ইদানিং ভীষণ দৌড়ের উপর আছি। লেখালেখি করার সময় পাই না। তাই বলে সচলে পোস্টানো বন্ধ থাকবে তা তো হতে পারে না। নিজের ব্লগ ঘাটতে গিয়ে দেখলাম একটা ছড়া অনেক দিন ধরে আমার ব্লগেই পড়ে আছে মুল পাতাতে দেয়া হয়নি অথবা আসেনি কোন কারণে।
অতএব এই সুযোগ কে ছাড়ে? খড়ার সময় ফাঁকিবাজি ভরসা
--------------------------------------------
ভূতুড়ে ছড়া
শ্যাওড়া গাছের পলকা ডালে
পেত্নী দোলে হাওয়ার তালে
ছাতিম গাছের লম্বা চূড়ায়
মামদো বসে মুন্ডু ঘুরায়
স্কন্ধকাটা বিলের ধারে
বাতাস কাঁপায় হুঁ-হুঙ্কারে
শাঁকচুন্নি দিঘীর পাড়ে
এদিক-ওদিক ভেঁচকি মারে
ডাইনী বুড়ি তেঁতুল গাছে
এলিয়ে চুল উকুন বাছে
মেছোভূতে ছাদনা তলায়
শুটকি পেষে হাতের ডলায়
ভূতের পোলা বোম্বা-কঁটা
ডিগবাজী খায় একশ ছ’টা
এসব দেখে ভূতের রাজা
বলে তোরা বাজনা বাজা
আমার প্রজা সকল ভূতে
লম্বা চিকন কি কুঁতকুঁতে
সবাই মিলে আছে সুখে
বাঁধনহীন এ ভূত মুলুকে।।
----------x--------------
মন্তব্য
থ্যাঙ্কু
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
জটিল! ভুতের প্রতি আমার একটা দুর্বলতা আছে, তাই বোধহয় আরো ভাল্লাগলো।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
তা আর বলতে? নামেই তো পরিচয়।
ভুত পেত্নির ওপর ভুতুম ফিদা হবে না তো কে হবে?
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
একদম ঠিক বলেছেন শিমুলাপু।
এই যেমন আপনার নাম দেখে আমরা বুঝতে পারি শিমুল ফুল আপনার খুব প্রিয়
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ধন্যবাদ ভূতুম, ভূতের প্রতি আমারো ভীষণ দুর্বলতা
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
মজার ছড়া, খালি কয়েকটা ছোটোখাটো বানান একটু ঠিক করে দিলে আরো ভালো হয়, যেমন:
ভুতুড়ে
চূড়া
শাঁকচুন্নি
দিঘি
উকুন
ধন্যবাদ রাজর্ষি দা
যথা সম্ভব ঠিক করে দিলাম।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নাশুদা অনেকদিন পর তাই শুভ কামান
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
থ্যাঙ্কু নিবিড় অনেক থ্যাঙ্কু
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
কীর্তি, ছড়া ভাল হয়েছে।
আর বানানের ব্যাপারে বলতে গিয়ে দেখি পাঠক দা আগেই বলে ফেলেছেন----হে হে হে ----
এইরকম আরো কয়েকটা ছড়া এলে কিন্তু মন্দ হয় না---
চেষ্টা থাকবে তারেক ভাই
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আরে নাশুদা, মজারু হইছে...
তা, এত দৌড় কেন? কবে শেষ হবে? তাড়াতাড়ি ফ্যাক্টরী চালু করেন। লোকজন যে কাজ না করতে পেরে (মানে আর কি পড়তে না পেরে), পথে বসতেছে (মানে আর কি আফসোস করতেছে)
ধন্যবাদ প্রহরী ভাই
দৌড়ের উপর কেন তা আর ক'টা দিন পরেই বলি, একটু ধৈর্য্য ধরুন
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
মজার! ভুত আর ছড়া দুটোই বেশ প্রিয় বিষয় আমার!
আপনার সাথে আমার পছন্দ মিলে গেল যুধিষ্ঠির দা
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
একদম ভয় পাইনি।
কি বলেন এতো ভয়ঙ্কর ছড়াটা পড়েও ভয় পেলেন না !!
আপনার তো তাইলে শরীর ভরা কলিজা পিপি'দা
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
যাক, আপনি তো তাও লিখলেন, আপনার বন্ধু তো পুরাই গায়েব। না লেখে কবিতা, না লেখে ভ্রমণব্লগ...
ছড়া ভালো লাগছে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজরুল ভাই !
আমার বন্ধুর কথা আর বইলেন না। তাকে নিয়ে আমিও বিশেষ চিন্তিত
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
চলুক
ভালো লাগলো
______________________________________
বৃষ্টি ভেজা আকাশ
______________________________________
লীন
ধন্যবাদ লীন ভাই
চলবে আশাকরি ।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
বাচ্চা হয়ে যাইতে সবসময় ভালো লাগে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হ
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দারুণ হয়েছে।
ছড়ার বিষয় হিসেবে ভূত ব্যাপারটা দেখেও ভালো লাগলো। ভূতের ব্যাপারে আমারো একটু দুর্বলতা আছে।
ধন্যবাদ বইখাতা
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
নতুন মন্তব্য করুন