নিসর্গ ব্যানার্জি

মুজিব মেহদী এর ছবি
লিখেছেন মুজিব মেহদী (তারিখ: বিষ্যুদ, ২৯/১১/২০০৭ - ১২:১৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উলটোদিক থেকে নামতে গিয়ে অনিবার্য পতন ঠেকাতে পা ফেলানো শিখে গেছি আজ প্রাণান্ত কৌশলে, কেননা নামতে হবে, কোথাও উঠতে হলে পূর্বাবস্থান থেকে নামতে হয়, রংজেং-এর চূড়া থেকে বিরিশিরি ম্যালা পথ, দুর্গম ঢাল, হ্রদ এবং বুনো সন্ত্রাস, বৃক্ষবিরোধ পার হলে কিমিয়া সীমান্ত ফাঁড়ি, কাঁটাতার ও সোমেশ্বরীর অনন্ত বালি

শ্যাওলাবিব্রতিসহ সমস্ত ছাল-বাকল ছাড়িয়ে একটি নদীকে জাগাব, এহেন সিদ্ধান্তে দেখ পুনরুত্থানের মতো মাথা উঁচিয়েছি-- দুই পা আমার দুই ভুল কুমিরের মুখে, সতত নিচের দিকে টান, হাতির শক্তিতে তবু দুমড়ে-মুচড়ে যাব, মাহুতের প্রেমে তুমি শুঁড় ধর শুধু

যেতে যেতে বহুকাল গেছে, এ বেলায় জেনে নেই বাহারি সৌরভ, আনুপূর্ব ছুঁয়ে-ছেনে বুনোকুসুমের, দিনে দিনে না-হয় পরে তুরীয়ানন্দে যাওয়া যাবে, বেশি নয় একটিই দারুণ খায়েশ, কোনো এক আরণ্যসন্ধ্যায় ঠিকঠাক তোমাতে আরূঢ় হব, নিসর্গদি


মন্তব্য

মুজিব মেহদী এর ছবি

ইমরুল আপনি হয়ত ঠিকই বুঝিয়েছেন, কিন্তু আমি ঠিক বুঝিনি বলতে পারি। দুঃখিত।
আমার মনে হয়, মুগ্ধতার ব্যাখ্যা সবসময় না-ও থাকতে পারে। তবে এর বিপরীতটার ক্ষেত্রে অবশ্যই থাকা দরকার। থাকেও।
আর দু'জনের দেখার ভঙ্গি, শিল্পরুচি, একরকম না হওয়াই তো স্বাভাবিক। আবার হলেও তা আশ্চর্যজনক কিছু হতো না হয়ত।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সুমন চৌধুরী এর ছবি

দিনে দিনে না-হয় পরে তুরীয়ানন্দে যাওয়া যাবে, বেশি নয় একটিই দারুণ খায়েশ, কোনো এক আরণ্যসন্ধ্যায় ঠিকঠাক তোমাতে আরূঢ় হব, নিসর্গদি

তোমাতে আমাতে
আষ্টেপৃষ্ঠে
সমারুঢ় চিৎপাৎ
ঘটনের আবহে নির্ঘন্ট বিলোপ দেঁতো হাসি



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

মুজিব মেহদী এর ছবি

হ্যাঁ তাই।

তোমাতে আমাতে
আষ্টেপৃষ্ঠে
সমারুঢ় চিৎপাৎ
ঘটনের আবহে নির্ঘন্ট বিলোপ

...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

হাসান মোরশেদ এর ছবি

নিসর্গ ব্যানার্জি!
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মুজিব মেহদী এর ছবি

হ্যাঁ নিসর্গ ব্যানার্জি।

'বনলতা সেন' নামটা ভালো লাগে আমার। আমার স্বপ্নের মধ্যে হয়ত বিষয়টা কখনো ঢুকে গিয়ে থাকবে যে আমিও অমন একটা নাম বানাব। এটা বোধহয় ওরই কোনো আউটপুট।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

??? এর ছবি

বিষয়টা অদ্ভূত।
একটা ইনসেস্ট সম্পর্কের মত মনে হৈতেছে। নিসর্গে আরূঢ় হৈতে চাওয়ার আকাঙ্ক্ষাকে আমার কাছে যৌনাকাঙ্ক্ষা বলেই মনে হৈতেছে। কিন্তু নিসর্গকে ডাকা হচ্ছে "দিদি", অর্থাত্ তিনি বয়সে বড় এবং ভগ্নিস্থানীয়া। ফলে, নিষিদ্ধ এই আরোহন, এবং তাতেই তুরীয়ানন্দ! চোখ টিপি

এভাবে সেলাই খুলে দেখার পরও কবিতাটি সমান ভাল লাগল। ধন্যবাদ মুজিব।
..............................................................
শুশুকের ভয়ে কাঁপতে কাঁপতে সাঁতরে এসেছি কুমীরে-ভরা নদী!

মুজিব মেহদী এর ছবি

আসলেই অদ্ভুত। মা-রূপী প্রকৃতির ওপর আমরা মানুষেরা যেরূপ যথেচ্ছ আচরণ করি, তা কি এক ধরনের অজাচারই নয় আসলে? এখানে কি ওই যথেচ্ছাচারের রূপটিই মোহের আকারে একটু সহনীয়ভাবে 'দিদি'র বরাতে হাজির হতে চাচ্ছে? অবশ্য এ ব্যাপারে আমি যথেষ্ট সংশয়ান্বিত।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।