছে
হাসপাতাল সেবার জন্য না চিকিৎসার জন্য

অতিথি লেখক এর ছবি

আমার মনে হয় হাসপাতাল 'চিকিৎসা সেবার' জন্য

-আল আমিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।