আশ্রয়

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শুক্র, ৩০/১০/২০০৯ - ৫:৫৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মেলায় যাবার পথে আগেভাগে শুনে নেয়া ভালো
ভীড়ের গহীন চড়ে একা হাঁটা পথে কী কী হয়---
বাবার আঙুল ছেড়ে গেলে, হারাবেই; জেনে রাখো মেয়ে!

অগুনতি সৌম্য যাদুকর-ছেলেধরা আছে, সাপের ঝাঁপির মত
তাদের চোখেও দোলে বড়সড় ঝাঁপি! বেতের বুননে বোনা আবিরের সুক্ষ্ম কারুকাজে
ছেলে ভুলানোর ছড়া, বাজনা-বাদ্য, ঘুমপাড়ানী গান তারা জানে!

মেলায় হাঁটার পথে বাবার আঙুল ছেড়োনাকো
বাবার পাঁজরে লেপে সাবধানে থেকো।
বাবা তোকে ভালোবাসে মেয়ে, সবচেয়ে খাঁটি ও পুরানো।

বাবার আঙুল ছেড়োনাকো; পাথরের রাজ্যে বড় কষ্ট
জনারণ্যে বেশি বেশি নির্জনতা ভয়
সমুদ্রের মধ্যবর্তী প্রবাল দ্বীপেও চোখ যাবে
বাবার আঙুল ছাড়া একদিন ওখানেও- খুব বেশি একা মনে হবে!

হারানোই ভবিতব্য তবু,
হারাবার আগে জেনে নিও
কতটুকু মেঠোপথ, কতটুকু পীচের রাস্তা
অতঃপর কোন পথ অথৈ জঙ্গলে গিয়ে থামে।

তারও আগে, যতটুকু পারো, (তুমি) বাবার আঙুল ছুঁয়ে থেকো
বাবা তো্রে ভালোবাসে মেয়ে, সবচেয়ে নির্লোভ ও পুরানো!


মন্তব্য

তুলিরেখা এর ছবি

ভালো লাগলো মণিকা।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ, তুলিরেখা!
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মণিকা রশিদ এর ছবি

দুঃখিত, কিন্তু আমার এইসব সামান্য লেখালেখিতে চন্দ্র- তারা ইত্যাদি না টুকলে হয় না, প্লিজ?
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তুলিরেখা এর ছবি

আমি জানিনা কারা তারা দেয়, আমি কখনো কারুর লেখায় তারা দিই না। ভালো লাগলে কমেন্টে বলে দিই। রেটিং প্রথায় আমার বিশ্বাস নেই (ব্যক্তিগত মত)।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মণিকা রশিদ এর ছবি

ভুল বুঝবেন না, তুলিরেখা। ব্যক্তিগতভাবে আপনাকে(বা অন্য কাউকে) উদ্দেশ্য করে আমি একথা বলিনি।
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মণিকা, কবিতাটা বেশ ভালো লাগলো।

সম্ভবত বাবারাই মেয়েদের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত আশ্রয়। সাধারণ কথামালার এক অসাধারণ কবিতা এটি।

মণিকা রশিদ এর ছবি

"সম্ভবত বাবারাই মেয়েদের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত আশ্রয়। " হয়ত!
অনেক ধন্যবাদ পিপিদা। ভালো থাকবেন।
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

জুয়েইরিযাহ মউ এর ছবি

বাহ্!! কী চমৎকার একটি কবিতা! কথাগুলো যেন মন ছুঁয়ে গেল।

--------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ, মৌ!
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফকির লালন এর ছবি

ভালো লাগলো। আরো পোস্ট দিন।

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ, লালন!
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তানবীরা এর ছবি

হারানোই ভবিতব্য তবু,
হারাবার আগে জেনে নিও
কতটুকু মেঠোপথ, কতটুকু পীচের রাস্তা
অতঃপর কোন পথ অথৈ জঙ্গলে গিয়ে থামে।

বরাবরের মতোই মনি।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মণিকা রশিদ এর ছবি

পড়েছো জেনে অনন্দিত লাগছে, ভালো থেক।
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মণিকা রশিদ এর ছবি

পড়েছ জেনে আনন্দিত লাগছে, ভালো থেক।
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কবিতার প্রথম লাইন থেকেই বল বাউণ্ডারী সীমানার কাছে চলে যাচ্ছিল। শেষ লাইনে এসে বল উড়ে গ্যালারী ছাড়িয়ে চলে গেল। শেষ লাইনে যা বললেন তা নিয়ে ভাবতেও গা কাঁপে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মণিকা রশিদ এর ছবি

কবিতাটি আমার নিজের খুব প্রিয়, পুরোনো কবিতা, কিন্তু এটি লিখতে গিয়ে আমি অনেক কেঁদেছিলাম ১৪ বছর না দেখা বাবার কথা ভেবে! আপনাকে অনেক ধন্যবাদ পান্ডব দা!
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নাশতারান এর ছবি

খুব ভালো লাগলো, আপু।

▀ ▄

b

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তাসনীম এর ছবি

অসাধারণ লেগেছে। প্রিয়তে রাখলাম।

বাবা তোকে ভালোবাসে মেয়ে, সবচেয়ে খাঁটি ও পুরানো।

বাবা তোরে ভালোবাসে মেয়ে, সবচেয়ে নির্লোভ ও পুরানো!

কি সহজ সত্য...অথচ কত ব্যাপক অর্থবহ।

+++++++++++++++++++++++++++++++++++++
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না?

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

তিথীডোর এর ছবি

চমৎকার। চলুক চলুক চলুক
চোখে পড়িয়ে দেয়ায় তাসনীম ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।