এলার্ম ঘড়িটা

রোমেল চৌধুরী এর ছবি
লিখেছেন রোমেল চৌধুরী [অতিথি] (তারিখ: রবি, ২৮/১১/২০১০ - ১১:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এলার্ম ঘড়িটা
নিশ্চিত উঠবে বেজে
এই প্রত্যুষে-
মগজের কোষে কোষে
ঘাই দিয়ে সময়ের স্রোত যাবে বয়ে।

বসে আছি
ওষুধের দোকানে
মন ঘুড়ি ভোকাট্টা কোন সে সুদূরে;
সেইক্ষনে এলো সে;
সবুজ বালিকা
চুলের ঝর্ণাটি তার সোনালি বরণ
হাসিমুখে বলে,
“দুঃখিত তোমার সনে,
এইক্ষণে, এইখানে
নেই কোনো বিকিকিনি
তোমাকে কি চিনি?”

এলার্ম থেমে গেলে
ঘুম থেকে জাগি
যেমন উঠেছি জেগে
এই প্রত্যুষে-
এলার্ম বাজেনি তো
জাগাতে আমাকে
সাততাড়াতাড়ি।

(Mary Evans রচিত The Alarm Clock এর ছায়া অবলম্বনে)


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

রোমেল চৌধুরী এর ছবি

পিপিদা,
এই মন্তব্য তো চিন্তায় ফেলে দিল!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কৌস্তুভ এর ছবি

কি কান্ড। মডুরাই তো দেখি রোমেল ভাইয়ের দুটো কবিতা প্রথম পাতায় প্রকাশ করলেন।

রোমেল চৌধুরী এর ছবি

আরে না, আমার কবিতা কোথায়? এটা তো ম্যারী ইভান্সের! মডুদের নজর এড়িয়ে যায় নি সেটা।
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কৌস্তুভ এর ছবি

দেঁতো হাসি

আপনার জমিনে ওঁর ছায়া। তবে সে ছায়ায় গজানো তালগাছটা আমার। খাইছে

ইশতিয়াক এর ছবি

এলার্ম থেমে গেলে
ঘুম থেকে জাগি

জেগে আবার এলার্ম বন্ধ করে
ঘুমিয়ে যাই
আবার স্বপ্ন দেখি

রোমেল চৌধুরী এর ছবি

ইশতিয়াক ভাই,
আপনি ঠিকই ধরেছেন। কবিতাটির মূলসুরটি কিন্তু ওখানেই। কেন কবিকে এলার্ম ঘড়িটি একটি সোনালি চুলের মেয়ের কথা মনে করিয়ে দিচ্ছে? স্বপ্নে মেয়েটির সাথে এই সংক্ষিপ্ত সাক্ষাতের কোন প্রভাব কি মেয়েটির উপরে পড়ে? লক্ষ্য করুন, এলার্মের শব্দে ঘুম ভেঙ্গে জেগে উঠা আর দুঃস্বপ্নের তাড়া খেয়ে ঘুম ভেঙ্গে যাবার অনুভূতি দুটি কিন্তু একই রকম অস্বস্তিকর। কবি এখানে দুটি অনুভূতির মাঝে একটি সাদৃশ্য খুঁজে পেতে চাইছেন।
----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

চুলের ঝর্ণাটি তার সোনালি বরণ

জটিল! ভালো লাগছে! চালান!

রোমেল চৌধুরী এর ছবি

ধন্যবাদ আখতার ভাই!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

খুব ভাল্লাগছে...ক্ষ্যামতা থাকলে পাঁচাইতাম। হাসি

রোমেল চৌধুরী এর ছবি

বাহার ভাই,
ধন্যবাদ। Coleridge এর 'প্রথম প্রেমের' কাছে তারাগুলি পাঠিয়ে দেব!
-----------------------------------
যে মাঠে ফসল নাই তাহার শিয়রে
চুপে দাঁড়ায়েছে চাঁদ — কোনো সাধ নাই তার ফসলের তরে;

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।