সচলায়তনে প্রবেশ

মধুশ্রী এর ছবি
লিখেছেন মধুশ্রী (তারিখ: বিষ্যুদ, ৩০/০৮/২০০৭ - ১১:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অনেকদিন হল সচলায়তনে এসেছি, নিয়মিত পড়ি সকলের লেখা। খুব ভালো লাগে। কতো সুন্দর সব কবিতা, গল্প, রম্যরচনা...আরো নানান রকম লেখা।

বিভিন্ন বিখ্যাত ব্লগ-হোস্ট (যেমন, ইয়াহু, ব্লগার, ওয়েবস্পেস, মাল্টিপ্লাই, ইত্যাদি) সাইট্‌গুলির তুলনায়, সচলায়তনে বেশ ঘরোয়া বন্ধুত্বপূর্ণ পরিবেশ। একই কথা অন্যান্য বাংলা-ব্লগসাইট্‌গুলির ক্ষেত্রেও বলা যায়। বাঙ্গালীদের নিজেদের বানানো ব্লগসাইট্‌ বলেই, বোধহয়, সদস্যদের মধ্যে এই পারিবারিক ঘরোয়া-আড্ডার মনোভাব দেখা যায়।

তবে, বাংলাভাষা-প্রীতি, ভাষা-অগ্রগতির প্রতি নিষ্ঠা-উদ্যম, এই সব ক্ষেত্রে, আমার মনে হয়, বাংলাদেশের মানুষজন অনেক বেশী আগ্রহী ও উদ্যোগী। অবশ্য, মাতৃভাষা ও রাষ্ট্রভাষা এক হওয়া, এর অন্যতম কারণ। ভাষা, সংস্কৃতি, ধর্ম, জাতি, রাষ্ট্র...সব যেন মিলেমিশে এক হয়ে গেছে।

স্বাভাবিকভাবেই, সচলায়তন অথবা সামহোয়্যারের মতন বাংলা-ব্লগ্‌সাইট্‌গুলির অস্তিত্বের মূল উৎস, কারণ এবং চালিকাশক্তি...বাংলাদেশের মানুষজনের উৎসাহ ও ভাষাপ্রেম।
শুধু ব্লগসাইট নয় ; সম্ভাব্য পরিসংখ্যানুযায়ী, আলোচনা-ফোরাম, অনলাইন পত্রিকা, তথ্যপ্রদান...সব ক্ষেত্রেই বাংলামাধ্যমিক ওয়েবসাইট্‌ নির্মাণে, বাংলাদেশীয়রা অগ্রণী ভূমিকা নিয়েছেন।

সচলায়তনের মতন ব্লগসাইট্‌গুলি, বাংলাদেশীয় এবং পশ্চিমবঙ্গীয় মানুষদের পারস্পরিক ভাবনাচিন্তা, যুক্তিবোধ, মুক্ত-মানসিকতা, প্রভৃতির মিলনক্ষেত্র হয়ে উঠুক, এই কামনা করি।


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

গরমাগরম স্বাগতম।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

দৃশা এর ছবি

এমনেই বহুত গরম...আর গরম দিয়া কাম নাই...
স্বাগতম মধুশ্রী ।

দৃশা

অছ্যুৎ বলাই এর ছবি

আমি ঠান্ডায় কাঁপতেছি। কফিতেও কাম অইতেছে না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

দৃশা এর ছবি

খাড়ান খাড়ান আমগো দিন আইতাছে কাঁপা-কাঁপি করার...
তয় আগের মত বাংলা মা আর শীতে কাঁপে না...হঠাৎ কইরা মাঝে মাঝে শৈত্য প্রবাহ নামক খালাম্মা আসে আর কিছু দুর্বলরে উঠাইয়া লইয়া যায়...

দৃশা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সুস্বাগতম মধুশ্রী।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মৃন্ময় আহমেদ এর ছবি

বিকৃত সময়ে বিকৃত মনোভাবে
বিকৃত মানুষগুলোর রুচি
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

আরিফ জেবতিক এর ছবি

স্বাগতম।
আগমনে ঋদ্ধ হোক সচলায়তন।

সুমন চৌধুরী এর ছবি

স্বাগতম্
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

ভাস্কর এর ছবি

স্বাগতম...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

জিফরান খালেদ এর ছবি

স্বাগতম

রেজওয়ান এর ছবি

স্বাগতম। পশ্চিমবঙের আরও ব্লগারদের সম্পর্কে জানতে চাই। তাদের লেখা পড়তে চাই।

হোক আরও মিলনক্ষেত্র, সেতুবন্ধন।

××××××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

হিমু এর ছবি

স্বাগতম মধুশ্রী।


হাঁটুপানির জলদস্যু

মধুশ্রী এর ছবি

সবাইকে অশেষ ধন্যবাদ। হাসি

মধুশ্রী

অমিত আহমেদ এর ছবি

সচলায়তনে স্বাগতম মধুশ্রী।
আপনার নামটি কিন্তু চমৎকার!


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

দ্রোহী এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

প্রকৃতিপ্রেমিকের পক্ষ থেকে শুভেচ্ছা।

...........
যত বড় হোক সে ইন্দ্রধনু দূর আকাশে আঁকা
আমি ভালবাসি মোর ধরনীর প্রজাপতির পাখা

অতিথি শ্যাজা এর ছবি

স্বাগতম মধু।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এসেছেন দেখে ভালো লাগলো। এবার সচল থাকুন, নিয়মিত।

সৌরভ এর ছবি

ভাল লাগছে, আপনাকে এখানে দেখে, মনের পাতার মধুশ্রী।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

শুভ জন্মদিন।

নুরুজ্জামান মানিক এর ছবি

জন্মদিন পারিজাত সুভেচ্ছা রইল ।
ভাল থাকুন আপন ভুবনে
আর লিখুন স্চলায়্তনে ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।