সার্ভার বদলের পর চৌদ্দটি জানা সমস্যা...

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বুধ, ০২/১১/২০১১ - ৯:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

১। মন্তব্য লাফাং
একটা মন্তব্য প্রকাশের সময় আরেকটা মন্তব্যের জবাবে ক্লিক করলে প্রকাশিত হতে থাকা মন্তব্যটি পরেরটির জবাব হিসেবে যুক্ত হয় যায়। নতুন সার্ভারে মন্তব্য প্রকাশের গতির কারনে এই সমস্যাটি রিপ্রডিউস করা প্রায় অসম্ভব।

তবে এই কারনেই নতুন মন্তব্যের ঘর বন্ধ রাখা হয়েছে। নতুন মন্তব্য করতে পোস্টের নীচে "নতুন মন্তব্য করুন" লিংকটিতে ক্লিক করুন।

২। পোস্ট পাঠ সংখ্যা কমতি
সচলায়তনের নতুন সার্ভারে প্রক্সি ক্যাশিং সার্ভার ব্যবহার করা হচ্ছে। কোনো পোস্ট সচলায়তন সার্ভারের কাছে চাইলে সেটা মেমোরীতে সংরক্ষিত ভান্ডার থেকে দেয়া হয়। এতে করে সার্ভারের গতি মতভেদে, প্রায় ২০০ গুন বেড়ে যায়। কিন্তু এতে করে কিছু সাইড এফেক্ট দেখা যায়।

প্রথম সাইড এফেক্ট হলো পাঠ সংখ্যা সঠিকভাবে না দেখানো। যেহেতু মূল সফটওয়ারের কাছে তথ্য না নিয়ে মেমোরী থেকে পোস্টের কপি পাঠককে দেয়া হচ্ছে তাই সেই পাঠটি সচলায়তনের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা।

এর কয়েক ধরণের সমাধাণ থাকলেও সেগুলো যাচাই এবং ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে। আপাতত আমরা এটুকু জানাতে চাই যে, সার্ভার বদলের পর গতি বৃদ্ধির কারনে সচলায়তন ভিজিট অনেক আরামদায়ক হয়েছে এবং পাঠক বাড়ছে। প্রতিটা পোস্টের সঠিক ভিজিট সংখ্যাও গুগল অ্যানালাইটিক্সে জমা আছে। আমরা যত দ্রুত সম্ভব এটা ফিক্স করার আশা ব্যক্ত করছি।

৩। স্মাইলি
স্মাইলি আইকনে ক্লিক করলে একটি এরর দেয়। এটি জাভাস্ক্রীপ্ট দ্রুত লোড করার কারনে উদ্ভুত একটি সমস্যা। শীঘ্রই এর সমাধান করা হবে।

৪। অতিথির সংখ্যা
সচলায়তন প্রেসফ্লো নামে ড্রুপালের একটি ভার্সন ব্যবহারর করছে। এতে অতিথিদের আলাদা করে পার্থক্য করা হয় না। তাই অতিথির সংখ্যা জানা সম্ভব হয় না।

৫। সদস্যের সংখ্যা
তাছাড়া সদস্যদের তালিকায় প্রথম বিশজনকে দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। অর্থাৎ ২৫ জন সদস্য লগইন করলে শুধুমাত্র তাদের মধ্যে সবচেয়ে একটিভ ২০ জনকে তালিকায় দেখানো হবে।

৬। ফন্ট সমস্যা
সচলায়তনের প্রথম পাতার আকার প্রায় ৪০০কিলো বাইট। মোবাইল ব্রাউজিংর এর জন্য এটা অনেক বেশী। মোবাইলের জন্য আগের হাল্কা ধরণের একটি থিম আবার ফিরিয়ে আনা হবে। এই ওজন কমাতে গিয়ে অটোমেটিক ফন্ট লোডিং বন্ধ করা হয়েছে। যদি আপনার জন্য সচলায়তনের ফন্ট বদলে গিয়ে থাকে তাহলে সচলায়তনের ফন্টটি এখানে থেকে ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে পারেন।

৭। ফেইসবুক লাইক বাটন
ফেইসবুক শেয়ারের বাটনটি প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়েছে। এতে করে পেইজ লোডের গতি ৪.৫ সেকেন্ড থেকে ১ সেকেন্ডে দাঁড়িয়েছে। ফেইসবুকে শেয়ার করতে পোস্টের ভিতরে ঢুকুন।

৮। গুগল প্লাস বাটন
জনপ্রিয়তার অভাব বোধ করায় সরিয়ে দেয়া হয়েছে। গুগল প্লাস জনপ্রিয় হলে এটা ফিরিয়ে আনা যাবে।

৯। ছবি হাওয়া
কিছু কিছু পোস্টে ছবি হাওয়া হয়ে গিয়েছে। এটি ছবির মডিউলগুলো ঠিকঠাক এবং সার্ভার বদলের কারনে উদ্ভুত সাময়িক একটি সমস্যা। শীঘ্রই ঠিক করা হবে।

১০। বিভিন্ন লিংক, টুলস বা ব্লক হাওয়া
গতির কথা বিবেচনা করে অনেক কিছু আপাতত বন্ধ রাখা হয়েছে। একটু একটু করে যাচাই করে এগুলো দেয়া হবে।

১১। মোবাইল থিম
সচলায়তনের আগের সার্ভারে মোবাইল থিম থাকলেও আইফোন ছাড়া অন্যান্য মোবাইলের জন্য এটি সঠিকভাবে কাজ করতো না। এন্ড্রয়েডের উত্থানের পর মোবাইল থিমটি বদলানোর প্রয়োজন পড়ে। শীঘ্রি একটি নতুন মোবাইল থিম সহ নতুন মোবাইল ইমপ্লিমেনটেশন করা হবে।

১২। সার্চ ফলাফল একই ফ্রেমে লোড হওয়া
কোনো সার্চের পর সার্চের ফলাফলে ক্লিক করলে সেটা ওই ফ্রেমেই লোড হয়। সমাধান হিসেবে সার্চের লিংকটিতে কন্ট্রোল ক্লিক করুন।

১৩। ক্যাপচার কথা বলছে কিন্তু ক্যাপচা ইমেজ দেখাচ্ছে না
জাভাস্ক্রীপ্ট অ্যাজাক্স লোডের কারনে ঘটছে। ঠিক করা হবে। সাময়িকভাবে অতিথি লেখকের একাউন্ট ব্যবহার করে মন্তব্যের ব্যবস্থা করা যেতে পারে।

১৪। সাম্প্রতিক মন্তব্যের সংখ্যা
সাম্প্রতিক মন্তব্যের সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১০ টি করা হয়েছে।

লক্ষণীয় যে, গতির বিষয়টি আমাদের এবারের ফোকাস ছিলো। ঠিক এই কারনেই কিছু সমস্যার উদ্ভব হলেও সেগুলোর সমাধান করা হবে শীঘ্রি। কোন কোন ক্ষেত্রে আমাদের নতুন পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হবে। তবে এছাড়া আর কোনো সমস্যা থাকলে মন্তব্যের ঘরে জানাতে ভুলবেন না।


মন্তব্য

তাসনীম এর ছবি

গতির দ্রুততা সচল ভ্রমণ অনেক অনেক আরামদায়ক করেছে। সেই তুলনায় সমস্যাগুলো তেমন বড় নয়।

পাঠকের পছন্দের পোস্টগুলোর তালিকা ফিরিয়ে আনলে ভালো হয়। অনেক সময় হাতে সময় না থাকলে টপচার্ট দেখে অনেকেই লেখা পড়েন।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

জামাল উদ্দিন এর ছবি

এমবেডেড বাংলা ফন্ট বাদ দেয়াকে সবচেয়ে বেশী স্বাগত জানাচ্ছি । সচলে ব্রাউজ করতে এখন অনেক আরাম পাচ্ছি ।

তাপস শর্মা এর ছবি

কখনো কখনো মন্তব্য করলে সেগুলি পোস্ট হচ্ছেনা।

আর গতি তো সুপার ফাস্ট। ব্যাপক লাগছে। ক্লিক করার আগেই দৌড়োয়।

নিয়াজ মোর্শেদ চৌধুরী এর ছবি

সচলের গতি অনেক বেড়েছে। নামের সার্থকতা পূর্ণমাত্রায় প্রকাশ করে চলেছে সে হাসি । সেজন্যে খুব ভালো লাগছে। টুকটাক যে সমস্যাগুলো আছে, সেগুলোও ঠিক করে ফেলবেন আপনারা, সে বিশ্বাস আমাদের রয়েছে।

সচল আছি, সচল রাখবো হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

সন্দেশরে মাঝে মাঝে খায়া ফালাইতে মঞ্চায়! সন্দেশের মুখে সন্দেশ পড়ুক!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

মৃত্যুময় ঈষৎ(অফ্লাইন) এর ছবি

সন্দেশরে মাঝে মাঝে খায়া ফালাইতে মুঞ্চায়! হো হো হো

রাতঃস্মরণীয় এর ছবি

তুমি স্মাইলি পাইলা কেমনে!!!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

বদ্দা, যেই যেই কোড মনে আছে, তা দিয়া আপাতত চালাইতাছি। কোডের আগে পরে খালি একটা করে স্পেস দিতে অইবো মনে কৈরা। যেমন গুল্লি দিতে চাইলে গুল্লিদেঁতো হাসি


_____________________
Give Her Freedom!

অনাহুত কিংবা রবাহুত এর ছবি

test

অনাহুত কিংবা রবাহুত এর ছবি

অটো কমেন্ট চলে যাচ্ছে, সিকিউরিটি রিস্ক হতে পারে!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

না। মডারেটর কর্তৃক এটা প্রকাশিত হয়েছে।

নিটোল. এর ছবি

গতির সাথে নো কম্প্রোমাইজ। অন্যগুলোও আস্তে আস্তে ঠিক করা হোক।

রাতঃস্মরণীয় এর ছবি

গতির বিষয়টা মূখ্য, বাকীগুলো গৌণ। আশাকরি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আসলে মুল কথা হচ্ছে ইউজার ফ্রেণ্ডলিনেস। সেটা যতো ভালোভাবে হয় সেটাই কাম্য।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

টেস্ট।

(বাংলায়) (বাংলায়লেখুন)

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ইংরেজী কমেন্ট সরাসরি ঘ্যাচাং হোক। কোন বাপু টাপু নাই।

shafi.m এর ছবি

আমার জন্যে সুখবর হল, সার্ভার আপগ্রেডের পর থেকে সচল এখনো ক্রাশ করেনি, ঝামেলা হলে জানাবো। তবে, 'মাউস দিয়ে বাংলা' অপশনে 'কার' গুলা (আকার, হ্রস্সিকার, দির্ঘীকার ইত্যাদি) এক্টু ফাকা করে দিলে অনেক উপকার হত। ঋকার, হ্রস্সুকার, দির্ঘুকার কাজ করে না, বা সিলেক্ট করা যায় না আর এগুলা ম্যাকে লেখা কষ্ট (বা অসম্ভব, গুগল ট্রান্সলেটরেও তেমন উপকার হয়না মন খারাপ )। আশা করছি ব্যাপার গুলায় লুক ইন্টু করবেন। ধন্যবাদ।

শাফি।

বিপ্লবী (লগন করার লগন নয় এটা) এর ছবি

(বাংলায়)

রণদীপম বসু এর ছবি

আপাতত কমেন্ট দিয়েই টেস্ট করি ! তবে ক্লিক করতেই আমার আগে কমেন্ট বক্স ওপেন হয়ে যাওয়ায় ডরাইছি ! এখন সংরক্ষণে ক্লিক করলেও যদি এইরকম দৌড়ায়, তাইলে আর কমেন্ট করবো না। ওকে ধরে নিতে হবে। নইলে ফের কমেন্ট করে জানাবো অন্য কিছু। তার আগে ধন্যবাদটুকু জানিয়ে রাখা ফরজ হয়ে গেছে মনে হয় ! হা হা হা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তাসনীম এর ছবি

আরেকটা ব্যাপার। ই-বুক গুলোর লোকেশন পরিবতর্ন হয়েছে দেখেছি।

এখন আছে এই ফোল্ডারে - sachalayatan.com/files/ebooks/

আগে ছিল এই ফোল্ডারে - sachalayatan.com/ebooks/tipaimukhbd.pdf

অর্থাৎ একটা সাবফোল্ডার খোলা হয়েছে।

এতে পুরানো লিঙ্কগুলো কাজ করবে না আর।

এটা ফিক্স করা খুব সহজ, আশাকরি দ্রুতই হবে।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সিম্বলিক লিংক করে দিলাম। আগের লিংক গুলো কাজ করবে এখন।

তাসনীম এর ছবি

তোমার জন্য বুড়ো আঙ্গুল চলুক

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বুড়ো আঙ্গুলের জন্য ধইন্যা।
এখন ফরোয়ার্ডিং করে দিলাম। পুরোনো ঠিকানা (ebooks/blah) নতুনটায় (files/ebooks/blah) চলে যাবে।

তাসনীম এর ছবি

লিঙ্ক কাজ করছে। অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

মৃত্যুময় ঈষৎ এর ছবি

ইউজার ফ্রেন্ডলিনেসের কথাটাও মাথায় রাখতে হবে সন্দেশের। দেঁতো হাসি


_____________________
Give Her Freedom!

চরম উদাস এর ছবি

সন্দেশের জন্য সন্দেশ

ধুসর গোধূলি এর ছবি

কোনটার নাম কী, কোনটা খাইতে কেমন মজা এগুলা বিস্তারিত না কৈলে ক্যামনে!

চরম উদাস এর ছবি

ও! আপনেই তাইলে সন্দেশ! আমার আগেই সন্দেহ হইছিল। কানাঘুষা শুনছিলাম আপনি নাকি গোলাপি মডু। এখন দেখি পুরাই গোলাপি সন্দেশ!

ধুসর গোধূলি এর ছবি

হ। আমিই, সন্দেশ খাইতে ব্যাপক ভালো পাই। আপনের মন্তব্যে বাক্যটা সম্পূর্ণ হয় নাই, করে দিলাম। দেঁতো হাসি
এইবার কন, সন্দেশ খাওনের দাবাত দিবেন কবে। দাবাত নামার লগে আপনের ক্রেডিট কার্ড নাম্বারটা দিলে হাইলি অ্যাপ্রিশিয়েট করতাম। আপনে মুরুব্বি মানুষ, কষ্ট না দেই। টিকেটটা নাহয় আমিই কষ্ট কইরা কাইটা লমুনে।

মেঘা এর ছবি

আমার কিছু ব্যাপারে প্রশ্ন আছে। ইমেইল আইডি পেলে মেইল করে জানাতে পারতাম। ধন্যবাদ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

contact এট সচলায়তন ডট কম।

দ্রোহী এর ছবি

সন্দেশের হাইট কত? ধন্যবাদ দিয়ে খাটো করার আগে হাইট জানা জরুরী। দেঁতো হাসি

অনার্য সঙ্গীত এর ছবি

এইটা কোনো কথা বললেন! কঞ্চিপায় আপনি আমি একসঙ্গে বইসা চা খাইছি দুই বছরও তো হয় নাই!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ধুসর গোধূলি এর ছবি
অনার্য সঙ্গীত এর ছবি

মেম্বর্বাই চক্ষু দিয়ে মাপেন! তয় সেই স্কেল বালিকাস্পেসিফিক চোখ টিপি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপাতত যে সমস্যা গুলো হচ্ছে সেগুলোকে মেনে নেওয়া যায়, স্পীডের ব্যাপারটা মাথায় রাখলে, স্পিড আসলে এখন ফাটাফাটি।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

ইস্কান্দর বরকন্দাজ এর ছবি

Nerd

গতিতে খুশি

শাব্দিক এর ছবি

আগে লেখা পড়ার সময় পাশে লেখকের অন্যান্য লেখা দেখা যেত, অতিথিদের পুরোন লেখা পড়ার জন্য এটা খুব ভাল ছিল, এই অপশনটা ফিরিয়ে আনলে ভাল হয়।

পাঠক এর ছবি

সম্ভবত আপনারা BUEditor এর smileys php বাটন ব্যবহার করছেন। এই বাটন টি ইনলাইন javascript অ্যাড করছে পেজ এর শুরুতে। কিন্তু আপনারা head.js লাইব্রেরি use করছেন যা কিনা পেজ লোড হবার পরে javascript ফাইল গুলোকে লোড করছে। যেহেতু ইনলাইন javascript কোডটি jQuery এর উপর নির্ভরশীল এবং jQuery তখনো লোড হয়নি তাই এরর দেখাচ্ছে। আমি পিএইচপি বাটন এর কোড কিছু পরিবর্তন করেছি যাতে ইনলাইন javascript কোড সব javascript লোড হবার পরে কল হয়। pastebin লিঙ্ক টা দিলাম http://pastebin.com/pTakvH93। টেস্ট করে দেখতে পারেন। ধন্যবাদ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কি বলে ধন্যবাদ দিবো বুঝতে পারছি না। অনেক অনেক থ্যাঙ্কস!!!

আপনার নাম লিখুন এর ছবি

[img]
http://imageshack.us/photo/my-images/838/sachal2.jpg/
[/img]

এই বারটা ছাড়া আমি খোড়া ঃ(্ আর দয়া করে বিজয়/অভ্র কিবোর্ড লেআউট টাকে ডিফল্ট করে দেয়া যায়? (যেমন এখানে জি+এফ চাপলে 'আ' হয়, ওআই চাপলে 'চ' আসে, বিজয়ে/অভ্রে লেখা সহজ লাগে আমার কাছে..ইয়েই!)

ধন্যবাদ।

শাফি।

যুমার এর ছবি

প্রিয় সচলায়তনকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-
গতিতে মহাখুশি,ইমো ও কাজ করছে এখন।

গৌতম এর ছবি

১. গতি বেশ বেড়েছে। সচল এখন আগের চেয়ে বেশ দ্রুতগতিতে অ্যাকসেস করা যাচ্ছে। আমার মতো পাঠকদের জন্য এটা আসলেই খুশির খবর।

২. লগইন করা সদস্যের তালিকায় সবাইকে না দেখিয়ে অ্যাকটিভ ২০ জনকে দেখানোর যুক্তি কী?

৩. ফেসবুক লাইকের মতো গুগল প্লাস বাটনটিও প্রথম পৃষ্ঠার বদলে ভেতরের পৃষ্ঠায় রাখা যেতে পারে।

৪. সার্ভার বদলের কারণে যে ফিচারগুলো বন্ধ রাখা হয়েছে, সেগুলো আস্তে আস্তে ফিরে আসুক।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

২। প্রসেসিং টাইম তথা পারফর্মন্স

৩। গুগল প্লাস অতটা জনপ্রিয় হতে পারেনি। পার্ফমন্সের তুলনায় প্রয়োজনীয় নয়।

৪। কিছু আসবে। কিছু হারিয়ে যাবে। হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

কী বিস্ময়, একদিনে দেখি সচলের সে কী রূপ পরিবর্তন!!! চলুক হাচলদের লেজ([অতিথি] অংশটুকু) কেটে দেওয়া হয়েছে(অনেক ধৈন্যাপাতা); সে জায়গায় হাচলদের 'তিলক' পড়িয়ে দেওয়া হয়েছি দেখছি; দারুণ দারুণ!!! সচলদের থেকে হাচলরাই দেখি দেখতে সুন্দর হয়ে পড়েছে.......... চোখ টিপি


_____________________
Give Her Freedom!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।