সমাজের অচলায়তন ভাঙ্গতে সচলায়তন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শনি, ২৩/০৬/২০০৭ - ২:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন
আমাদের গত একবছর ধরে চিন্তা একটা সুস্থ ধারার ব্লগিং প্লাটফরম বা প্রকাশনা-বলয় তৈরী করার। আমরা অনুভব করলাম এখানে সুস্থধারার লেখালেখির চেয়ে গালাগালিই বেশী হয়। কর্তৃপক্ষ বেশীরভাগে ক্ষেত্রেই চুপ থাকেন নয়তো একটি বিশেষ শ্রেনীর পক্ষ নিয়ে পোস্ট মুছে দেন।

সুনির্দিষ্টভাবে বলতে গেলে:
১। বায়াসড মডারেশন
সামহোয়্যারইনে গালাগালি মডারেট করা হত না, কিন্তু ধর্মীয় বিষয় যেটা সুস্থবুদ্ধির মানুষের যৌক্তিক আলোচনা সেটা মুছে ফেলা হত। এমন সব বিষয়ে লেখা আসত যা সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী। অথচ তার কোন মডারেশন হত না। আবার বিশেষ শ্রেনীর ব্লগাররা গালি দিলেও তারা সবসময় সাদাই থাকতেন।

২। অর্ধস্বচ্ছ কাজকর্ম
সামহোয়্যারইনে ব্লগারদের ভালো লাগা মন্দ লাগা কেউ শুনছে কিনা, কেউ এর দায়িত্বে আছে কিনা, এগুলো দেখভাল করার কেউ ছিল না। যখন ইচ্ছে তখন সাইট ডাউন, যেমন ইচ্ছে বেটা টেস্টের বলি হতে হত।

৩। ব্লগ ফর ব্লগার বনাম ব্লগ বাই ব্লগার
সামহোয়্যারইন ব্লগটা ছিল ব্লগারদের জন্য কিন্তু ব্লগ হওয়া চাই ব্লগারদের দ্বারা। তাই ব্লগারদের চাহিদা সামহোয়্যারইন ব্লগে ঠিক মতো রক্ষা না করা হলেও সচলায়তনে সেটা যথাসম্ভব করা হবে।

৪। একটি সংগঠনের সীমাবদ্ধতায় আক্রান্ত
সামহোয়্যারইন একটি কোম্পানী। কোন দাতব্য প্রতিষ্ঠান নয়। তাই অনেক সময় অনেক সিদ্ধান্ত তাদের নিতে হয় যা তাদের প্রতিষ্ঠানের জন্য ভালো। এ সীমাবদ্ধতা থেকে তারা কখনোই বের হতে পারবেন না।

সচলায়তনে আমরা যা করতে চাই (ব্যাক্তিগত মত):
১। সচ্ছ মডারেশনের মাধ্যমে প্রথম থেকেই পরিচ্ছনতা বজায় রাখা।

২। আস্তে আস্তে অল্প করে কিছু ব্লগার আসতে দেয়া এবং তাদের বিকশিত হবার সুযোগ দেয়া

৩। তৈরী করা হবে ফ্রী সিএমএস সফটওয়্যারের ভিত্তিতে যার কর্মক্ষমতা প্রমানিত। তাতে বাগ টাগ তুলনামূলক কম থাকবে এবং সহজে নতুন ফীচার দেয়া সম্ভব হবে।

৪। কোন প্রতিষ্ঠানের আওতায় থাকবে না। তাই সাংগঠনিক বা লোকাল পলিটিক্সের কোন ব্যাপারও নেই।

৫। সচলায়তন হবে ব্লগারদের দ্বারা ব্লগারদের জন্য ব্লগ। আমরা ব্লগাররাই এটা ব্যবহার করব আবার আমরা ব্লগাররাই এটার দেখভাল করব।

আমি আর অরূপ আমাদের ইউনিকোড কনভার্টার আর লেখনী তৈরীই করেছিলাম সে উদ্দেশ্যে। নাম ঠিক করে দিল হিমু: সমাজের অচলায়তন ভাঙ্গতে সচলায়তন। ব্লগের আরো অনেকের সাথে আলাপ হোল। সবারই একমত একটা অল্টারনেট মিডিয়া দরকার। হোস্টিং কেনা হল। কিন্তু কাজ তেমন আগালো না। মাঝে মাঝে একটা দুইটা ছাগুগিরি দেখি আর আমাদের সচলায়তনের কথা মনে পড়ে যায়। এর মাঝে সামহোয়্যারইন ব্লগ তত্ত্ববধায়ক সরকারের সময় সাইট বন্ধ করে বিভিন্ন রকম খেলও দেখাল।

আমাদের বিশেষ খারাপ লাগল সাম্প্রতিক কিছু ঘটনার পর থেকে। অরূপ আস্তে ধীরে সচলায়তন ডেভলপ করছিল, সাথে আমিও যোগ দিলাম। মাঝে কয়েকজনের ভুল বোঝাবুঝি নিয়ে সুফি সাহেব পোস্ট দিল সচলায়তনের বিরুদ্ধে। বাধ্য হয়ে পাবলিক এক্সেস বন্ধ করে দিলাম আমরা।

গত কয়েকদিন আসলে একারনেই ব্যস্ত ছিলাম। সাইটের ঠিকানা এখানে দিচ্ছি। এখন আমরা সদস্য ছাড়া কাউকে সাইটের প্রকাশনা দেখতে দিচ্ছি না। আগামী কয়েকদিনের মধ্যে সাইট সদস্য ছাড়াও পাঠকের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। পড়তে পারলেও তখন কমেন্ট বা রেজিষ্ট্রশন করতে পারবেন না। আরো কিছুদিন পর রেজিষ্ট্রেশন চালু করা হলেও শুরুতে তা সীমাবদ্ধ থাকবে। আশা করি সব ঠিক ঠাক থাকলে শীঘ্রই আপনি সচলায়তনে যোগদানের সুযোগ পেয়ে যাবেন।

সচলায়তন কখনোই সামহো্য়্যারইনের বিকল্প নয় এবং সামহো্য়্যারইনও সচলায়তনের বিকল্প নয়। সামহোয়্যাইনের লক্ষ্য এবং সচলায়তনের লক্ষ্য আলাদা। তবে সামহোয়্যারইনের লক্ষ্য যেহেতু কখনও অফিসিয়ালি কেউ প্রকাশ করেনি তাই সেটার তুলনা দেখানোটা বোকামী হবে। তবু এটা পরিষ্কার করে রাখি: সামহোয়্যারইন ভাঙ্গতে বা এর বিরুদ্ধতার করতে আমরা যাত্রা শুরু করিনি। সামহোয়্যারইন এক্ষেত্রে পথ প্রদর্শক। এই সম্মান তারা সব সময়ই পাবে। সৃষ্টি কখনো থেমে থাকে না, তাই প্রকৃতির নিজস্ব নিয়মেই এরকম আরো বাংলা সাইট হচ্ছে এবং হবে।

এই লেখার কোন কথা সচলায়তনকে রিপ্রেজেন্ট করে না। এটা কেবল আমার ব্যাক্তিগত ওয়েবলগ এবং দুএকটা তথ্যের ভুলভ্রান্তি থাকতেই পারে। প্রয়োজন হলে বিনা নোটিশে শুধরে নেবো।

তবে সামহোয়্যাইন আমাকে অনেক দিয়েছে। আমি সে ঋণ শোধ করতে পারবোনা হয়ত। প্রথম প্রেমের মতো তাই সে মায়ায় সামহোয়্যারইনকে ছেড়েও যাবোনা কখনো। মাঝে মাঝেই আপনাদের সময় দিতে, একটা দুটো লেখা দিতে আসবো ফিরে ফিরে। সামহো্য়্যারের উত্তরাত্তর কল্যান আমি সব সময়ই কামনা করে যাবো। আরো ভালো ভালো লেখক সামহোয়্যারইনে আসুক। আন বায়াসড মডারেশন হোক। সামহোয়্যারইনের মাধ্যমে বাংলাভাষা সমৃদ্ধ হোক এই কামনাই করি।

ধন্যবাদ।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সামহোয়্যারইনে দিবো। এখানেরটা মুছে ফেলব।
====
মানুষ চেনা দায়!

আরিফ জেবতিক এর ছবি

ঠিক আছে।এই গরম বাজারে দিয়া দেন।

আরিফ জেবতিক এর ছবি

একটা কাজ করতে পারেন।কারা কারা এই টেস্ট প্রক্রিয়ায় জড়িত,তাদের সবার নাম (মানে এখন পর্যন্ত যারা সদস্য তাদের সবার নাম) বলে দিন।একটা ক্রেজ তৈরী হবে।

অছ্যুৎ বলাই এর ছবি

'আমন্ত্রণের ভিত্তি' কথাটা উহ্য রাখলে মনে হয় ভালো হয়।

আর একটু রয়েসয়ে। এই পোস্টটা তেমন দরকার হলে দু'একদিন পরে সামহোয়্যারইনে দেওয়া হোক। এখন ওখানে ছাগু নিয়ে উত্তাপ চলছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নজমুল আলবাব এর ছবি

হ, বলাই ঠিক বলছেন।

আরিফ জেবতিক এর ছবি

উত্তাপেই তো ঘি ঢালা আবশ্যক@বলাই।

অছ্যুৎ বলাই এর ছবি

একটা 'দায়ভার' চলে আসবে। কাগজেকলমে সামহোয়্যারইনের কম্পটিটর হিসেবে সচলায়তনকে দেখতে চাই না।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

উৎস এর ছবি

হু, দুয়েকদিন পরে হলেই বোধ হয় ভাল।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

উত্তাপে ঘি ঢালতেই চাচ্ছি। তেলাপোকা আর ত্রিভুজ খুব লাফাচ্ছে যেন আমাদের হাতে কিছু নেই। দেখিয়ে দেই।

====
মানুষ চেনা দায়!

অছ্যুৎ বলাই এর ছবি

সুমন, তেলাপোকা আর ত্রিভুজ খুবই গৌণ ব্যাপার। তাদেরকে দেখানো- না দেখানোর সাথে সচলায়তনের কোনো স্বার্থ নাই। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

লিস্ট বলাটা রিস্কি।

====
মানুষ চেনা দায়!

উৎস এর ছবি

তাহলে ২৪ ঘন্টার জন্য খুলে আবার বন্ধ করে দেওয়া যায়।

নজমুল আলবাব এর ছবি

দেন এখনই দেন। আমরাও আছি এখন। ছাগুর লাইগা কতদিন পরে ঢুকলাম। একটু মজা লই।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা ঘ্যাচাং করলাম আর মন্তব্য কইরেন না।
====
মানুষ চেনা দায়!

আরিফ জেবতিক এর ছবি

লিস্ট বলাটা রিস্কি হবে কেন?কারো কাছে দাসখত দিয়েছি নাকি?

আর আমার মনে হয় একটা ঘোষনা আজ দেয়া দরকার।
তবে লিংক ওপেন করা যাবে না।কারন এখন্ও অনেক সেনসেটিভ বিষয় মুছে ফেলা হয়নি।

কনফুসিয়াস এর ছবি

ঠিক। লিষ্ট বলা যাবে না কেন? কীসের রিস্ক? সবার নাম জানিয়ে দেয়া হোক, কারা কারা এখানে আছি।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

হিমু এর ছবি

আসলে সরাসরি সামহোয়্যারইনের বিপক্ষে সচলায়তনকে দাঁড় করানোটা ঠিক হবে না। সামহোয়্যারের ডেভেলপাররা বেশ প্রতিহিংসাপরায়ণ বলে আমার ধারণা। একটা সরাসরি শত্রুতা সৃষ্টি না করে ধীরেসুস্থে রস মজানোটাই ঠিক হবে।

আমরা যা করতে পারি, সচলায়তনের কোন তুমুল তর্ক জমে ওঠা পোস্টের লিঙ্ক দিয়ে দুয়েকটা আলাপচারিতা টাইপ পোস্ট দিতে পারি সামহোয়্যারে। সচলায়তন সম্পর্কে ব্লগারদের আগ্রহটা স্বতস্ফূর্ত হোক।


হাঁটুপানির জলদস্যু

আরিফ জেবতিক এর ছবি

হাটু পানির জলদস্যু তো জটিল কথা বলেছেন।
আসলেই মাথা গরম করা বোধ হয় ঠিক হবে না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হিমুর কথায় যুক্তি আছে। তবে আমার একটা পোস্ট দেয়া ফরজ হয়ে গিয়েছে। কতটুকু কাটলে সচলায়তনের জন্য খারাপ হবে সেটুকু জানতে চাই সবার কাছে।

====
মানুষ চেনা দায়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই পোস্ট আর ডিলিট করছি না। থাকুক
====
মানুষ চেনা দায়!

হিমু এর ছবি

এই সংস্করণটা ভালো হয়েছে। ওজনদার আর চোখা। বাকিরা কী বলেন?


হাঁটুপানির জলদস্যু

অমিত এর ছবি

সাইট ওপেন করার আগে ব্যানারটা বদলালে হত না !!! সবাই মিলে শমিত ভাইরে একটু ধরেন না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সচলায়তন কখনোই সামহো্য়্যারইনের বিকল্প নয় এবং সামহো্য়্যারইনও সচলায়তনের বিকল্প নয়। সামহোয়্যাইনের লক্ষ্য এবং সচলায়তনের লক্ষ্য আলাদা। তবে সামহোয়্যারইনের লক্ষ্য যেহেতু কখনও অফিসিয়ালি কেউ প্রকাশ করেনি তাই সেটার তুলনা দেখানোটা বোকামী হবে। তবু এটা পরিষ্কার করে রাখি: সামহোয়্যারইন ভাঙ্গতে বা এর বিরুদ্ধতার করতে আমরা যাত্রা শুরু করিনি। সামহোয়্যারইন এক্ষেত্রে পথ প্রদর্শক। এই সম্মান তারা সব সময়ই পাবে। সৃষ্টি কখনো থেমে থাকে না, তাই প্রকৃতির নিজস্ব নিয়মেই এরকম আরো বাংলা সাইট হচ্ছে এবং হবে।

এটুকু জুড়ে দিলাম।
====
মানুষ চেনা দায়!

হিমু এর ছবি

এটা জুড়ে না দিলেও মনে হয় চলে, নাকি? আঁটসাঁট একটা মেসেজ আছে পোস্টের মূল অংশে। শেষ সংযোজনটা একটু ঢিমে হয়ে যায়।

লোকজন কই? সবাই চুপ কেন? পোস্ট পড়ে না কমেন্ট পড়ে না ...।


হাঁটুপানির জলদস্যু

কনফুসিয়াস এর ছবি

যুঞ্চিক্ত-র প্রসংগ বাদ দিতে পারেন। একটা বা দুইটা ইস্যু উল্লেখ না করাই বেটার, এতে ওদের ডিফেন্ড করবার সম্ভাবনা বাড়ে। ওদের বুঝতে দেয়া উচিৎ- সামগ্রিক ভাবেই সামহোয়্যার এখন কথা বলার উপযুক্ত জায়গা না।

-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

কনফুসিয়াস এর ছবি

মুর্শেদ ভাই,
এত কিছু না জুড়লেও চলবে। কেমন একটা বিনয়ী ভাব চলে আসছে, আমার ব্যক্তিগত ভাবে বিনয়ী ভাব ভাল লাগে না। আরো স্পষ্ট করে বললে, আমি চাই ঘোষণাটায় খানিকটা ঔদ্ধত্য থাকুক।
লেখাটা আরেকটু সংক্ষিপ্ত করতে পারেন। ''সচলায়তনে আমরা যা করতে চাই''-এর পয়েন্ট গুলা এখন ব্যাখ্যা না করলেই চলে। ঐটা বাদ দিতে পারেন।
পুরো ঘোষনাটা আরেকটু ছোট ও কার্যকরী কেমন করে করা যায় বুঝছি না।
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কনফু সচলায়তন প্রস্তুত এইটাই একটা বিরাট ধাক্কা। তারউপর উদ্ধত্য দেখানো বেশী হয়ে যাবে। তবে আজকে পোস্ট করবো না এইটা। সাজেশন ছাড়ো। আমি আমার ফাইনাল ভার্সনটা পোস্ট করে দেই এখানে।
====
মানুষ চেনা দায়!

ধুসর গোধূলি এর ছবি

রাইট মামু, গদগদ বিনয় না- খুব স্মার্টলী বিনয়কে প্রকাশ করাটাই আসল ঔদ্ধত্য!

তোমার সামহোয়্যার ব্লগে এখন দিতে পারো, কিন্তু পুরো ভার্সনটা না। এটা তোলা রাখো শেষকাট মারার জন্য। সাথে যোগ করতে পারো, শোমচৌ, জেবতিক আরিফ, সুমন চৌধুরী, হিমু, মুখফোড়, চোরের স্রষ্টা, নজমুল আলবাব, জামাল ভাস্কর, অমি রহমান পিয়াল, কনফুসিয়াস, হযবরল, অরূপ প্রমুখদের নাম।

আরিফ ভাই, ক'দিন আগে একটা পোস্ট প্রকাশের প্রস্তুতি নিয়েছিলেন। আমার মনেহয় মুর্শেদ সুমনের পোস্ট যাবার আগে সেটা যেতে পারে সামহোয়্যারে। আরিফ ভাই, একটু ভেবে দেখতে পারেন।

আপাতত সেটা গেলেও হয়।
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

ভাস্কর এর ছবি

সিদ্ধান্ত কি হইলো তা ঠিক বুঝলাম না। তয় আমার মনে হয় এই মুহুর্তে এইধরণের বিষয় সামহোয়্যারে না দিলেই ভালো...


বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আপাতত ছাড়ছি না।

====
মানুষ চেনা দায়!

নজমুল আলবাব এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

হিমুর সাথে আগে ও একবার এরকম কথা হয়েছিলো ।
একটা ফাজলামী করলে কি হয়? সচলায়তন নিয়ে কোন কথা আমরা সামহোয়ারে বললাম না । দিনতারিখ ঠিক করে একসাথে ১৫/২০ টা পোষ্ট গেলো সামহোয়ার বাজারে ।
পোষ্টগুলো গুনে মানে অবশ্যই সেরাদের সেরা ( যা সচলদের জন্য পানিভাত হো হো হো . কিন্তু পুরো পোষ্ট না দিয়ে চুম্ব্বকটুকু দিয়ে দিলাম লিংকে । বলাবাহুল্য সচলায়তনের লিংক ।

'বাকীটুকু পরে নিন' এরকম কিছু । প্রতিক্রিয়া কি হতে পারে?

--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ভাস্কর এর ছবি

আমি এইটার পক্ষে...


বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

নজমুল আলবাব এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

বাকী সবাই যদি রাজী থাকেন, তাহলে ১লা জুলাই এটা করা যায়
--------------------------
আমি সত্য না হইলে গুরু সত্য কোনকালে?

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অছ্যুৎ বলাই এর ছবি

গুড আইডিয়া, হাসান ভাই।:)

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

নজমুল আলবাব এর ছবি

http://www.somewhereinblog.net/blog/bokolomblog/28717278

বকলম এর লগে কারো খাতির আছে?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

আমার আছে। সে কিন্তু অন্য ঘরানার। খিয়াল কইরা।
====
মানুষ চেনা দায়!

অমিত আহমেদ এর ছবি

আমার জিটকে আছে

************************
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

হিমু এর ছবি

নটখট সাঁইয়া, দুশমন দুনিয়া ইশটাইল আর কি দেঁতো হাসি!

তবে লিঙ্কের চুলকানির ফাঁকে মুর্শেদের পোস্টটাও গদাম করে ঠুকে দিলে মন্দ হয় না। ছুতারের ঠুকঠাকের পাশাপাশি কামারের এক ঘা।


হাঁটুপানির জলদস্যু

হিমু এর ছবি

সচলায়তনের নতুন শীর্ষচিত্র হলে ভালো হয়। সুজন চৌধুরী, জাগো বাহে!


হাঁটুপানির জলদস্যু

আরিফ জেবতিক এর ছবি

এস.এম মাহবুব মুর্শেদ,স্ক্রীন শট সহ একটা হালকা পাতলা পোস্ট মাইরা দেন মন চাইলে।

ভাস্কর এর ছবি

জেবতিক আমার মনে হয় হিমু আর হা.মো'র প্রস্তাব ভালো...১লা জুলাই একলগে সবাই সামহোয়্যারে পোস্টাই সচলের লিংক দিয়া আর তার মধ্যে মা.মু'র এই পোস্ট গেলেই হইবো।


বরফখচিত দেশ ক্যান এতোদূরে থাকো!


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

সুমন চৌধুরী এর ছবি

সহমত ভাস্করদা
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অরূপ এর ছবি

হে বন্ধু মুর্শেদ,

হল্ট! এই পোস্টটা কোনভাবেই সামহয়ারে দিও না।

১. ত্রিভুজ আর তেলাপোকাকে দেখিয়ে দেওয়া উদ্দ্যেশ্য হলে বলব মাথা ঠান্ডা কর। কাজটা ছেলেমানুষী হবে

২. যদি ঘোষনা দিতে চেয়ে এটা করতে চাও বা কে কি ভাবলো তাতে চিন্তিত হয়ে এটা করতে চাও তাহলে দুঃখ পাবো। প্রথমত আমরা ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে মাঠে নামি নাই। গলা বাজিয়ে প্রচার করাটা তাই আদর্শ পরিপন্থী, আমাদের প্রচার হবে আমাদের মূল্যবোধে বিশ্বাসীদের হাত ধর, অন্তত শুরুটা সেভাবেই হওয়া উচিত।

লিটলম্যাগ কি সাপ্তাহিক বিনোদন পত্রিকার সাথে পাল্লা দেয়?
দেয় না, দেবার প্রয়োজন নাই । আমরা কিন্তু পাল্লা দিতেই পারি এবং বেশ ভালোভাবেই পারি । কিন্তু ইদুরদৌড়ে কেন নামবো? সামহয়ারের লোক কানে শুনে চোখে দেখে জানবে। আমাদের জানানোর দায় নিয়ে নিজেদের হালকা করার মানে দেখি না।

তাই বলি, কলম ধরো,
আমাদের যুদ্ধ লেখালেখিতে,
রাজনীতিতে নারে ভায়া..

-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

ঝরাপাতা এর ছবি

অরূপদার কথাগুলো ভালো লাগলো।
_______________________________________
পোড়াতে পোড়াতে ছাই, ওড়াতে ওড়াতে চলে যাই . . .


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

হাসিব এর ছবি

যেটা করা উচিত বলে মনে হয় সেগুলো হলো

  • কোন প্রকার ঢাক ঢোল বাদ্যি না বাজানো । শত্রু না বাড়াই ।
  • সবাই সব রকম পোস্ট বন্ধ করে দেন সামহয়ারে । পারলে পাবলিকের পোস্টে কমেন্ট আকারে এখানকার পোস্টের লিংক দিয়ে আসা যেতে পারে । এতে সমমনা এখনো যারা আসেননি এখানে আসতে উদ্ধুদ্ধ হবেন । ঢাকঢোল পিটিয়ে দাওয়াত করে অন্য সকল আবর্জনা এখানে নিয়ে আসার দরকার নাই ।
  • ত্রিভূজ বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলেন সবাই । ওরা ভাবতেছে আমাদের হাতে কিছু নাই । সবাইরে নিজের মতো ভাবার ফল আরকি । গতকাল shell নিয়ে যে পোস্ট দিছে সে, এক্কেরে দেখার মতো । এইরকম বকলমরে দেখানোর কিছু নাই । গুরুত্ব বুঝবে না ।


    আমি এক গভীরভাবে অচল মানুষ
    হয়তো এই নবীন শতাব্দীতে

ধুসর গোধূলি এর ছবি

ত্রিভুজ কিংবা তার ঘরাণার কারো কথার জন্য সচলায়তনের বাদ্যবাজানো আমি সাপোর্ট করি না, আপাত: দৃষ্টিতে সেটা করাটা যৌক্তিক মনে হলেও খুব ঠান্ডা হয়ে চিন্তা করলে সেটা না করাটাই বরং ফলপ্রসূ হবে।

কিন্তু আরিল এবং তার কোং-কে অন্তত এটা জানানোটা ফরয সে তারা কি তুষের আগুন উসকে দিয়েছে। তাদের ঐরকম এটিচিউড না প্রকাশ করলে হয়তো সচলায়তনের স্বপ্ন দেখা হতো না, সেইজন্য তারা ধন্যবাদ পাবার যোগ্য। পোস্ট দেওয়া হবে সেই "Thanks Giving" টুকুর জন্যই।

আমরা সামহোয়্যারে লেখা কোন পোস্ট শেষ করে পুনশ্চতে দেইনি যে এই পোস্টটা ব্লগস্পটেও প্রকাশিত! এখনো করবো, "মূল লেখা : সচলায়তন"। এটাতো খারাপ কিছু না অরূপ। এখন কেউ যদি এর কারণে জ্বলে যায় সেটাকে কি তুমি আটকাতে পারবে? তাহলে তো ব্লগস্পট নিয়েও তারা ইনসিকিউর ফিল করছে, সেটাকে হেল্প করবে কী করে?
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

হিমু এর ছবি

আসলে আমাদের সবার হাত নিশপিশ করছে!

আমরা তাহলে ধীরে চলো নীতিই অনুসরণ করি। আমি ঠিক করেছি সচলায়তন উন্মুক্ত হবার পর আমার ব্লগস্পটে রেফারেন্স আর লিঙ্ক দেবো (রেফারেন্স দেয়া শুরু করে দিয়েছি এর মধ্যে)।

অরূপের কথায় একটা নতুন দিক থেকে দেখা যায় ব্যাপারটাকে: সামহোয়্যার এখন এমনই দূষিত যে আমরা সচলায়তনের কথা সেখানে বলার উপযোগিতা খুঁজে পাই না। এ যেন উলুবনে মুক্তা ছড়ানো। মুক্তার সমঝদারদের ধীরে সুস্থে আমন্ত্রণপূর্বক সচলায়তনে লেখার সুযোগ করে দেয়া যাবে।

সামহোয়্যারে ইতিমধ্যে সচলায়তন নিয়ে কৌতূহল আর আগ্রহ তৈরি হয়েছে, সেটাকে একবারে চরিতার্থ না করাটাই বোধহয় ভালো হবে।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাসান মোরশেদ ভাইয়ের কথা মনে ধরছে। বাকিরাও মন্দ বলেননি: "ধীরে চলো"। তবে ধীরে চলতে গিয়ে গাড়িই না বন্ধ হয়ে যায়! আমাদের আনন্দ প্রকাশের ব্যাপারও তো আছে নাকি?

====
মানুষ চেনা দায়!

ধুসর গোধূলি এর ছবি

মুর্শেদ, তোমার আর অরূপের আনন্দটা স্বভাবতই অন্য সবার চেয়ে আলাদা। একটা স্বপ্নের জন্মদাতা তোমরা, স্বপ্নের গোড়াপত্তনে অনেকের অবদান থাকলেও সেই স্বপ্নটা বাস্তবরূপ নিয়েছে তোমাদের দু'জনের হাত ধরে। তোমার স্বপ্নের লাগাম টেনে ধরার দায়ভার আমি নেবো না।

হাসান দাদার প্রস্তাব, আমাদের অনেকের প্রস্তাব। অরূপের যুক্তিও অকাট্য। কিন্তু সব আনন্দ যুক্তি মেনে করা যায় না। আমরা মানুষ, রোবট না।

ইফ ইউ ফিল ইট, গো ফর ইট ম্যান! আই এম উইদ য়্যু, অনেস্টলী।

তবে যে সিদ্ধান্তই নাও, এপ্লাই করার আগে জাস্ট থিংক টোয়াইস।

দ্যাটস অল। হাসি
_________________________________
<স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

থ্যাঙ্কস গোধু। তবে সামান্য মাথা গরম করে পুরো ব্যাপারটা কেঁচে ফেলতে চাই না। বাকিরা যখন ঠিক মনে করছে না তখন আরেকটু সময় নিয়ে দেখি।

====
মানুষ চেনা দায়!

আরিফ জেবতিক এর ছবি

ঝিনুকে মুক্তো হলে চুপ হয়ে যায়,মুখ খুলে না।
গজমতি হইলে হাতির চঞ্চলা ভাব আর থাকে না।

আরিফ জেবতিক এর ছবি

টু বি অর নট টু বি..
আমিই পড়ছি কনফিউশনে।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

যাদের হাত নিশপিশ করছে:
১. তারা এখানে ভালো ভালো লেখা পোস্টান।
২. ১ জুলাইর জন্য লেখা তৈরি করুন।
৩. বন্ধুদের ডাকুন।

হাসান মোরশেদের প্রস্তাবটা বেশ ভালো। একযোগে লেখা দেয়াটা বেশ মজার হবে। তবে লেখা দিতে গিয়ে প্রতিহিংসামূলক আচরণ না করাটাই শোভন। কথাবার্তায় প্রাপ্তবয়স্কের আচরণ আমাদের আরো অজেয় করে তুলবে।
নতুন একটা পত্রিকা বের হওয়া মানে আগের পত্রিকার সাথে শত্রুতা নয়। নতুন একটা বাংলা ব্লগ সাইট চালু হওয়া মানে আগের ব্লগসাইট বা ফোরামগুলোর সাথে শত্রুতা নয়। বরং নতুন একটা উদ্দেশ্য। নতুন একটা লক্ষ্য। নতুন ধরনের চেতনা। এবং অতীত অভিজ্ঞতার আলোকে নতুন পদক্ষেপ।

সে হিসেবে সচলায়তন হচ্ছে বাংলা ভাষাভাষি ব্লগারদের জন্য নতুন একটা প্ল্যাটফর্ম, যেমন ইচ্ছা লেখার লেখার খাতা। একসাথে ভালো লেখকদের সম্মিলন, আর অহেতুক ছাগলামি-মুক্ত জ্ঞান, তথ্য ও মুক্ত-বুদ্ধির প্রকাশ।

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।