আঁকটোবর ২০২১ তিমি দেখা

মুস্তাফিজ এর ছবি
লিখেছেন মুস্তাফিজ (তারিখ: শুক্র, ০৮/১০/২০২১ - ১:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

বছর কয়েক আগে উকুলুলেট গিয়েছিলাম। সেখানকার আফ্রদিতি পয়েন্টের লাইট হাউস ঘিরে ভয়াবহ কিছু গল্প শোনা ছিল। প্রশান্ত মহাসাগরের অশান্ত এই এলাকা থেকে ফেরার জন্য পিছু ঘুরতেই সঙ্গীর 'তিমি তিমি' চিৎকারে পেছন ফিয়ে শুধু লেজটাই দেখতে পেয়েছিলাম। ছবি আর তোলা হয়নি। স্মৃতি থেকে তাই তিমির লেজের ছবিই কম্পিউটারে এঁকে ফেললাম।
ডিসক্লেইমারঃ আমি মোটেও আঁকতে জানিনা।

ছবি: 
09/11/2008 - 3:51পূর্বাহ্ন

মন্তব্য

তারেক অণু এর ছবি

আহারে, তিমির লেজ নিয়ে হারম্যান মেল্ভিলের কী চমৎকার সব লেখা আছে!

মন মাঝি এর ছবি

শুধু লেজ নিয়ে না!! হো হো হো

****************************************

এক লহমা এর ছবি

বাঃ! ছবি ভাল লাগল।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সোহেল ইমাম এর ছবি

চলুক

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।