ভূমিকম্প!

স্বপ্নাহত এর ছবি
লিখেছেন স্বপ্নাহত (তারিখ: বুধ, ৩০/০৯/২০০৯ - ১১:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

পৃথিবীটা নাচে দেখো
ছোট ছোট লম্ফে
আমি কাঁপি, তুমি কাঁপো
মৃদু ভূমিকম্পে।

মৃদু কবে মহা হবে
নেই কোন ঠিক তার
এই বুঝি সাতে ঘোরা-
ঘুরি করে রিখটার।

হবে না তো লাভ কোন
কাঁড়ি কাঁড়ি টাকাতে
বাস যদি করো ভায়া
চট্টলা, ঢাকাতে।

বিল্ডিং এ খাঁদ র'লে
রও যত অটলই
নয় কচু , আদা, ঘেঁচু
তোলা হবে পটলই!


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক

স্বপ্নাহত এর ছবি

আপ্নে পুরাই ফাকিবাজ হয়ে গেসেন

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

জুয়েইরিযাহ মউ এর ছবি

ছড়াটি পড়তে বেশ ভালো লাগলো।

স্বপ্নাহত এর ছবি

থ্যাংকু

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

মূলত পাঠক এর ছবি

খাসা! অত্যুত্তম! হাসি

স্বপ্নাহত এর ছবি

একটা বানানও দেখি ভুল ধরা পড়েনাই। এই আনন্দ কোথায় রাখি বলেন দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

মূলত পাঠক এর ছবি

এরে কয় কুড়ালে পা মারা। ন্যান: কচু-তে চন্দ্রবিন্দু থাকবে না। খাঁদেও তাই।

ভাল্লাগ্লো এইবার? হাসি

শাহেনশাহ সিমন এর ছবি

পুরাই জিহুদিয় চোখ টিপি

_________________
ঝাউবনে লুকোনো যায় না

স্বপ্নাহত এর ছবি

ইহুদীয় বলেন্নাই তাতেই খুশি দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

মৃত্তিকা এর ছবি

ছড়াটা সুইট হইসে।
তবে ভুমিকম্পের চিন্তায় ঘুম হারাম হয়ে গেসে ভাই!

স্বপ্নাহত এর ছবি

মৃত্তিকা যেভাবে নড়াচড়া করছে আজকাল ভয় না পেয়ে উপায় কি!

অনেক ধন্যবাদ!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

নিবিড় এর ছবি

চলুক দেঁতো হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

স্বপ্নাহত এর ছবি

তুই এত খুশি ক্যান? ঢাকায় থাকোস দেখে? নাকি পটল ভাজি তোর প্রিয় খাবার? দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

হিমু এর ছবি
স্বপ্নাহত এর ছবি

এতগুলি গুলি খায়া ডরামু নাকি খুশি হমু বুঝতাসিনা দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

যুধিষ্ঠির এর ছবি

শরীরটা চিকন, ছিপছিপে। ছোটখাট। লাইনের শেষে অন্ত্যমিলও আছে। আরে, এ তো গদ্য না! স্বপ্নাহত দেখি আবার ছড়া লেখা শুরু করসে! আসলেই!!

জম্পেশ হয়েছে! একটু নিয়মিত লিখলে কি হয়?

স্বপ্নাহত এর ছবি

আপনি দেখি আমারে ব্লগার থেকে ছড়াকার বানানোর ষড়যন্ত্র করতেসেন!
লাভ নাই, লাভ নাই !

তবে এই ছড়াটা আপনার ঠেলাতেই লেখার খায়েশ হইসে। কারণ এইটা লেখার সময় আপনার আগের ব্লগে করা মন্তব্যটা মাথায় ঘুরতেসিল। দেঁতো হাসি

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

অনার্য সঙ্গীত এর ছবি

এইটা কি ভুমিকম্পের সময় পড়ার দোয় দেঁতো হাসি
অতিঅসাধারণ ভাই হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সুহান রিজওয়ান এর ছবি

ভালা পাইসি... লাইকাইলাম...
তয় আপনের থেইক্যা আরো ভালো আশা করি...

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

স্নিগ্ধা এর ছবি

দারুণ!!!! পটলভাজি খাইতে মঞ্চায়, কিন্তু ইঁটচাপা পড়ে চ্যাপ্টা হয়ে না মন খারাপ

রেজুয়ান মারুফ এর ছবি

কম্পমান! কাঁপায় দিছেন। নিয়মিত ছড়া চাই!

--------------------------------------------------------
আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি বু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।

আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।

দ্রোহী এর ছবি









কীর্তিনাশা এর ছবি

(মানিক্বাইরবামহাত)

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

চশমাওয়ালি এর ছবি

পড়ে মজা লেগেছে। হাসি

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

রেনেট এর ছবি

কি দারুণ ছড়া!
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

মামুন হক এর ছবি

দারুন ছড়া!!

মুশফিকা মুমু এর ছবি

ভাল লিখসো হাসি

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমাদের ছড়াকারেরা লুকাইছে গর্তে। একমাত্র জিহাদ ভায়াই জেহাদি জোসে এখনো আছে... তারে জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কৌস্তুভ এর ছবি

দারুণ একটা ছড়া। সদ্যই দেখছিলাম, আমেরিকার ওয়েস্টকোস্টে সানফ্রাসিসকো থেকে সিয়াটল সবাই নাকি একেবারে আগুনের রেখার উপর আছে...

রোমেল চৌধুরী এর ছবি

চমৎকার!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।