খেরো ভাবনা ১

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ২১/০৮/২০১১ - ১০:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

বৃক্ষ কাকে বলে? বৃক্ষ হলো তাই, যার ডালে পাখিদের বসবাস...
বৃক্ষদের আছে নানান প্রজাতি, যেমন রয়েছে পাখিদেরও

আমি কী উপায়ে বৃক্ষ হবো, যাতে আমারও শাখায় এসে বসে বিবিধ পাখিরা?

দেখো, এ-বসন্ত বৃথা চলে যায়...

জলধি রায়
সিলেট


মন্তব্য

টিউলিপ এর ছবি

এইটা কী? বুঝতে পারলাম না। মন খারাপ

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

নজমুল আলবাব এর ছবি

কবিতা?

যাই হোক, ভালো লাগলো।

পল্লব এর ছবি

কী রে ভাই?! ইয়ে, মানে...

==========================
আবার তোরা মানুষ হ!

আশালতা এর ছবি

জলধি রায়, আপনার লেখার নামকরণের সাথে লেখা ঠিকই আছে মনে হল, তবে খুব বেশি ছোট জিনিষ দেখতে যেমন কষ্ট হয় তেমনি বোধহয় খুব বেশি সংক্ষিপ্ত ভাবনার সাথে নিজেকে রিলেট করাটা পাঠক হিসেবে আমাদের জন্য কঠিন হয়ে যায়। আরেকটু বিস্তৃত লিখলে ভালো হয়। অনুমান করছি আপনার আরও লেখা পড়তে ভালোই লাগবে। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।