শেষ সাতটি সিগারেট

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ২৬/১২/২০০৭ - ৪:৫১অপরাহ্ন)
ক্যাটেগরি:

।১।
তুমি
দূর থেকে কাছে আস
ক্রমাগত ভেতরটা পোড়াতে পোড়াতে
অথচ এর ভেতরেও আছে ভালোলাগা।

তাই তো
তোমাকে কেবল দূর থেকে
কাছে আনি
ভেতরটা পোড়াই
সুখ পাই-
যেন সিগারেট

৪ জানুয়ারী, ১৯৯৭

।২।
এমন হয় কেন মানবিক মন!
এতগুলো উদার উচ্চারন,
তুলো মেঘের মতন হাসি,
এমন গাঢ় অনুরোধ
তবু রেখে দেই ফোন।

সিগ্রেটের প্রিয় পোড়া ছাইয়ের মতোন।

৭ জানুয়ারী, ১৯৯৭

।৩।
টেলিফোনে গাঢ়, নিপুন শব্দাবলী -
"আপনার বন্ধুতা চাইছি"

কি দেব বন্ধুতার বদলে?
আমার আছে শুধু
ছোটোমোটো একটা মন
আর আধখানা সিগারেট।

৮ জানুয়ারী, ১৯৯৭

।৪।
অ্যাশট্রেতে মুখ গুঁজে
পড়ে থাকে আধ খাওয়া সিগ্রেট।

ব্যবহৃত হবার পর যেন বুদ্ধিজীবি।

৮ জানুয়ারী, ১৯৯৭

।৫।
ফোন করে রেখে দিলে।
শুরুতেই প্রয়ান।

যেন দেশলাইয়ের শেষ কাঠিতে
ধরানো গেল না
সিগারেট।

৯ জানুয়ারী, ১৯৯৭

।৬।
তুমি কৈশোরের লুকিয়ে টানা প্রথম সিগারেট মতো
ভেতরটা পুড়েছেই কেবল
তুমি অর্ন্তলীন।

জানুয়ারী ১৮, ১৯৯৭

।৭।

তুমি যৌবনের দর্পভরে সিগারেট খাওয়া
যেন সবাইকে দেখান -
দেখো এই আমি আমার প্রিয়াকে বুকের ভিতর রাখছি।

কিন্তু আমার সামনেই তুমি ধোঁয়া হয়ে উড়ে যাও
পরে আঁতিপাতি খুঁজি বুকের ভিতর

দেখি, তুমি নেই!

জানুয়ারী ১৮, ১৯৯৭

(এই সময়টায় প্রচন্ড স্মোকিং করতাম। এই সময়ের পরপরই প্রচন্ড অ্যাজমায় সিগারেট ছাড়তে হল - শাপে বর।)


মন্তব্য

শেখ জলিল এর ছবি

৬, ৭ বেশ ভাল্লাগছে। (আমি এখনও স্মোকার!)

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সবজান্তা এর ছবি

বস কবিতাগুলি ত বারুদ হইসে দেঁতো হাসি

কিন্তু তার আগে এইটা কন, ছাড়লেন ক্যামনে ? আমিতো বহুদিন যাবত কোন চমৎকারের সন্ধানে আসি, যেইটার সাহায্যে ছাইড়া দিতে পারি।
---------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এজমা হলে পরে ভীষন ভুগেছিলাম। তখন ইন্টারমিডিয়েট পরীক্ষাও চলছে। প্রায় পরীক্ষার রাতে এজমা হয় আর সেটা থামাতে ভেনটোলিন খাই (ইনহেলার ব্যবহার শুরু করিনি), সেটার প্রতিক্রিয়ায় সর্দি হয়, সেটা থামাতে হিসটাসিন খাই আর পরীক্ষার হলে ঝিমাই। বিতিকিচ্ছিরী অবস্থা। শেষে ডাক্তার বলল সিগারেট ছাড়তেই হবে।

কতগুলো স্টেপ নিয়েছিলাম -
১। বন্ধু বান্ধব যারা সহচর ছিল তাদের কাছ থেকে সাময়িক দুরত্ব (সেটা পরে দীর্ঘস্থায়ী হয়ে যায় মন খারাপ )
২। অ্যাজমার কথা মনে করা। এই দুঃসহনীয় যন্ত্রনার কথা চিন্তা করলে আর সাহস হত না।

পরে মনে হয়েছে আমি হয়ত কখনই প্রকৃত স্মোকার ছিলাম না। নইলে হয়ত ছাড়তেই পারতাম না। যাই হোক এখন খুব ভাল লাগে ছাড়তে পেরেছি বলে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এতদিন বারুদে তা দিয়েছে। এখন আগুন জ্বালানো শুরু হয়েছে মনে হয়। এর পরে হয়তো বিস্ফোরণ ঘটবে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কি দেব বন্ধুতর বদলে?
আমার আছে শুধু
ছোটোমোটো একটা মন
আর আধখানা সিগারেট।

ব্যবহৃত হবার যেন বুদ্ধিজীবি।

৩ ও ৪। রাগিবীয় ভাষায় চঠিন।

মৃন্ময় আহমেদ এর ছবি

ভালো লাগছে।।। তবে আমিও মাঝে মধ্যে সিগারেট না খেয়ে পারিনা।।

আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনাদের অসংখ্য ধন্যবাদ! আপনাদের উৎসাহ দেয়া দেখে মাঝে মাঝে আবার কোবতে লিখতে ইচ্ছা হয়। মন খারাপ

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি
মেহদী হাসান খান এর ছবি

তুমি কৈশোরের লুকিয়ে টানা প্রথম সিগারেট মতো
ভেতরটা পুড়েছেই কেবল
তুমি অর্ন্তলীন।

সেইরকম! (বিপ্লব দেয়ার সিস্টেমটা কি?)

s-s এর ছবি

সুপ্রিয় মাহবুব,প্রথমেই বলে নেই সিগারেট আমার অসম্ভব অপছন্দের বস্তুগুলোর মধ্যে এক নম্বরে, আমি নিজে খেয়ে-দেখে-পরখ করে তবেই বলছি, গন্ধটা অসহনীয় এবং রাতে সিগারেট খেয়ে ঘুমালে সকালে যা হয় সেটি আরও অরুচিকর, টুথপেস্টের বিজ্ঞাপনদাতারা ভালো বলতে পারবেন। আমি আমার এক হাউসমেট কেও তাড়িয়ে দিয়েছিলাম বাড়ী থেকে এই নিয়ম না মানায়, সে স্মোক এলার্ম বাজতে দিয়ে দমকল পর্যন্ত এনে ফেলেছিলো! কিন্তু কথা হচ্ছে কবিতার উপমা হিসেবে সিগারেটের যুক্তিযুক্ততা। আপনার এক নম্বর কবিতাটা লাগলো স্যাডিস্ট,অত্যাচারী। ৪,৫ আর ৬ সুন্দর উপমা। কিন্তু আমি আসলে মুগ্ধ এবং চমৎকৃত হলাম আপনার ৭ নম্বর লেখাটা পড়ে। আপনি যদি মীর তকী মীর বা গালিবের ছোট্ট টুকরো টাকরা শের এর সাথে পরিচিত হন, তাহলে এটি গালিব না হলেও অবশ্যই রেজা শাহ পাভলভী(পাহলভী??) হবার মত! একটি ছোট্ট শের এর উদাহরণ দেবার লোভ সামলাতে পারছিনা(শচীন ভৌমিকের অনুবাদ) তাহলেই বুঝবেন, আপনি কোথায় জিতে গেছেন:

"প্রতিটি লতা,প্রতিটি ঘাসপাতা জানে আমার হাল
কিন্তু যে ফুলের জন্য আমার এ অবস্থা সেই জানলো না
অথচ সারা বাগান জানে"

পাত্তা পাত্তা বুটা বুটা হাল হামারা জানে হ্যায়
জানে না জানে গুল হি না জানে
বাগ তো সারা জানে হ্যায়।
(মীর তকী মীর)

আপনাকে সবিশেষ অভিনন্দন।

বিনীত
ss

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওরে সারছে! আমি মীর তকি মীর হয়ে গেলাম!!!? ওরে আমারে বাঁচাওরে!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুহম্মদ জুবায়ের এর ছবি

অ্যাশট্রেতে মুখ গুঁজে
পড়ে থাকে আধ খাওয়া সিগ্রেট।

ব্যবহৃত হবার পর যেন বুদ্ধিজীবি।

এইটাতে ব্যাপক আনন্দ পাওয়া গেলো। হাসি

একদা সিগারেট খাওয়া cool ছিলো, এখন বোধহয় আর না! কই যাই... মন খারাপ

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

মুহম্মদ জুবায়ের এর ছবি

ঠিক। যাই গোটা দুয়েক মেরে দিয়ে আসি। যাবেন নাকি সঙ্গে? চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক কথা, ain't cool ‌no more.

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ঝরাপাতা এর ছবি

৪ নাম্বার কবিতাটা খুবই দারুন লেগেছে। আর একটা কথা বলে রাখি রোদ নিয়ে লেখা কবিতাগুলোও চমৎকার লেগেছে।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অনেক অনেক ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি লেখক এর ছবি

বহুদিন এমন ভাল কবিতা পড়িনি। অসম্ভব সুন্দর আপনার লেখার স্টাইলটি। সাধুবাদ জানাচ্ছি।

-নির্বাসিত

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অনেক ধন্যবাদ। কিন্তু আপনি নির্বাসিত কেন?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

কনফুসিয়াস এর ছবি

খুব পছন্দ হইছে সবকয়টা। বুদ্ধিজীবিরটা গ্রেট।
উচ্চ মাধ্যমিকের তুলনায় অনেক বেশি পরিণত।

-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ কনফু ব্রো। অনেকদিন যোগাযোগ নাই কাহিনী কি? সব ঠিক ঠাক আছে তো?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অবাঞ্ছিত এর ছবি

আমার ঐ লেখায় এইটার লিংক দিসিলেন। ... পইড়া পুরাই লজ্জা পাইসি। এইগুলিন তো ক্লাস কবিতা!

I think , therefore i am - Descartes

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।