এই বোধ এই বিষন্নতা

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বুধ, ১৬/০২/২০১১ - ২:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

চাই বা না চাই তেমন করে, তুমি আছ; আর
তুমি থাকা মানেই রোদ্দুর হাত বোলাচ্ছে
উঠান ভর্তি শীতে, বাসা বাঁধছে মাকড়শা-
পাঁজরে দড়ি বিঁধছে শক্ত হয়ে
দড়ি খুলে যাচ্ছে!

তুমি আছ বলে ক্ষুধা হচ্ছে, তৃষ্ণা পাচ্ছে
বোতল ভেঙে উড়তে চাচ্ছে পাখি-
অকেজো তালা খোলার জন্যে
তৈরি হচ্ছে কেজো নকল চাবি।

তুমি আছ বলেই মাঝারাত্রে
শীত কাতুরে গাছের ছায়ায়
হাঁটতে পারে অনাহারী চাঁদ
গানের খাতায় ঢুকে যাওয়া যাচ্ছে
জলের মধ্যে ছায়া ফেলে
চেনা যাচ্ছে নিজের অচিন মুখ।

তুমি আছ; আর আছ বলেই
রক্তক্ষরণের মধ্যে দাঁড়িয়েও
শিশুর পায়ে চুমু খেতে দ্বিধা হচ্ছেনা
একটুও!

অপ্রাপ্তির শোকে মনে মনে বুড়িয়ে যাওয়া
এই যে এতগুলো মানুষ আজ
একত্র হলো এক বিন্দুতে
নির্বান্ধব বান্ধব হয়ে গেল একটি
সরল মুহূর্তের নিকাশে--

এসব কিছু দেখে মুগ্ধ হওয়ার মত চোখ
আজ আমার কিছুতেই থাকতনা , যদি
দূরের কোনো এক নৈঋতে
'তুমি আছ' এই বোধ
এই বিষন্নতা ছুঁয়ে না থাকতো আমায়!


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

গুরু গুরু অতিঅসাধারণ! সবটুকু কোট করতে ইচ্ছে হচ্ছে।
মনিকাদি, শেষ লাইনটা কি "এই বিষন্নতা ছুঁয়ে না থাকতো আমায়" হবে?

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মণিকা রশিদ এর ছবি

হাঁ, ্দাঁড়াও ঠিক করে দিচ্ছি। পড়েছ জেনে ভালো লাগল।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তাসনীম এর ছবি

খুব ভালো লাগলো। ইদানীং কী একটা সমস্যা হয়েছে, আমি তারা দিলে সেটা নেয় না। তবুও জানাচ্ছি যে আমি এই লেখাতে পঞ্চতারকা দিয়েছি।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

অনার্য সঙ্গীত এর ছবি

তারা দেয়ার এই সমস্যা আমিও দেখছি। তারা দিলে নেয় কিন্তু পরে আবার দেখায় যে 'এখনো ভোট দেয়া হয়নি'। এ ব্যপারে মডুদের দৃষ্টি আকর্ষণ করছি।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মণিকা রশিদ এর ছবি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ, তাসনীম।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফকির লালন এর ছবি

অসাধারণ । মুগ্ধতা জানিয়ে গেলাম ।

তারাপ কোয়াস এর ছবি

গুরু গুরু অসাধারণ


love the life you live. live the life you love.

অনিকেত এর ছবি

বাহ, দুর্দান্ত একটা কবিতা পড়লাম।
চমৎকার লেগেছে মণিকা।

শুভেচ্ছা নিরন্তর।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

মাই গড! অসাধারণ কবিতা!! হাজার তারা দিলাম। সেই সাথে প্রিয়তে রাখলাম।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ। হাততালি
--------------------
Sad Quote
Sad Poems

রোমেল চৌধুরী এর ছবি

বোধে ও স্মৃতিমেদুরতায় অসাধারণ! খুব ভালো লাগলো!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ভাল্লাগলো খুব।
সেইসাথে দৃশার "তুই নেই তাই" গানটার কথা মনে পড়ে গেলো।

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তিথীডোর এর ছবি

চমত্কার!
গুরু গুরু

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অতিথি লেখক এর ছবি

এই বোধ এই বিষন্নতা

অসাধারণ লাগল।
আরও ভাল লাগল-

তুমি আছ বলেই মাঝারাত্রে
শীত কাতুরে গাছের ছায়ায়
হাঁটতে পারে অনাহারী চাঁদ

ভালো থাকবেন। শুভ কামনা নিরন্তর।

-সুজন সুপান্থ
স্বপ্নের ফেরিঅলা

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এমন কবিতা গড়ে মাসে একটা পেলেও হয়। কিন্তু তা কি আর মেলে!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

চমৎকার লাগলো। চলুক

বালক এর ছবি

আপু কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না
কিন্তু প্রশ্ন একটা
এই তুমি টা কে? চোখ টিপি

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

রাতঃস্মরণীয় এর ছবি

তুমি আছ বলেই মাঝারাত্রে
শীত কাতুরে গাছের ছায়ায়
হাঁটতে পারে অনাহারী চাঁদ

এমন একটা চমৎকার উপমা বোধহয় বহুদিন পরপরও তেমন একটা শোনা হয়না। খুব ভালো লিখেছেন আপু।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মণিকা রশিদ এর ছবি

কবিতাটি যারা পড়েছেন এবং মন্তব্য করেছেন সবাইকে অনেক ধন্যবাদ আর অশেষ কৃতজ্ঞতা।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

মণিকা'পা
কোনটা ছেড়ে কোনটা কোট করব বুঝতে পারছিনা...

এসব কিছু দেখে মুগ্ধ হওয়ার মত চোখ
আজ আমার কিছুতেই থাকতনা , যদি
দূরের কোনো এক নৈঋতে
'তুমি আছ' এই বোধ
এই বিষন্নতা ছুঁয়ে না থাকতো আমায়!
"

অসাধারণ এরও অধিক কিছু...

--- নুশান

অতিথি লেখক এর ছবি

ভয়াবহ সুন্দর গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

অতীত

atithi এর ছবি

রবি বাবুর গান মনে পড়ল...

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে .........

গানটা তোমার গলায় শোনার ইচ্ছে থাকল

মণিকা রশিদ এর ছবি

.এটা রবিবাবুর গান নয় তো!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটা সোম বাবুর গান গো, রবিবাবুর নয় হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।