লেখার শিরোনামের নীচে কি কি দেখতে চান?

নতুন লেআউট করার কাজ চলছে। লেখার টাইটেলের নীচে কি কি দেখতে চান জানান অনুগ্রহ করে।

Choices

দুঃখিত, এই পোস্টে আপনার ভোট গৃহীত হবে না।

মন্তব্য

ইশতিয়াক রউফ এর ছবি

'শব্দসংখ্যা' দেখে ভাল লাগছিলো, তবে 'গড় সময়' জাতীয় ব্যাপারটা ভাল লাগেনি। ফিচারগুলোর সব কয়টাই ভাল, তবে অন্য দিকে সচল কেমন যেন ভারি হয়ে যাচ্ছিল। প্রথম পৃষ্ঠা যেন হারিয়ে যাচ্ছে লিংকের চাপে।

হাসান মোরশেদ এর ছবি

'শব্দ সংখ্যা' ফিচার তো আমার কাছে বেশ কাজের মনে হলো । এরকম একটা ফিচার খুঁজছিলাম বাংলা শব্দগননের জন্য । বেশী সমস্যা না হলে রেখে দিন না কেনো? অবশ্য গনতন্ত্র মানলে প্রথমেই খাল্লাস মন খারাপ

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

বিপ্রতীপ এর ছবি

ছবি থাকলে পেইজ লোড হতে দেরি হয়। আমার মতে লেখকের ছবি বাদ দেয়া উচিত...

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গুরুত্বপূর্ণ অবজারভেশন। অতিরিক্ত তথ্য সহ পেইজলোডে সময় লাগছিল প্রায় ৬-৯ সেকেন্ড। এখন লাগছে ১-২.৫ সেকেন্ড। অবশ্য অন্য কারনও থাকতে পারে। যেমন প্রথম পেইজে প্রকাশিত ছবির সংখ্যা ও আকৃতি।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

নজমুল আলবাব এর ছবি

ক্যাটাগরিটা থাকা দরকার সবসময়। বাকিগুলা ঠিক আছে। হাসি ধন্যবাদ।

ভুল সময়ের মর্মাহত বাউল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ক্লিয়ারলী নাম আর তারিখ ছাড়া অন্য অপশন কেউ দেখতে চায় না। সুতরাং এই দুটা ছাড়া বাকি গুলা বন্ধ করলাম।

দ্বিতীয়বার চিন্তা করে দেখলাম। ক্যাটেগরীটা দরকার - নাহলে সবগুলো গল্প বা কবিতা কিভাবে খুঁজে বার করবে? তাই এটা আপাতত রেখে দিলাম। কারও দ্বিতীয় মতামত থাকলে জানাবেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অরূপ এর ছবি

এসএম৩,

তোমারে কইলাম অপ্রয়োজনীয় আবগাব ইনফো সরায় দাও!!!
রেগে টং
পাঠক ও সার্ভার উভয়ের উপরে অহেতুক চাপ দেবার কোন দর্কার নাই
-------------------------------------
রামছাগলের সামনে, খচ্চরের পেছনে আর নিবোর্ধের ধারেকাছে না থাকাই শ্রেয়!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

শব্দসংখ্যা ছাড়া বাকি ইনফোগুলা বাই ডিফল্ট প্রতিটা নোডের সাথে লোড হয়। সার্ভারের উপর তেমন অতিরিক্ত লোড পড়েনা। প্রতিটা ইউজারের ছবি বার বার ডাউনলোড হবার সময় ইউজারের অবশ্য খবর হতে পারে।

একজন ইউজার এই পরামর্শগুলো দিয়েছিল। তাই একটু টেস্ট করে ও করিয়ে নিলাম। আর সবাই দেখে নিল কোনটা কেমন লাগে। আল্টিমেটলী এটা একটা গ্রহনযোগ্য স্টেবল সমাধানের দিকেই নিয়ে যাবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মুহম্মদ জুবায়ের এর ছবি

একটা জিনিস বোঝা গেলো না। এখানে কি অপ্রাপ্তবয়স্ক কেউ আছে? না হলে, কোন লেখাটি কোন বয়সীদের উপযোগী তা বলে দিতে হচ্ছে কেন? ভাই রে, বয়সের কথা তুললে আমার খারাপ লাগে না? আফটার অল, এখানকার সিনিয়র সিটিজেন বলতে তো আমিই। চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

হাসিব এর ছবি

তিরন্দাজ আপনার বয়সি । খুউউব খিয়াল কইরা .....


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সামহোয়্যারে থাকতে আমাদের একটা সমস্যা ছিল। কোন কোন কনটেন্ট ছোটদের দেখতে মানা হতে পারে। সেটার ইন্ডিকেশন কোথায় থাকবে? সেটা ভেবেই এটা করা। সবার আপত্তি থাকলে আমি সরিয়ে দেবো। আল্টিমেটলী আপনাদের জন্যই তো করা।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অরূপ এর ছবি

গল্পদাদু "মাইন্ড খাইছে"! গড়াগড়ি দিয়া হাসি

মুহম্মদ জুবায়ের এর ছবি

মাইন্ড দিলে না খাওয়ার মানুষ তো আমি না। চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক করলাম। একটা ডাম্ব বাগ আছে। ওটাও ফিক্স করতে হবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মৃন্ময় আহমেদ এর ছবি

একাধিক অপশন সিলেক্ট করা যাচ্ছেনা।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

দিগন্ত এর ছবি

খুব বেশী তথ্য চাইনা ... সেগুলো ব্লগের ভেতরে দেওয়া যেতে পারে অবশ্য।


পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।

সৌরভ এর ছবি

নাম-তারিখ ছাড়া কিছু চাই না।
পোস্টের সাথে বাইরের ছবি (আমি সাধারণত দীর্ঘস্থায়িত্বের কথা ভেবে ব্লগারডটকমে আপলোড করি) থাকলে নীড়পাতায় আসে না।
রিসাইজড ছবি আসলেও আসতে পারে।



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

হাসিব এর ছবি

লেখার শিরোনামের নীচে শুধু লেখকের নাম, তারিখ ও পোস্ট সংশ্লিষ্ট ছবি চাই। লেখকের ছবির দরকার নেই মনে হয় । মানে এককথায়, আগে যেরকম ছিলো ভালোই ছিলো ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

বিপ্লব রহমান এর ছবি

লেখার শিরোনামের নীচে শুধু লেখকের নাম ও সংশ্লিষ্ট ছবি চাই। লেখকের ছবি বা অন্যকিছু নয়।


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

উপরের জরিপে একাধিক অপশন সিলেক্ট করার ব্যবস্থা করা যায় কি?
আমি চাইছি: লেখার শিরোনামের নিচে এক লাইনে লেখকের নাম, তারিখ-সময়, এবং রেটিং থাকবে। অন্যকিছুর দরকার নেই।
ভোটের ফলাফলের অপেক্ষায় - - -

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সরি একাধিক অপশনই ছিল। ভুল হয়ে গেছিল। ঠিক হলো কিনা জানান।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঠিক হয়েছে। অনেক ধন্যবাদ।
এবার ভোট দিলাম।