রাজশ্রী ৪

মাহবুব লীলেন এর ছবি
লিখেছেন মাহবুব লীলেন (তারিখ: রবি, ০৭/১০/২০০৭ - ৩:১১অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই গানটি নচিকেতার। আমার ধারণা এই গানটি শুনলে পুনর্জন্ম পেলেও কেউ নেবে না আর। পুনর্জন্মে সবই আছে তবু হয়তো কিছু একটা থাকবে না। সুমনের জাতিস্মর গানটির পাশাপাশি এটা সুনলে আরো ভালো। মনে হবে যার জন্য পুনর্জন্ম চাই। তার জন্যই পুনর্জন্ম চাই না আবার

  • আর্টিস্ট: Nachiketa
  • শিরোনাম: Rajoshree
  • Album: ---
  • দৈর্ঘ্য: 5:45 মিনিট (1.98 MB)
  • ফরমেট: MP3 Stereo 22kHz 48Kbps (CBR)

মন্তব্য

মূলত পাঠক এর ছবি

অসাধারণ উচ্চারণ: প্রকিতি! এই সব অশিক্ষিত লোক গান না গেয়ে ঢাক বাজালেই পারে।

অতিথি লেখক এর ছবি

অসংখ্য ধন্যবাদ.. শেয়ার করার জন্য...
_______________________________
বর্ণ অনুচ্ছেদ

রেনেট এর ছবি

চমৎকার গানটি আপ্লোডানোর জন্য ধন্যবাদ
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অমিত আহমেদ এর ছবি

আরিফ ভাই আজকে পিক ফর্মে!
কমেন্ট পড়ে হাসতে হাসতে গড়াগড়ি দিলাম।
দেঁতো হাসি


ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আরিফ জেবতিক এর ছবি

আমিই ভালো,আইকন কানা। বহু কষ্টে একটা আইকন শিখেছি । হাসি । আইকন দিতে গেলেই এইটা আইকা দেই।
সুখে দূ:খে মুসলমানের এক জবান।

ইশতিয়াক রউফ এর ছবি

সাচ্চা মুহম্মদ!

আরিফ জেবতিক এর ছবি

ঠিকাছে @মুর্শেদ,সৌরভ,অরূপ।

পরের মাথায় লবন রেখে বরই রেখে খাওয়া গেলে কী দরকার আর নিজের বর্তনে লবন টেনে আনার ।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাসির আইকন বদলে গিয়ে বিপদ হয়েছে। হো হো হো এটা দিতে চেয়েছিলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
ভালো উদাহরন দিয়েছেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আমার ভালোলাগার ভালোবাসার রাজশ্রী। বারবার শুনি মুগ্ধতায়।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

××কমেন্টটি রেস্ট্রিকটেড××

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

একমত নই ।ব্যক্তিগত ব্লগে কপিরাইটের বিষয়টা আসে কোথা থেকে ?
ইস্নিপস এ দিলে কপিরাইট ভাঙবে না কিন্তু অন্যখানে দিলে ভাঙবে ,এটা ঠিক না।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কোথা থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে তার উপর কপিরাইট ভাঙ্গার ব্যাপারটা আসে। এটা সার্ভারের লায়াবিলিটি। ফাইলটা যদি সচলায়তনের সার্ভারে কপি করা থাকে এবং সেখান থেকে লোকে ডাউনলোড করে তাহলে সচলায়তন সেটা ডিস্ট্রিবিউট করার দায়ে জড়াবে।

ই-স্নিপস রেজিস্ট্রেশনের সময় দেখবেন বলা থাকে আপনি কপিরাইটেড ম্যাটেরিয়াল আপলোড করবেন না। এখন যদি মিউজিক ইন্ডাস্ট্রির কেউ আপত্তি করে কিংব সাবপোয়েনা ছাড়ে তাহলে সেই ফাইলগুলো তার মুছে দিবে এবং ইউজারের তথ্য দিয়ে দেবে। সেটা সম্পূর্ণ তাদের পলিসি। ফাইলটা তারা ডিস্ট্রিবিউট করছে। সচলায়তন তাতে জড়িত নয়।

সেটার লিংক এখানে দিলেও সমস্যা নেই। কেননা সেক্ষেত্রে সচলায়তন ফাইলটা ডিস্ট্রিবউট করছে না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সৌরভ এর ছবি



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

সৌরভ এর ছবি



আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

সৌরভ এর ছবি

**ইহা একটি রেস্ট্রিকটেড কমেন্ট!** হাসি


আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি


আবার লিখবো হয়তো কোন দিন

আরিফ জেবতিক এর ছবি

কী তামশা।
গত দুইদিন ধরে এই গানটি আমি খুজঁছিলাম মনে মনে । হাসি