বস!

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২০/০৯/২০১১ - ৩:০৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

মহান তুমি বস,
তোমার খুশি আমার খুশি
খাইও যদি ডস।
তুমি শিরোমণি,
তোমার কথা আমার কাছে
বাণী চিরন্তনী।
যদি ওঠো হেসে,
সেই খুশিতে অ্যাজমা রোগী
মরে হেসে-কেশে।
তুমি যদি বলো,
বিকেল বেলা সকাল হবে
সাদা হবে কালো।
ডাকো যদি ঘরে,
ভয়ে মরি, চাকরি তবে
বাঁচাই কেমন করে?
মেজাজ যদি চড়ে,
দেখবে তুমি অফিস সুদ্ধ
তোমার পায়ে পড়ে।
তোল যদি ঝড়,
আমরা সবাই উড়ে যাবো
থাকবে অফিস ঘর।
তোমার চরণ তলে,
হাজার লোকের ভাগ্য দেখো
শুধুই নেভে জ্বলে।
সবাই তোমার ভৃত্য,
সব ক্ষমতার কেন্দ্র তুমি
তাই তো করো নৃত্য।
আমরা খেটে মরি,
তড়তড়িয়ে তুমি ওঠো
উঁচু সিঁড়ি ধরি।
তোমার বাড়ি-গাড়ি,
অবাক চোখে মহানন্দে
আমরা ধূলো ঝাড়ি।
তোমার জুড়ি নাই
তোমার দয়ায় মাইনে মেলে
তাই তো দুটো খাই।
করতে তোমায় খুশি,
চামড়া কেটে জুতো বানাই
সেই বাসনা পুষি।
ধন্য তুমি ধন্য,
তিন ভূবনে আসন পাতা
তোমার সুখের জন্য।
…........................
দেবানন্দ ভূমিপুত্র


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

চলুক

স্তবক গুলি একসাথে থাকায় ছড়ার ব্যঙ্গটা একটু ক্ষতিগ্রস্থ হল।
ভাবনার প্রকাশ ব্যাপক।

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

অনেক ধন্যবাদ, দাদা। স্তবক আলাদা করার কথা ভেবেছিলাম অবশ্য। পরে এডিটা করে নিব। সতত শুভকামনা।

মর্ম এর ছবি

ভাল লেগেছে বলতে পারলে ভাল লাগত, কেন লাগেনি সেটা অন্ততঃ আপনার জানা উচিত ভেবে বলতে এলাম-

ছড়া কবিতার ব্যাকরণে আমি প্রায় অজ্ঞ- কাজেই একদম আমার মত করে বলি-

ক। ছড়ায় হোঁচট খেতে ভাল লাগে না
খ। একটা স্বাভাবিক গতি থাকার কথা ছড়াতে, সেটা না পেলেও অস্বস্তি লাগে
গ। আপনি বোধ হয় 'কখক' প্যাটার্নে লিখেছেন, 'ক' আর 'ক' পাশাপাশি থাকতে খুব একটা ইচ্ছুক ছিলো না বলেই মনে হল
ঘ। তাল ('রিদম' শব্দের প্রতিশব্দ বোঝাতে চাইছি আসলে) না মিললে ছড়া পড়ে সুখ নেই

'সমালোচনা' করাটা মূল কথা নয়, আপনার পরের লেখা পড়ে আনন্দিত হতে পারি- এ আশা আছে বলেই একটু 'কড়া' কথা বললাম, আমার বিশ্বাস এটুকু আপনি বুঝতে পারছেন। শুভেচ্ছা। হাসি

~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

ছড়ার ছন্দ নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চেয়েছিলাম। ইচ্ছে করেই ক ও খ- কে পাশাপাশি আনিনি। বুঝতে পারছি, ফেল করেছে ছন্দের ধরণটা। তবে বিশ্লেষণের জন্যে অনেক ধন্যবাদ।

মৌনকুহর এর ছবি

মজা পেলাম পড়ে। দুঃখও হল বৈকি!

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

দুঃখ কি ছন্দ নিয়ে, নাকি বসের একনায়কতন্ত্র নিয়ে? অনেক ধন্যবাদ।

মৌনকুহর এর ছবি

না, ছন্দ নিয়ে নয়।

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

অতিথি লেখকঃ অতীত এর ছবি

ভালো লেগেছে দেবদা, তবে ছন্দের একটু ছন্দপতন হয়েছে মনে হয়। যদিও আমি ছন্দ বা ছড়া বিষয়ে তেমন জানি না। পড়তে গিয়ে মনে হলো দুএকবার। তবে বস্‌কে বসাইছেন জোশ দেঁতো হাসি

অতীত

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

অনেক ধন্যবাদ। ছন্দোপতন বলতে মাত্রার বেশ-কম, নাকি ছন্দের প্যাটার্নটা ভালো লাগেনি? জানালে খুশি হব।

পাঠক এর ছবি

আমার ভাল লেগেছে, আরোও চাই। চলুক

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

নিশ্চয়ই লিখবো। শুভকামনা অবিরাম।

রোমেল চৌধুরী এর ছবি

আমি তো মাত্রার বেশ-কম পেলাম না কোথাও। শুধু নিচের লাইনকটির শেষটায় মুক্তদলের আগে রুদ্ধদল চেপে বসাতে পড়তে একটু খটকা লাগছে। তবে মাত্রা ঠিকই আছে বলেই তো মনে হয়।

সবাই তোমার ভৃত্য,
তাই তো করো নৃত্য।

ধন্য তুমি ধন্য,
তোমার সুখের জন্য।

কি জানি বাবা, চালসে চোখের চশমাটা পাল্টাতে হবে মনে হচ্ছে।

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

মুক্তদল বদ্ধদলের মিশ্রণ দেখছি ঝামেলায় ফেলে দিয়েছে। পরে সতর্ক থাকবো আরও। অনেক ধন্যবাদ, ভাই।

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

দেবানন্দ ভূমিপুত্র
মহান তুমি বস,
ভালো তোমার লেখার হাত
ভালোই লেখার যশ।

ছড়া পড়তে ভালোই লাগে
যদি থাকে রস,
অন্ধকারে আলোই লাগে
বলেই ফেলি- ফস্।

‘বস’ নিয়ে এই ছড়াখানা
রস নিয়ে যে গড়া, তা না,
তবুও ভাই পড়তে গিয়ে
হয়নি সময় লস।

ছন্দের কোন ছন্দপতনে
ছড়া জাতীয় কথ্য কথনে,
পড়তে পাঠক বিষম খেলে
মনটি খারাপ করে ফেলে,
ভালো হয় নাই-সন্দ করে
লেখা যদি দাও বন্ধ করে,
যাও যদি ভাই চুপটি করে
পলায়নপর রূপটি ধরে,
আমার মত পাঠক যারা
করবেটা কি, বল তারা?

তারচে বলি লিখতে থাকো
স্যাটায়ারের জটিল ফাঁকও
আমরা সবাই থাকবো চেয়ে
ভালো হলেই উঠবো গেয়ে।
তোমার লেখার দিকে হেলে
অনেক কথা বল্লাম ফেলে-

খুব বেশি দু:খিত অকারণে তুমি করে বলে ফেলেছি বলে। ছড়া ভালো হয়েছে। ভালো থাকবেন। শুভেচ্ছা অহর্নিশ...

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

আরে দারুণ! ছড়া দিয়ে ছড়ার মন্তব‍্য। আর তুমিই তো ভালো ভাই। আমিও তো বসকে তুমি বলেছি। ব্যাপার না। অনেক ভালো থাকুন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।