মিডিয়াভিজ্ঞতা: ০১

মির্জা এর ছবি
লিখেছেন মির্জা (তারিখ: বুধ, ০৬/০৭/২০১১ - ৩:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

“Betaa, I am sorry, I did not mean to be rude, but I did not sleep last night------- so I fell asleep, please don’t mind”

ওনাকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি সেই বিহবলতাতেই আমি কিংকর্তব্যবিমূঢ়!! আর তিনি কিনা চাইছেন ক্ষমা? রেকর্ডিং শেষে গাড়িতে যেতে-যেতে ঘুমে চোখ লেগে যাওয়ায় ওস্তাদ আমজাদ আলি খাঁ আমাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেলেন শুরুর কথাগুলো বলে।

-- -- -- -- --

পা ভাইঙ্গা গ্যাছে না ঠিক আছে এইসব ফাইজলামি কথাবার্তা আমারে শোনাবেন না; ওনারে আনবেন শো শুরুর আধাঘন্টা আগে আর আমারে আনাইসেন প্রায় দুই ঘন্টা আগে, উনি বড় শিল্পী আর আমি কেউ না? উনি কি? আমার গান শুনতে কি মানুষ আসে না? কার শোতে মানুষ এখন বে
শি হয়?

আমেরিকাতে শো করতে যেয়ে পা ভেঙ্গে ফেলেন মমতাজ। তার নামে টিকেট বিক্রি হয়েছে শুধুমাত্র এই কারনে ক্রাচে ভর দিয়ে মমতাজ লন্ডনে এসেছেন শো করতে, তবে অনুরোধ একটাই তাকে যেন একটু রেস্ট নিতে দেয়া হয় শুরুর আগে। মমতাজের প্রায় এক ঘন্টা আগে সালমা আকতার গান গাইবেন, এই পর্যন্ত সব ঠিক-ঠাক ছিল, যেই না ‘’ছালমা’’ শুনলেন মমতাজ পরে আসবেন হল-এ সাথে-সাথে তেলে বেগুনে উঠে জ্বলে উঠে উপরের কথাগুলো শুনিয়ে দিলেন সবাইকে!


মন্তব্য

তারাপ কোয়াস এর ছবি

ফল ভারে বৃক্ষ নত হয়, এই থিউরী বাংলাদেশের শিল্পীদের জন্য অচল!


love the life you live. live the life you love.

মনোজ এর ছবি

ফল তো নেই এগুলোর, আছে পাতা দেঁতো হাসি

স্বপ্নাদিষ্ট এর ছবি

"ফল ভারে বৃক্ষ নত হয়, এই থিউরী বাংলাদেশের শিল্পীদের জন্য অচল!" চলুক

কৌস্তুভ এর ছবি

শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পীদের নম্রতার কাহিনী মুজতবা আলিসাহেবের লেখাতেও অনেক পড়েছি। তা তাঁদের জমানা গত হয়েছে, এখন সে রামও নেই, সে অযোধ্যাও নেই।

মির্জা এর ছবি

রাম আর অযোধ্যা না থাকুক গত তের বছরে আমি ভাল এবং মন্দ ‘‘শিল্পী’’ দুই-ই দেখেছি।

ঊষা ঊত্থুপকে খুব কাছ দেখার সৌভাগ্য হয়েছে। সহ শিল্পীদের প্রতি ওনার সন্মান দেখে আমাদের আমাদের মনে হচ্ছিল ঊষা ঊত্থুপ বুঝি তাদের পার্সোনাল বাটলার! আর ব্যাপারটা ঘটছিল পর্দার আড়ালে অর্থাৎ মিডিয়াকে দেখানোর ষ্টান্টবাজি তার মধ্যে ছিল না এইটুকু বলতে পারি।

বাংলাদেশের মধ্যে অন্যতম অবহেলিত আর সবচেয়ে বিনয়ী ওস্তাদদের মধ্যে অন্যতম ছিলেন বারীন মজুমদার। তার কথা বলব আরেকদিন।

তানিম এহসান এর ছবি

খুবই অবাক হলাম ছালমা নামে ক্লোজআপ ওয়ান এর সেই ষ্টার এর কথা শুনে!! ফুটফুটে একটা মেয়ে, কি অসাধারন গেয়েছিলো লালন এর কয়েকটা গান। এই দেশে কোন মানুষকে নিয়ে মুগ্ধতা টিকিয়ে রাখা বিরাট সাধ্যসাধনার কাজ!!

মির্জা এর ছবি

শুধু কি রে ভাই ছালমা? খুব ভাল-লাগার কিছু মানুষের যে নোংরামি দেখেছি খুব বেশি কষ্ট পেতে হয়!

তানিম এহসান এর ছবি

ওসতাদ বারীন মজুমদারকে নিয়ে লিখুননা, ভালো ঘটনাগুলো সামনে উঠে আসুক, তার সাথে সাথে চলুক মুখোশ উন্মোচন। অপেক্ষায় থাকলাম ভাই,

হাসান মোরশেদ এর ছবি

সিরিজটা চালু রাখো।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মির্জা এর ছবি

ইচ্ছা আছে মোর্শেদ, ইচ্ছা আছে; ঝামেলা বিলাতিগুলারে নিয়া, সু করে দিবে নিঃশ্চিত!

বইখাতা এর ছবি

সালমার তাহলে এই অবস্থা!

মরুদ্যান এর ছবি

দু:খজনক! মন খারাপ

এবিএম এর ছবি

ছালমারে তো নিষ্পাপ, নিরীহ আর সহজ সরল একটা মেয়ে ভাবছিলাম। ইয়ে, মানে...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।