আষাঢ়ে গল্প : কবির হোসেনের ঝাপসা ছবি এবং বিবাহ বৃত্তান্ত

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: মঙ্গল, ০৮/০৯/২০০৯ - ৩:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিঃ দ্রঃ এই আষাঢ়ে গল্পের উদ্দেশ্য নিছক মজা করা। কারো মনে কষ্ট দেয়া নহে........... হাসি

-----------------------------------------------------------------
মোঃ কবির হোসেন সুদূর জ্যামাইকা থেকে তার ঢাকাস্থ জিগরি দোস্ত হিমেলের সাথে চ্যাটবুকে ফেসিং, স্যরি ফেসবুকে চ্যাটিং করছিল -

কবির : দোস্ত মন ভালো নাই। চিক্কুর দিয়া কানতে ইচ্ছা করতাসে ওঁয়া ওঁয়া

হিমেল : ক্যান্কীহইছে ?? চিন্তিত

কবির : জীবনের ৩৯টা বসন্ত গত হইছে, ৪০ও যায় যায়। এখন পর্যন্ত বিয়া কর্তারলাম্না। মন খারাপ

হিমেল : ও এই কথা। ব্যাপার্না, চিন্তাইস না। তোর ভালো দেইখা একখান ফটু পাঠা। আইজকা থিকাই ঘটকালি শুরু করতাছি। এক মাসের মইধ্যে তোর বিয়া দিমু এনশাল্লাহ্ । হাসি

কবির : সত্যি কইতাসোস দেঁতো হাসি

হিমেল : হ, সত্যি । এখ্খন ছবি পাঠা তুই।

কবির : দুই মিনিটের মইধ্যে পাঠাইতাসি। হাসি

হিমেল (কিছুক্ষণ পরে) : ঐ এইডা কী ছবি পাঠাইসোস। সবদিহি ঝাপসা! রেগে টং

কবির : কী করুম দোস্ত, জ্যামাইকায় এখন প্রচুর বাতাস। এত বাতাসে এক জায়গায় স্থির হয়া খাড়ান যায় না। হেই লাইগা যে ছবি তুলি হেইডাই ঝাপ্সা হয় মন খারাপ

হিমেল : বাজে কথা রাখ শালা! জলদি ভালো একঠা ছবি পাঠা।

কবির : আচ্ছা আরেক্টা পাঠাইতাসি।

হিমেল (কিছু সময় পরে) : ঐ হালার্পো এইডাও তো ঝাপসা। রেগে টং রেগে টং

কবির : দোস্ত এই ফটুডা যে তুলছিল হেই ব্যাডা একটা আস্তা কানউলা। এক ফুট দূরের জিনিস ঠিক মতো দেখতে পারে না। আর আমার ছবি তুলছে দশ ফুট দূর থিকা। মন খারাপ

হিমেল : তাইলে এই ছবি দিসোস ক্যান বাইঞ্চো....??? রেগে টং রেগে টং রেগে টং

কবির : রাগিস না দোস্ত পিলিজ। এইবার তরে আমার বেস্ট ফটুডা পাঠাইতাসি। হাসি

হিমেল (তৃতীয় ছবি পাওয়ার পরে) : হারামজাদা ! এইডা তো সব চাইতে বেশি ঝাপসা। রেগেটং)

কবির : দোস্ত এই ছবিটা একজন বিখ্যাত ফটুগ্রাফারের তোলা। উনি ইসপেশাল ইফেক্টের জন্য ক্যামেরার লেন্সের সামনে আরেক্টা মোটা কাঁচ ফিট কইরা লইছিলেন।

হিমেল : তাইলে এইডাই তোর বেস্ট ছবি ??

কবির : হ দেঁতো হাসি

হিমেল : আচ্ছা খাড়া, এই ছবি দিয়াই আমি তোর বিয়ার ব্যাবস্থা কর্তাছি।

কবির : ঠিক তো ?

হিমেল : হ শয়তানী হাসি

কবির : মরজ্বালা এর মইদ্ধে আবার শয়তানরে টানোস ক্যান ? চিন্তিত

হিমেল : চিন্তাইস না। তোর বিয়া হইলেই তো হইলো ??

কবির : হ দেঁতো হাসি

হিমেল : তাইলে সবুর কর। এক মাস পর তোর ফুলশয্যা।

কবির : সত্যি ? দেঁতো হাসি

হিমেল : সত্যি। দেঁতো হাসি

---------------------------------------------------------------
দুই সপ্তাহ পরে হিমেলের তত্ত্বাবধানে টেলিফোনে কবুল বলার মাধ্যমে কবির হোসেনের শাদি মোবারক সম্পাদিত হলো। কবির হোসন পাত্রীর ছবি দেখতে চাইলেও হিমেল বলল - ছবি দেখার কোন প্রয়োজন নাই। কারণ পাত্রের ছবির মতো পাত্রীর ছবিও অতিশয় ঝাপসা। অগত্যা কবির ছবি না দেখেই বিবাহ করতে বাধ্য হলো।

তার দুই সপ্তাহ পরে কবির হোসেন মহা আনন্দে জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পদার্পণ করলো ফুলশয্যার রাতে অংশগ্রহন করার লক্ষে। বাসায় ফেরার সারাটা পথে গাড়িতে একটা গানই বাজলো - আজ মধু রাত আমার ফুলশয্যার................। কবিরের মুখে আর হাসি ধরে না। হিমেলও হাসে দাঁত কেলিয়ে।

কিন্তু বিপত্তি বাধলো রাতে। কবির হোসেন বাসর ঘরে ঢোকার একটু পরেই আ........আ.........আ.........! করে চিৎকার করতে করতে বেরিয়ে এলো।

হিমেল জিজ্ঞেস করে - কী হইছে এমন চিল্লাস কেন?

কবির হিস্টিরিয়া রোগীর মতো কাঁপতে কাঁপতে বলে - ঐটা কী ? আমার বাসর ঘরে ঐটা কী ?

হিমেল : ক্যান তোর বউ !

কবির : কিন্তু এইরম ঝাপসা কেন ?

হিমেল : যেরম ঝাপসা ছবি দিসোস তাতে ঝাপসা বউ পাবি না তো কি ফকফকা বউ পাবি?

কবির : না, এই বিয়া আমি মানিনা। এই বউ আমি চাই না।

হিমেল : ইঁইঁইঁ.......হ্ কইলেই হইলো মানিনা ?! কত কষ্ট কইরা, বনে জঙ্গলে ঘুইরা, দুই মন শুটকি ভেট দিয়া এই পেত্নীটারে জোগাড় করছি। অখন মানিনা কইলেই হইবো ? আমার এক কথা, যেমন ঝাপসা ছবি দিসোস তেমন ঝাপসা বউ পাইসোস। অখন যা বাসর ঘরে ঢুক !

কবির : না...........আ................আ............!

হিমেল : হ................অ...............অ...........!


মন্তব্য

মামুন হক এর ছবি

হা হা হা...হাসতেই আছি...

কীর্তিনাশা এর ছবি

দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পরী [অতিথি] এর ছবি

চিন্তিত

কীর্তিনাশা এর ছবি

চিন্তা করে কোনই লাভ নাই গো আপা।

বরং হাসেন তাইলে কিছুটা লাভ হইলেও হইতারে দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অতন্দ্র প্রহরী এর ছবি

দেঁতো হাসি

কীর্তিনাশা এর ছবি

দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেনেসাঁ [অতিথি] এর ছবি

যেমন ঝাপসা ছবি দিসোস তেমন ঝাপসা বউ পাইসোস। চমৎকার..........

রেনেসাঁ

কীর্তিনাশা এর ছবি

দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

জি.এম.তানিম এর ছবি

হাসতেই আছি... গড়াগড়ি দিয়া হাসি

(জিন্দেগিতে ঝাপসা ছবি তুলব না...)
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

কীর্তিনাশা এর ছবি

না তোলাই মঙ্গল দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সমুদ্র এর ছবি

হাসি

"Life happens while we are busy planning it"

কীর্তিনাশা এর ছবি

দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

_প্রজাপতি এর ছবি

হা হা হা , ফাটাইলাসেন ।

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা ...

কীর্তিনাশা এর ছবি

ধন্যবাদ দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ভুতুম এর ছবি

জব্বর হইছে!

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

কীর্তিনাশা এর ছবি

থ্যাঙ্কু দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রায়হান আবীর এর ছবি

দেঁতো হাসি


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

কীর্তিনাশা এর ছবি

দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি

চিন্তিত

বস, গল্পের নায়ক আর ভিলেনের নামে ভ্রান্তি আছে। নাম ঠিক করেন। তারপর আবার মন্তব্য দিবোনি। "এখন আপাতত প্রিন্ট করে রাখলাম, জরুরী কাজে ঢাকার বাইরে যাচ্ছি। ফিরে এসে কমেন্ট দিবো।"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কীর্তিনাশা এর ছবি

চিন্তায়েন না গুরু নাম তো মনে লয় ঠিকই আছে চোখ টিপি

ঢাকার বাইরে কি পেত্নীর লগে দেহা করতে যান ? দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

হিমু এর ছবি

অনবদ্য গল্প! চক্ষে পানি চৈলা আইলো। প্রিয়তে নিলাম।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

কীর্তিনাশা এর ছবি

আপনের এই মন্তব্যে আমার চোখ থিকাও অশ্রুধারা প্রবাহিত হইতাছে। পাঁচ বক্স টিস্যু শেষ কইরাও কুলাইতে পারতাছি না। ওঁয়া ওঁয়া

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

কীর্তি, আমার যেনো কেমুন কেমুন সন্দো হইতেছে। কে ঝাপসা ছবি দেয়??? আর কে ঝাপসা বউ পাও, ঘটনাডা খোলসা করো দেহি।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

ঘটমা তো পুরাই খোলাশা। এত্তা সহজ ব্যাফার্ডা না বুজলে কেম্নেকী ?? খাইছে

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

দুষ্ট বালিকা এর ছবি

হাসতেই আছি! দেঁতো হাসি

-----------------------------------------------
আয়েশ করে আলসেমীতে ২৩ বছর পার, ভাল্লাগেনা আর!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

কীর্তিনাশা এর ছবি

দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুমন সুপান্থ এর ছবি

আহা কি (নি)দারুণ !!

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

কীর্তিনাশা এর ছবি

তা যা বলেছেন দাদা ! দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নজমুল আলবাব এর ছবি

ঝাপশা বউ তাইলে মিলছে? এইটাতো তার কপাল। আমার কাছে আইলে বউ এর বদলে কপালে ঝাটার বাড়ি জুটতো। ভালা কইরা ছবি তুলতে পারে না, আবার বিয়ার শখ।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

কীর্তিনাশা এর ছবি

হ ঠিকই তো ভালু কইরা ছবি তুলতে পারে না আবার বিয়ার শখ...... দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অছ্যুৎ বলাই এর ছবি

কেমন জানি সন্দো হইতেছে, এই গল্পে সমস্ত নরসিংদীবাসীর অবমাননা করা হয়েছে।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

কীর্তিনাশা এর ছবি

এই সব গন্দো যুক্ত সন্দো বাদ দেন বলাই দাদা।

আপনি কি গল্পের শুরুতে তেরছা অক্ষরে লেখা বাক্যখানা পড়েন নাই ?? দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

কীর্তিনাশা এর ছবি

হায় হায় গুরু দেখি আমার মাইন্ড খাইছে। এখন আমি কী করি ?

গুরু প্লিজ মাইন্ড খাবেন না। অচিরেই আপনার জন্য একখানা জবরজং শ্যালীকা কাহিনী নামায়া দিবো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তীরন্দাজ এর ছবি

মজাঐছেজবর!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

কীর্তিনাশা এর ছবি

থ্যাঙ্কু তীরু'দা দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

কীর্তিনাশা এর ছবি

দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুহান রিজওয়ান এর ছবি

ঝাপসা ছবি আরো তুলুম, মিয়া, খোদার উপর খোদকারী লন ??
...যান- আপনেরে আমার ছবি দিমুই না দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

কীর্তিনাশা এর ছবি

ওমা আপনে ক্ষেপেন ক্যান ? অ্যাঁ

আপনারেও কি কোন পেত্নী দৌড়ানি দিছে ? হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হো হো হো

...........................

কেউ আমাকে সরল পেয়ে বানিয়ে গেছে জটিল মানুষ

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

কীর্তিনাশা এর ছবি

দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।