অনুছড়া : এমন যদি হতো..........

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: বিষ্যুদ, ০৭/০৮/২০০৮ - ৫:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

এমন যদি হতো........
এক নিমেশে জীবনটা এ
পাল্টে আমার যেত!

মেঘ-মুলুকে বেধে বাসা
খেয়ে দেয়ে খাবার খাসা
রংধনুকের দোলায় চেপে
খুব ঘুমানো যেত!

আহা এমন যদি হতো!!

-------------------------------------
(এই ছড়ার দায় পুরোটাই আমার কেরানী জীবনের। আগে শুনতাম কলম পেষা কেরানী। আর আমি হইছি কিবোর্ড ঠাসা কেরানী। সারাদিন খালি ঠাস্ ঠাস্ কিবোর্ড ঠাসি। ধুস্ শালা আর ভালো লাগে না!)


মন্তব্য

খেকশিয়াল এর ছবি

ভাল্লাগে না রে ভাই, একদমই ভাল্লাগে না, 'চাকরীজীবিদের কোন স্পার্টাকাস নেই'

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

ঠিক কইছেন ভাই। প্রান কান্দে মন কান্দে, কিন্তু হাত ঠিকই কিবোর্ড ঠাসে। মাস শেষে পাত্তি না হইলে তো আর সংসার চলবো না।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভবঘুরে এর ছবি

ঠিক ঠিক-
আপনার ফুটনোটে যা বলেছেন তা
এক্কেবারে ঠিক-

আহা এমন যদি হইত
ভাবলে কিছু (কীবোর্ড ছাড়াই)
মনিটরে দেখাইত!

কীর্তিনাশা এর ছবি

আর ভাই কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েন না। রাতে ঘুমের ঘোরেও দেখি খালি কিবোর্ড ঠাসি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আবু রেজা এর ছবি

আহা এমন হবে কি
ইচ্ছে হলেই দেখব
আমি সচল হয়েছি।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

কীর্তিনাশা এর ছবি

ভাই এই সব না ভাইবা খালি লিখতে থাকেন আর কমেন্টাইতে থাকেন। একদিন দেখবেন অটোমেটিক সচল হইয়া গেছেন। আপনার প্রতি শুভ কামনা।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

জবরদস্ত লিখা হইয়াছে!

কীর্তিনাশা এর ছবি

বহুদিন পরে আখতার
দিয়েছেন মন্তব্য তার
প্রচেষ্টা তাই তাকে ধন্যবাদ দিয়ে
খাটো করার !!
---------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
মেঘ-মুলুকে বেধে বাসা
খেয়ে দেয়ে খাবার খাসা
রংধনুকের দোলায় চেপে
খুব ঘুমানো যেত!

আরে আরে! আজকের না কালকের একটা পত্রিকায় খবর দেখলাম সারাদিন শুয়েথাকা আর ঘুমানোর জন্য মাসে দশহাজার ডলার বেতন!
আহা! এমন একটা নকরি যদি পাইতাম! দেঁতো হাসি

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

কীর্তিনাশা এর ছবি

আহা! এইটা কি শুনাইলেন জুলিয়ান ভাই? এইটা কি সত্যি?!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আহা !
এমন যদি হতো...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কীর্তিনাশা এর ছবি

আহা !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

ঠিকাছে।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

কীর্তিনাশা এর ছবি

কই ঠিক আছে? ঘুমাইতারলাম না তো!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

এমন কিছু হলে আমাকে জানিও ভাই, মানুষের সুখে আমি সুখীই হই।
বড় সাধ পরজনমে যেনো পাখি হই। খাচার নানা, মুক্ত আকাশের

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

অবশ্যই জানাবো। কিন্তু পরজনমে আপনি কি পক্ষি হবেন তা তো জানালেন না - বক পক্ষি নাকি চিল পক্ষি, নাকি অন্য কিছু?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

ইয়া হাবিবি! ইয়া হাবিবি! ইয়া হাবিবি! ইয়া হাবিবি!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

আহা এমন যদি হত
ইচ্ছে হলেই বাংলাদেশে
বেরিয়ে আসা যেত।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

কীর্তিনাশা এর ছবি

ইচ্ছে হলেই তো আসতে পাড়েন মুমু। খালি প্লেনের টিকেট কেটে উঠে পড়েন। তারপর সোজা এক গোত্তায় বাংলাদেশ!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শেখ জলিল এর ছবি

বাহ্ । সুন্দর ছড়া। ধন্যবাদ কীর্তিনাশা।
আমিও তো বলি-
আহা এমন যদি হত
ইচ্ছে হলেই পৃথিবীটা
ঘুরে দেখা যেত!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

কীর্তিনাশা এর ছবি

আপনার ইচ্ছা পুরন হোক জলিল ভাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আকতার আহমেদ এর ছবি

এমন যদি হতো...
কীর্তিনাশার ছড়া পড়ে
সারছে মনের ক্ষত !

অভিনন্দন কীর্তিনাশা
ছড়াটা বেশ, দারুণ, খাসা !

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ আকতার ভাই। সালাম লন সতস্ফুর্ত ছড়াকার।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রাফি এর ছবি

এমন কখনো হয় না;
সাতমণ ঘিও জোগাড় হয় না; রাধাও নাচে না।
শুধু আমার আর আপনার আফসোস থেকে যায়
"এমন যদি হত..."
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

কীর্তিনাশা এর ছবি

ঠিক রাফি, একদম ঠিক।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অনেকটা এরকম? ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

আহা সন্ন্যাসী জি! কি একটা ইমো দিলেন। আপনার নানা খেতাবের সাথে আরেক খেতাব যুক্ত হোক, আর তা হচ্ছে - ইমো সম্রাট।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।