হাতুড়ি, বাটাল হাতে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বুধ, ০২/০৭/২০০৮ - ৯:৩৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বছর খানেক আগের কথা। বাংলা ব্লগিংয়ের একটা বিস্ফোরন ঘটতে যাচ্ছে সেটা তখনই বুঝতে পারছিলাম। বর্তমানের নিত্য নতুন বাংলা ব্লগ দেখে সবাই অবাক হন। এর সুত্রপাত কিন্তু সেই সময়েই।

প্রথম যেবার অরূপ আর হিমুর সাথে কথা হচ্ছিল সেটা পরিষ্কার মনে আছে। প্রথম বার মানে ব্লগিং বিষয়ে প্রথমবার। ঝুঁটিওয়ালা পাগলা হিমুকে চিনতাম বুয়েট থেকেই। আর অরূপকেও, মাশীদের সুত্রে। কোনদিন ভাল করে কথা হয়নি। ব্লগিং করতে এসে ঘনিষ্ঠতা। ততদিনে যাদের লেখা আমি অ্যাডমায়ার করি তারা ব্লগিং বিষয়ে পজিটিভ কিছু করার প্রত্যয়ে একত্র হয়েছেন।

একদিন আমি ল্যাবে বসে কাজ করছিলাম। হঠাৎ এমএসএনে হিমুর টোকা। বেশ কয়েকজন সহযোদ্ধা একসাথে আড্ডা পেটাচ্ছেন। আমাকে সেখানে যুক্ত করা হল। পাশাপাশি আরেক উইন্ডোতে আমি, হিমু আর অরূপ। অরূপের প্রথম কথা ছিল, তোমাকে কিছু প্রশ্ন করা হবে, সরাসরি উত্তর দিবা। আমি জিজ্ঞেস করলাম, ওরে বাবা ইন্টারভিউ নাকি? অরূপ বলল, হুঁ। আমি একটু নড়ে চড়ে বসলাম। তখনও কিন্তু আমি বিস্তারিত কিছু জানিনা। তারপর লম্বা সময় প্রশ্ন শেষে বিদায় জানাল অরূপ আর হিমু।

এর কিছুদিন পরে অরূপের সাথে কথা হচ্ছিল কিবোর্ড লেআউটের ব্যাপারে। একটা ইউনিজয় লেআউট প্রায় শেষ করে এনেছে সে। আমি আমার স্বভাব বসত বাগড়া দিলাম। বললাম ধূর, ইউনিজয় লেআউট তো যে কেউ বানাতে পারে। পারলে বিজয়েরটা বানাও। অরূপ রেগে বলল, এ্যাহ পারলে নিজে বানা গিয়া। আমি আধা ঘন্টা খেটে অরূপকে বললাম, অরূপ হয়ে গেছে। সেই প্রোটোটাইপ দেখে অরূপের কি হাসি! সেটায় কিছুই ঠিক মতো কাজ করত না। হাসি

তারপর প্রায় একমাস ধরে খেটে বানানো হল সেই কির্বোড লেআউট। পরে কনফুসিয়াসের অনুরোধে আমার আগে করা উইন্ডোজ কনভার্টারটা ভেঙ্গেচুরে ঢোকানো হল সেই কিবোর্ড লেআউটের ভেতরে। সেই লেআউট/কনভার্টারই পরে সামহোয়্যারইন ব্লগে, সচলায়তনে, বিডিনিউজ২৪ এবং আরো কিছু সাইটে ব্যবহৃত হল।

লেখনী আর কনভার্টার তো তৈরী হল। তৎক্ষনাৎ সচলায়তনের ওয়েবসাইট কিনেও ফেলা হল। কিন্তু অরূপ মিয়া শুধু সচলায়তনের একটা ফ্রন্ট পেইজ করে বসে ছিল অনেকদিন। এই ফাঁকে সি-এম-এস নামক এক টেকনলজি নিয়ে আমি ঘাঁটা শুরু করলাম। বিভিন্ন সিএমএস সফটওয়্যার নিয়ে ঘাঁটাঘাটি শেষে ড্রুপালকে বেশ মনে ধরল তিনটি কারনে-

১। শুধু ব্লগিং নয়। এটাতে যা খুশী তাই তৈরী করা যায়। যেমন অডিও কনটেন্ট, ভিডিও কনটেন্ট, জরিপ, মেইল, ফোরাম ইত্যাদি।

২। বিরাট কমিউনিটি। প্রচুর লোক ব্যবহার করে। তাই নতুন অভিনব সব জিনিস পত্র ইতিমধ্যেই পাওয়া যায়।

৩। ইন্টারফেইস। ইনস্টল করা, ব্যবহার করা এইসব খুব সহজ মনে হয়েছিল।

অরূপকে বিভিন্ন সিএমএস এর কয়েকটা ডেমো দেখালাম। অল্প বিস্তর আলোচনাও হল। কিন্তু কথা তেমন এগুলো না।

ডিসেম্বরে ঢাকা গিয়ে ব্লগারদের সাথে আলাপ সাক্ষাৎ হল। লক্ষ্য করলাম, তখনই দলে দলে ভাগ হয়ে গেছে বা যাচ্ছে সবাই। আমার মত গোবেচারাদের নিয়ে খানিক টানা হেঁচড়া চলছে তখনও। বুঝতে পারলাম তখনকার প্রাক্তন সেই ব্লগিং প্ল্যাটফরম নিয়ে আর আশা করে লাভ নেই। আমরা পেছনে যতটাই সক্রিয় থাকিনা কেন, মনে প্রানে সবাই চাইছিলাম পুরোনো ব্লগিং প্লাটফরমেই যেন থেকে যেতে পারি। এমনকি সচলায়তনের আগে আমাদের কনভার্টারটা সেই প্লাটফরমেই ব্যবহার করতে দিয়ে দিয়েছিলাম। সে সময় সেই প্ল্যাটফর্মকে রিফর্ম করার ব্যাপারে আমাদের সদিচ্ছার কোন কমতি ছিল না।

কিন্তু শেষ মেষ আর সইল না। বেশ কিছু ক্রমবর্ধমান উত্তেজনা শেষে অরূপ পট করে ডিশিসান নিল যে সাইট করা হবে সেই ড্রুপালের উপর ভিত্তি করেই।

একদিন অনেক ভোরে বেমক্কা ফোন করে জানতে চাইল সচলায়তন কোরে থাকতে আমার আপত্তি আছে কিনা। খুশী মনেই হ্যাঁ বললাম। তারপরই শুরু হাঁতুড়ি বাটাল হাতে সচলায়তন গড়ে তোলার সংগ্রাম।

সেসময় সচলায়তন কোরে প্রচুর আলোচনা হয়েছিল। বেশ কয়েক রাত। বেশ কয়েক ঘন্টা। আমি কিছু ডকুমেন্ট করেছিলাম সেসময়টাতে। বলা বাহুল্য, ছেলেমানুষী সেই ডকুমেন্ট থেকে কিছু কিছু গ্রহন করা হলেও বেশীরভাগই পরে আমাদের আলোচনায় ঠিক করা হয়। এরপর সচলায়তন কোরের অনেকে তাদের মতামতগুলো কন্ট্রিবিউট করে ডকুমেন্ট চালাচালি করেন। আপনাদের বিনোদনের জন্য আমার সেই ডকুমেন্টটা তুলে দেই এখানে।

Proposal for Sachalaytan Framework
S M Mahbub Murshed

Problems with XXXXXXXX Blog

  1. Abusive: People used to abuse the place.
  2. Inconsistent biased moderation
  3. Buggy nonstandard system
  4. Limited by a company resource and scope

What's new in Sachalayatan?

  1. Abuse control via two levels of admins - admins and their assistants
  2. Moderation using a consistent guideline and consistently checked inside the admin panel
  3. Created based on a standard less error prone CMS system
  4. Free from any local politics, resources and scope. Sachalayatan is developed for the internet and we use internet for it.
  5. Blog for the blogger by the blogger: The prime users are the developers and the admins. They will not be just sitting there, they will be using it.
Organization Structure of Sachalayatan
Sachalaytan should have two layers of admins as shown in the organizational diagrams below. Developers are in a closer proximity to Sachalayatan but have no roles other than development.

Roles of Developer

  1. Development
  2. Provide tech support to admin

Roles of Admin

  1. Moderate
  2. Invite users
  3. Suggest improvement
  4. Run "jorip"
  5. Motivate
  6. Lead

Roles of Assistant

  1. Assist admin
  2. Partial moderation
  3. Motivate

সচলায়তন বৃক্ষসচলায়তন বৃক্ষ

সচলায়তন চক্রসচলায়তন চক্র

সচলায়তন রক্ষা বুহ্যসচলায়তন রক্ষা বুহ্য

শেষমেষ সবকিছু আলোচনা এবং নীতিমালা তৈরী শেষে সচলায়তন খুলে দেয়া হল সবার জন্য। সেদিনের কথা মনে আছে। সাইট এটাক হতে পারে ভেবে অনেক রাত পর্যন্ত বসে ছিলাম আমি। তবে সেদিন কিছুই হয়নি, হয়েছিল পরে। যাকগে সে কথা।

এই ভাবে সচলায়তনে পাড়ি দিয়েছে একবছর। অনেক কিছু প্ল্যান থাকলেও কিছু করা হয়ে উঠল না, কেবল শেষ মুহুর্তের এই স্মৃতি চারন ছাড়া।

বর্তমানে যারা সচল আছেন তাদের কাছে আমার আহ্বান আসুন কমরেড। পথ চলা এখনও অনেক বাকি। আমরাই পরিবর্তন আনব। আমরাই যুগের মুক্তি ঘটাব।

আর যারা পথ চলতে চলতে সচলায়তনের সঙ্গী হতে চাননি তাদেরকেও অভিবাদন। মনে রাখবেন আপনাদের লেখা আমি আজো মিস করি। যেখানেই যান আপনার ভালো থাকুন। চমৎকার সব কন্টেন্টে সমৃদ্ধ করুন বাংলা ভাষাকে।

শেষ মেষ বলি, ভালো থাকুক সচলায়তন। ছড়িয়ে পড়ুক বাংলা ভাষা।


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

ভালো থাকুক সচলায়তন। ছড়িয়ে পড়ুক বাংলা ভাষা।

আর এর ভিত্তিপ্রস্তর স্থাপনকারীদের লাল সালাম।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ আপনাকে। যেখানেই থাকুন বাংলা ভাষাকে ছড়িয়ে দিন অর্ন্তজালে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আকতার আহমেদ এর ছবি

হাঁতুড়ি, বাটাল হাতে...হেটে চলা কারিগর
সচল তোমার কাছে বুঝি নিজ বাড়ি-ঘর !

লাল সালাম কমরেড !
সবার ভালোবাসায় ভালো থাকুক সচলায়তন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

লাল সালাম। ছড়ায় ছড়ায় আপনি পৌঁছে যান আমাদের সবার কাছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস্কিমো এর ছবি

হৃদয়ের গভীর থেকে জানাই কৃতজ্ঞতা।

বাংলা ভাষায় লেখালেখি কে সহজ করার ক্ষেত্রে আপনাদের অবদান সত্যই প্রশংসার দাবী রাখে।

লেখতে চাই ..কিন্তু কি লিখবো?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ। অনেকদিন আপনার লেখা পড়লা হয়নি!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুহম্মদ জুবায়ের এর ছবি

৯৬ সালে যখন প্রথম বিজয় কীবোর্ডে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি, তখন কল্পনায়ও আসেনি কমপিউটারে বাংলার এতো ব্যাপক ব্যবহার কখনো হবে। বাংলা ব্লগ এই একটা জিনিসের বিস্তার ঘটিয়েছে গত ২-৩ বছরে, হাজার হাজার বাঙালি এখন কমপিউটারে বাংলা ভাষার চর্চা করে।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নুরুজ্জামান মানিক এর ছবি

১। অন্তর্জালে মুলত ইংরেজি লিখতাম (ভুল) বাংলা টাইপ পারি না বলে অভিজিত আমাকে তার ল্যাপটপে হাতে কলমে শিখিয়েছে বর্নসফট আর সচলায়তনের এস এম মাহবুব মুর্শেদ- অরূপ এর কল্যানে এখন ব্লগ-ইমেইল লিখি বাংলায় ।

২। সচলায়তনের শানে নুযুল কিছুটা জানতাম তবে বিস্তারিত জানতে পারলাম স্বয়ং উদৌক্তাদের কাছ থেকে গতকাল আর আজকের কিছু পোস্ট থেকে ।

*********************************************
A life unexamined is not worthliving.-Socrates

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রেনেট এর ছবি

এমন অপূর্ব একটি ওয়েবসাইট উপহার দেয়ার জন্য মুর্শেদ ভাই, অরুপ ভাই, হিমু ভাই সহ সংশ্লিষ্ট সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।
জয়তু সচলায়তন!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নজমুল আলবাব এর ছবি

বেঁচে থাকুক সচলায়তন।

ভুল সময়ের মর্মাহত বাউল

অমিত আহমেদ এর ছবি

বাংলা লেখা ছেড়েই দিয়েছিলাম। আপনাদের জন্য আবার লিখতে পারছি। আপনাদের জন্যই অনেক নতুন বন্ধু পেয়েছি। শুধু ধন্যবাদে এই কৃতজ্ঞতা জানাবার নয়।


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

রায়হান আবীর এর ছবি

অনেক অনেক লাল সালাম। এমন একটা উদ্যোগ নেবার জন্য। যেহেতু আমার ব্লগিং এর শুরু সচলেই আমি তাই এর উপর বেশী কৃতজ্ঞ।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

মুশফিকা মুমু এর ছবি

সচলের জন্মদাতাদের অনেক অনেক শুভেচ্ছা। হাসি
আমারো ব্লগিং শুরু সচলেই, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ, many many ways .
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খুবই আপত্তিকর কথা গোধুলী। প্লিজ ফিরায় নাও। সচলায়তনে প্রেসিডেন্ট বলে কেউ নাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- হৈ মিয়া, রৌদ্রে চান্দি ফাটায় আমাগো দিকে আর মাথা খারাপ হয় তুমাগো দিকে!
কইতে চাইলাম লং লিভ সচলায়তন হৈয়া গেলো প্রেসিডেন্ট; এইটা তো বিরাট ভেম। সেই ভেমরে সই মনে কইরা তো তুমিও ভেম কর্তাছো মা.মু। তুমিও কি আমার লাহান এয়ারফোর্স ওয়ান দেইখা কমেন্ট কর্ছো নিকি? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সুমন চৌধুরী এর ছবি

জয় হোক সচলায়তনের



ঈশ্বরাসিদ্ধে:

থার্ড আই এর ছবি

অন্তর্জালে পথ চলতে গিয়ে এক নতুন পথের দিশা পেয়েছি,খুব অল্প সময়ে এত মানুষ কিভাবে আপন হয়ে উঠে সেটা সচলায়তনে লিখতে গিয়ে টের পেয়েছি।
কেউ পথ দেখায় ...আর আমরা পথ চলি।
স্যালুট।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

শেখ জলিল এর ছবি

সচলের ভিত্তিপ্রস্তর স্থাপনকারীদের অভিনন্দন।
জয়তু সচলায়তন।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বহু বছর বাংলা লেখালেখি বন্ধ ছিলো আমার। সচল হয়েই ফিরে আসা সম্ভব হলো সেই ধারায়।

অসাধারণ এক পরিবেশে লেখার সুযোগ করে দিয়ে আমার কছে আপনাদের (পরিকল্পক, উদ্যোক্তা, কারিগর, ব্যবস্থাকারী) প্রাপ্য কৃতজ্ঞতার চেয়েও বেশি কিছু।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

সচলায়তনকে জন্ম দিতে অপরিসীম শ্রম, নিষ্ঠা ব্যয় করেছেন যে মানুষগুলো তাদের সাধুবাদ জানাই।

~ ফেরারী ফেরদৌস

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

আপনাদের আন্তরিকতা এবং পরিশ্রম যে বৃথা যায়নি তা বলাই বাহুল্য। আপনারা ক'জনা খাটাখাটুনি করতে বদ্ধপরিকর ছিলেন বলেই আজকে আমার মত মানুষের বাংলা ব্লগে বিচরণের পথটি উম্মুক্ত হয়েছিলো। আর তাই ধন্যবাদের চাইতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশেই আগ্রহী।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সচলকে তৈরি করার জন্য আপনাদের জন্য কৃতজ্ঞতা...
আর সচলকে সচল রাখার জন্য সব সচলের প্রতি কৃতজ্ঞতা... ভালোবাসা... বন্ধুতা... সব...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দ্রোহী এর ছবি

সচলের ডেভ্যু, অ্যাডু, মডু - সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা ।


কি মাঝি? ডরাইলা?

মুজিব মেহদী এর ছবি

সচলায়তনের পেছনে যে আপনাদের এত শ্রম-মেধা ব্যয়িত হয়েছে ও হচ্ছে, তা হয়ত মাঝে মাঝেই মনে রাখি না আমরা অনেকে। যেন এলাম, খেলাম, মুখ মুছে ফেললাম অবস্থা আমাদের।
হায়রে নিমকহারামি!

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কেউ একটু কটু কথা টথা বলেন! খারাপগুলো জানা খুব জরুরী যে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।