কর্পোরেট গল্প : মোরগ, শিয়াল আর পাখির কাহিনী..........

কীর্তিনাশা এর ছবি
লিখেছেন কীর্তিনাশা (তারিখ: মঙ্গল, ১৯/০৫/২০০৯ - ৪:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

চাকরির সুবাদে মাঝে মাঝে এখানে ওখানে ট্রেনিং করতে যেতে হয়। সে সব ট্রেনিং-এর প্রত্যেকটার জবরদস্ত সব নাম - কমিউনিকেশন স্কিল, এক্সিলেন্স ইন অপারেশন, টাইম ম্যানেজমেন্ট, টিম বিল্ডিং, লিডারশিপ আরো যে কত কী তার হিসেব নেই। তো এসব ট্রেনিং-এ আর কিছু না হোক মাঝে মাঝে মজাদার সব গল্প শোনা যায়।

এসব গল্পের বৈশিষ্ট্য হচ্ছে - প্রতিটা গল্পেই শিক্ষনীয় কিছু মেসেজ থাকে। আর গল্পের আকারও বেশ ছোট, যাতে অল্প সময়েই বলে ফেলা যায়।

সেই সব গল্প থেকে তিনটা এখানে তুলে দিলাম। আপনাদের ভাল লাগলে আরো দেয়া যাবে ভবিষ্যতে। গল্পের উৎস সম্বন্ধে আমার কোন ধারণা নেই। কারো যদি জানা থাকে তবে উল্লেখ করলে উপকৃত হবো।

গল্পগুলো কর্পোরেট আসরে শোনা বলে নাম দিলাম কর্পোরেট গল্প। হাসি

---------------------------------------------------------

গল্প - ১ : কাক আর মোরগ

একটা দাঁড়কাক নিয়মিত একটা গাছের মগডালে বসে বসে ঝিমায়। কিছুই করে না। একদিন এক মোরগ এসে সেই গাছের তলায় দাঁড়ালো। দাঁড়কাকের ভাবসাব দেখে তার বেশ ভাল লাগলো। সে কাককে জিজ্ঞেস করলো - আচ্ছা কাক ভায়া তুমি যে সারাদিন এমন বসে বসে ঝিমাও তোমার খারাপ লাগে না? কাক জবাব দেয় - নাহ্ ভালই তো লাগে। বসে বসে কত কী যে চিন্তা করি। মাঝে মাঝে নিজেকে দার্শনিক মনে হয়।

মোরগ বলে - আমারো খুব ইচ্ছা করে, মাঝে মাঝে তোমার মতো ঝিমাই। কিছু না করি। কাক বলে - ইচ্ছা হলে ঝিমাও। কেউ তো আর না করেনি। তখন মোরগ বসে বসে ঝিমাতে লাগলো। আহা ঝিমাতে কী শান্তি!

কাছাকাছি একটা শিয়াল ছিল ওৎ পেতে। মোরগটাকে ঝিমাতে দেখে সে সুযোগ বুঝে আক্রমন করলো আর মোরগটাকে মুখে নিয়ে ছুটে পালালো।

(গল্পের মোরাল বা মর্মার্থ : যদি তুমি কোন কিছু না করে কেবল ঝিমাতে চাও তবে অবশ্যই তোমাকে অনেক অনেক উঁচুতে অবস্থান করতে হবে)

গল্প - ২ : ফাঁদে পড়া শিয়াল

একটা শিয়াল বনের পথে চলতে চলতে হঠাৎ ফাঁদে আটকা পড়লো। তার গলায় একটা ফাঁস বেশ কঠিন ভাবে এঁটে গেল। অনেক ধস্তাধস্তি করেও সে ছুটতে পাড়লো না। তখন শিয়ালটা মনে মনে ভাবলো - হায় এই যে ফাঁদে আটকে গেলাম, এর চেয়ে খারাপ আর কী হতে পারে ?

একটা বানর যাচ্ছিল সেই পথে। সে শিয়ালটার এই বন্দিদশা দেখে খুব মজা পেল। আর শেয়ালের পেছন দিকটা অরক্ষিত পেয়ে আচ্ছা করে শিয়ালের পাছা মেরে দিল।

(মর্মার্থ : সমস্যা যত বড়ই হোক, মনে রাখতে হবে তার চেয়েও বড় সমস্যা আসতে পারে এবং তার জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে)

গল্প - ৩ : এক ছোট পাখির কাহিনী

একটি ছোট পাখি আকাশের অনেক উপর দিয়ে উড়তে গিয়ে ঠান্ডায় জমে বরফ হয়ে ধপ করে এসে পড়লো একটা খোলা মাঠে। পাশেই একটা গরু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস চিবাচ্ছিল। সে কোৎ করে এক দলা গোবর হেগে দিল পাখিটার উপর। পাখিটা গোবরে ডুবে গেলেও সদ্য পতিত গোবরের গরমে তার শরীরের বরফ সব গলা শুরু করলো।

একটু পরে পাখিটা সুস্থ হয়ে গোবরের ভেতরে বসেই কিচমিচ কিচমিচ ডাক শুরু করলো। পাশ দিয়ে যাচ্ছিলো এক হুলো বেড়াল। সে পাখির আওয়াজ পেয়ে গোবর ঘেঁটে পাখিটাকে বের করলো। তারপর কপাৎ করে গিলে ফেলল।

(মর্মার্থ - ১ : কারো শত্রুতা মূলক কাজ সব সময় যে তোমার বিপক্ষে যাবে এমন নাও হতে পারে। কোন কোন বৈরী কাজ হয়তো তোমার উপাকারেই আসবে।

মর্মার্থ - ২ : কেউ তোমাকে বিপদ থেকে উদ্ধার করলো মানেই যে সে তোমার শুভাকাঙ্খি এমন নাও হতে পারে। সে হয়তো তোমার সবচেয়ে বড় শত্রু।

মর্মার্থ - ৩ : যখন তুমি ঘোর বিপদে তখন দয়াকরে মুখটা বন্ধ রাখো / when you are in deep shit please keep your mouth shut!!)


মন্তব্য

সালাহউদদীন তপু [অতিথি] এর ছবি

গল্পের মর্মার্থ গুলো অসাধারণ এবং এতই অসাধারণ যে বুঝিয়ে না দিলে বুঝতে পারতাম না। আর বুঝিয়ে দেয়ার পর গল্পের চেয়ে মর্মার্থই বেশি ভাল লাগছে।

মর্মার্থ: মূল্যবান জিনিস ফাও দিতে নেই, দিলে আসল পন্যই তখন অকেজো হয়ে যায় ফাওয়ের কারণে।

সালাহউদদীন তপু

কীর্তিনাশা এর ছবি

ভালো কইছেন তপু ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

তানবীরা এর ছবি

কীর্তি তোমার পাংখা লিষ্টে আমার নামটা প্রথম দিকে রেখো।
তবে এক নম্বর গল্পের মোরালটা পশ্চিমের দিকে ঠিক না আমাদের ম্যানেজাররা সকাল আটটায় ঢুকে অফিসে আর রাত আটটায় বাড়ি যায়, অনেক খাটে। বরং আমরা আরামে কাজ করি মিডিওকাররা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

কীর্তিনাশা এর ছবি

কীর্তি তোমার পাংখা লিষ্টে আমার নামটা প্রথম দিকে রেখো।

- আহেম... এরম লজ্জা দিলে খেলুম না কইলাম লইজ্জা লাগে


তবে এক নম্বর গল্পের মোরালটা পশ্চিমের দিকে ঠিক না আমাদের ম্যানেজাররা সকাল আটটায় ঢুকে অফিসে আর রাত আটটায় বাড়ি যায়, অনেক খাটে। বরং আমরা আরামে কাজ করি মিডিওকাররা।

- পশ্চিমের সব অফিসেই কী এই অবস্থা ??

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রণদীপম বসু এর ছবি

এইসব শিক্ষণীয় গল্প ইস্কুলে পাঠ্য করা হোক !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

কীর্তিনাশা এর ছবি

হ করা হোক। করা হোক ! হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ধুসর গোধূলি এর ছবি
অতন্দ্র প্রহরী এর ছবি

নাশু ভাই, আমি কিন্তু অলরেডি আপনার পাংখা লিস্টে নাম ঢুকাইসি বহুত আগেই হাসি

আরো লেখেন...

কীর্তিনাশা এর ছবি

আমার কুনো পাংখা লিস্ট থাকলে তো নাম ঢুকাইবেন খাইছে

আইচ্ছা লিখুমনে হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রানা মেহের এর ছবি

প্রথম গল্পের দাঁড়কাকটা পুরো আমার ম্যানেজার মন খারাপ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

কীর্তিনাশা এর ছবি

হ আমার অফিসেও এইরম অনেক দাঁড়কাক আছে। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

হিমু এর ছবি

কাককে কি সম্মান করে কাঁক বললেন চোখ টিপি ?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

কীর্তিনাশা এর ছবি

কাউয়া বলিয়া কী তাহাদের কোন মান সম্মান থাকিবে না ! খাইছে

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

লুৎফুল আরেফীন এর ছবি

ফাটাফাটি - কোনটা রেখে কোনটার কথা কই!

কীর্তিনাশা এর ছবি

কোনটা রাখার কী দরকার? তার চাইতে সবগুলার কথাই বলেন হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

রেনেট এর ছবি

দারুন, দারুন, দারুন!!!
আরো চাই।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

কীর্তিনাশা এর ছবি

আইচ্ছা তাইলে দিমুনে রেনেট ভাই হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নীড় সন্ধানী এর ছবি

‍‌বাঁধিয়ে রাখার মতো শিক্ষনীয়। শেষটাতে কষ্ট পাইলাম। জগতের অভাগারা সব এই দলে।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

কীর্তিনাশা এর ছবি

আপনার সাথে পুরোপুরি সহমত ব্যক্ত করিলাম ।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পান্থ রহমান রেজা এর ছবি

নাশুদাকে একালের ঈশপ উপাধি দেওয়া হউক। চোখ টিপি

কীর্তিনাশা এর ছবি

কিন্তু আমি তো গল্পের রচয়িতা নই। আমি কেবল সংগ্রাহক হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এনকিদু এর ছবি

১নম্বরটা ভালই ছিল । কিন্তু ২নম্বর পড়ে ভেবেছিলাম ২নম্বরটাই বেশি ভাল হবে, ৩নম্বরটা পড়ার পর মনে হল ২ এর থেকেই এটা বেশি ভাল ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

কীর্তিনাশা এর ছবি

এইরম প্যাঁচাইয়া কথা কওয়া শিখলেন কার কাছ থিকা ? অ্যাঁ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

আহমেদুর রশীদ এর ছবি

...........................

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

কীর্তিনাশা এর ছবি

বুঝছি মন খারাপ

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

ক্রেসিডা এর ছবি

অনেক ভালো লাগলো।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।