[ফটো ব্লগ - ০০১] ঈগল ক্রীক পার্ক, ইন্ডিয়ানাপলিস, ইন্ডিয়ানা

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শনি, ০৩/০৪/২০১০ - ৯:৪৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইন্ডিয়ানাপলিস শহরটা এমনিতে ফ্ল্যাট। তেমন বৈচিত্র্য নেই। কিন্তু কিছু লেইক আছে যেগুলো গ্রীষ্ম আর হেমন্তে অসাধারণ হয়ে ওঠে! এরকমই একটা পার্ক ঈগল ক্রীক পার্কে গিয়েছিলাম আজকে। সদ্য কেনা ক্যানন ৭ডিটাও একটা পরীক্ষা হয়ে গেল।

সবে শীতকাল পার হয়েছে। তাই ধুসর ভাবটা এখনও যায়নি প্রকৃতিতে। গাছগুলো শীর্ণ, রুক্ষ।

দুই মাঝবয়সী মহিলা তাদের কুকুরদের নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। খিঁচিৎ...
Dogs 1

গাছের শাখায় ছোট ছোট কলি ধরেছে। খিঁচিৎ...

Branch

হংস মামা হাঁটছিলেন। খিঁচিৎ...
Swan

খড়কুটা বাতাসে উড়ছিল। খুবই ইনসিগনিফিকেন্ট। কিন্তু আমার স্ত্রীর মনে হল এটা ছবি তোলার মত বিষয়। খিঁচিৎ...

Wind

ফেরার পথে থাই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। সাইডওয়াকের পাশে সুন্দর ফুল ফুটেছে দেখে থমকে দাঁড়ালাম। এবং যথারীতি খিঁচিৎ...

Flowers

ঘরে ফিরে আরেকটু গবেষণা চলল ক্যামেরা নিয়ে। বিষয় একটা নেকলেস। এবং যথারীতি ... ?

Necklace


মন্তব্য

তৌফিক হাসান [অতিথি] এর ছবি

প্রতিটি ছবিই সুন্দর হইসে।
বিশেষ করে ১ আর ৬ নম্বরটা বেশি ভাল লাগল।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

থ্যঙ্কু তৌফিক!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রাগিব এর ছবি

ইন্ডিয়ানাপলিসের ক্যাপিটলের পাশের খালটাতে যেতে পারো। খালের উপরে ব্রিজটিজ আছে, আর নিচে প্যাডল-নৌকা বা ক্যানো নিয়ে অনেকে হাওয়া খায়।

আর কাছে ধারে টার্কি রান স্টেট পার্ক আছে।

----------------
গণক মিস্তিরি
মায়ানগর, আম্রিকা
ওয়েবসাইট | টুইটার

----------------
গণক মিস্তিরি
জাদুনগর, আম্রিকা
ওয়েবসাইট | শিক্ষক.কম | যন্ত্রগণক.কম

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ক্যানাল ওয়াকের কথা বলছেন বোধহয়। ইতিমধ্যে তিনবার গিয়েছি সেখানে। তবে টার্কি রান স্টেইট পার্ক লক্ষ্য করিনি। দেখতে হয় তো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অম্লান অভি এর ছবি

ছবিগুলো ভালোই বিষয় যখন যেখানে যেমন। কিন্তু প্রথম ছবিটির খিঁচিৎ টা কি একটু ভুল হয়েছে! একটু ডানে ঘুরিয়ে তুলতে হতো। মনে হয় ৪ নং ছবির মন্তব্য কারীর জন্য আমরা এপ্রান্তে বসে হাহুতাশ করি আর কি!
ওয়াড এ্যাঙ্গেলে সর্ট নিলাম। ইয়ার্কিটা কি বেশী হল? তবে ফোকাল লেন্থটা ফিক্স করে দেবেন প্লিজ।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

মুস্তাফিজ এর ছবি

পার্কের আরেকটু বিবরণ পাইলে ভাল্লাগতো।

আপনার লেন্সটা তো দারুণ, এটা নুতন এসেছে মনে হয়।

...........................
Every Picture Tells a Story

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

থ্যাঙ্কু।

লেন্সটা EF-S 18-135 IS। 7D সাথে নতুন রিলিজ হয়েছে গত বছরের শেষ দিকে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রাজীব রহমান [অতিথি] এর ছবি

তুলতে থাকুন ছবি...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শিওর! থ্যাঙ্কু!!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অনিন্দ্য রহমান এর ছবি

মুর্শেদ ভাই কামান ভালই দাগাইতাসেন, আইতাসি খাড়ান হাসি
ফটুক ভালো হইসে . . . .
_________________________________________
Any day now, any day now,
I shall be released.


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জলদি আসেন মিয়া। আপনে তো আমার আগে ক্যামেরা কিন্যা লেইট কইরা ফালাইলেন!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নাশতারান এর ছবি

ফুলের খিঁচিৎটা সবচেয়ে বেশি চমৎকার লাগলো।

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

থ্যাঙ্কু।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

প্রকৃতিপ্রেমিক এর ছবি

যাক, ফ্লিকারের আরো একটা প্রো-সদস্য বাড়লো (ভবিষ্যতবাণী)। কুকুরের ছবিটা বেশ ভালো এসেছে। এরা যেমন কুকুর-প্রিয়, তাতে এরকম ছবি স্থানীয় পত্রিকায় 'পাঠকের ছবি' বিভাগে নির্ঘাত ছাপবে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপনাকে অনেক থ্যাঙ্কু বস। ক্যামেরা/লেন্স বাছাইয়ের পুরো সময়টা সাহায্য করার জন্য।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

-যাক শুরু কর্ছেন তাইলে দেঁতো হাসি
চলতে থাকুক!!
-এক্টা লিংক পাইলাম ফটোজার্নালিস্টের ভাল্লাগবে আশা করি।
---------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

থ্যাঙ্কু উদভ্রান্ত! লিংকের জন্য অশেষ ধন্যবাদ!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- শেষের নেকলেসের ফটুকটা মেহদি ভাইয়ের তোলা ফটুকটার কথা মনে করায়ে দেয়।

সেদিন ঘরে থেকে বের হয়ে দেখলাম সাঁন বাঁধানো গাছের গোড়ায় দুই পদের ফুল ফুটেছে। একটা বেগুনি রঙের আরেকটা হলদে রঙের। আমিও ক্যামেরা বের করে খিচিৎ করে ফেললাম। আমার লেন্স আর ক্যামেরা যতোই নকিয়া এন ৭০ মার্কা হোক না কেনো, কসরতে মোটেও হেলাফেলা করি নাই। একেবারে নিচু হয়ে, হাঁটু গেড়ে বসে, কখনো একদিকে কাত হয়ে শুয়ে পড়ে, এক চোখ ছোট করে, আরেক চোখ বন্ধ করে, পাক্কা আধা মিনিট ধরে ফোকাস করে, তারপর খিচিৎ বাটনে টিবি দিয়েছি।

ফটুক কেমন তুললাম, সেইটা বিবেচ্য না। বরং ভাবেসাবে ফটুকার ভাব নিতে পারলেই যথেশ! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ফটুকটা পোস্ট করো মিয়া।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- দিমু মিয়া, খাড়াও। আগে তো ট্রান্সফারের হেজিমোনি হজম কইরা নেই।

আর এইটা কি ফটুক ঝুলাইছো মিয়া। আগেরটা কী রকম ক্রীম ক্রীম আছিলো। এখন এইটা দেখলে মনে হয় কারে জানি খুঁজতাছো! কারে খুঁজো? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অনুপম ত্রিবেদি এর ছবি

ভালু, ছবিগুলো বেশ ঝকঝকে।

===============================================
রাজাকার ইস্যুতে
'মানবতা' মুছে ফেলো
টয়লেট টিস্যুতে
(আকতার আহমেদ)

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

থ্যাঙ্কু।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সাইফ তাহসিন এর ছবি

বস, আর কয়েকটা দেন, পেট ভরল না! পাংখা!

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

থ্যাঙ্কু। শিখতেছি এখনও সাইফ ভাই। ভালো হলে অবশ্যই দিবো আরো।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

প্রথম পাতায় আমার আরেকটি পোস্ট থাকায় এটাকে সরিয়ে নিজ ব্লগে দিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

s-s এর ছবি

প্যানজির ছবিটা খুব সুন্দর লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।