সব শালারেই চেনা আছে

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: সোম, ২৫/০৭/২০১১ - ৪:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

গদি থেকে নামিস যখন
জনগণের ব্ন্ধু তখন,
দেশের জন্য দু'চোখ বেয়ে
গড়িয়ে পড়ে জল
ঢের ঠকেছি, এবার বলি
ছল সবইরে ছল-

খারাপ কাটুক দেশের দিনটা
তোদের কেবল একটা চিন্তা
গদি এবং গদি পেলেই
তোরা সবাই লাট বাহাদুর
অন্য সবাই তুচ্ছ নেহাত
মশা, মাছি, ইঁদুর, বাদুড়-

সারাজীবন এইতো হলো
তোরা খেলি, ওরাও খেলো
আমরা কেবল দেশের মানুষ
দেশের সাথে পচে মরি
তোরা ওরা গদি নিয়ে
করিস পাছা মারামারি-

এইতো হলো, এইতো হবে
বলতো তোরা থামবি কবে?
ভণ্ডামি আর মায়াকান্না
সহ্য হয় না, আর না আর না
বদলা তোরা, নইলে কিন্তু
বদলে যাবে বলার ভাষা
আমজনতার এছাড়া আর কীইবা আছে
মনে রাখিস আসবে সময়,
আসছে সময়
সব শালারেই চেনা আছে...

২৫/০৭/২০১১
সিডনি, অস্ট্রেলিয়া।


মন্তব্য

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

হ, সব শালা একরকম...

আপনার নাম লিখুন এর ছবি

সব শালারে চেনা থাকলেও, সম্বন্ধির পুতরা অচেনা। তাদেরকে চিনতে হয় মা-বাপ দিয়ে। যেমন:
১. সাজেদা'র পোলা
২. তাহেরে'র পুত
এম আব্দুল্লাহ

জহির  আহমাদ এর ছবি

সাবাশ, সাবাশ বলি সাব্বাশ !
এইবারে সবে মিলে
হাতে তুলে নাও বাঁশ ।

বাঁশ নিয়ে মাখো তেল,
জমবে এবার খেল
মিটাবো খাওয়ার আশ ।

সাবাশ সাবাশ বলি সাব্বাশ !
বদলে যাও বাঙালি
বদলাও ভদ্র ভাষা ।

বদলে হ বাং গালি
বাংলায় দে গালি
সব শালা সঙ এর বাচ্চা !!

---অহন থেইকা কারো উপর রাগ করলে কবেন “ তুই সঙ, তোর বাফে সঙ, তোর মায় সঙ, তোর ভাইয়ে সঙ, তোর বইনে সঙ, তোগোর চোইদ্দপুরুষ সব সঙ । তোগো ফেমিলি হালায় একখান সঙসদ । তোগোরে বাহাত্তরে পাইছে !!!

জহির  আহমাদ এর ছবি

সাবাশ, সাবাশ বলি সাব্বাশ !
এইবারে সবে মিলে
হাতে তুলে নাও বাঁশ ।

বাঁশ নিয়ে মাখো তেল,
জমবে এবার খেল
মিটাবো খাওয়ার আশ ।

সাবাশ সাবাশ বলি সাব্বাশ !
বদলে যাও বাঙালি
বদলাও ভদ্র ভাষা ।

বদলে হ বাং গালি
বাংলায় দে গালি
সব শালা সঙ এর বাচ্চা !!

---অহন থেইকা কারো উপর রাগ করলে কবেন “ তুই সঙ, তোর বাফে সঙ, তোর মায় সঙ, তোর ভাইয়ে সঙ, তোর বইনে সঙ, তোগোর চোইদ্দপুরুষ সব সঙ । তোগো ফেমিলি হালায় একখান সঙসদ । তোগোরে বাহাত্তরে পাইছে !!!

প্রখর রোদ্দুর এর ছবি

সব শালারেই চেনা আছে-
গালি দিতেও হতাশ লাগে, এরা আর কোন কিছুর সাথেই তুলনা করার মতো যোগ্যতাটুকু অবশিষ্ট রাখেনাই। খালি খালি যার সাথেই তুলনা করবেন তাকেই খাটো করা হবে।

হাসিব এর ছবি

ঐ শালাদের দুলাভাইয়েরা - মানে আমরা, ঠিকঠাকমতো ভোটের সময় স্বজনপ্রীতিটা করে ফেলি।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

র ব এর ছবি

ভাই, জটিল টু দ্য পাওয়ার ইনফিনিটি হইছে...

রব

অকুতোভয় বিপ্লবী এর ছবি

চল্লিশ বছর কেটে গেল, কোন শালা বদলাল না মন খারাপ

লেখা তো নয়, কামান দেগে দিলেন দাদা !

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

তৌফিক_হাসান এর ছবি

"সব শালারেই চেনা আছে"
চরম!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।