কিচেন টিপস

জ্বিনের বাদশা এর ছবি
লিখেছেন জ্বিনের বাদশা (তারিখ: শুক্র, ০৫/১০/২০০৭ - ১০:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১. কাবার্ডে আলু বেশ কয়েকদিন রাখলে একটা ঝামেলায় পড়তে হয়, হ্যাঁ, আলুর চোখের জায়গাগুলোতে চারাগাছের মতো গজিয়ে যায়। তখন সেই আলু খেতে ইচ্ছে করেনা, এতটুকু না হলেও, আলুকাটাটা যে কষ্টের হয়ে দাঁড়ায় তাতে নিশ্চয়ই সবাই একমত হবেন?

টিপস ১: আলুর প্যাকেটে একটা/দুটা আপেল রেখে দিন, ঝামেলা শেষ!

২. ডিমসেদ্ধ হলো ব্যাচেলরদের জন্য 'বিশেষ ত্রাতা' ধরনের খাবার। আমাদের এখানে এক বড়ভাই আছেন, মির্জা ভাই, ব্যাচেলার একা থাকেন। উনার বাসায় গেলে ফ্রিজ থেকে একগাদা সেদ্ধডিমের একটা বাটি বের করে এগিয়ে দিয়ে বলেন, 'নাও ডিম খাও, খুব মজা!'
তো সবাই এভাবে সেদ্ধডিম দিয়ে আপ্যায়ন না করলেও এর যথেষ্ট জনপ্রিয়তা আছে।
কিন্তু ঝামেলা হলো ডিমসেদ্ধ নিয়ে। ডিমসেদ্ধ করার সময় প্রায়ই দেখা যায় বেশী সেদ্ধ করার কারণে খোসা ফেটে গিয়ে ভেতরের সাদা নরম এ্যালবুমেনটা বেরিয়ে গেছে; মসৃন, গোলগাল সেদ্ধডিম আর খাওয়া হয়না। যদিও খিদা মেটে, পুষ্টিও হয়, তবুও আহারেও তো নন্দনতত্ব বলে একটা বিষয় আছে, নাকি?

টিপস ২: সেদ্ধ করার সময় পানিতে একচিমটি লবন দিয়ে নিন, আর ফাটবেনা।

৩.
আবারও সেদ্ধডিমের বিষয়ে আসা যাক। এবার বলি ডিমের খোসা ছাড়ানো নিয়ে। বিরক্তিকর আর সময়সাপেক্ষ কাজ, তাইনা? তার ওপর প্রায়ই দেখা যায় খোসার সাথে ডিমেরও বেশ খানিকটা উঠে এসেছে, তাহলে আর খাবার জন্য বাকী রইল কি? ভাবতেই পারেন।

টিপস ৩: সেদ্ধডিমগুলোকে একটা প্লাস্টিকের বক্সে নিয়ে, বক্সের মুখ বন্ধ করে দিয়ে ঝাঁকান কিছুক্ষণ। সবগুলো ডিমেরই খোসা ফেটে ফেটে গায়ে লেগে থাকবে। ফাটাখোসার উপরের অংশটুকু তুলে নিয়ে, ডিমের নিচের অংশটাকে হাতের মুঠোতে নিয়ে চাপ দিন, ডিমটা খোসা থেকে লাফ দিয়ে পড়বে।

৪.
ফ্রাইপ্যানে মাঝেমাঝে ভাজা-ভুজি পুড়ে গেলে, পোড়াটা ঘষে ঘষে ওঠানো খুব কষ্টের কাজ হয়ে যায়। অনেকে তখন ফ্রাইপ্যানটাই ফেলে দিয়ে নতুন একটা কিনে আনে, কিন্তু এত নবাবী করার জো কি আমাদের আছে?

টিপস ৪: ফ্রাইপ্যানে পরিমানমতো ডিটারজেন্ট ঢেলে, তাতে এক-দুই গ্লাস পানি (প্যানের সাইজ অনুযায়ী) মিশিয়ে নিন। তারপর পানিটাকে ফোটান। ব্যস্, আর কিচ্ছু করতে হবেনা।

৫.
যে রাঁধে সে চুলও বাঁধে, কিন্তু রাঁধতে গিয়ে চুল যেখানে থাকে সেই মাথাটাও মাঝেমাঝে ধরে যায়। বিশেষ করে গরম যারা সহ্য করতে পারেননা। নাকি মাথা ধরেনা? ও.কে., রাঁধতে গিয়ে মাথা না ধরলেও চলবে। এমনিতে তো মাথা ধরে? সেটার সমাধানও কিচেনে আছে।

টিপস ৫: বড় বাতাবীলেবুকে অর্ধেক করে, ভেতরের অংশটা সারা মুখে ঘষে নিন কিছুক্ষণ। ব্যাস্, নো ডিস্প্রিন।

৬.
রান্না করতে গিয়ে একটা বড় ঝামেলা হয়, বিশেষ করে উপমহাদেশের আমাদের যারা কারি এবং কারিই খায়, আর সেই কারিতে পেঁয়াজ মাস্ট। তো, ঝামেলাটা হয় পেঁয়াজ কাটতে গিয়ে; এরবেশী বলার দরকার নেই, কারণ তেতুলের নাম শুনলে যেমন জিভে জল আসে, এরবেশী বললে আপনার চোখে জল আসতে পারে। কিন্তু কাঁদতে কাঁদতে রাঁধতে চায় কে বলুন?

টিপস ৬: পেঁয়াজ কাটার সময় একটা চুইংগাম চিবুতে থাকুন।

[আজই ট্রাই করে দেখুন, বিফলে মূল্য ফেরত]


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হা হা হা হা... আলু কিনতেই তো দম বের হয়... আবার আপেলও কিনতে হবে ? তারপর তো চাউল কেনার পয়সা থাকবেনা !!!

______________________________________
পথই আমার পথের আড়াল

জ্বিনের বাদশা এর ছবি

হুমমম ,,, চিন্তায় ফেলেদিলেন ,,, পেঁয়াজেরওতো দাম অনেক, তার ওপর চুইংগাম!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সৌরভ এর ছবি

জনগুরুত্বপূর্ণ পোস্ট। দেঁতো হাসি


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

জ্বিনের বাদশা এর ছবি

তুমি তো মিয়া রান্নাবাড়ি করনা !
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মাশীদ এর ছবি

ব্যাগের চিপা থেকে একটা চুইং গাম বের করেছি। পেঁয়াজ কাটা কর্মসূচী সামনেই। এক ফোঁটা চোখের পানিও যদি মাটিতে পড়ে...তাইলে কিন্তু বুইঝেন!!!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

জ্বিনের বাদশা এর ছবি

সর্বনাশ ,,, তবে আমাকে ঠ্যাঙানোর চেয়ে চুইংগাম কোম্পানীকে স্যু করাটা ফিনান্সিয়ালি বেটার মনে হয় চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মাশীদ এর ছবি

হুম...। চুইংগাম ট্রিটমেন্ট কাজে দেয়নি। গতরাতে আগে কাটা পেঁয়াজ থাকায় এক্সট্রা কাটতে হয়েছিল মাত্র আধাখানি। তখন চোখের পানি মাটিতে পড়েনি। ওটাকে ঠিক কনক্লুসিভ মনে না হওয়ায় আজকে ভাবলাম আবার ট্রায়াল দেই। দুইটা পেঁয়াজ কাটতে গিয়ে দেখি 'ও আমার, চোখের পানি বাঁধ মানে না রে'! এখন ভাবছি কোম্পানী স্যু এর চেয়ে আরো সহজে ক্যামনে কি করা যায়!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

জ্বিনের বাদশা এর ছবি

জ্বিনের বাদশা'স কিচেন থেকে বিশেষ ঘোষনা
"অনিবার্য কারণবশতঃ জ্বিনের বাদশা'স কিচেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকিবে ....যেকোন প্রকারের অভিযোগের জন্য যোগাযোগা করুন *$%|*&&$ ..." ...
পালাও পালাও চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

জ্বিনের বাদশা এর ছবি

গুড আইডিয়া!
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হিমু এর ছবি

আমি কোথায় যেন শুনেছিলাম পেঁয়াজের সাথে একটু লেবুর রস চিপে দিলে কাজ হয়। পরখ করে দেখেছি, ভালোই কাজ দেয়।


হাঁটুপানির জলদস্যু

জ্বিনের বাদশা এর ছবি

ধন্যবাদ হিমু ,,, এটাকেও জুড়ে দিচ্ছি টিপসের সাথে হাসি

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছো
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

দ্রোহী এর ছবি

চমৎকার সব টিপস, অনেক উপকারে লাগবে।

১. সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর জন্য ডিমের সুচালো দুই মাথার খানিকটা ভেঙে খোসা ছাড়িয়ে নিন। তারপর যে কোন এক পাশ থেকে জোরে ফু দিন। ডিম আপনাতেই বেরিয়ে আসবে।

২. পেঁয়াজের বাইরের খোলস ছাড়িয়ে পেঁয়াজটাকে কিছুক্ষনের জন্য গরম পানি দিয়ে ধুয়ে নিন - চোখ জ্বালা করবে না।

------অভিজ্ঞতাবলে শেখা টিপস্ - সবসময়ই কাজ করবে।


কি মাঝি? ডরাইলা?

জ্বিনের বাদশা এর ছবি

শুকরিয়া! দ্রোহী সাহেব ,,, সবটিপসই পোস্টে ঢুকিয়ে নিব কিন্তু ,,,হাসি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নিঘাত তিথি এর ছবি

গুড পোস্ট। আমি নতুন রাঁধুনী, ৩ নাম্বারটা নিয়ে খুবই বিব্রত ছিলাম, একটা সমাধান পাওয়া গেলো তাহলে। প্রয়োগ করে দেখি কি অবস্থা হয়। আর ৬ নাম্বারটা তো খুবই দরকারী। অশেষ ধন্যবাদ।

--তিথি

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

কনফুসিয়াস এর ছবি

পেয়াজেরটা খুবই জরুরী টিপস! দেখি আসলেই কাজ হয় কি না!
-যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

জ্বিনের বাদশা এর ছবি

কনফু আর তিথি, টিপস কাজ না করলে আমার যে বন্ধুটা ইমেইল করে টিপসগুলো পাঠিয়েছে ওর ইমেইল এ্যাড্রেস জানিয়ে দেব চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

কেমিকেল আলী এর ছবি
জ্বিনের বাদশা এর ছবি

শুকরিয়া
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

কাজে লাগবে, ভ্রাতা।
একবার টুকটাক বাজার করলাম।
বিকেলে ভীষণ গরমে ঘেমে রুমে আসলাম। ভাবলাম শরবত বানাই। পানি নিলাম, চিনি দিলাম, লেবু চিপলাম। তারপর ঘুটাআআআ।
মুখে দিতেই বিস্বাদ লেগে উঠে। ওয়াক! এই অবস্থা কেনো? কেমন যেন স্যালাইন স্যালাইন। ধ্যুত, লেবুই খারাপ। মনে হলো, জংলী লেবু। তিতা হয়ে গেছে।
ক'দিন পরে নতুন লেবু কিনে নিয়ে আসলাম। আবার শরবত বানালাম, বেশী করে চিনি দিলাম। মুখে দিয়ে দেখি অবস্থা আরও খারাপ। কি বিচ্ছিরি ব্যাপার।
ভাবলাম, চিনি খারাপ নাকি? খারাপ তো হওয়ার কথা না। ক'দিন আগেই কিনলাম। কি সুন্দর নতুন প্যাকেট ঝকঝকে চকচকে চিনি। আঙুলের আগায় একটু চিনি নিয়ে মুখে দিয়ে টের পাই টেস্টিং সল্ট!

জ্বিনের বাদশা এর ছবি

সর্বনাশ! আপনেরে তো আরো বেসিক কিছু টিপস দেয়া লাগবে ,,, যেমন লবন আর চিনির পার্থক্য চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ফারুক হাসান এর ছবি

এক অঙ্গে এত রূপ! আপনি তো ভাই জিনিয়াস বাদশা!
-----------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

জ্বিনের বাদশা এর ছবি

ভাইরে ,,, সব নকল করা জিনিস চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

মৃন্ময় আহমেদ এর ছবি

আইচ্ছা...

______________________
চিৎকার করি জ্বলেপুড়ে ছারখার
তবুও আমি নাকি অশুচি

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

আরিফ জেবতিক এর ছবি

ফ্রিজে রাখা বোতল বেশ কিছুদিন ব্যবহার করলে কেমন যেন
ঘোলাটে হয়ে যায়।আবার বোতলের ভেতরে হাত ঢুকিয়ে পরিষ্কার করার জো নেই ।
'ভরসা একটাই ।একটুকরো লেবু কেটে রেখে দিন কয়েক ঘন্টা। বোতল ফকফকা।

জ্বিনের বাদশা এর ছবি

এইটাও ঢুকাইলাম পোস্টে ,,,, ধন্যবাদ বস্
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

হিমু এর ছবি

আরো কিছু কিচেন টিপস দেয়া যায়। সব সমস্যার সমাধান হবে যদি নিজে রান্না না করে ডাইনিং রূমে বসে পেপার পড়েন আর বউকে দিয়ে রান্না করান। এতে পেঁয়াজ কাটার সময় আপনার চোখ দিয়ে পানি গড়াবে না, বাসনকোসন মাজতে ঝামেলা হবে না, সবকিছু মাপমতো কাটা পড়বে ...।


হাঁটুপানির জলদস্যু

আরিফ জেবতিক এর ছবি

খালি রান্না করলে তো হবে না,খেতেও হবে।

তাই একটা কামড়ের টিপস চাই।

জ্বিনের বাদশা এর ছবি

আপাতত তাই তো করছি ,,,যেমন আগি ব্লগিং করছি, আর বউ স্যামন ভাজছে চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ধুসর গোধূলি এর ছবি

- প্রেসিডেন্ট, এইগুলা কিচেনের টিপস ক্যামনে হৈলো? কেউ জদি পেয়াজ ড্রয়িং রুম বা বেড রুমে বইসা কাটে, কিংবা ডিম্বখোসা ছাড়ানো! এই কাজতো কেউ বারান্দায় মোড়ার উপরে বইসাও করতে পারে। তাইলে কেমনে কি?

কিচেন না কইয়া কুকিং টিপস কই আমরা? কিংবা বউ সাহায্য টিপস্!
আর নাইলে সোজা ভাষায়, বেলুনের তাড়া থাইকা বাঁচোনের টিপস!
_________________________________
<সযতনে বেখেয়াল>

জ্বিনের বাদশা এর ছবি

বেলুনের তাড়া থাকা বাচনের টিপসটাই উত্তম হে গ্রে টোয়াইলাইট চোখ টিপি
দিন কিন্তু ঘনিয়ে আসছে, তাড়া খাওয়ার ,,, ব্লগে কি যেন দেখছি আজকাল চোখ টিপি
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

এইভাবে পরীক্ষা ছাড়া টিপস দেয়ার তীব্র প্রতিবাদ করছি।

রেসিপি বা টিপস্ আগে নিজে ব্যবহার করে পরে অন্যদের জানাতে হবে। নতুবা ব্লগারের উপর আস্থা হারাবেন পাঠক।
আমি যত রান্নার রেসিপি দিয়েছি সব কিন্তু নিজে রান্না করে মাপ লিখে রেখে তারপর দিয়েছি।
জ্বিনের বাদশাকে সাবধান করে দেয়া হলো। নতুন গৃহিনী (যেমন মাশীদ, তিথি) বা নতুন বাবুর্চি (হিমু, ধুসর) এদের আবেগ নিয়ে খেলা যাবে না।
তাহলে কিন্তু মরিচ পুড়া দেয়া হবে।
-----------------------------------------------
খড়বিচালি জোগাড় করি, ঘর বানাবো আসমানে

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

জ্বিনের বাদশা এর ছবি

বড়ে মিয়া, আর নিষ্ঠুর হইয়েননা প্লীঈঈঈঈজ চোখ টিপি
এমনিতেই বউরে কিচেন টিপসগুলা শুনানোর পর বেলুনের তাড়ার উপর আছি মন খারাপ

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।