লুৎফর রহমান রিটনের সাক্ষাৎকার - পর্ব ১

বেতারায়তন এর ছবি
লিখেছেন বেতারায়তন (তারিখ: শনি, ২১/০৬/২০০৮ - ১২:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

২০ শে জুন ২০০৮ শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা নাগাদ (EST) জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং একজন সচল লুৎফর রহমান রিটনের সাক্ষাৎকার নেয়া হয়। আলোচনায় উপস্থিত ছিলেন এস এম মাহবুব মুর্শেদ এবং মাহবুব আজাদ হিমু।

প্রায় এক সপ্তাহ ব্যাপী সচলদের কাছ থেকে চমৎকার সব প্রশ্ন গ্রহন শেষে এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়। চমৎকার এই আলোচনা শেষ না করতে চাইবার ইচ্ছে এবং কিছুটা অনভিজ্ঞতার কারনে সাক্ষাৎকারের আকার বেশ দীর্ঘ হয়ে গিয়েছে। কয়েক খন্ডে ধারাবাহিক ভাবে সচলায়তনে এটি প্রকাশ করা হবে।

অডিওটির কোথাও কোন বক্তব্যের পরিবর্তন করা হয় নি। শুধুমাত্র শ্রবনযোগ্য করার জন্য কোন ভয়েস কোয়ালিটি একটু বাড়িয়ে দেয়া হয়েছে কেবল। কয়েক জায়গায় কাশি, আহেম জাতীয় নয়েজ সরিয়ে দেয়া হয়েছে।

এই অডিও গ্রহনে এবং প্রকাশে বক্তাদের কারো কোন আপত্তি নেই।

স্ক্রীপ্ট

রিটন ভাই কেমন আছেন?

আজ আমাদের সাথে ফোনে কথা হচ্ছে জনপ্রিয় শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটনের সাথে। আমার সাথে আরও আছে মাহবুব আজাদ হিমু। কথাবার্তা শুরুর আগে রিটন ভাই এবং হিমুর কাছে জানতে চাই এই সমস্ত কথাবার্তা রেকর্ডিং হচ্ছে, আপনাদের কারো কোনো আপত্তি নেই তো?

তো এবার সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। সচলায়তনে আমরা রিটন ভাইকে জিজ্ঞেস করার জন্য প্রশ্ন আহ্বান করেছিলাম। যারা সাড়া দিয়েছিলেন তাদের প্রশ্ন দিয়ে শুরু করি।

গৌতম জানতে চেয়েছেন
দেশে থেকে আর দেশের বাইরে থেকে দেশকে অনুভব করার মধ্যে পার্থক্যটা কীরকম? দেশের বাইরে থাকলে কি কোন অনুভূতি বেশি জোরালো হয়, যা দেশে থাকলে হয়তো কখনোই বুঝা যেতো না? এরকম কোনো অনুভূতি কি আপনার লেখাকে প্রভাবিত করেছে? কীভাবে?

হিমু:
মুজিব মেহদী জানতে চেয়েছেন
১. আপনার মতে শিশুসাহিত্যের মূল উদ্দেশ্য কী হওয়া উচিত?
২. শিশু মনস্তত্ব সম্পর্কে ভালো ধারণা না থাকলে ভালো শিশুসাহিত্যিক হওয়া যায় না-- এ বক্তব্য সম্পর্কে আপনার মন্তব্য কী?
৩. 'সাহিত্যকর্ম হিসেবে ছড়া ব্রাত্যঘরানার'-- এ মূল্যায়ন কি আপনি মানেন? কেন ('হ্যাঁ' 'না' দুই ক্ষেত্রেই)?

এস এম মাহবুব মুর্শেদ:
জুলিয়ান সিদ্দিকী জানতে চেয়েছেন
রিটন আপনি কি মনে করেন না যে বাংলাদেশের অন্যান্য যাঁরা পুরষ্কারের যোগ্য হয়েও পানান, সেই তুলনায় বাঙলা একাডেমী পুরষ্কারটি রেজাউদ্দিন স্ট্যালিনের পর আপনিও কিছুটা আগেই পেয়ে গেলেন? এ সম্পর্কে আপনার মতামত কি?
এখানে আমার একটা সম্পুরক প্রশ্ন আছে।
অনেকে কিন্তু আবার মনে করে এই পুরষ্কার আপনার আগেই পাওয়া উচিৎ ছিল। এ বিষয়ে আপনি কি মনে করেন?

হিমু:
ছড়ার রাজনৈতিক শক্তি সম্পর্কে আপনার কী বক্তব্য?

দ্বিতীয় পর্ব
তৃতীয় পর্ব


মন্তব্য

গৌতম এর ছবি

ডাউনলোড করলাম, কিন্তু শোনার কোনো সুযোগ নেই এখন। রাতে শুনতে হবে। আমার নিজের করা প্রশ্নের যে কী উত্তর পেলাম, সেটাও জানি না। কিন্তু উদ্যোগটির জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নজমুল আলবাব এর ছবি
আকতার আহমেদ এর ছবি

অভিনন্দন
দুর্দান্ত এই কাজটির সাথে সংশ্লিষ্ট সবাইকে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সাধু সাধু... পরের পর্বের অপেক্ষায় রইলাম।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

অসম্ভব সুন্দর একটা সাক্ষাৎকার। সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। মাহবুব লীলেনের সাথে গলা মিলিয়ে বলব কোন প্রশ্ন না পেয়েই প্রশ্ন করাটা চেপে গিয়েছিলাম। তাছাড়া লুৎফর রহমান রিটনকে আমি এই সাক্ষাৎকারের মাধ্যমে যতটা জানতে পারলাম আগে কিন্তু তাঁকে চিনতাম না। একজনকে ভালোভাবে না জানলে যুতসই প্রশ্ন করা কষ্টকর বটে। তবে কিছু কিছু প্রশ্ন যেমনটি এসেছে শুনে মনে হল একেবারে পেশাদারি প্রশ্ন হয়েছে। এটি সচলায়তনের একটি ভালো উদ্যোগ। এস এম মাহবুব মোর্শেদকে বিশেষ ধন্যবাদ কষ্ট করে টেলিফোনের কথাবার্তা রেকর্ড করার যন্ত্রপাতি সংগ্রহ করার জন্য।

জিজ্ঞাসু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍সাক্ষাত্কার শুনে চমত্কৃত আমি খুব বেশি হই না।
এটা শুনে হলাম।
অসাধারণ লাগলো। বাকি দুই অংশ আসছে কবে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আরিফ জেবতিক এর ছবি

দূর্দান্ত হইছে ।

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

মাহবুব লীলেন এর ছবি

যখন ইন্টারভিউর জন্য প্রশ্ন আহ্বান করা হয় তখন কোনো প্রশ্ন পাইনি বলে চেপে গেছি
এখন এটা শুনে মনে হচ্ছে এই প্রশ্নগুলো আমারও

রিটন ভাইর উত্তরগুলো দুর্দান্ত

আর প্রশ্নকর্তাদের প্রশ্নের ধরনও সুপার প্রফেশনাল

নজমুল আলবাব এর ছবি

ডাউনলোড চলছে। পরে কথা হবে।

ভুল সময়ের মর্মাহত বাউল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

রিটন ভাইয়ের কথাগুলো ছিল দুর্দান্ত। ফোন ছাড়তে ইচ্ছে করছিল না। ইন্টারভিউ শেষে আরো দুঘন্টা কথা হয়েছে আমাদের মাঝে। আমারতো ইচ্ছে করছিল পুরোটাই রেকর্ড করে তুলে দেই সচলায়তনের সবার জন্য।

বাকি অংশ শিঘ্রী প্রকাশ করা হবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অমিত আহমেদ এর ছবি

অসাধারণ একটি কাজ হয়েছে!
রিটন ভাইয়ের জবাবগুলো দুর্দান্ত!


ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল

স্পর্শ এর ছবি

আচ্ছা একটা লিখিত ট্রান্সক্রৃপ্ট কি আটাচ করা যায়?
আমার মত করুণ নেট লাইনওয়ালা দের জন্য। ইয়ে, মানে...

....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

হিমু এর ছবি

এ কী আব্দার কাগু! এই সাক্ষাৎকারের ট্র্যান্সক্রিপ্ট লিখতে গেলে কব্জি ব্যথা হয়ে যাবে।


হাঁটুপানির জলদস্যু

স্পর্শ এর ছবি

কাকু আপনার গলা বড়ই সৌন্দর্য!
....................................................................................
অতঃপর ফুটে যাবার ঠিক আগে হীরক খন্ডটা বুঝলো, সে আসলে ছিল একটা মামুলি বুদবুদ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

হাসান মোরশেদ এর ছবি

প্রশ্ন না করায় এখন আর আফসোস হচ্ছেনা ।
প্রশ্ন এবং রিটন ভাইয়ের উত্তর দুটোই দুর্দান্ত ।

-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

সুমন চৌধুরী এর ছবি
রণদীপম বসু এর ছবি

সচলের এতো চমৎকার একটি উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। অভিনন্দনও। অত্যন্ত ভালো লেগেছে সাক্ষাৎকার পর্ব। বাকি পর্বগুলোর অপেক্ষায় থাকলাম।
রিটন ভাইকে তো অবশ্যই, সাথে সাথে এস এম মাহবুব মুর্শেদ ও মাহবুব আজাদ হিমুকেও ধন্যবাদ।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

ইশতিয়াক রউফ এর ছবি

ভাল লাগলো। রিটন ভাইয়ের পোস্টের অপেক্ষায় থাকলাম। আমারও এটায় অনুরোধ থাকতো।

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

গৌতমের প্রশ্নের উত্তরে লুৎফর রহমান রিটন নির্মলেন্দু গুণের যে ভাষ্যটি উল্লেখ করেছেন আমার মনে হয় এর চেয়ে বড় সত্য আর নেই।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!