Warning: Creating default object from empty value in theme_img_assist_inline() (line 1488 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/img_assist/img_assist.module).

যিনি লড়েছেন দেশের জন্য, আমরা লড়ছি তাঁর জন্য, সঙ্গে থাকুন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: বিষ্যুদ, ২১/০৫/২০০৯ - ৪:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

পোস্টারপোস্টার

এখানে অনেকদিন কোনো টাকা জমার ঘোষণা নাই দেখে ভাবার কোনো কারণ নাই যে উদ্যোগ আমাদের থেমে গেছে। এখন আমরা জোর দিয়েই বলতে পারি যে- সবে তো শুরু।

আগামী শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ জে এস এম খালেদ-কে নিয়ে একটি প্রামাণ্যচিত্র এখানে দেখানো হবে। আর থাকবে গান। এই অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে। আশা করছি প্রতিশ্রুতি মোতাবেক তারা আসবেন। সবাইকে একসাথে পুরো বিষয়টা তুলে ধরার জন্যই এই আয়োজন।
উপস্থিত সকলে মোম জ্বালিয়ে এই উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করার ঘোষণা জানাবেন।
এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ।


তারিখ: ২৩ মে ২০০৯ শনিবার
সময়: বিকেল ৫টা
স্থান: মুক্তিযুদ্ধ জাদুঘর, ৫ সেগুনবাগিচা, ঢাকা।


এছাড়া একটা পোস্টার আর একটি বুকলেট ছাপানো হয়েছে। পোস্টারটি সারা দেশের উল্লেখযোগ্য স্থানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বুকলেটটি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গুরুত্বপূর্ণ লোকজনের কাছে।

এছাড়া এখন পর্যন্ত আয়োজনের অপেক্ষায় থাকা কিছু বিষয় তুলে দিচ্ছি-

ক) বিভিন্ন প্রতিষ্ঠানে/ক্লাবে প্রেজেন্টেশন
খ) বৃক্ষ মেলা
গ) স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে অভিযান
ঘ) কনসার্ট
ঙ) টিভি ও পত্রিকায় প্রচার ও লেখা
চ) টিএসসি/ডাসে প্রোগ্রাম
ছ) ডোনেশন সংগ্রহ

যার যা পরামর্শ আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন। যার যা যোগাযোগ আছে দেশে বিদেশে, যেখান থেকে সহযোগিতা পাওয়া যাবে, সেখানেই ঝাঁপিয়ে পড়ুন।

আরেকটা কথা এখানে বলা প্রয়োজন- এই উদ্যোগে ফোন করে ডেকে আনার কেউ নেই, এখানে কোনো নেতা নাই। সবাই যার যার অবস্থান থেকে কাজ করে চলেছে। যতটুকু যোগাযোগ হচ্ছে তা কেবল সমন্বয় রক্ষার্থেই।

সবার কাছে আবারো অনুরোধ- সঙ্গে থাকুন


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

সঙ্গে আছি যতটুকু সাধ্য ততটুকু নিয়ে ।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সাথেই আছি।
এই সম্মিলিত প্রচেষ্টা সফল হোক।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মামুন হক এর ছবি

সঙ্গে আছি, থাকব।
প্রচেষ্টা সফল হবে নিশ্চয়ই, এত মানুষের সহৃদয়তা বৃথা যেতে পারেনা।

নুরুজ্জামান মানিক এর ছবি

সাথেই আছি।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

রণদীপম বসু এর ছবি

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

স্নিগ্ধা এর ছবি

সাফল্য কামনা করি!

আপনারা কয়েকজন যে পরিমাণ খাটাখাটনি করে এই উদ্যোগকে এই পর্যায়ে নিয়ে আসলেন, সেটা সত্যিই অভাবনীয়!

আর, সাথে আছি তো অবশ্যই ...... হাসি

মুজিব মেহদী এর ছবি

আছি।
শনিবারে থাকব সশরীরে।
..................................................................................
যেন ধ্যানের চেয়ে কখনো বেশি মূল্য না-পায় কোনো দৃশ্যগান, আর মানুষই যেন হয় প্রকৃত আরাধ্য জন আগুনে-ফাগুনে পুড়ে

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

রণদীপম বসু এর ছবি

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নীড় সন্ধানী এর ছবি

দুর থেকে সাথে থাকলাম।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভালো একটা খবরের প্রত্যাশায় থাকি সবসময়। উদ্যোগ সফল হোক।

ফারুক হাসান এর ছবি

প্রচেষ্টা সফল হোক।

মাহবুব লীলেন এর ছবি

আমি একটু যোগ করি নজরুলের সাথে

এখানে সবচে বড়ো সমস্যাটা হলো প্রতিদিনের আপডেটাট অন্য সবাইকে জানানো যাচ্ছে না কোনোভাবেই

ফলে যিনি কোনো কারণে একদিন সামনে থাকছেন না তিনি পরের আপডেটগুলোও জানতে পারছেন না। হয়তো তিনি অপেক্ষা করে আছেন কেউ জানাবে...

কিন্তু সেটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে
প্রচণ্ড রকম লোকবল সংটকে পড়ে যাচ্ছে বিষয়টা
অথচ বহু বহুজন আগ্রহী সময় দিতে
কাজ করতে

স্রেফ যোগাযোগ সংকটের কারণে অনেকেরর সহযোগিতা যেমন পাওয়া যাচ্ছে না
তেমনি অনেকেই সহযোগিতার সুযোগ থাকার পরেও করতে পারছেন না

০২

একটু কষ্ট করে সবাই যদি নিজে থেকে যোগাযোগ রাখেন কিংবা অন্যের সাথে যোগাযোগ করেন অথবা নিজের মতো করেই পুরো বিষয়টা কিংবা কোনো একটা বিষয় সুবিধামতো সমন্বয় করে নেন তাহলে কাজটা খুবই সহজ হয়ে যায়

০৩

শনিবারে সবাই থাকলে পরের কাজগুলো আলাপ করার সাথে সাথে ভাগাভাগিও করে নেয়া যাবে

রণদীপম বসু এর ছবি

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

রণদীপম বসু এর ছবি

হুঁমম, ঠিক আছে। দেখা হবে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

বিপ্লব রহমান এর ছবি

জয় হোক!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রণদীপম বসু এর ছবি

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

সাথেই আছি

জুম্ম [অতিথি] এর ছবি

আন্তরিকভাবে সফলতা কামনা করছি দূর প্রবাস থেকে.........

শামীম রুনা এর ছবি

আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে....

আমার প্রথম বই 'টমবয় নিশো ও তার বন্ধুরা'

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

অনিন্দিতা চৌধুরী এর ছবি

সাথে আছি।

অনিকেত এর ছবি

সঙ্গে আছি, সাথেই আছি----

বিপ্লব রহমান এর ছবি

একটু আগে শীর্ষ সব টেলিভিশন চ্যানেল, এফএম রেডিও এবং জাতীয় দৈনিকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠালাম। গণমাধ্যমের বন্ধু-বান্ধবদের এই অনুষ্ঠানটির প্রেস কাভারেজের জন্য টেলিফোনও করলাম। এখন দেখা যাক অনুষ্ঠানটির প্রচার কতোটা হয়।

কিন্তু রূঢ় বাস্তবতা হচ্ছে, আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছেন:

১. মুক্তযোদ্ধা এসএম খালেদকে কেনো প্রেস কাভারেজ দিতে হবে?
২. অনুষ্ঠানটিতে তারকা মাপের কেউ আসছেন কী না?? খাইছে


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

রণদীপম বসু এর ছবি

auto

auto

auto

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

দ্রোহী এর ছবি

উদ্যোগের সাফল্য কামনা করছি।

মুস্তাফিজ এর ছবি

Banner

...........................
Every Picture Tells a Story

বিপ্লব রহমান এর ছবি

আজকে সচলের ব্যানারটা দারুন হয়েছে। আর মুস্তাফিজ ভাইয়ের পোস্টারটা অসাধারণ একটা কাজ!


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সাইফুল আকবর খান এর ছবি

আছি ভাই।
ব্যক্তিগত হুড়াহুড়ি আর সময়-দীনতায় সরাসরি কোনোকিছুতেই থাকা হচ্ছে না বলে লজ্জিত আছি। এখনও চেষ্টা করে যাচ্ছি কার্যকর ইনভলভমেন্ট বাড়ানোর। দেখা যাক।
আর, আজকেও পারতেছি না যদিও মিটিংএ আসতে, আগামীকালকের প্রোগ্রামে আসতেছি। তারপর সেইখান থেকে হলেও আরো একটা ঝাঁকানি দিতে চাই নিজেরে।
যারা নিজেদের সময়-শ্রমও বিলিয়ে দিচ্ছেন এই কাজে, তাদের কাছে ঋণ আর সাধুবাদ জানানোর ভাষা নাই এই লজ্জিত মুখে।
ঈশ্বরে বিশ্বাস নাই। তবু, এত মানুষের এত প্রাণ-নিংড়ানো চেষ্টা আর ইচ্ছাশক্তিগুলোর এই সবকিছু কাজে পৌঁছাক ফাইনালি- এটাই চাই।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

অতিথি লেখক এর ছবি

সঙ্গে আছি নজরুল ভাই

শাহিদুর রহমান শাহিদ

দিগন্ত এর ছবি

ব্যানারটা অসাধারণ হয়েছে। সাথে আছি আমরা ...


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ব্যানার, পোস্টার, বুকলেট... সব ডিজাইন মুস্তাফিজ ভাইয়ের করা।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মাহবুব লীলেন এর ছবি

বুকলেটের লেখাটা নিঝুমের এই লেখাটি আপনাদের জন্যে... ভিত্তি করেই তৈরি করা হয়েছে আর পোস্টারের শ্লোগানটা মৃদুলের দেয়া

শাহেনশাহ সিমন এর ছবি

আগামীকালের অনুষ্ঠান কোথায়, কখন, কী হবে--- এসব নিয়ে আজকে একটা পোস্ট হওয়ার কথা ছিল.....

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মুস্তাফিজ এর ছবি

আজকের অনুষ্ঠানের ব্যাজ

badge

ছবিটা কৃষি বিশ্ববিদ্যালয়ের 'বিজয়'৭১' ভাস্কর্যের।

...........................
Every Picture Tells a Story

বিপ্লব রহমান এর ছবি

অসাধারণ! চলুক


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তানবীরা এর ছবি

সাথে আছি, থাকবো

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মাহবুব লীলেন এর ছবি

আমরা কি ঝিমিয়ে গেলাম?
ক্লান্ত হয়ে গেলাম?

আসেন একজন আরেকজনকে আরেকবার তাড়া দেই

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঝিমাই নাই লীলেন্দা... একটু দম নিলাম। কালকে থেকে আবার শুরু... দিলাম তাড়া
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

কী কর্তেছেন যদি একটু বলতেন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

জানাইবো, খবর পাইবেন
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

উদ্যোগের সফলতা কামনা করছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।