কালো ব্যাজ ধারণ করতে পারি?

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: রবি, ৩০/১১/২০০৮ - ১:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

auto
এর একটা সার্বক্ষনিক প্রতিবাদ প্রয়োজন। দেখানো প্রয়োজন যে এদেশে মোল্লাদের চেয়ে মানুষ সংখ্যাগরিষ্ঠ। লক্ষ কোটি মানুষ জীবন্ত প্রতিবাদ হয়ে শহরে শহরে ছড়িয়ে যাওয়া প্রয়োজন।

আমরা কালো ব্যাজ ধারণ করতে পারি। যা আমাদের প্রতিবাদের ভাষা হবে। দেশে আমাদের পরিচিত এবং সমমনা সবাইকে আহ্বান জানাতে পারি কালো ব্যাজ ধারণ করার। শহর ভরে দিতে পারি কালো ব্যাজ দিয়ে।

আমরা দেখাতে পারি সত্যিই এদেশে মোল্লাদের চেয়ে মানুষের সংখ্যা বেশি।
তারপর সরকার বুঝুক শক্তিটা কাদের বেশি... তারপর সরকার বিবেচনা করুক কার কথা সে শুনবে...


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

একমত।

=============================

অতিথি লেখক এর ছবি

অবশ্যই ১০০% সহমত ........ আমরা যে যেখানেই থাকিনা কেন প্রতিবাদে অংশ নেব

তানিয়া

ইশতিয়াক রউফ এর ছবি

আমি ব্যাজ ধারণের পক্ষে, কিন্তু কালো ব্যাজের পক্ষে না। আমরা তো কালো কিছু করি/বলি নাই। মুক্তবুদ্ধির, মননের, কৃষ্টির, সংস্কৃতির চর্চা মধ্যে কালো কিছু নেই। বরং বিভিন্ন রঙের রিবন দিয়ে তৈরি ব্যাজ ধারণ করার পক্ষপাতী আমি। অন্ধকার নয়, জীবনের প্রতীক হিসেবে রঙিন ব্যাজ।

বিপ্রতীপ এর ছবি

সহমত... কালোব্যাজ তো শোকের প্রতীক...***গুলো ইচ্ছেমতোন সবকিছু ভেঙ্গে যাবে আর আমরা বারবার শোকের সাগরে ভাসবো নাকি...প্রতিবাদের ভাষা এবার অন্যকিছু হোক...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বিভিন্ন রঙের ব্যাজ ধারন করাটা কোনো প্রতীক হবে না। ফ্যাশন হিসেবে গণ্য হতে পারে। একটা যে কোনো রঙে থাকতে হবে।

শোককেই তো আমরা শক্তিতে রূপান্তর করতে পারি।

যত্দুর মনে পড়ে '৯০-এ ড. মিলন হত্যাকাণ্ডের পর সবগুলো দৈনিক পত্রিকা এক কলাম কালো ব্যাজ ছেপেছিলো প্রতিদিন... সেটা যে কোনো খবরের চেয়ে বেশি শক্তিমান ছিলো।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রেনেট এর ছবি

আমারও তাই মনে হয়। এক্ষেত্রে কালো শোকের প্রতীক না, কালো হচ্ছে প্রতিবাদের প্রতীক।

---------------------------------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অভিজিৎ এর ছবি

আমার কিছু বলার নেই। আমি কিছু বললেই কেউ কেউ আবার আক্রান্ত বোধ করেন, নয়ত বর্ণবাদের গন্ধ পেয়ে যান। দেশটা গত দশ বিশ বছরে কোথায় চলে গেছে - তা বোধ হয় সবাই এখন জানে।



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

মাহবুব লীলেন এর ছবি

একমত

অমিত আহমেদ এর ছবি
আলমগীর এর ছবি

ঘুম থেকে উঠেই মেজাজটা খারাপ হয়ে গেল।

প্রফাইল এর ছবি

আমি আসলে সরাসরি পিষে ফেলার পক্ষে, ব্যাজ-প্রদর্শনী দিয়ে কাজ হবে না। আসুন পিষে শেষ করে দিই এসব মধ্যযুগীয় ভয়ঙ্কর উন্মাদদের।

তারেক এর ছবি

সহমত! কালো ব্যাজ ছড়িয়ে দেওয়া যায়।

ব্লগে, অন্যান্য কম্যুনিটি সাইটগুলোতে প্রোফাইলে রাজু ভাষ্কর্যের ছবি দিলে কেমন হয়? নিচে ছোট্ট প্রতিবাদ। আমি ফোটোশপের কাজ পারি না। নইলে একটা বানাতাম
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পান্থ রহমান রেজা এর ছবি

কালোব্যাজে কাজ হবে না। কুত্তারবাচ্চারা কালোব্যাজ পড়লে তাকিয়ে দেখবো আর দাঁত কেলিয়ে হাসবো। আমার মনে হয় পাল্টা প্রতিরোধের প্রস্তুতি নেয়া দরকার। এইসব সুশীল প্রতিবাদের দিন শেষ হয়ে গেছে।

নুরুজ্জামান মানিক এর ছবি

একমত
সাথে আছি

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

জ্বিনের বাদশা এর ছবি

এদেশে মোল্লাদের চেয়ে মানুষের সংখ্যা বেশি। চলুক

রেজার সাথে একমত, কালোব্যাজে হবেনা ... এরা কালোব্যাজের ভাষা বোঝেনা ... যেমন কুকুর তেমন মুগুর লাগে ... আপনি আমি জান বাজী রেখে মূর্তি বাঁচাতে যাবনা, কিন্তু ওরা ঠিকই ভাংতে যাবে ... কারণ বিটা ট্রুথটা হলো, প্রান্তিক শ্রেনীর একটা অংশ ওদের পক্ষে

একটা রূঢ় কথা বলি, আজ যা দেখছি তার সবটাই আমাদের এলিটশ্রেনীর "সংস্কৃতিকে কাস্টমাইজড" করে ফেলার ফলাফল ... সংস্কৃতি/সাহিত্য -- এসবের নিরন্তর এলিটাইজেশন, দূর্বোধ্যকরণের ফলে আজ আর প্রান্তিকশ্রেণীতে এরপক্ষে লড়ার লোক নেই ... যা আছে সেটা বস্তির ভাড়া করা ছেলেরা ... ওদের আজ পয়সা দিলে আপনার পক্ষে লড়বে, কাল দেখবেন অন্যপক্ষে

এটা একটা ভাইটাল গ্যাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ইমরুল কায়েস এর ছবি

সহমত ।
......................................................
উত্তর বাংলার অনাহারী যুবক

ইশতিয়াক রউফ এর ছবি

সর্বাংশে সহমত। আমারও এটাকেই মূল সমস্যা মনে হয়। পাশাপাশি এদের অর্গানাইজেশন থেকেও শেখার আছে।

অতিথি লেখক এর ছবি

কালো ব্যাজ দিয়ে শুরু করা যেতে পারে...কিন্তু এর চেয়ে আরো বেশী কিছু করা দরকার...
~

নির্বাক এর ছবি

উদ্ভট চিন্তা আর ফাঁপা মস্তিষ্কের গুটিকয়েক ব্যাক্তিকে আমাদের এই অতিতেজস্বী সরকার কার ভয়ে এবং কেন এত তোয়াজ করে চলছে সে এক রহস্যই বটে! আরো কিছু বাংলা ভাই এবং শায়খ আব্দুর রহমান তৈরী করার পথ যে সরকার করে দিয়ে যাচ্ছে তার দায়ভার এই সরকারকেই নিতে হবে।

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

নির্জর প্রজ্ঞা এর ছবি

প্রতীক মানে একটা প্রকাশ। প্রকাশ না থাকলে দৃষ্টির অবকাশ ঘটে। চিন্তাটা মন্দ নয়।

অনেককে দেখি মাথায় কাপড় বেঁধে রাখে যেখানে অসাধারন দুটি একটি কথা লেখা থাকে (যেমন- ("মৌলবাদী ভ্রষ্টবাদী") । সেটাও করা যায়।

ব্যক্ত হোক তোমা-মাঝে অনন্তের অক্লান্ত বিস্ময়
(রবীন্দ্রনাথ ঠাকুর )

আবু রেজা এর ছবি

আসুন, আমরা সবাই প্রতিবাদ করি।
-------------------------------------------
যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

অতন্দ্র প্রহরী এর ছবি

দেরিতে হলেও জানাচ্ছি- যে কোন কিছুতে সাথে আছি, জানাবেন খালি।


A question that sometimes drives me hazy: am I or are the others crazy?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

একটা কিছু করা অবশ্যই দরকার!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সাইফুল আকবর খান এর ছবি

নিজেরাই কালো হয়ে যাচ্ছি দিনকেদিন! মন খারাপ

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তানবীরা এর ছবি

নজু ভাই, আমাদের এখন জঙ্গী প্রতিবাদের দরকার, ভদ্র প্রতিবাদ অনেক হয়েছে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।