এক দেশে এক সন্ন্যাসী ছিলেন। তিনি গেরুয়া রঙের কাপড় পরিধান করতেন না। নির্জন গাছের তলায় বসে ওম্ শান্তি ওম্ বলে ধ্যান করতেন না। যত্র-তত্র যাকে তাকে যেখানে সেখানে শাপ অথবা বর দিতেন না। সন্ন্যাসী হলেও তিনি ছিলেন পুরো মাত্রায় সংসারী। তাই জনগণ আদর করে তাঁকে সংসারে এক সন্ন্যাসী বলে ডাকতো।
তিনি নিয়মিত আসর জমাতেন - কখনো দারুণ সব ছোট গোল-গাল রুটির মতো সুস্বাদু গল্পে, কখনো কামরাঙা ছড়ায় আবার কখনো বা দুর্দান্ত সব দ্বিপদীপঞ্চকে। জনগণ মুগ্ধ হতো, বিস্মিত হতো, হাসতে হাসতে গড়াগড়ি খেতো, আবেগে আপ্লুত হতো তার গল্প ছড়া শুনে।
অবস্থা এমন দাঁড়ালো যে - সন্ন্যাসী আছেন, গল্প শোনাচ্ছেন, ছড়া শোনাচ্ছেন, সবার সাথে হাসিমুখে হাই হ্যালো করছেন এটাই জনগণের কাছে প্রতিদিনের রুটিনে পরিনত হলো। এটাই যেন স্বাভাবিক। বেঁচে থাকতে হলে যেমন খাওয়া দাওয়া করতে হয়, ঘুমাতে হয় তেমনি যেন সন্ন্যাসীর গল্প, ছড়া, কৌতুকও শুনতে হয়।
কিন্তু হঠাৎ একদিন সবার প্রিয় সেই সন্ন্যাসী নিখোঁজ হলেন। নেই নেই নেই কোত্থাও নেই। জনগণের মনে নানা চিন্তা উঁকি দেয় - তবে কি তিনি এবার সত্যি সত্যি সংসার ত্যাগ করলেন? গেরুয়া বসন পড়ে জঙ্গলে গেলেন? নাকি হিমালয়ের গুহায় ঢুকলেন?
নাকি তিনি মৌমাছির জীবন মধুর কিনা সেই রহস্যের সমাধানে বেরুলেন? অথবা নিজের যে দুর্বলতার কথা তিনি স্বাড়ম্বরে প্রকাশ করতেন সেই দুর্বলতার সুযোগ নিয়ে কোনো সুন্দরী রমনী তাকে গুম করলো?
চিন্তা চিন্তা আর চিন্তা। জনগণ চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গেল। তাদের জীবন থেমে নেই ঠিক। সবকিছু আগের মতো চলছে, তাও ঠিক। তবে মনের কোনে একটা চোর-কাঁটা বিঁধে আছে। ক্ষণে ক্ষণে সেই কাঁটার খোঁচায় মনে পড়ে যাচ্ছে - যার গল্প ছড়া শোনানোর কথা তিনি যেন কোথায় লুকিয়েছেন ? অথবা স্বেচ্ছা নির্বাসন নিয়েছেন ?
জনগণকে এই কাঁটার খোঁচা থেকে একমাত্র সন্ন্যাসীই বাঁচাতে পারেন। তাই তাঁর কাছে দুইটি পত্র লেখা হলো একটা নরম আরেকটা চরম -
নরম পত্র
সন্ন্যাসী দাদা, আপনি দয়াকরে পুরোপুরি সন্ন্যাসী হবেন না! যেমন ছিলেন তেমনই থাকুন। আমাদের নিয়মিত গল্প শোনান, ছড়া শোনান ! ছোট্ট গোল রুটি দিন, কামরাঙা ছড়া দিন, দ্বিপদীপঞ্চক দিন, উর্দিবানী দিন, ছড়মাণু দিন ! দয়াকরে হারিয়ে যাবেন না !
চরম পত্র
এতো যে অনুরোধ করছি তাও যদি না শোনেন তবে কিন্তু জনগণ সর্বত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। দরকার হলে তারা ইউক্রেনের ললনাদের কাছে আপনার আইপি সহ ব্যাঞ্চাবে .........
মন্তব্য
সন্ন্যাসী, আপনি ফিরে আসেন নতুন গোল রুটি নিয়ে, কামরাঙা সহ।
হ অতি সত্বর ফিরে আসুন !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কয়েকদিন হলো আমিও এই কথা ভাবতেছিলাম যে সন্ন্যাসী দাদা কই গ্যালেন। কোথায় গিয়ে লুকাইলেন। তয়, যেখানেই থাকুন আপনি অতি সত্ত্বর আমাদের মাঝে ফিরিয়া আসুন।
হ ফিরে আসুন
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
তাই তো, গেল কই?
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
হ!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
আসলেও, জাতির প্রশ্ন, সন্ন্যাসী গেল কই?
সন্ন্যাসীকে ধরে আনা হউক!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
চলেন সবাই মিলা উক্রেন যাই। যাইয়া তারে ঠাইসা ধরি............
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
মিস্করি তাঁকে।
আশা করি তিনি, যেখানেই থাকুন না কেন, তাড়াতাড়ি ফিরে আসবেন।
হ মিস্করি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
গ্রুপ খ থেকে গ্রুপ ক-তে বিবর্তিত হইতেছে না তো?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমারো এমনই সন্দ হইতেছে
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ক গ্রুপ আর খ গ্রুপের ব্যাপার খানা কী?
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আমারো একই প্রশ্ন, শিমুলাপু জবাব চাই !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ঘটনা হইলো, প্রাগৈতিহাসিক আমলে সন্ন্যাসীজি সমগ্র মানবপ্রজাতিকে প্রধানত দুইটি ভাগে বিভক্ত করিয়াছিলেন। খ গ্রুপ হইলো প্রচন্ড আশাবাদী। আর ক গ্রুপ সেইরম নৈরাশ্যবাদী। তিনি নিজে দাবী করেন পৃথিবীতে তিনিই একমাত্র খ-ইস্ট।
আর বাকি সবাই নিজেরা গুহায় বন্দী হইয়া, কাইন্দা কাইটা জীবন ধারণ করিতে বদ্ধপরিকর।
তিনি আজ গুহাবন্দী। মিছা কইলে সন্ন্যাসীজি আইসা পেরতিবাদ করুক।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
এইবার বুঝছি
তিনি আজ গুহাবন্দী। মিছা কইলে সন্ন্যাসীজি আইসা পেরতিবাদ করুক।
হ সাহস থাকলে আইসা করুক দেখি পেরতিবাদ.............
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সুপ্রিয় সচলচারীরা,
আপাতত স্বেচ্ছা-নির্বাসনে আছি। আজ জনাকয়েক সচল আমাকে জানালেন কীর্তিনাশার কুকীর্তির কথা । আর তাই নির্বাসনকালে দৃশ্যমান- বা অদৃশ্যভাবে সচলমুখো না হবার প্রতিজ্ঞা ভাঙতে হলো বলে কীর্তিনাশাকে সাধুবাদ বা সন্ন্যাসীবাদ কোনওটাই জানাতে পারছি না
আসলে আমার সর্বগ্রাসী সচলাসক্তি সমস্ত সময় দখল করে নিয়েছিল/নিচ্ছিলো। তাই স্থির করেছিলাম, এই সময়টায় পেট ভরে নেট-বিচরণ করবো, মজার মজার ভিডিও দেখবো ইউটিউবে, নতুন-পুরনো বেশ কিছু বই পড়বো – পড়ে আছে অজস্র, জমিয়ে রাখা অসংখ্য ডকুমেন্টারি আর ওয়াইল্ড লাইফ ফিল্ম দেখবো...
এর কোনওটাই মন দিয়ে করা সম্ভব হচ্ছিলো না সচলম্যানিয়ায় ঘোরতরভাবে আক্রান্ত হয়ে থাকায়
দেখা-পড়া শেষ হওয়ামাত্র ফিরিয়া আসিতে বাধ্য থাকিবো
এবার বুঝলেন তো, না লগিয়ে মানুষ কেন মন্তব্য করে?
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সন্ন্যাসী,এইখানে চাপা মারা নিষেধ...............
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
রিটন ভাই'র সাথে সর্বৈব সহমত !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দুইখান মাত্র প্রশ্ন আছে সন্ন্যাসী'দা -
১। দেখা-পড়া কবে নাগাদ শেষ হইতে পারে? এক যুগ নাকি এক শতাব্দি ?
২। যে রাধে সেই কি আর চুল বাঁধে না ?
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সাত দিনের স্বল্পমেয়াদী কোর্স। আমি চুল বাঁধা শিখিয়ে দিতে আগ্রহী।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ব্যাপারটা আমিও খেয়াল করাছি। সন্ন্যাসীজী গেলেন কই?
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
সন্নাসীদাদা ফিরে আসুন আমাদের মাঝে ... আপনার লেখা মিস করতেসি।
এভাবে উধাও হওয়া মোটেই ঠিক না।
--------------------------------------------
--------------------------------------------------------
সোজা আঙ্গুলে কাজ হবে না আঙ্গুল ব্যাকা করতে হবে
একটা স্ক্যান্ডাল ছড়িয়ে দিলে সুড়সুড় করে এসে সাফাই সাহিত্য ধরবে
শুনলাম সন্ন্যাসীদা নাকি বিয়ে করতে যাচ্ছেন
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
হ আমিও শুনছি - যাকে বিয়ে করতে যাচ্ছে সে নাকি কোনো এক বিশিষ্ট সচলের শ্যালিকা। যাকে ধুগো ভাই আগেই বুকিং দিয়া রাখছিলো
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- জাকাজা'র আন্তঃরুশীয় ইন্টেল ভাসাভাসা খবরে জানালো সন্ন্যাসী নাকি এইক্ষণে পুরোমাত্রায় কোনো এক সন্ন্যাসীনির আশ্রমে ধ্যানে মগ্ন হইয়াছেন। ধ্যানে নড়ন চড়ন করলেই রুটি বেলার বেলুনের কয়েক ঘা পড়ে যায় আমাদের প্রিয় সন্ন্যাসীর পৃষ্ঠ বরাবর। জাকাজা সম্মিলিত ভায়রা ভাই সংস্থা এহেন পুংনির্যাতনের তীব্র সমালোচনা করিয়াছে, তবে মৌখিক। কারণ ভবিষ্যতের কথা ভাবিয়া স্বয়ং জাকাজা'র মারমারকাটকাট সদস্যরাও ভালে চিন্তার রেখা ফেলিয়া দিয়াছেন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
লেখক-পাঠকদল রুষিয়া কহিল সবে
জ্যান্ত হোক মৃত হোক ব্যাটারে ধরিতে হবে ...
- দোস্ত, গুরুচণ্ডালি মিশ্রণে কয় পয়েণ্ট খোয়া যায় বলো তো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
গুরু আমার মনে হয় ইহা পোয়েটিক গুরুচন্ডালি, তাই ইহাতে কোনো দোষ নাই।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
পয়েন্ট কাটা গেলে সুকুমার রায়ের যাবে। আমার কী!
চোরের মুখে রাম নাম শোভা পায় না। তবুও বলি..
কী হইলো সন্ন্যাসী? গ্যাছেন কই?
ওস্তাদ, চোরের মুখে না। হবে - ভূতের মুখে রাম নাম
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
০১
বুঝছি! মাতা মুতা সব গ্যাছে।
০২
সব দোষ খেকুদা ওরফে শিয়ালদার। "সহস্রমাল্য" পড়েই এইখানে কমেন্টাইছিলাম। তাই ভূত "চোর" দিয়ে প্রতিস্থাপিত হয়ে গ্যাছে।
গুরু আপনে বুড়া হয়া গেছেন এইটা পুরা নিশ্চিত ..............
একদিন আগে কইলেন চউক্ষে সমস্যা, এখন কন মাথার সমস্যা। শইল্ল্যের আর কুন কুন অঙ্গে আপনের সমস্যা আছে কন তো ঠিক কইরা...........
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ছিল ছিল এ সচলে একজন সন্ন্যাসী কখনো ছিল ওওওওওওওওওওও
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ও সন্ন্যাসী , মোরে নিয়ে চলো চলো সুদূরের পানে।
- সারছে!!!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সত্বর শেষ হোক এই স্বেচ্ছা-নির্বাসন।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আহারে, উনি চির নির্বাসনে চলে গেলেন! বড় প্রিয় লেখক ছিলেন।
------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”
অলীক জানালা _________
নতুন মন্তব্য করুন